Type Here to Get Search Results !

ভারতের ভূগোল বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | wbcs, upsc, rail, clearck , RRB , Police Examination MCQ Indian Geography

সকল কম্পিটিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর  ভারতের ভূগোল  

ভারতের ভূগোল বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


১) ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত?
উঃ গ্রানাইট ও নিস।
২) ভারতের প্রাচীনতম ও সর্বাধিক স্থিতিশীল ভূখণ্ড কোনটি?
উঃ উপদ্বীপীয় মালভূমি।
৩) মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।
৪) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।
৫) ছোটনাগপুরের রানী কাকে বলা হয়?
উঃ নেতারহাট।
৬) নেতারহাট শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?
উঃ ঝাড়খন্ড।
৭) আন্দামান  দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ মধ্য আন্দামান।
৮) নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ গ্রেট নিকোবর।
৯) মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রী চ্যানেল?
উঃ 8 (৮) ডিগ্রি চ্যানেল।
১০) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি?
উঃ পোর্ট ব্লেয়ার।
১১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
উঃ দক্ষিণ আন্দামান দ্বীপ।
১২)উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উঃ গঙ্গা।
১৩) গঙ্গা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।
১৪) ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম কি?
উঃ গঙ্গা।
১৫) কোন স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে?
উঃ দেবপ্রয়াগ।
১৬) ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ 1960 খ্রীঃ।
১৭)বাগলিহার প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উঃচেনাব নদী।
১৮) তুলবুল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উঃ ঝিলাম/বিতস্তা নদী।
১৯) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উঃ গোদাবরী নদী।
২০) নর্মদা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে।
২১) সাতপুরা ও অজন্তা পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উঃ তাপ্তি নদী।
২২) ভারতের শুষ্কতম স্থানের নাম কি?
উঃ রাজস্থানের জয়সলমীর।
২৩) অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরালা।
২৪)রূপকুন্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড।
২৫) ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক?
উঃ পলি মৃত্তিকা।
২৬) ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
উঃ মধ্যপ্রদেশ।
২৭) ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?
উঃ মিজোরাম।
২৮)কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ অসম।
২৯)ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভের (সংরক্ষিত জীবমণ্ডল) নাম কি?
উঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
৩০) ভারতে কবে ব্যাঘ্র প্রকল্পের বা প্রজেক্ট টাইগারের সূচনা হয়?
উঃ 1973 খ্রীঃ।
৩১) ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ পশ্চিমবঙ্গ।
৩২) হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ পাঞ্জাব।
৩৩) ডাল শস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ মধ্যপ্রদেশ।
৩৪) ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃনিউ দিল্লি।
৩৫) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃড.এম.এস.স্বামীনাথন।
৩৬)ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের জামনগর।
৩৭)ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?
উঃ ভিলাই স্টিল প্লান্ট।
৩৮)ভিলাই স্টিল প্লান্ট প্রধানত কোন স্থান থেকে লৌহ আকরিক পেয়ে থাকে?
উঃ দাল্লি রাজহারা।
৩৯) ভারতের কোন শহরকে ইস্পাত নগরী বলা হয়?
উঃ জামশেদপুর।
৪০) ভারতের কোন রাজ্যে খোন্ড উপজাতির মানুষেরা বসবাস করেন?
উঃ মধ্যপ্রদেশ ও উড়িষ্যা।
৪১)নল সরোবর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ গুজরাট।
৪২) কারাকোরাম হাইওয়ে কোন কোন দেশকে সংযুক্ত করেছে?
উঃপাকিস্থান ও চীন।
৪৩) ভারতে পিনকোড জোনের সংখ্যা কয়টি?
উঃ 8(৮) টি।
৪৪)কত নম্বর জাতীয় সড়ক পথ দিল্লিকে অমৃতসরের সঙ্গে যুক্ত করেছে?
উঃ 1 নম্বর জাতীয় সড়ক পথ।
৪৫) ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উঃ মহারাষ্ট্রের তারাপুর।
৪৬) ভারতের কোন নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত?
উঃ ব্রহ্মপুত্র।
৪৭) ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ উড়িষ্যা।
৪৮) ভারতের কোন মালভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
উঃ মালব মালভূমি।
৪৯) ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত অবস্থিত?
উঃ নাগা পর্বত।
৫০) ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
উঃ মাহী নদী।
 
আরও ৫০ টি প্রশ্নোত্তর ভারতের ভূগোলের (Indian Geography Mcq)
 
১)ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?
উঃউত্তরপ্রদেশ।
২)ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?
উঃঅরুণাচল প্রদেশ।
৩)ভারতের কোন রাজ্যের পূর্ব নাম ছিল নেফা(NEFA)?
উঃঅরুণাচল প্রদেশ।
৪)গোপীনাথ বিচ কোন রাজ্যে অবস্থিত?
উঃগুজরাট।
৫)উত্তর-পূর্ব ভারতে স্থানান্তর কৃষি কে কি বলা হয়?
উঃঝুম চাষ।
৬)দেববাগ বিচ কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্ণাটক।
৭)পশ্চিমবঙ্গের কোন জেলায় মালভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উঃ পুরুলিয়া।
৮)টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কোন সংস্থা তৈরি করে?
উঃসার্ভে অফ ইন্ডিয়া।
৯)দামোদর উপত্যকা পরিকল্পনা কোন পরিকল্পনার অনুকরণে তৈরি করা হয়েছে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি উপত্যকা পরিকল্পনা।
১০)পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে কি বলা হয়?
উঃ রামসর স্থান।
১১)কোন জাতীয় সড়ক দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে?
উঃNH-2.
১২)সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি?
উঃ চেন্নাই-কলকাতা।
১৩)ভারতের উত্তর-পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ জয়পুর।
১৪)তুতিকোরিন মৎস্যবন্দরটি কোন উপকূলে অবস্থিত?
উঃ করমন্ডল উপকূল।
১৫) পাঞ্জাবের বৃহত্তম পশম শিল্প কেন্দ্রের নাম কি?
উঃ ধারিওয়াল।
১৬)বোকারো লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?
উঃ সোভিয়েত রাশিয়া।
১৭)রাউরকেল্লা লোহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
উঃব্রাহ্মণী নদী।
১৮)1960 খ্রিস্টাব্দে সরকারি মালিকানায় ভারতের কোথায় প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপিত হয়?
উঃ মধ্যপ্রদেশের ভোপাল।
১৯)কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয়?
উঃ দুর্গাপুর।
২০)ভারতের কোন রাজ্যে নারী-পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে?
উঃ হরিয়ানা।
২১)ভারতে কোন পৌরবসতি জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে কি বলে?
উঃ নগর।
২২)ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্যের নাম কি?
উঃ মহারাষ্ট্র।
২৩)ভারতের বায়লাডিলা পর্বত কোন খনিজ পদার্থ উত্তোলনের জন্য বিখ্যাত?
উঃ লৌহ আকরিক।
২৪)ঝাড়খণ্ডের কোর্ডামা খনি কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
উঃ অভ্র।
২৫)ভারতের কোথায় প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল?
উঃঅসমের ডিগবয়।
২৬)ঝাড়খণ্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
উঃ ইউরেনিয়াম।
২৭)কোন বছর প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল?
উঃ 1973 খ্রিস্টাব্দে।
২৮)ভারতের কোন অভয়ারণ্যে কাশ্মীরি স্ট্যাগ হরিণ দেখতে পাওয়া যায়?
উঃ দাচিগ্রাম অভয়ারণ্য।
২৯)শাল কি ধরনের উদ্ভিদ?
উঃ পর্ণমোচী উদ্ভিদ।
৩০)সোয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ মধ্যপ্রদেশ।
৩১)কেরলে স্থানান্তর কৃষি কে কি বলা হয়?
উঃ পোডু।
৩২)ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ উত্তরপ্রদেশ।
৩৩)"অপারেশন ফ্লাড" শব্দটি কিসের সঙ্গে সংযুক্ত?
উঃ দুগ্ধ উৎপাদন/শ্বেত বিপ্লব।
৩৪)কোন মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয়?
উঃ কৃষ্ণ মৃত্তিকা।
৩৫)ভারতের কোন রাজ্যে কৃষিক্ষেত্রে হেক্টর প্রতি সার সর্বাধিক ব্যবহৃত হয়?
উঃ পাঞ্জাব।
৩৬)মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলা হয়?
উঃ রেগুর।
৩৭)ভারতের কোন রাজ্যে কালবৈশাখী জনিত ঝড়-বৃষ্টি প্রভাব সবথেকে বেশি দেখা যায়?
উঃ পশ্চিমবঙ্গ।
৩৮)অসমে কালবৈশাখী ঝড়কে স্থানীয় ভাষায় কি বলা হয়?
উঃ বরদৈছিলা।
৩৯)ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?
উঃ সুন্দরবন।
৪০)দাক্ষিণাত্য মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?
উঃ ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস শিলা।
৪১)ভীমা, মুসি ও কয়না কোন নদীর উপনদী?
উঃ কৃষ্ণা নদী।
৪২)কোন দুটি নদীর সংযোগস্থলে তেহরি বাঁধ প্রকল্প গড়ে উঠেছে?
উঃ ভাগিরথী ও ভীলগঙ্গা।
৪৩)কোন স্থান থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে?
উঃ মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি।
৪৪)কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
উঃ নর্মদা নদী।
৪৫) ভারতের কোথায় ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে?
উঃ বারাণসী।
৪৬)ভারতের কোন শহরকে প্রাচ্যের বস্টন বলা হয়?
উঃ আমেদাবাদ।
৪৭)উত্তরপ্রদেশের ওবরা কিসের জন্য বিখ্যাত?
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
৪৮)উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ অসমের মালিগাঁও।
৪৯)দিহাং দিবং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উঃ অরুণাচল প্রদেশ।
৫০) ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয়?
উঃ হায়দ্রাবাদ।

 
 Many people search as these keywords like that ভারতের ভূগোল,ভারতের নদনদী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর,ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ বিস্তারিত,ভারতের ভূগোলথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর,ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর,ভারতের ভূগোল প্রশ্ন উত্তর,ভারতীয় ভূগোল,ভারতের ভূপ্রকৃতি,ভূগোল slst প্রশ্নোত্তর,প্রশ্নোত্তরে ভারতের নদনদী,ভারতের নদ-নদীর সমস্ত প্রশ্নোত্তর,ভারতের ভূগোল থেকে বিগত বছরের প্রশ্নাবলী,ভারতের ভূগোল বই,ভারতের ভূগোল pdf,
indian geography, geography,indian geography for upsc,indian geography in hindi,indian geography mcq,complete indian geography,geography of india,indian geography notes,indian geography in telugu,indian geography in english,indian geography questions,indian geography for kerala psc,indian geography detailed part 1 (भारत का भूगोल भाग एक),india,complete indian geography for upsc,complete indian geography in hindi,kerala psc indian geography in bengali

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad