সাধারণ বিজ্ঞান বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Most Important 100 Questions and Answers From General Science)
১)জৈব গ্যাস বা বায়ো গ্যাসের প্রধান উপাদান কি?
উঃ মিথেন।
২)অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি?
উঃ অ্যাসিটিলসালিসিলিক অ্যাসিড।
৩)মানবদেহে কোন উপাদানের পরিমাণ সর্বাধিক?
উঃ অক্সিজেন।
৪)কোন প্রক্রিয়ায় জল ও অ্যালকোহলের মিশ্রণকে পৃথক করা হয়?
উঃ ডিস্টিলেশন/ পাতন।
৫)বায়ুমন্ডলে কোন কোন উপাদানের পরিমাণ বেশি হলে অ্যাসিড বৃষ্টি হয়?
উঃ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড।
৬)একটি জৈব ভঙ্গুর (বায়ো-ডিগ্রেডেবল) পদার্থের উদাহরণ দাও।
উঃ কাগজ।
৭)প্রধান প্রধান গ্রীন হাউজ গ্যাসগুলির নাম কি ?
উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, হাইড্রো ফ্লুরো কার্বন, ওজোন ইত্যাদি।
৮)আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে?
উঃ 7টি।
৯)অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে?
উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
৮) ক্লোরোফিলের প্রধান ধাতব উপাদান কি?
উঃ ম্যাগনেসিয়াম।
৯) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উঃ সবুজ গ্রন্থি।
১০)মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে পর্যবেক্ষণ করেন?
উঃ উইলিয়াম হার্ভে।
১১) জার্মান সিলভারের উপাদানগুলি কি কি?
উঃ তামা, দস্তা ও নিকেল।
১২)কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে?
উঃ অক্সিন হরমোন।
১৩)কোন হরমোন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে?
উঃ সাইটোকাইনিন।
১৪)কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয়?
উঃ ইনসুলিন।
১৫) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়?
উঃ নিউরোন।
১৬) গান পাউডার কে আবিষ্কার করেন?
উঃরজার বেকন।
১৭)আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কি বলে?
উঃগ্লুকোজ।
১৮) ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?
উঃ ল্যাভয়সিয়ের।
১৯) হিম মিশ্রণে বরফ ও লবনের অনুপাত কত?
উঃ 3ঃ1।
২০) কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়?
উঃ সালফিউরিক অ্যাসিড।
২১) দুটি ধাতুকল্পের নাম লেখ।
উঃ আর্সেনিক ও অ্যান্টিমনি।
২২) ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উঃজে.জে.থমসন।
২৩) বরফের গলন কি ধরনের পরিবর্তন?
উঃ ভৌত পরিবর্তন।
২৪)পরমাণুর গঠন সম্পর্কে আধুনিকতম ও সর্বজনগ্রাহ্য তত্ত্ব কে প্রদান করেন?
উঃ নীলস বোর।
২৫) যে সব মৌলের বাইরের কক্ষে আটটি ইলেকট্রন থাকে তাদের কি বলে?
উঃ নিষ্ক্রিয় মৌল।
২৬) হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?
উঃ 3টি।
২৭) সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়?
উঃ জল।
২৮) দার্শনিকের উল কাকে বলা হয়?
উঃ জিঙ্ক অক্সাইড।
২৯)টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন ?
উঃ স্যামুয়েল এফ.বি.মার্স।
৩০) জলের নিচে শব্দ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উঃহাইড্রোফোন।
৩১)কালো ও অশক্ত হীরককে কী বলা হয়?
উঃ কার্বোনেডো।
৩২) কোন কোন ধাতুর সংমিশ্রণে গান মেটাল তৈরি হয়?
উঃ তামা, দস্তা ও টিন।
৩৩) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
উঃ O গ্রুপের।
৩৪) মানুষের লালারসে কোন উৎসেচক থাকে?
উঃ টায়ালিন উৎসেচক।
৩৫) আমাশয় রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি?
উঃ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা।
৩৬) কোন গ্রুপের রক্তে কোন অ্যান্টিবডি থাকে না?
উঃAB গ্রুপের রক্তে।
৩৭)ডায়াবেটিস রোগীর মূত্রে কোন উপাদান বেশি থাকে?
উঃ শর্করা।
৩৮) ‘জাম্পিং জিন’ এর তত্ত্ব কে আবিষ্কার করেন?
উঃ বারবারা ম্যাকক্লিনটন।
৩৯)কোন জৈব বস্তুর ক্ষরণের ফলে পিঁপড়ের সারিবদ্ধ চলন সাধিত হয়?
উঃ ফেরোমেন।
৪০) পেরিস্কোপ কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয়?
উঃ আলোর প্রতিফলন ও প্রতিসরণ।
৪১)কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয়?
উঃ বেগুনি।
৪১)পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন 30 কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুর ওজন কত হবে?
উঃ5 কিলোগ্রাম।
৪২)একটি প্রোটিন পরিপাককারী একটি উৎসেচকের নাম লেখ?
উঃ ট্রিপসিন।
৪৩) এনজাইমের প্রধান উপাদান কি?
উঃ প্রোটিন।
৪৪)ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহত কণিকা থাকে তাকে কী বলে?
উঃ ইলেকট্রন।
৪৫)রক্তে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন থাকলে কোন রোগ হয়?
উঃ জন্ডিস।
৪৬) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
উঃ ভিটামিন B1।
৪৭)উদ্ভিদের কোন কলার মধ্য দিয়ে খাদ্য রস পরিবাহিত হয়?
উঃফ্লোয়েম।
৪৮)উদ্ভিদের কোন কলার মধ্য দিয়ে জল পরিবাহিত হয়?
উঃ জল।
৪৯)কালাজ্বরের ওষুধ রূপে কি ব্যবহার করা হয়?
উঃইউরিয়া স্টিবাইন।
৫০)মানব দেহের কোন অংশে লিম্ফোসাইট তৈরি হয়?
উঃপ্লীহা।
"সাধারণ বিজ্ঞান" বিষয়ক 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1)একক কোন অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে?
☞সেলেনিক অ্যাসিড।
2)পর্যায় সারণির '0' গ্রুপের মৌলগুলিকে কি বলে?
☞বর গ্যাস।
3)একটি বর্ণহীন তরলে একফোঁটা ফিনলপথ্যালাইন যোগ করলে যদি কোন বর্ণের পরিবর্তন না হয়, তাহলে তরলটি কী ধরনের?
☞প্রশম।
4)ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কী কী?
☞কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন।
5)প্রাকৃতিক রবার কোন যৌগের পলিমার?
☞আইসোপ্রিন।
6)ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?
☞অ্যাসিটিলিন।
7)পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কী?
☞ইউরিয়া।
8)গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কীসের প্রলেপ দেওয়া হয়?
☞দস্তা।
9)রেক্টিফায়েড স্পিরিট কী?
☞95% ইথানল ও 5% জলের মিশ্রণ।
10)ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কী?
☞ডবসন।
11)বিশ্বের আকর্ষন তত্ত্বের প্রবক্তা কে?
☞স্যার আইজাক নিউটন।
12)1984 খ্রীঃ ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী?
☞মিথাইল আইসোসায়ানেট।
13)কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎপ্রবাহ মাপা হয়?
☞ভোল্টামিটার।
14)কম্পাঙ্কের একক কী?
☞হার্ৎজ।
15)তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কী পরিবর্তন হয়?
☞বাড়ে।
16)MRI এর সম্পূর্ণ রূপ কী?
☞Magnetic Resonance Imaging.
17)বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী?
☞পৃষ্ঠটান।
18)সিমেন্টের জমে যাওয়াকে ধীর করতে কী ব্যবহার করা হয়?
☞জিপসাম।
19)একজন মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন?
☞কালো।
20)হাইড্রোলিক ব্রেক কোন নীতি অনুসারে কাজ করে?
☞পাস্কালের নীতি।
21)চশমার কাচ কী ধরনের কাচ?
☞ফ্লিন্ট কাচ।
22)কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে জল সংবাহিত হয়?
☞জাইলেম কলা।
23)লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে?
☞টায়ালিন।
24)মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কটি?
☞12 জোড়া।
25)লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন?
☞120 দিন।
26) কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে?
উঃ ভিটামিন K.
27) মানব হৃদপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয় ?
উঃ 72 বার।
28) কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে?
উঃ মাছ।
29) কোন কোন ভিটামিন জলে দ্রবণীয়?
উঃ ভিটামিন B, C, P.
30)উদ্ভিদ কোষের খাদ্য তৈরীর কারখানা কাকে বলা হয়?
উঃক্লোরোপ্লাস্ট।
32)কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?
উঃ ভিটামিন D.
33)লালারসে মিশ্রিত কোন উৎসেচক শ্বেতসারকে মলটোজে পরিণত করে?
উঃ টায়ালিন উৎসেচক।
34) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উঃ 13টি।
35) কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়?
উঃ সাধারণ তুলাযন্ত্র।
36) কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়?
উঃ স্প্রিং তুলাযন্ত্র।।
37)রকেটের কার্যপদ্ধতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল?
উঃনিউটনের তৃতীয় গতিসূত্র।
38)নিউটনের কোন গতিসূত্র ঠিকই ভরবেগের সংজ্ঞা পাওয়া যায়?
উঃনিউটনের দ্বিতীয় গতিসূত্র।
39) মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার?
উঃ তৃতীয় শ্রেণীর লিভার।
40) আলোর কোন ধর্মের জন্য পদ্ম পাতায় জল বিন্দু মুক্তোর মত চকচক করে?
উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
41) হিলিয়ামের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?
উঃ 2টি।
42) কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?
উঃথাইরক্সিন।
43)একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়?
উঃ 2টি।
44)হুইট স্টোন ব্রিজ পদ্ধতিতে কি পরিমাপ করা হয়?
উঃ তড়িচ্চালক বল।
45)ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
উঃ সিলভার ব্রোমাইড।
46) সাধারণভাবে সুস্থ চোখ সবচেয়ে কম কত দূরত্বের বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পায়?
উঃ 25সেমি।
47) চৌম্বক আবেশ মাপার এককের নাম কি?
উঃ গাউস।
48)কোন যন্ত্রে তড়িৎ আধান কে সঞ্চয় করে রাখা যায়?
উঃকনডেনসার।
49) সাদা আলো কয়টি বর্ণের সমষ্টি?
উঃ 7টি।
50)শরীরের কোন অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হলে ডায়ালাইসিস করতে হয়?
উঃ বৃক্ক/কিডনি।
Many people search as these keywords like that
সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,বিবেকানন্দের চিঠি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা,সাধারণ জ্ঞান আন্তর্জাতিক,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১,সাধারণ জ্ঞান বাংলাদেশ,সাধারণ জ্ঞান সাজেশন ৯৯% গুরুত্বপূর্ণ প্রশ্নপ্রাইমারি_প্রস্তুতি,মাত্র ১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর করোনা,বিজ্ঞান বিষয়ক mcq,সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি,সাধারণ বিজ্ঞান bcs questions mp3,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি, general science mcqs,general science mppsc,general science jpsc,general science marathon,general science study,general science uppcs,general science mcqs for all exams,general science for bpsc,general science by dr vipan goyal,general science questions study iq,general science questions for competitive exams,ggeneral science study iq jpsc,general science mcq in bengali,general science previous years in bengali,railway group d general science question in bengali