Type Here to Get Search Results !

ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় | অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । Latitude and Longitude Important Questions And Answers In Bengali

অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে লিখা এই আর্টিকেল 

ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়


১)পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত দুটি গুরুত্বপূর্ণ রেখার নাম লেখ।
উঃ:নিরক্ষরেখা বা বিষুব রেখা ও মূল মধ্যরেখা।
২) নিরক্ষরেখা কাকে বলে?
উঃ পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বলে।
৩) নিরক্ষরেখার মান কত?
উঃ ০°।
৪) মূলমধ্যরেখা কাকে বলে?
উঃ পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে মূল মধ্যরেখা বলে।
৫) মূল মধ্যরেখার মান কত?
উঃ ০°।
৬) নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি?
উঃ নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। যথা-(১) উত্তর গোলার্ধ (২) দক্ষিণ গোলার্ধ।
৭) উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে?
উঃ নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে।
৮) মূলমধ্যরেখা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে ও কি কি?
উঃ মূলমধ্যরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। যথা-(১) পূর্ব গোলার্ধ (২) পশ্চিম গোলার্ধ।
৯) পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ কাকে বলে?
উঃ মূলমধ্যরেখার পূর্বের অংশকে পূর্ব গোলার্ধ ও পশ্চিমের অংশকে পশ্চিম গোলার্ধ বলে।
১০) অক্ষরেখা কাকে বলে?
উঃ নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব-পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে।
 
১১) উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা কাকে বলে?
উঃ নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলিকে উত্তর অক্ষরেখা এবং দক্ষিণের অক্ষরেখাগুলিকে দক্ষিণ অক্ষরেখা বলে।
১২) অক্ষরেখাগুলিকে কোন এককে প্রকাশ করা হয়?
উঃ ডিগ্রী (°) এককে।
১৩) উত্তর গোলার্ধ বোঝাতে সংক্ষেপে কি লেখা হয়?
উঃ লেখা হয়।
১৪) দক্ষিণ গোলার্ধ বোঝাতে সংক্ষেপে কি লেখা হয়?
উঃ দঃ লেখা হয়।
১৫) দুটি মেরু বৃত্তের মান কত?
উঃ উত্তর মেরু বৃত্তের মান 90° উঃ এবং দক্ষিণ মেরু বৃত্তের মান 90° দঃ।
১৬) কত ডিগ্রী অক্ষরেখার উপর কলকাতা অবস্থিত?
উঃ 22°34' উঃ।
১৭) অক্ষরেখার গুরুত্ব কী?
উঃ কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিনে অবস্থিত তা বোঝার জন্য অক্ষরেখার প্রয়োজন হয়।
১৮) দ্রাঘিমারেখা কাকে বলে?
উঃ পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর-দক্ষিণে কল্পিত রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে।
১৯) পূর্ব দ্রাঘিমা ও পশ্চিম দ্রাঘিমা কাকে বলে।
উঃ মূলমধ্যরেখার পূর্বের দ্রাঘিমা রেখাগুলিকে পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিমের দ্রাঘিমারেখাগুলিকে পশ্চিম দ্রাঘিমা বলে।
২০) দ্রাঘিমারেখাকে কোন এককে প্রকাশ করা হয়?
উঃ ডিগ্রি (°)এককে।
 
২১) দ্রাঘিমা রেখার গুরুত্ব কী?
উঃ পৃথিবীর উপরে বিভিন্ন স্থান একে অপরের কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে জানা যায়।
২২) মূলমধ্যরেখার গুরুত্ব কী?
উঃ পৃথিবীপৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থিত, তা জানার জন্য মূলমধ্যরেখার প্রয়োজন হয়।
২৩)গ্রিড কী?
উঃ অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলির বিস্তারের ফলে যে জালের মত বিন্যাস গঠিত হয়েছে, তাকে গ্রিড বলে।
২৪)একটি বৃত্তের মোট কোণের পরিমাপ কত?
উঃ 360°।
২৫) পৃথিবীকে আবর্তনের সময় কত ডিগ্রি কোণ ঘুরতে হয়?
উঃ 360°।
২৬) রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত?
উঃ ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে।
২৭) স্থানীয় সময় কাকে বলে?
উঃ দ্রাঘিমা অনুযায়ী কোন স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে।
২৮) 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত?
উঃ 4 মিনিট।
২৯) কত ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য এক ঘন্টা?
উঃ ১৫ ডিগ্রী।
৩০) ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উঃ 82°30' পূর্ব।
 
৩১) কোন স্থানের ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা টানা হয়েছে?
উঃ এলাহাবাদের উপর দিয়ে।
৩২) ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য কত?
উঃ প্রায় 1 ঘন্টা 45 মিনিট।
৩৩) গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
উঃ প্রায় 5 ঘণ্টা 30 মিনিট।
৩৪) কোন অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল 5 টায় শুরু হয়, তবে ভারতের টেলিভিশনে সেটি কখন সরাসরি দেখা যাবে?
উঃ বিকেল 5টা +5 ঘন্টা 30 মিনিট=রাত্রি 10টা 30 মিনিটে। ৩৫) লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11টা 30 মিনিটে শুরু হয়। লন্ডনে কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল?
উঃ রাত 11টা 30 মিনিট -5 ঘন্টা 30 মিনিট=সন্ধ্যা 6টা।
৩৬) পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থার নাম কি?
উঃGPS.
৩৭)GPS-এর সম্পূর্ণ রূপ লেখ।
উঃ Global Positioning System.
৩৮)GPS ব্যবস্থা কোথা থেকে কার্যকরী হয়?
উঃ পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে।
৩৯)GPS ব্যবস্থা কোথায় কোথায় ব্যবহার করা হয়?
উঃ জাহাজে, বিমানে, আধুনিক গাড়িতে ও মোবাইল ফোনে।
৪০) মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময়ের কিরূপ পরিবর্তন ঘটবে এবং কেন?
উঃ মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যাবে। কারণ সূর্য পূর্ব দিকে আগে ওঠে।
 
৪১) মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময়ের কিরূপ পরিবর্তন ঘটবে এবং কেন?
উঃ মূলমধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যাবে। কারণ পশ্চিম দিকে সূর্যোদয় পরে হয়।
৪২) মোট অক্ষরেখার সংখ্যা কটি?
উঃ 179 টি।
৪৩) মোট দ্রাঘিমারেখার সংখ্যা কটি?
উঃ 360টি।
৪৪) নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে অক্ষরেখার মানের কিরূপ পরিবর্তন হয়?
উঃঅক্ষরেখার মান বাড়ে।
৪৫)অক্ষরেখাগুলি........বৃত্ত এবং  দ্রাঘিমারেখা গুলি...... বৃত্ত।
উঃঅক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত এবং দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত।
 
 Many people search as these keywords like that  দ্রাঘিমা রেখা,অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য,অক্ষরেখা ও দ্রাঘিমারেখা,অক্ষরেখা,দ্রাঘিমা রেখা কাকে বলে,কর্কটক্রান্তি রেখা,দ্রাঘিমা রেখা কি,নিরক্ষরেখা ও মূলমধ্য রেখা,দ্রাঘিমা ও অক্ষাংশ,অক্ষরেখা কাকে বলে ?,অক্ষ রেখা,অক্ষরেখা কি?,অক্ষরেখার বৈশিষ্ট্য,অক্ষাংশ ও অক্ষরেখা,প্রমাণ অক্ষরেখা,অক্ষাংশ ও দ্রাঘিমাংশ,বিষুব রেখা কি,দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমাংশ কাকে বলে,অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কি,দ্রাঘিমা রেখা ভূগোল ভূগোল,দ্রাঘিমাংশ কি,বিষুব রেখা,#অক্ষরেখা
latitude and longitude,latitudes and longitudes,longitude and latitude,longitude,latitude,globe : latitudes and longitudes,longitude and latitude app,latitude and longitude of india,find location by latitude and longitude,latitude longitude,latitude and longitude converter,my latitude and longitude google maps,longitude and latitude in bengali,longitude and latitude in nepali,latitude and longitude in nepali,longitude and time

 

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad