ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় "তুমি কোথায় আছো?" প্রশ্ন উত্তর | Class 6th Geography Chapter -3 Important Questions And Answers WBBSE | ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | | ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায়
সু-প্রভাত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো ? আশাকরি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো অধ্যায়ের সকল প্রকারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো । ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো অধ্যায়ের আলোচনা আমরা খুব সহজ ভাষায় এবং সহজ পধতিতে করার চেষ্টা করেছি।
ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো অধ্যায়ের MCQ, SAQ, LAQ সকল প্রকারের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের এই পোস্টের মাধ্যমে , বর্তমানে আমাদের এই ওয়েবসাইটে মাসে প্রায় ৩ লক্ষেরও বেশী শিক্ষার্থী পড়াশুনা করে উপকৃত হচ্ছে।
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 6 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবী কি গোল ? (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – শব্দদূষণ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আমাদের দেশ ভারত (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই অধ্যায়টি এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং বিস্তারিত ভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে যেকোনো প্রশ্ন আসুক না কেন , সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, এটুকু গারেন্টি দিয়ে বলতে পারি। ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই অধ্যায় থেকে আমাদের এই প্রশ্ন-উত্তর এর বাইরে থেকে পরীক্ষায় কোনো অজানা প্রশ্ন পরবেনা। তাই চোখ বুজে বিশ্বাস করতে পারো ।
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 (Class 6th Geography Chapter -3 Questions And Answers SAQ, MCQ)
১. নিরক্ষরেখাসহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল—
(A) 90
(B) 180
(C) 179
(D) 80 টি
উত্তরঃ- C
২. উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়—
(A) মূলমধ্যরেখার
(B) অক্ষরেখার
(C) দ্রাঘিমারেখার
(D) নিরক্ষরেখার দ্বারা
উত্তরঃ- D
৩. পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হল—
(A) উত্তর আমেরিকা
(B) এশিয়া
(C) আফ্রিকা
(D) ইউরোপ
উত্তরঃ- B
৪. উত্তরমেরুর মান হল—
(A) 0°
(B) 90° উত্তর
(C) 90° দক্ষিণ
(D) 66.5° উত্তর
উত্তরঃ- B
৫. বিষুবরেখা হল—
(A) মূলমধ্যরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) কুমেরুবৃত্তরেখা-এর আর-এক নাম
উত্তরঃ- C
৬. পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
উত্তরঃ- A
৭. প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
উত্তরঃ- A
৮. যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
উত্তরঃ- C
৯. পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে—
(A) পৃথিবীর অক্ষ
(B) কক্ষপথ
(C) কক্ষতল
(D) নিরক্ষীয় তলা
উত্তরঃ- B
১০. অক্ষরেখাগুলি—
(A) পূর্ব-পশ্চিমে
(B) উত্তর-দক্ষিণে
(C) পূর্ব-উত্তরে
(D) পশ্চিম-দক্ষিণে বিস্তৃত
উত্তরঃ- A
১১. পৃথিবীর দ্রাঘিমারেখাগুলি হল—
(A) পূর্ণবৃত্তাকার
(B) সরলরৈখিক
(C) অর্ধবৃত্তাকার
(D) উপবৃত্তাকার
উত্তরঃ- C
১২. পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
উত্তরঃ- A
১৩. ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
উত্তরঃ- A
১৪. প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
উত্তরঃ- A
১৫. যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
উত্তরঃ- C
১৬. নিরক্ষরেখার মান—
(A) 90°
(B) 10°
(C) 0°
উত্তরঃ- C
১৭. পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে—
(A) পৃথিবীর অক্ষ
(B) কক্ষপথ
(C) কক্ষতল
(D) নিরক্ষীয় তলা
উত্তরঃ- B
১৮. নিরক্ষরেখার মান—
(A) 90°
(B) 10°
(C) 0°
উত্তরঃ- C
১৯. 23.5° উত্তর অক্ষরেখাটি হল—
(A) মকরক্রান্তিরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) সুমেরুবৃত্তরেখা
উত্তরঃ- B
২০. অক্ষরেখাগুলি—
(A) পূর্ব-পশ্চিমে
(B) উত্তর-দক্ষিণে
(C) পূর্ব-উত্তরে
(D) পশ্চিম-দক্ষিণে বিস্তৃত
উত্তরঃ- A
২১. পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে—
(A) 90°
(B) 66.5°
(C) 0° কোণ করে অবস্থান করে।
উত্তরঃ- A
২২. মূলমধ্যরেখাসহ পৃথিবীতে মোট দ্রাঘিমারেখার সংখ্যা হল—
(A) 179
(B) 359
(C) 360
(D) 425 টি
উত্তরঃ- C
২৩. যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল—
(A) বৃত্ত
(B) অর্ধবৃত্ত
(C) মহাবৃত্ত
(D) অধিবৃত্ত
উত্তরঃ- C
২৪. উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্ত রেখাগুলি হল—
(A) অক্ষরেখা
(B) দ্রাঘিমারেখা
(C) নিরক্ষরেখা
(D) কর্কটক্রান্তিরেখা
উত্তরঃ- B
২৫. 0° দ্রাঘিমারেখার ঠিক বিপরীতের দ্রাঘিমারেখার মান–
(A) 180°
(B) 90°
(C) 360°
(D) 254°
উত্তরঃ- A
২৬. পূর্ব গোলার্ধের অন্তর্গত মহাদেশ হল—
(A) উত্তর আমেরিকা
(B) এশিয়া
(C) আফ্রিকা
(D) ইউরোপ
উত্তরঃ- B
২৭. ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে, সেটি হল
(A) নিরক্ষরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) মকরক্রান্তিরেখা
(D) বিষুবরেখা
উত্তরঃ- B
২৮. প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
উত্তরঃ- A
২৯. উত্তরমেরুর মান হল—
(A) 0°
(B) 90° উত্তর
(C) 90° দক্ষিণ
(D) 66.5° উত্তর
উত্তরঃ- B
৩০. উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়—
(A) মূলমধ্যরেখার
(B) অক্ষরেখার
(C) দ্রাঘিমারেখার
(D) নিরক্ষরেখার দ্বারা
উত্তরঃ- D
৩১. ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
উত্তরঃ- A
৩২. নিরক্ষরেখার দক্ষিণে 23.5° দক্ষিণ অক্ষরেখার অপর নাম—
(A) কর্কটক্রান্তিরেখা
(B) মকরক্রান্তিরেখা
(C) সুমেরুবৃত্তরেখা
(D) কুমেরুবৃত্তরেখা
উত্তরঃ- B
৩৩. ভারত মূলমধ্যরেখার–
(A) পূর্বে
(B) পশ্চিমে
(C) উত্তরে
(D) দক্ষিণে অবস্থিত
উত্তরঃ- A
৩৪. প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে ছেদ করেছে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 35° কোণে
উত্তরঃ- A
৩৫. মূলমধ্যরেখাটি—
(A) লন্ডন
(B) নিউইয়র্ক
(C) কৃষ্ণনগর
(D) কলকাতা শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে
উত্তরঃ- A
৩৬. পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে প্রসারিত কাল্পনিক অক্ষরেখা হল—
(A) কর্কটক্রান্তিরেখা
(B) মকরক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) সুমেরুবৃত্তরেখা
উত্তরঃ- C
৩৭. ভারতের ওপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত হয়েছে, সেটি হল
(A) নিরক্ষরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) মকরক্রান্তিরেখা
(D) বিষুবরেখা
উত্তরঃ- B
৩৮. বিষুবরেখা হল—
(A) মূলমধ্যরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) নিরক্ষরেখা
(D) কুমেরুবৃত্তরেখা-এর আর-এক নাম
উত্তরঃ- C
৩৯. নিরক্ষরেখাসহ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল—
(A) 90
(B) 180
(C) 179
(D) 80 টি
উত্তরঃ- C
৪০. দ্রাঘিমারেখাগুলি পরস্পর—
(A) সমান্তরাল
(B) অসমান্তরাল
(C) অসমান
(D) অনুভূমিক
উত্তরঃ- B
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1 (ক্লাস সিক্স ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো ? গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 6th Geography Chapter -3 Important Questions And Answers | )
১. ভারত বর্ষ কোন গোলার্ধে অবস্থান করছে?
উত্তর - উত্তর গোলার্ধে
২. দ্রাঘিমা রেখা কাকে বলে?
উত্তর - পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা গুলি কে দ্রাঘিমা রেখা বলে।
৩. 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি?
উত্তর - মূলমধ্যরেখা
৪. কত ডিগ্রী দ্রাঘিমা রেখা পৃথিবীতে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে?
উত্তর - 0 ডিগ্রী দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা
৫. সারা পৃথিবীব্যাপী মোট কতগুলি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে?
উত্তর - 360 টি
৬. 0° দ্রাঘিমা রেখার বিপরীতে কত ডিগ্রী দ্রাঘিমা রেখা অবস্থিত?
উত্তর - 180°
৭. 66.5° দক্ষিণ অক্ষরেখার নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- কুমেরুবৃত্তরেখা
৮. পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি _________ লম্ব সরলরেখার প্রয়োজন। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- পরস্পরছেদী
৯. মকরক্রান্তিরেখার মান হল_________ । (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- 23.5%° দক্ষিণ
১০. সমস্ত অক্ষরেখার দৈর্ঘ্য সমান। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- মিথ্যা
১১. নিরক্ষরেখার মান 0°, আবার মূলমধ্যরেখার মানও 0°, তাহলে এদের মধ্যে পার্থক্য কী? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- নিরক্ষরেখা পূর্ব-পশ্চিমে এবং মূলমধ্যরেখা উত্তর-দক্ষিণে প্রসারিত।
১২. সব অক্ষরেখাই হল মহাবৃত্ত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- মিথ্যা
১৩. পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণ দিক হবে?
উত্তরঃ- উত্তর মেরুবিন্দু
১৪. পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে?
উত্তরঃ- 179 টি
১৫. নিরক্ষরেখার দক্ষিণের অংশকে কী বলে ?
উত্তরঃ- দক্ষিণ গোলার্ধ
১৬. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?
উত্তরঃ- 66½°
১৭. পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে ?
উত্তরঃ- 90°
১৮. পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- নিরক্ষরেখা
পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- 179টি।
১৯. 23.5° উত্তর অক্ষরেখাকে মকরক্রান্তিরেখা বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- মিথ্যা
২০. উত্তর গোলার্ধের 66.5° উত্তর অক্ষরেখার নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- সুমেরুবৃত্তরেখা।
২১. 0° দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- সত্য ।
২২. পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কী বলে?
উত্তরঃ- কক্ষপথ
২৩. পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমারেখা আছে?
উত্তরঃ- 360টি
২৪. কানাডার ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত?
উত্তরঃ- সুমেরুবৃত্ত রেখা
২৫. কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়?
উত্তরঃ- নিরক্ষরেখাকে
২৬. কোন্ আলোচনায় মূলমধ্যরেখাকে স্বীকৃতি দেওয়া হয়।
উত্তরঃ- 1884 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায়
২৭. আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন্ গুরুত্বপূর্ণ রেখা বিস্তৃত?
উত্তরঃ- কর্কটক্রান্তিরেখা (23½° উত্তর)
২৮. কর্কটক্রান্তিরেখার মান কত? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- 23.5° উত্তর।
২৯. নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব-পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- অক্ষরেখা।
৩০. মকরক্রান্তিরেখার মান হল_________ । (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- 23.5%° দক্ষিণ
৩১. 0° দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- সত্য
৩২. সর্বোচ্চ ও সর্বনিম্ন দ্রাঘিমার মান কত? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- সর্বোচ্চ দ্রাঘিমার মান 180° ও সর্বনিম্ন দ্রাঘিমার মান 0° ।
৩৩. পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- 179টি।
৩৪. দ্রাঘিমারেখার বিচারে ভারত কোন্ গোলার্ধে অবস্থিত?
উত্তরঃ- পূর্ব গোলার্ধে
৩৫. অক্ষরেখার বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত ?
উত্তরঃ- উত্তর গোলার্ধে
৩৬. ভূপৃষ্ঠে কোন্ বৃত্তের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই হলে তাকে কী বলে?
উত্তরঃ- মহাবৃত্ত
৩৭. পৃথিবীর কোন্ অংশকে পশ্চিম গোলার্ধ বলে?
উত্তরঃ- 0° থেকে পশ্চিমে 180° দ্রাঘিমারেখা পর্যন্ত অংশকে
৩৮. অক্ষরেখার অপর নাম কী?
উত্তরঃ- সমাক্ষরেখা
৩৯. পৃথিবীর উত্তরমেরু সর্বদা ধ্রুবতারামুখী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- সত্য
৪০. পৃথিবীর নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে 23.5° কোণ করে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- মিথ্যা
৪১. প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- নিরক্ষরেখা
৪২. দক্ষিণমেরুর অপর নাম কুমেরু বিন্দু। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- সত্য
৪৩. মহাবৃত্ত পৃথিবীকে সমান _________ অংশে ভাগ করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- দুটি
৪৪. মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে_________ কোণ উৎপন্ন করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- 0°
৪৫. প্রতিটি অক্ষরেখার মান গণনা করা হয় _________ থেকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- নিরক্ষরেখা
৪৬. দ্রাঘিমারেখার অপর নাম কী?
উত্তরঃ- দেশান্তররেখা
৪৭. ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি?
উত্তরঃ- সুমেরু ও কুমেরু বিন্দু
৪৮. উত্তর গোলার্ধে কোন্ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়?
উত্তরঃ- ধ্রুবতারা।
৪৯. দক্ষিণ গোলার্ধে কোন্ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়?
উত্তরঃ- হ্যাডলির অকট্যান্ট
৫০. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
উত্তরঃ- 82°30' পূর্ব
৫১. কলকাতার অক্ষাংশ কত?
উত্তরঃ- 22°34' উত্তর
৫২. কলকাতার দ্রাঘিমাংশ কত?
উত্তরঃ- 88°30' পূর্ব
৫৩. অক্ষাংশ পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ- সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
৫৪. দক্ষিণমেরুর অপর নাম কুমেরু বিন্দু। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তরঃ- সত্য
৫৫. মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে_________ কোণ উৎপন্ন করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- 0°
৫৬. সবচেয়ে বড়ো অক্ষরেখা র নাম কি?
উত্তর - নিরক্ষরেখা
৫. নিরক্ষরেখা র মান কত?
উত্তর - 0 ডিগ্রি
৫৮. অক্ষরেখা গুলি - (অর্ধ বৃত্ত/পূর্ণ বৃত্ত)
উত্তর - পূর্ণ বৃত্ত
৫৯. পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত?
উত্তর - উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ।
৬০. সাড়ে 23 ডিগ্রি উত্তর অক্ষরেখা কে কি বলা হয়?
উত্তর - কর্কট ক্রান্তি রেখা
৬১. সাড়ে 23 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা র আরেক নাম কী?
উত্তর - মকর ক্রান্তি রেখা
৬২. সাড়ে 66 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা কে কি বলে?
উত্তর - সাড়ে 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা র মান সুমেরু বৃত্ত রেখা ও দক্ষিণ অক্ষরেখা র নাম কুমেরু বৃত্ত রেখা।
৬৩. পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- উত্তরমেরু।
৬৪. পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য দুটি _________ লম্ব সরলরেখার প্রয়োজন। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- পরস্পরছেদী
৬৫. _________ ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা আসলে একটিই দ্রাঘিমারেখা। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ- 180
৬৬. কোন্ কোন্ রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? (এক কথায় উত্তর দাও)
উত্তরঃ- 0° এবং 180° দ্রাঘিমার মিলিত বৃত্ত
৬৭. নিরক্ষরেখা কাকে বলে?
উত্তর - পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বলে।
৬৮. মহাবৃত্ত কাকে বলা হয়?
উত্তর - নিরক্ষরেখা কে
৬৯. নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তর - বিষুব রেখা
৭০. নিরক্ষরেখা পৃথিবীকে কয় টি গোলার্ধে ভাগ করেছে ও কি কি?
উত্তর - দুটি গোলার্ধে, নিরক্ষরেখা র উত্তর অংশ কে উত্তর গোলার্ধ ও দক্ষিণ অংশ কে দক্ষিণ গোলার্ধ বলে।
৭১. পৃথিবীর অক্ষ কাকে বলে?
উত্তর - যে কাল্পনিক দণ্ড বা রেখা পৃথিবীর কেন্দ্র কে ছেদ করে উত্তর দক্ষিণে চলে গেছে এবং যার উপর নির্ভর করে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাকে পৃথিবীর অক্ষ বলে।
৭২. পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত ও দক্ষিণ প্রান্ত কে কি বলে?
উত্তর - পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত কে উত্তর মেরু ও দক্ষিণ প্রান্ত কে দক্ষিণ মেরু বলে।
৭৩. অক্ষরেখা কাকে বলে?
উত্তর - নিরক্ষরেখা র সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে।
৭৪. আমাদের দেশ ভারত কোন্ গোলার্ধে অবস্থিত?
উত্তরঃ- উত্তর-পূর্ব গোলার্ধে
৭৫. অক্ষরেখার সর্বোচ্চ মান কত?
উত্তরঃ- 90°
৭৬. 1° অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হয়?
উত্তরঃ- প্রায় 111.11 কিমি
৭৭. 0° দ্রাঘিমারেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে?
উত্তরঃ- লন্ডনের গ্রিনিচ শহর
৭৮. পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে?
উত্তর - 179 টি
৭৯. পৃথিবীর নিরক্ষরেখা বরাবর যে তল কল্পনা করা হয়, তাকে কি বলে?
উত্তর - নিরক্ষীয় তল
৮০. নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ কত ডিগ্রী কোণ করে অবস্থান করে?
উত্তর - 90 ডিগ্রি
৮১. পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তের কোন দিকে মুখ করে থাকে?
উত্তর - ধ্রুবতারা র দিকে
৮২. পৃথিবীর কক্ষপথ কাকে বলে?
উত্তর - পৃথিবী যে পথে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে।
৮৩. পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে?
উত্তর - সাড়ে 66 ডিগ্রী কোন করে অবস্থান করে|
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3 (Class 6th Geography Chapter -3 Important Questions And Answers WBBSE)
১. দ্রাঘিমারেখা (Meridians of Longitude) কাকে বলে ?
উত্তরঃ- পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত পৃথিবীপৃষ্ঠের উপর কল্পিত রেখা হল দ্রাঘিমারেখা বা দেশান্তররেখা। এই রেখাগুলি অর্ধবৃত্তাকার। এগুলি 1° অন্তর অন্তর টানা হয় । দ্রাঘিমারেখাগুলি অক্ষরেখাকে উল্লম্বভাবে ছেদ করে, অর্থাৎ 90° কোণে ছেদ করে।
২. নিরক্ষরেখাকে মহাবৃত্ত (Great Circle) বলা হয় কেন ?
উত্তরঃ- নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ— (i) অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়ো। (ii) নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। (iii) পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই।
৩. নিরক্ষীয় তল (Equitorial Plane) বলতে কী বোঝ ?
উত্তরঃ- নিরক্ষরেখা যে তলে অবস্থান করে তাকে নিরক্ষীয় তল বলা হয়। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাটলে যে তল পাওয়া যায়, তাকে নিরক্ষীয় তল বলে।
৪. কক্ষতল (Orbital Plane) কাকে বলে?
উত্তরঃ- পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কক্ষপথ বলে। এই কক্ষপথটি যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সর্বদা 66½° কোণে হেলে অবস্থান করে। আবার পৃথিবীর নিরক্ষীয় তল এই কক্ষতলের সঙ্গে 23½ কোণে হেলে থাকে।
৫. গ্লোব কী?
উত্তরঃ- পৃথিবীর একটি ছোটো মডেল হল গ্লোব। 'গ্লোব’ শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'গ্লোবাস থেকে যার অর্থ হল গোলাকার বস্তু। গ্লোব থেকে আমরা সমগ্র পৃথিবীর তথা জলভাগের ও স্থলভাগের ধারণা পাই।
৬. গ্রিড কাকে বলে ?
উত্তরঃ- পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলি পরস্পর ছেদ করে যে জালকাকার পৃথিবী গঠন করে তাকে ভূজালক বা গ্রিড বলা হয়। এর দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান সহজে নির্ণয় করা যায়।
৭. পৃথিবীর অক্ষ কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু ও কুমেরু সংযোজক রেখাংশ হল পৃথিবীর অক্ষ। এটি একটি কাল্পনিক রেখা। এই রেখাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে।
৮. সুমেরু ও কুমেরু বলতে কী বোঝ?
উত্তরঃ- পৃথিবীর অক্ষের দুই প্রান্তকে মেরু বলে, অর্থাৎ উত্তর মেরুকে সুমেরু এবং দক্ষিণ মেরুকে কুমেরু বলা হয়। এই দুই মেরুতে পর্যায়ক্রমিকভাবে একটানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত চলে।
৯. অক্ষরেখা কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীপৃষ্ঠের উপর কল্পিত পূর্ব-পশ্চিমে বিস্তৃত রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত। এই রেখাগুলি পরস্পর পরস্পরের সমান্তরাল। পৃথিবীপৃষ্ঠে মোট অক্ষরেখা 181টি হলেও দুটি মেরুবিন্দু বাদ দিয়ে মোট অক্ষরেখার সংখ্যা 179টি।
১০. নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন?
উত্তরঃ- বিষুব কথার অর্থ হল সমান দিন ও রাত্রি। নিরক্ষরেখা বরাবর সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় দিন ও রাত্রি সমান হয়। তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয়।
১১. অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন ?
উত্তরঃ- অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় তাকে অক্ষাংশ বলে। যে-কোনো একটি অক্ষরেখার যেখান থেকে মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয়, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়।
১২. উত্তর ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে ?
উত্তরঃ- পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। এই নিরক্ষরেখার উত্তরের অংশ উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত।
১৩. পূর্ব ও পশ্চিম গোলার্ধ কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীর মাঝবরাবর উত্তর-দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় মূলমধ্যরেখা। এই রেখার বিপরীতে আছে 180° আন্তর্জাতিক তারিখরেখা। এই দুটি রেখা মিলিত হয়ে পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে। মূলমধ্যরেখার পূর্ব দিকের অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকের অংশ পশ্চিম গোলার্ধ নামে পরিচিত।
যদি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই অধ্যায়টির প্রশ্নোত্তর গুলো ভালো লাগে এবং তোমরা উপকৃত হও, তবে আমাদের এই ওয়েবসাইট টি ফলো করে আমদের সাথেই থেকো। তাছাড়া আমাদের হোয়াটসাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজে লাইক করে ফলো করে রাখতে পারো। এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন ।
সময় দিয়ে ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো আর্টিকেল টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।