Type Here to Get Search Results !

ভারতের ভূগোল বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | wbcs, upsc, rail, clearck , TET, SET,NET, Police Examination MCQ Indian Geography

ভারতের ভূগোল বিষয়ক 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর wbcs, upsc, rail, clearck , TET, SET,NET, Police Examination

 

১) ভারতের মোট আয়তন বা ক্ষেত্রফল কত?
👉 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিমি।
২) আয়তন বা ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
👉 সপ্তম।
৩) আয়তন বা ক্ষেত্রফলের বিচারে এশিয়ায় ভারতের স্থান কত?
👉তৃতীয়।
৪) ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত?
👉 3214 কিমি।
৫) ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত?
👉 2933 কিমি।
৬) পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারতের অন্তর্গত?
👉2.4 শতাংশ।
৭) পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে?
👉16 শতাংশ।
৮) ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত?
👉 প্রায় 7517 কিমি।
৯) ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত?
👉6100 কিমি।
১০) ভারতের মোট সীমারেখার দৈর্ঘ্য কত?
👉15200 কিমি।
১১) ভারতের উত্তরতম স্থানের নাম কি?
👉 জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল।
১২) ভারতের দক্ষিণতম স্থানের নাম কি?
👉 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের) ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট।
১৩) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি?
👉 তামিলনাড়ুর কন্যা কুমারিকা অন্তরীপ।
১৪) ভারতের পূর্বতম স্থানের নাম কি?
👉 অরুণাচল প্রদেশের কিবিতু।
১৫) ভারতের পশ্চিমতম স্থানের নাম কি?
👉 গুজরাটের গুহারমতি/স্যার ক্রীক খাঁড়ি/বনগঙ্গা
১৬) কোন প্রণালী ভারতকে শ্রীলংকা থেকে পৃথক করেছে?
👉 পক প্রণালী।
১৭) কোন উপসাগর ভারতকে শ্রীলংকা থেকে পৃথক করেছে?
👉 মান্নার উপসাগর।
১৮) কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক?
👉 বাংলাদেশ।
১৯) বর্তমানে ভারতে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
👉 28 টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল।
২০) ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী?
👉র‌্যাডক্লিফ লাইন।
২১) ভারত ও চীনের সীমারেখার নাম কি?
👉 ম্যাকমোহন লাইন।
২২) ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি?
👉 ডুরান্ড লাইন।
২৩) ভারত ও বাংলাদেশের সীমারেখার নাম কি?
👉 তিনবিঘা করিডর
২৪) ভারতের কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক রাজ্যের সীমানা আছে?
👉 উত্তর প্রদেশ (৮টি)। তারপর আসাম (৭টি)।
২৫) ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?

👉৮টি (গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়,ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম)।
২৬) ভারতের কটি রাজ্যের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমারেখা রেখা বিস্তৃত হয়েছে?
👉5টি(উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ)।
২৭) কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
👉 এলাহাবাদ।
২৮) ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
👉82°30'পূর্ব।
২৯) ভারতের মোট কয়টি রাজ্য সমুদ্র সীমা স্পর্শ করে আছে?
👉9টি (গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ)।
৩০) ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?
👉6°45' উঃ।
৩১) ভারতের অক্ষাংশগত বিস্তার কত?
👉8°04' উঃ থেকে 37°06' উঃ
৩২) ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত?
👉68°07' পূঃ থেকে 97°25' পূর্ব।
৩৩) ভারতের কোন শহর কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত?
👉 ত্রিপুরার উদয়পুর সিটি।
৩৪) ভারতের পূর্বতম শহরের নাম কি?
👉 কিবুথুহিমা।
৩৫) কোহিমা, ইটানগর, ইম্ফল,আইজল-শহরগুলিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ক্রমানুসারে সাজাও।
👉 কোহিমা, ইম্ফল, ইটানগর, আইজল।
৩৬) ভারতের কোন উপকূলের বিস্তৃততম মহীসোপান আছে?
👉 কেরালার মালাবার উপকূল।
৩৭) ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি?
👉গুজরাট (দ্বিতীয়-অন্ধ্রপ্রদেশ, তৃতীয়-তামিলনাড়ু)।
৩৮) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
👉 রাজস্থান।
৩৯) ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম?
👉 গোয়া।
৪০) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
👉 লাদাখ।
৪১) ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
👉 লাক্ষাদ্বীপ।
৪২) ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি?
👉নিউ দিল্লি।
৪৩) কোন কেন্দ্রশাসিত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যের রাজধানী?
👉 চন্ডিগড়।
৪৪) ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি?
👉 চীন।
৪৫) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি?
👉 মালদ্বীপ।
৪৬) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নাম কি?
👉 পোর্ট ব্লেয়ার।
৪৭) লাক্ষা দ্বীপের রাজধানীর নাম কি?
👉 কাভারাত্তি।
৪৮) দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি?
👉 সিলভাসা।
৪৯) ভারতের কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে?
👉 দিল্লি ও পদুচেরী।
৫০) ভারতের উচ্চতম গিরিপথের নাম কি?
👉ডুংরি লা/মানা পাস।
 
 আরও ৫০ টি ভারতের ভূগোলের প্রশ্নোত্তর
 
1)ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
লাদাখ।
2)কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
থাঞ্জাভুর।
3)লোখটাক  হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
মণিপুর।
4)ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
বোম্বে হাই
5)আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
সপ্তম।
6)ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
নেলোর।
7)হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
লুধিয়ানা।
8)10 লক্ষের অধিক জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে কী বলে?
মহানগর।
9)ভারতে বর্তমানে মহানগরের সংখ্যা কটি?
53 টি।
10)ভারতের ডেট্রয়েট কাকে বলে?
চেন্নাই
11)গোপীনাথ বরদৈল বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
আসাম
12)কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
জাস্কার ও পিরপাঞ্জাল।
13)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
সান্দাকফু
14)আরব সাগরের রাণী কাকে বলা হয়?
কোচি।
15 )গুজরাটের 'আনন্দ' বিখ্যাত কেন?
দুগ্ধ শিল্প
16)রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
হিমাচল প্রদেশ।
17)গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?
কোলেরু
18)ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?
তামিলনাড়ুর পোর্টনোভা,1830 খ্রীঃ।
19)ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
গোয়া
20)ঝাড়খন্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
ইউরেনিয়াম
21)পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
 কেরালা।
22)গারো  পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
নকরেক
23)ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
ওড়িশা।
24) ভারতের উত্তরতম স্থানের নাম কি?
ইন্দিরাকল।
25)ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
NH-44.
26)দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম?
 রূপনারায়ন।
27)NTPC  কবে স্থাপিত হয়?
☞1975 খ্রিস্টাব্দে।
28)হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
মুসি।
29)হায়দ্রাবাদের যমজ শহর এর নাম কি?
সেকেন্দ্রাবাদ
30)ভারতের অধিকাংশ  লৌহ আকরিক কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়?
মার্মাগাঁও।
31 ছোটনাগপুর মালভূমির উচ্চতম অংশের নাম কি?
পরেশনাথ পাহাড়
32)ভারতের বৃহত্তম  রাসায়নিক সার তৈরির কারখানা কোথায় অবস্থিত?
 সিন্ধ্রিতে।
33)আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
স্যাডল পিক।
34)ভারত ও চীনের সীমারেখার নাম কি?
ম্যাকমোহন লাইন
35)ভারতের উচ্চতম শহরের নাম কি?
লে।
36)ভারতের কোন রাজ্যকে "ক্ষুদ্র স্বর্গ" বলা হয়?
মণিপুর।
37)গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন দু-একটি ঘর নিয়ে গঠিত ক্ষুদ্র গ্রাম বা উপগ্রাম কে কী বলে?
হ্যামলেট।
38)50 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে কি বলে?
মেগাসিটি
39)কোন কৃষিজ ফসলের স্থানীয় নাম মারুয়া?
রাগি
40)জাহাজ মহল কোথায় অবস্থিত?
উদয়পুর।
41)পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি?
ন্যাপথা।
42)ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
গুজরাট।
43)ভারতের কোন বন্দর ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত?
 বিশাখাপত্তনম।
44)পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
বর্ধমান জেলার চিত্তরঞ্জন।
45)কোন স্থানের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
এলাহাবাদ
46)ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত?
হায়দ্রাবাদ।
47)রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
পশ্চিম জার্মানি।
48)টোডা উপজাতি মানুষেরা কোথায় বসবাস করে?
নীলগিরি পার্বত্য অঞ্চলে।
49)ভীমা, কয়না ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী?
 কৃষ্ণা নদী।
50)ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
রাজস্থানের সম্বর হ্রদ
 
 
 
 Many people search as these keywords like that indian geography,geography,indian geography for upsc,indian geography in hindi,indian geography mcq,complete indian geography,geography of india,indian geography notes,indian geography in telugu,indian geography in english,indian geography questions,indian geography for kerala psc,indian geography detailed part 1 (भारत का भूगोल भाग एक),india,complete indian geography for upsc,complete indian geography in hindi,kerala psc indian geography malayalam,
 

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad