61)সেনাবাহিনীতে "দাগ ও হুলিয়া ব্যবস্থা" কে প্রচলন করেন?
উ:আলাউদ্দিন খলজি।
62)কোন সুলতান ভারতে নওরোজ উৎসব প্রচলন করেন?
উ:গিয়াসউদ্দিন বলবন।
63)জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?
উ:খিবার শাসক।
64)কোন সুলতান মুদ্রায় নিজেকে "খলিফার সেনাপতি" বলে অভিহিত করতেন?
উ:ইলতুৎমিস।
65)কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?
উ:ইলতুৎমিস।
66)হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?
উ:দ্বারসমুদ্র।
67)"আমির-ই-কোহী" নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?
উ:মহম্মদ বিন তুঘলক।
68)কোন সুলতান সেনাবাহিনী থেকে "দাগ ও হুলিয়া" প্রথা তুলে দেন?
উ:ফিরোজ শাহ তুঘলক
69)কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?
উ:ফিরোজ শাহ তুঘলক।
70)জাহানপনা শহর কে নির্মাণ করেন?
উ:মহম্মদ বিন তুঘলক।
71) ইলতুৎমিসের রাজত্বকালে প্রচলিত দুটি মুদ্রার নাম লেখ।
👉জিতল ও তঙ্কা।
72) "Father of tomb building in India" কাকে বলা হয়?
👉ইলতুৎমিস।
73) তবকিৎ ই নাসিরি নাসিরী গ্রন্থের রচয়িতা কে?
👉 মিনাজ উদ্দিন সিরাজ।
74) সিংহাসনে বসার আগে ইলতুৎমিস কোথাকার গভর্নর ছিলেন?
👉বদায়ুন।
75)ইলতুৎমিসের সমসাময়িক খিবা বা খোয়িরজিয়মের শাসক কে ছিলেন?
👉 জালালউদ্দিন মঙ্গবরণী।
76)"কিতাব উল রাহেলা" গ্রন্থের রচয়িতা কে?
👉 ইবন বতুতা।
77) কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেছিলেন?
👉 আলাউদ্দিন খলজী।
78) ইবন বতুতার আসল নাম কি?
👉 আবদুল্লাহ মহম্মদ।
79) ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?
👉 মরক্কো।
80) কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?
👉 আলাউদ্দিন খলজী।
81) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
👉 বহুলুল লোদী।
82) দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
👉 বহুলুল লোদী।
83)কোন সুলতান গুলরুকি ছদ্মনামে কবিতা লিখতেন?
👉 সিকান্দার লোদী।
84)"গজ-ই-সিকান্দারি" ব্যবস্থা কে প্রবর্তন করেন?
👉 সিকান্দার লোদী।
85) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
👉 ইব্রাহিম লোদী।
86) দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?
👉 ইব্রাহিম লোদী।
87) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
👉 গিয়াসউদ্দিন তুঘলক।
88) কোন সুলতান সর্বপ্রথম "গাজী" উপাধি গ্রহণ করেছিলেন?
👉 গিয়াসউদ্দিন তুঘলক।
89) বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরূপ সম্পর্ক ছিল?
👉 গিয়াসউদ্দিন তুঘলক।
90) কোন সুলতান ভারতের সর্বপ্রথম জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেন?
👉 গিয়াসউদ্দিন তুঘলক।
91)কোন সুলতান উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন?