Type Here to Get Search Results !

ভারত : ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ | দশম শ্রেণী ভূগোল | Class 10th Madhyamik Geography | WBBSE Class 10th Geography

 ভারত : ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]

 

1. সােনালি তন্তু ____________ কে বলা হয়।

উত্তর : পাট।

2. একটি লৌহ-সংকর ধাতুর নাম ।

উত্তর : ইস্পাত।

3. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল প্রকল্প।

উত্তর : জলঢাকা।

4. _______________ শিল্পকে ভারতে ‘আধুনিক শিল্প’ বলা হয়।

উত্তর : পেট্রো-রসায়ন।

5. ভারতের নবীনতম রাজ্য হল ________ ।

উত্তর : তেলেঙ্গানা।

6. গুজরাতের প্রধান বন্দর _____________

উত্তর : কান্ডালা।

7.____________ কে হ্রদের শহর বলা হয়।

উত্তর : হায়দরাবাদ।

৪, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল ______________ –

উত্তর : পশ্চিমবঙ্গ।

9. সর্বাধিক সাক্ষর রাজ্যটির নাম ________________ ।

উত্তর : কেরালা।

10. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম

উত্তর : সিয়াচেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad