Type Here to Get Search Results !

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography 4th Chapter | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন | Class 6th Geography Chapter -4 Questions And Answers | ক্লাস সিক্স ভূগোল চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন প্রশ্ন উত্তর, সহায়িকা

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography 4th Chapter | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন |  Class 6th Geography Chapter -4 Questions And Answers | ক্লাস সিক্স ভূগোল চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন প্রশ্ন উত্তর, সহায়িকা 

ক্লাস সিক্স ভূগোল  চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন  গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর, সহায়িকা | Class 6th Geography Chapter -4 Important Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর | #Class 6th Geography Chapter -4  Questions And Answers #Class 6th Geography Questions And Answers


সু-প্রভাত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো ? আশাকরি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর অধ্যায়ের সকল প্রকারের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো । ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর অধ্যায়ের আলোচনা আমরা খুব সহজ ভাষায় এবং সহজ পধতিতে করার চেষ্টা করেছি। 
ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর অধ্যায়ের MCQ, SAQ, LAQ সকল প্রকারের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের এই পোস্টের মাধ্যমে , বর্তমানে আমাদের এই ওয়েবসাইটে মাসে প্রায় ৩ লক্ষেরও বেশী শিক্ষার্থী পড়াশুনা করে উপকৃত হচ্ছে। 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর এই অধ্যায়টি এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং বিস্তারিত ভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর এই অধ্যায় থেকে যেকোনো প্রশ্ন আসুক না কেন , সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, এটুকু গারেন্টি দিয়ে বলতে পারি।  ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর এই অধ্যায় থেকে  আমাদের এই প্রশ্ন-উত্তর এর বাইরে থেকে পরীক্ষায় কোনো অজানা প্রশ্ন পরবেনা। তাই চোখ বুজে বিশ্বাস করতে পারো । 
ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography 4th Chapter | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন |

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 (ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর)


1. আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে—
(A) ইউরোপের
(B) দক্ষিণ আমেরিকার
(C) প্রশান্ত মহাসাগরের
(D) আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে
উত্তরঃ- C

2. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে—
(A) বেশি
(B) কম
(C) সর্বত্র সমান
উত্তরঃ- A

3. অস্ট্রেলিয়ার মানুষেরা বড়োদিন উৎসব পালন করে—
(A) গ্রীষ্মকালে
(B) শীতকালে
(C) বর্ষাকালে
(D) শরৎকালে
উত্তরঃ-  A

4. যে দ্রাঘিমায় যখন দুপুর 12টা বাজে তখন তার বিপরীত দ্রাঘিমায় বাজে—
(A) সকাল 6টা
(B) বিকাল 6টা
(C) রাত্রি 12টা
(D) রাত্রি 3টে।
উত্তরঃ- C

5. সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে প্রথম বলেন – (টলেমি / এরাটোসথেনিস/কোপারনিকাস) 
উত্তরঃ-কোপারনিকাস

6. মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন –(নিউটন / টলেমি/গ্যালিলিয়ো)।
উত্তরঃ- নিউটন

7. কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা এবং অফিসের সময় রক্ষিত হয় — (স্থানীয় / প্রমাণ / গ্রিনিচ সময় দ্বারা ।
উত্তরঃ- প্রমাণ

8. (মাধ্যাকর্ষণ/মহাকর্ষ/অভিকর্ষ)—বলের জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না |
উত্তরঃ- মাধ্যাকর্ষণ

9. Meridian কথার অর্থ—
(A) Midday
(B) Local Time
(C) Standard Time থেকে
উত্তরঃ- A

10. পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে একপাক ঘোরে, এটা পৃথিবীর—
(A) আবর্তন
(B) পরিক্রমণ
(C) আপাত
(D) বার্ষিক গতি
উত্তরঃ- A

11. কোনো দেশের ভৌগোলিক সীমানার মাঝবরাবর প্রসারিত দ্রাঘিমাকে বলে—
(A) থানীয় দ্রাঘিমা
(B) প্রমাণ দ্রাঘিমা
(C) প্রান্ত দ্রাঘিমা
(D) শূন্য দ্রাঘিমা
উত্তরঃ- B

12. পৃথিবীতে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয়, তাকে বলে—
(A) অধিবৃত্ত
(B) উপবৃত্ত
(C) ছায়াবৃত্ত
(D) পরাবৃত্ত
উত্তরঃ- C

13. আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে—
(A) ইউরোপের
(B) দক্ষিণ আমেরিকার
(C) প্রশান্ত মহাসাগরের
(D) আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে
উত্তরঃ- C

14. যে দ্রাঘিমায় যখন দুপুর 12টা বাজে তখন তার বিপরীত দ্রাঘিমায় বাজে—
(A) সকাল 6টা
(B) বিকাল 6টা
(C) রাত্রি 12টা
(D) রাত্রি 3টে।
উত্তরঃ-  C

15. ইংরেজি নববর্ষ (new year) ভারতে পালিত হয়—
(A) গ্রীষ্মকালে
(B) শীতকালে
(C) শরৎকালে
(D) বর্ষাকালে
উত্তরঃ-  B

16. ভারতের প্রমাণ দ্রাঘিমা হল – (23½° উ:/ 88° 30′ পূ:/82°30' পূ:) ।
উত্তরঃ-  82°30':

17. অস্ট্রেলিয়ার লোকেরা বড়োদিন পালন করে— (গ্রীষ্মকালে /বর্ষাকালে /শীতকালে)।
উত্তরঃ- গ্রীষ্মকালে

18. জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার মানুষ যখন নববর্ষ উপভোগ করছে তখন আমেরিকায়–
(A) 31 ডিসেম্বর রাত্রিবেলা
(B) 31 ডিসেম্বর সকালবেলা
(C) 1 জানুয়ারি রাত্রিবেলা
(D) 2 জানুয়ারি রাত্রিবেলা
উত্তরঃ-  B

19. ভারতের প্রমাণ সময় ধরে নেওয়া হয়—
(A) 82°30′ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে
(B) 82°30′ পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময়কে
(C) নিরক্ষরেখার সময়কে
উত্তরঃ- A

20. আন্তর্জাতিক তারিখরেখা বরাবর দুপাশের সময়ের পার্থক্য হয়—
(A) 48 ঘণ্টা
(B) 24 ঘণ্টা
(C) 12 ঘণ্টা
(D) 6 ঘণ্টা
উত্তরঃ- B

21. পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে—
(A) 90°
(B) 66.5°
(C) 23.5°
(D) 0° কোণ করে থাকে
উত্তরঃ- B

22. সূর্যাস্তের ঠিক পর এবং সন্ধের আগের সময়কে বলা হয়—
(A) উষা
(B) গোধূলি
(C) মধ্যাহ
(D) দিন
উত্তরঃ- B

23. পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘোরাকে (আবর্তন/পরিক্রমণ/আপাত) গতি বলে।
উত্তরঃ- আবর্তন

24. অধিবর্ষ বছরে দিনসংখ্যা হয় – (365/364 / 366 ) দিন ।
উত্তরঃ- 366

25.  ছায়াবৃত্তের আকৃতি—(সরলরৈখিক/গোলাকার/চতুষ্কোণ) |
উত্তরঃ- গোলাকার

26. (আবর্তন/পরিক্রমণ/আপাত)— গতি দ্বারা পৃথিবীর সময় গণনা করা হয় ।
উত্তরঃ-  আবর্তন

27. সূর্য রোজ পূর্ব আকাশে ওঠে, আর পশ্চিম আকাশে অস্ত যায়, একে—
(A) সূর্যের দৈনিক আপাত গতি
(B) পৃথিবীর দৈনিক আপাত গতি
(C) সূর্যের বার্ষিক আপাত গতি পৃথিবীর পরিক্রমণ গতি বলে
উত্তরঃ-  A

28. পৃথিবীতে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয়, তাকে বলে—
(A) অধিবৃত্ত
(B) উপবৃত্ত
(C) ছায়াবৃত্ত
(D) পরাবৃত্ত
উত্তরঃ-  C

29. পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয়—
(A) নিরক্ষরেখায়
(B) মেরুতে
(C) কর্কট ও মকরক্রান্তিরেখায়
(D) সুমেরু ও কুমেরুবৃত্তরেখায়
উত্তরঃ- B

30. এক ঘণ্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায়–
(A) 1 মিনিট
(B) 1 সেকেন্ড
(C) 1 মাইক্রোসেকেন্ড
(D) 60 মাইক্রোসেকেন্ড
উত্তরঃ- A

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1 (West Bengal Class 6 Geography 4th Chapter | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন |)


1. মাধ্যাকর্ষণের কথা প্রথম বলেন কোন বিজ্ঞানী ?
উত্তর: বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন।

 2. 1 ঘন্টা সময়কে সমান কত ভাগে ভাগ করতে 1 মিনিট পাওয়া যায় ?
উত্তর: 60 ভাগ।

3. ফার্দিনান্দ ম্যাগেলান কত বছর পর অভিযান শেষ করে দেশে ফেরেন ?
উত্তর: তিন বছর পর।

4. পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময়ের কী পরিবর্তন হবে ?
উত্তর: হ্যা, সময় ক্রমশ পিছিয়ে যাবে।

5. পশ্চিম থেকে পূর্বদিকে যেতে থাকলে সময়ের কী পরিবর্তন হবে ?
উত্তর: হ্যাঁ, সময় ক্রমশ এগিয়ে যাবে।

6. আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কী বলে ?
উত্তর: ছায়াবৃত্ত।

7. পৃথিবীর কোন্ গতি থেমে গেলে দিনরাত্রি হবে না ?
উত্তর: আবর্তন গতি।

8. কোন্ গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয় ?
উত্তর: আবর্তন গতির।

9. পৃথিবীর একবার নিজ অক্ষের উপর পাক খেতে কত সময় লাগে ?
উত্তর: 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড।

10. ছায়াবৃত্তের অপর নাম কী ?
উত্তর: আলোকবৃত্ত।

 11. সন্ধ্যার আগের সময়কে কী বলা হয় ?
উত্তর: গোধূলি।

12. কে প্রথম পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন ?
উত্তর: ফার্দিনান্দ ম্যাগেলান।

সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১

1.  আন্তর্জাতিক তারিখরেখা মূলমধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত।
উত্তরঃ- সত্য

2. পৃথিবী পূর্ব থেকে পশ্চিমদিকে আবর্তন করে ।
উত্তরঃ- মিথ্যা 

3. পৃথিবী আবর্তনের বেগ সবচেয়ে বেশি দুই মেরুবিন্দুতে।
উত্তরঃ-  মিথ্যা

4. আবর্তন গতির ফলে দিনরাত্রি হয়।
উত্তরঃ-  সত্য

5. উষার ঠিক বিপরীত দিকে গোধূলি হয় ৷
উত্তরঃ-  সত্য

6. আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছে পূর্বদিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে ।
উত্তরঃ- সত্য

7. 1473 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী নয়, সুর্যই সৌরজগতের কেন্দ্রে আছে ?
উত্তর: নিকোলাস কোপারনিকাস।

8. পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে পাক খাওয়াকে কী গতি বলে ? উত্তর: আবর্তন গতি।
উত্তর:  আপাতদৃষ্টিতে দেখা যায় সূর্য পূর্বদিকে ওঠে এবং পশ্চিমদিকে অস্ত যায়। সূর্যের এই চলাচলকে কী বলে? উত্তর: সূর্যের দৈনিক আপাত গতি।

9. পৃথিবীর পরিধি কত ?
উত্তর: প্রায় 40,070 কিমি।

10. পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত কিমি ?
উত্তর: 1,666 কিমি।

11.  A স্থান B স্থানের পশ্চিমে থাকলে A স্থানের সময় B স্থানের তুলনায় কেমন হবে ?
উত্তর: পিছিয়ে থাকবে।

12. কোন্ অক্ষরেখায় পৃথিবীর আবর্তনবেগ সবচেয়ে বেশি ?
উত্তর: নিরক্ষরেখায়।

13. কত খ্রিস্টাব্দে ম্যাগেলান পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন ?
উত্তর: 1519 খ্রিস্টাব্দে ।

 14. Meridian-এর ল্যাটিন শব্দের অর্থ কী ?
উত্তর: Mid day বা মধ্যাহ্ন।

15.  পৃথিবীর কোন শক্তির জন্য আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না ?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।

16.  গ্রিনউইচের সময় দেখায় কোন ঘড়ি ?
উত্তর: ক্রনোমিটার।

17. সূর্যোদয়ের আগের সময়কে কী বলে?
উত্তর: উষা।

18. আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে ?
উত্তর: 180° দ্রাঘিমারেখাকে।

19. কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের কী বলা হয় ?
উত্তর: প্রমাণ সময়।

20. কোন্দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় ?
উত্তর: 82°30’ পূর্ব দ্রাঘিমা ।

 21. রাত 12টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টা থেকে রাত 12টার আগে সময়কে কী বলে ?
উত্তর: a.m. (Ante meridian) এবং p.m. (post meridian)।

 22. দ্রাঘিমা বদলে গেলে কোন সময় বদলে যায় ?
উত্তর: স্থানীয় সময় ।

23. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ? 
উত্তর: 66 1/2 ° ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3 (Class 6th Geography Chapter -4 Questions And Answers | ক্লাস সিক্স ভূগোল চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন প্রশ্ন উত্তর, সহায়িকা )


1. সূর্যাস্তের পরের কিন্তু সন্ধ্যার আগের সময় কে কি বলে?
উত্তর - গোধূলী 

2. পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না কেন?
উত্তর - পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না। 

3. পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম কে বলেন?
উত্তর - বিজ্ঞানী নিউটন

4.  কত ডিগ্রী দ্রাঘিমা রেখা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?
উত্তর - 180 ডিগ্রি

 5. আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে দিন বা তারিখ বাড়ে না কমে? 
উত্তর - একদিন কমে যায় অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বদিকে 25 তারিখ হলে পশ্চিম দিকে হবে 24 তারিখ। 

6. আবর্তন গতি বলতে কী বোঝ?
উত্তরঃ- পৃথিবী সূর্যকে সামনে রেখে অবিরামভাবে পশ্চিম থেকে পূর্বদিকে নিজ অক্ষের চারদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একপাক ঘোরে, একেই পৃথিবীর আবর্তন গতি বলে। আবর্তন গতির অপর নাম আহ্নিক বা দৈনিক গতি।

7.  দিনরাত কীভাবে হয় ?
উত্তরঃ- পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্বদিকে ঘোরে। এর ফলে যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশ আলোকিত হয় এবং সেখানে দিন হয়।
অন্যদিকে সূর্যের বিপরীত দিকে যে অংশে সূর্যালোক পৌঁছায় না তা অন্ধকারাচ্ছন্ন থাকে বলে সেখানে রাত হয়।

8.  পশ্চিম দিক থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব দিকে এলে দিন বা তারিখের কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর - একদিন বেড়ে যায়। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে 25 তারিখ হলে পূর্বদিকে হয় 26 তারিখ। 

9. আন্তর্জাতিক তারিখ রেখা পার হলে সময়ের কি কোনো পরিবর্তন হয়?
উত্তর - না, সময় একই থাকে। 

10.সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? 
উত্তর - স্থির সূর্য কে কেন্দ্র করে পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু পৃথিবী থেকে আমরা সূর্য কে প্রতিদিন পূর্ব দিকে উঠতে ও পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। সূর্যের এই উল্টো দিকে চলন কেই সূর্যের দৈনিক আপাত গতি বলে। 

11. কে প্রথম প্রমাণ করেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে রয়েছে?
উত্তর - পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস।

12. পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ? 
উত্তর - পৃথিবী তার অক্ষ কে কেন্দ্র করে প্রতিনিয়ত লাট্টু র মতো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। 

13. পৃথিবীর নিজের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর - 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড

14. পৃথিবীর পরিধি কত?
উত্তর - প্রায় 40 হাজার কিমি। 

15. স্থানীয় সময় কাকে বলে? 
উত্তর - কোন স্থানের মধ্যাহ্ন বা দুপুর 12 টার সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে।

16.প্রমাণ সময় কাকে বলে?
উত্তর - কোনো দেশের সমস্ত কাজকর্ম একই সাথে পরিচালনা করার জন্য দেশের মধ্যবর্তী কোন একটি দ্রাঘিমারেখা র স্থানীয় সময় সারা দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় এবং সেই অনুসারেই সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। 

17.  কত ডিগ্রি দ্রাঘিমা রেখার স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
উত্তর - 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় ধরা হয়।

18.  a.m ও p.m কি?
উত্তর - রাত 12 টার পর থেকে দুপুর 12 টার আগের সময় কে বোঝাতে a.m এবং 12 টার পর থেকে রাত 12 টার আগের সময় কে বোঝাতে p.m বলে।

19.  ঊষা ও গোধূলি বলতে কী বোঝ ?
উত্তরঃ- সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্বদিকের আকাশে যে মৃদু আলোকপ্রভা দেখা যায় তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের কিছুক্ষণ পরেও পশ্চিমদিকে আকাশে মৃদু আলোকপ্রভা লক্ষ করা যায়, একে গোধূলি বলে। পৃথিবীর যে অংশের ওপর ছায়াবৃত্ত থাকে, সেই অংশে সূর্যকে দেখা যায় না। তবে তার আলোকপ্রভা বা আভা দেখা যায়। এর জন্যই ঊষা বা গোধূলি সৃষ্টি হয়।

20. আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝ ?
উত্তরঃ-   মূলমধ্যরেখা (0°)-এর বিপরীত দিকে অবস্থিত 180° দ্রাঘিমাকে অনুসরণ করে জলভাগ (প্রশান্ত মহাসাগর)-এর ওপর দিয়ে উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাকে অনুসরণ করে পৃথিবীর তারিখ নির্ধারিত হয় বলে, একে আন্তর্জাতিক । তারিখরেখা বলে। এই রেখাকে অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে 1 দিন কমিয়ে নিতে হয় এবং পূর্ব গোলার্ধে গেলে 1 দিন যোগ করতে হয়।

21.  পৃথিবী তীব্র গতিতে আবর্তন করা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না কেন ?
উত্তরঃ- পৃথিবী তীব্র গতিতে আবর্তন করার জন্য আমাদের ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে তা হয় না। মাধ্যাকর্ষণ বলের দ্বারা পৃথিবী মানুষসহ সকল বস্তু বা পদার্থকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম এই বলের কথা বলেছেন।

22.  পৃথিবীর পশ্চিমদিকের দেশগুলির তুলনায়
উত্তরঃ-  পূর্বদিকের দেশগুলিতে সময় এগিয়ে থাকে কেন? → পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর অনবরত পশ্চিম থেকে পূর্বদিকে পাক খাচ্ছে। এর ফলে পূর্বদিকের দেশগুলিতে আগে সূর্যোদয় বা সূর্যাস্ত হয়। তাই পূর্বদিকের দেশগুলির সময় পশ্চিমদিকের দেশগুলির তুলনায় এগিয়ে থাকে। 

23.  স্থানীয় সময় বলতে কী বোঝ?
উত্তরঃ-  মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হল কোনো স্থানের স্থানীয় সময়। পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর 24 ঘণ্টায় একবার আবর্তন করছে। আবর্তন করার সময় সূর্য যখন মাথার ওপর আসে তখন সেখানে মধ্যাহ্ন হয় | অর্থাৎ দুপুর 12টা বাজে। এরপর সূর্যের উন্নতি কোণ অনুসারে স্থানীয় সময় নির্ধারিত হয়। 

24.  প্ৰমাণ সময় বলতে কী বোঝ?
উত্তরঃ-  কোনো দেশের ওপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমারেখা বিস্তৃত থাকে। প্রতিটি দ্রাঘিমারেখায় স্থানীয় সময় আলাদা আলাদা হয়। কিন্তু একটি অঞ্চল বা দেশে এতগুলি সময় থাকলে পরিবহণ, যোগাযোগ ব্যবস্থা এবং অফিস-সংক্রান্ত কাজে সমস্যা দেখা যায়। এজন্য দেশের মধ্যবর্তী কোনো স্থানের দ্রাঘিমার স্থানীয় সময় ধরে সমগ্র দেশের সময় নির্ধারিত হয় একে প্রমাণ সময় বলে।

25.ভারতের প্রমাণ সময় কোনটি?
উত্তরঃ- ভারত আকারে বিশাল দেশ। এদেশের ওপর দিয়ে অনেক দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে। তাই দেশের সমস্ত কাজকর্ম ঠিকভাবে চালানোর জন্য ভারতের মোটামুটিভাবে মাঝবরাবর প্রসারিত একটি দ্রাঘিমাকে বেছে নেওয়া হয়েছে। এজন্য উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে প্রসারিত 82°30´ পূর্ব দ্রাঘিমার সময় ধরে সারা ভারতের সময় নির্ধারিত হয়। সুতরাং, এই সময়ই হল ভারতের প্রমাণ সময় (standard time) ।

 26. 12am এবং pm বলতে কী বোঝা ?
 উত্তরঃ- রাত 12টা থেকে পরদিন দুপুর 12 টার আগে পর্যন্ত সময়কে am (ante meridian) এবং দুপুর 12 টা থেকে রাত 12 টার আগে পর্যন্ত সময়কে pm (post meridian) বলা হয়।

27. পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম?
উত্তর - আবর্তনের বেগ নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি ও মেরু অঞ্চলে সবচেয়ে কম।

28. পৃথিবীর কোন গতির ফলে দিন ও রাত হয়?
উত্তর - আবর্তন গতির ফলে

29. পৃথিবীতে দিন ও রাত কিভাবে হয়?
উত্তর - পৃথিবী নিজের চারদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন ও তার বিপরীত অংশে তখন রাত হয়। 

30. ছায়া বৃত্ত কাকে বলে?
উত্তর - পৃথিবীর যে অংশে দিনের আলো ও রাতের অন্ধকার মিলিত হয়, যেখানে একটি স্পষ্ট বৃত্তাকার সীমারেখা দেখতে পাওয়া যায়, তাকেই ছায়া বৃত্ত বলে।

31.  সূর্যোদয়ের আগের সময় কে কি বলে?
উত্তর - ঊষা 

ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান ৪/৫ (ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography 4th Chapter | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন |)


 1. অস্ট্রেলিয়ার মানুষ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে কারা আগে নববর্ষ উপভোগ করবেন এবং কেন ?
উত্তরঃ- পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করছে। তাই পূর্বদিকের দেশগুলিতে পশ্চিমদিকের দেশগুলির তুলনায় আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধের দেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধের দেশ। সেই কারণে অস্ট্রেলিয়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। এইজন্য অস্ট্রেলিয়ায় যখন ইংরেজি নববর্ষ অর্থাৎ 1 জানুয়ারি শুরু হয় সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রে 31 ডিসেম্বর তারিখ থাকে। এর ফলে অস্ট্রেলিয়ার মানুষ আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় আগে নববর্ষ উপভোগ করেন।

2. পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কী হবে লেখো ? 
 উত্তরঃ- পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে যে অংশ সূর্যের সামনে থাকবে শুধুমাত্র সেই অর্ধেক অংশে দিন এবং তার বিপরীত দিকের অর্ধেক অংশে রাত্রি থাকে। অর্থাৎ দিনরাত্রি সংঘটিত হবে না। এইভাবে থাকলে দিন অংশে অত্যধিক উয়তা এবং রাত্রি অংশে অত্যধিক শীতলতার জন্য দুই বিপরীতধর্মী জলবায়ু তৈরি হবে। কোনো জীবই আর বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে।

3. পৃথিবীর দিনরাতের সংঘটন একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। অথবা, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, আবর্তন গতির ফলে পৃথিবীতে দিনরাত সংঘটিত হয়।
 উত্তরঃ-  পৃথিবীর আবর্তন গতির ফলে যে দিনরাত্রির সংঘটন হয় তা একটি সহজ পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। পরীক্ষাটির জন্য উপকরণ হিসেবে একটি টেবিল, একটি গ্লোব, একটি মোমবাতি বা টর্চ জোগাড় করতে হবে। একটি অন্ধকার ঘরের মাঝখানে টেবিলটি রাখতে হবে। টেবিলের ওপর একপ্রান্তে গ্লোবটি রাখতে হবে এবং তার ঠিক সামনে টেবিলের অপরদিকে টর্চ বা মোমবাতি রেখে জ্বেলে দিতে হবে। এরপর গ্লোবটিকে ধীরে ধীরে পশ্চিমদিক থেকে পূর্বদিকে অর্থাৎ বামদিক থেকে ডানদিকে ঘোরাতে হবে। দেখা যাবে গ্লোবের অন্ধকার দিকের অংশটি ধীরে ধীরে আলোকিত অংশের দিকে আসছে এবং আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকারের দিকে সরে সরে যাচ্ছে। যদি গ্লোবটিকে পৃথিবী এবং মোমবাতি বা টর্চটিকে সূর্য হিসেবে কল্পনা করা হয় তাহলে বোঝা যাবে যে, পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশ আলোকিত হয় এবং সেখানে দিন হয় আবার যে অংশ সূর্যের বিপরীত দিকে অর্থাৎ অন্ধকারে থাকে সেই অংশে রাত হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে 24 ঘণ্টা পর পর প্রতিটি স্থান সূর্যের সামনে আসে আবার চলে যায়। এভাবে পৃথিবীতে দিনরাত হয়।

4. আবর্তন গতির তিনটি ফলাফল আলোচনা করো । 
 উত্তরঃ- আবর্তন গতির প্রধান তিনটি ফলাফলগুলি হল—
  • [1] দিনরাত সংঘটন: পৃথিবীর আবর্তন গতির ফলে যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন এবং যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে রাত হয়। এইভাবে দিনরাত সংঘটনের প্রক্রিয়া চলতেই থাকে।
  • [2] সূর্যোদয়-সূর্যাস্ত: পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে অনবরত আবর্তন করার ফলে প্রতিদিন সূর্য পূর্বদিকে উদিত হয় এবং পশ্চিমদিকে অস্ত যায়।
  • [3] সময় নিরূপণ: পৃথিবীর একবার পূর্ণ আবর্তনে 1 দিন বা 24 ঘণ্টা সময় লাগে। এই 1 ঘণ্টাকে 60 ভাগে ভাগ করে 1 মিনিট, 1 মিনিটকে পুনরায় 60 ভাগে ভাগ করে 1 সেকেন্ড পাওয়া যায়। এইভাবে সময় নিরূপণ করা হয়।

যদি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর এই অধ্যায়টির প্রশ্নোত্তর গুলো ভালো লাগে এবং তোমরা উপকৃত হও, তবে আমাদের এই ওয়েবসাইট টি ফলো করে আমদের সাথেই থেকো। তাছাড়া আমাদের হোয়াটসাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজে লাইক করে ফলো করে রাখতে পারো।  এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন । 
সময় দিয়ে ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর আর্টিকেল টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ । 

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad