Type Here to Get Search Results !

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – অষ্টম অধ্যায় বায়ুদূষণ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer Chapter - 8 Air Pollution

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – অষ্টম অধ্যায় "বায়ুদূষণ" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer | Class 6th Geography Chapter - 8 Questions And Answers/ ক্লাস সিক্স ভূগোল অষ্টম অধ্যায় বায়ু দূষণ প্রশ্ন উত্তর, সহায়িকা / বায়ুদূষণ (Bayu duson / air pollution) (Eight chapter / অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Question and Answer 


হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ ক্লাসের অষ্টম অধ্যায় বায়ুদূষণ সম্পর্কে । এই অষ্টম অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অষ্টম অধ্যায় এর বায়ুদূষণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর  অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই বায়ুদূষণ অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। ষষ্ঠ শ্রেণীর বায়ুদূষণ অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো। 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : "বায়ুদূষণ" (অষ্টম অধ্যায় ক্লাস 6) West Bengal Class 6 Geography : ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography নিচে দেওয়া হলো। এই ষষ্ঠ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 6 Geography Question and Answer, Suggestion, Notes PDF and Free Download Books Class 6 WBBSE – "বায়ুদূষণ" (Class 6 অষ্টম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer, Free PDF note and download) গুলি আগামী West Bengal Class 6th Six VI Geography Examination এর জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ – এই অধ্যায়টি পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে উপযোগী ।


 তোমরা যারা বায়ুদূষণ (Bayu duson / air pollution)(অষ্টম অধ্যায়/ Eight chapter) – ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography Question and Answer (WBBSE) খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো,  আশাকরা যায় যে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 

  • ষষ্ঠ শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 6 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
  1. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবী কি গোল ? (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – শব্দদূষণ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আমাদের দেশ ভারত (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here



ষষ্ঠ শ্রেণীর ভূগোল – অষ্টম অধ্যায় "বায়ুদূষণ" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer Chapter - 8 Air Pollution

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১


1. স্টোন ক্যানসার অধিকাংশ দেখা যায়— (গ্র্যানাইট/সিসা / মারবেল) পাথরে।
উত্তর - মারবেল

2. আমরা নিশ্বাসের মাধ্যমে বাতাসে— (অক্সিজেন/কার্বন ডাইঅক্সাইড/মিথেন) গ্যাস ত্যাগ করি। 
উত্তর - কার্বন ডাইঅক্সাইড

3. বায়ুদূষণ কম হয়—
(A) তাপবিদ্যুৎ
(B) পারমাণবিক বিদ্যুৎ
(C) সৌরবিদ্যুৎ
(D) আবর্জনা প্রক্রিয়াকরণ বিদ্যুৎ উৎপাদনে
উত্তর -  C

4. বায়ুদূষণের সহায়ক নয়—
(A) কার্বন মনোক্সাইড
(B) সালফার ডাইঅক্সাইড
(C) ক্লোরোফ্লুরোকার্বন
(D) সোডিয়াম নাইট্রেট
উত্তর - D

5. বাড়ি থেকে 3 কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ুদূষণ হবে না—
(A) সাইকেল
(B) বাস
(C) অটো
(D) ট্রেকার
উত্তর -  A

6. দ্রুতগামী বিমান থেকে নির্গত—
(A) নাইট্রোজেন অক্সাইড
(B) অক্সিজেন
(C) হাইড্রোজেন
(D) কার্বন ডাইঅক্সাইড ওজোনস্তরের ক্ষতি করে
উত্তর - A

7. বায়ুমণ্ডলের ওজোনস্তর — (20-25/30-35 / 40-45) কিমি উন্নতায় অবস্থান করে।
উত্তর -  20-25

8. একটি গ্রিনহাউস গ্যাস হল — (অক্সিজেন/কার্বন ডাইঅক্সাইড/হাইড্রোজেন)।
উত্তর -  কার্বন ডাইঅক্সাইড

9. বায়ুমণ্ডলে থাকা আমাদের রক্ষাকবচটি হল— (ওজোনস্তর / নাইট্রোজেন স্তর/হিলিয়াম স্তর) ।
উত্তর - ওজোনস্তর

10. হাঁপানি হয়—
(A) জলদূষণের
(B) মাটিদূষণের
(C) বায়ুদূষণের
(D) শব্দদূষণের ফলে
উত্তর - C

11. শীতের দেশে কাচের যে ঘরে শাকসবজির চাষ হয়, তাকে বলে—
(A) winter house
(B) green house
(C) red house
(D) blue house
উত্তর -  B

12. ওজোনস্তর পাতলা হলে—
(A) অতিবেগুনি রশ্মি
(B) এক্স রশ্মি
(C) গামা রশ্মি
(D) অবলোহিত রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাবে
উত্তর - A

13. যানবাহনের ধোঁয়া-সৃষ্ট ধাতুজাতীয় ক্ষতিকারক পদার্থটি হল—
(A) পারদ
(B) সিসা
(C) ক্যাডমিয়াম
(D) ইউরেনিয়াম
উত্তর -  B

14. বায়ুদূষণের অন্যতম কারণ হল–
(A) সবুজায়ন
(B) শিল্পায়ন
(C) পশুচারণ
উত্তর -  B

15. যানবাহনের ধোঁয়া-সৃষ্ট ধাতুজাতীয় ক্ষতিকারক পদার্থটি হল—
(A) পারদ
(B) সিসা
(C) ক্যাডমিয়াম
(D) ইউরেনিয়াম
উত্তর - B

16. বিশ্ব উষ্ণয়নের জন্য দায়ী করা হয়—
(A) নিষ্ক্রিয় গ্যাস
(B) গ্রিনহাউস গ্যাস
(C) হাইড্রোজেন গ্যাস
(D) অক্সিজেন গ্যাস-কে
উত্তর - B

17.  জৈব পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসটি হল — (CFC /মিথেন/ কার্বন মনোক্সাইড)। 
উত্তর - মিথেন

18.  কলকাতা, মুম্বাই এর মতো বড়ো শহরে প্রতিদিন যে গাড়ি চলে তা থেকে প্রায় — (10 লক্ষ / 20 লক্ষ/ 30 লক্ষ) কিলোগ্রাম ধোঁয়া বাতাসে মেশে।
উত্তর -  10 লক্ষ

19. একটি প্রচলিত শক্তির উৎস হল — (বায়ু / সৌরকিরণ/ খনিজ তেল)।
উত্তর - পেট্রোলিয়াম

20. ওজোনস্তর পাতলা হলে—
(A) অতিবেগুনি রশ্মি
(B) এক্স রশ্মি
(C) গামা রশ্মি
(D) অবলোহিত রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাবে
উত্তর -  A

21. আমাদের শ্বাসকষ্ট হয়—
(A) বায়ু
(B) জল
(C) মাটি
(D) শব্দ দূষণের ফলে
উত্তর -  A

22. ধূলিঝড়ের ফলে—
(A) মাটি
(B) শব্দ
(C) জল
(D) বায়ু দূষণ হয়
উত্তর -  D

23. গ্রিনহাউস এফেক্ট প্রভাব-এর ফলে সৃষ্টি হয়—
(A) জলদূষণ
(B) শব্দদূষণ
(C) বায়ুদূষণ
(D) দৃশ্যদূষণ
উত্তর - C

24. বায়ুদূষণের ফলে বেশি ক্ষতি হয়—
(A) শিশু
(B) যুবক
(C) বৃদ্ধ
(D) মহিলাদের
উত্তর - A

25. তাজমহল সৌধ ক্ষয়ের জন্য দায়ী—
(A) ধোঁয়াশা
(B) অম্লবৃষ্টি
(C) বিশ্ব উষ্ণয়ন
(D) ওজোন স্তরের ক্ষয়
উত্তর -  B

26. বায়ুদূষণের সহায়ক নয়—
(A) কার্বন মনোক্সাইড
(B) সালফার ডাইঅক্সাইড
(C) ক্লোরোফ্লুরোকার্বন
(D) সোডিয়াম নাইট্রেট
উত্তর - D

27. অ্যাসিড বৃষ্টি বেশি দেখা যায়—
(A) গ্রামাঞ্চলে
(B) শিল্পাঞ্চলে
(C) বনাঞ্চলে
(D) কৃষি অঞ্চলে
উত্তর -  B

28. অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে—
(A) সালফার ডাইঅক্সাইড
(B) ক্যালশিয়াম কার্বনেট
(C) ক্লোরোফ্লুরোকার্বন
(D) জলীয় বাষ্প
উত্তর - A

29. আমাদের শ্বাসকষ্ট হয়—
(A) বায়ু
(B) জল
(C) মাটি
(D) শব্দ দূষণের ফলে
উত্তর -  A

30. আমরা শ্বাস নেওয়ার সময়—
(A) অক্সিজেন
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন
(D) ওজোন গ্রহণ করি
উত্তর -  A

31. তাজমহল সৌধ ক্ষয়ের জন্য দায়ী—
(A) ধোঁয়াশা
(B) অম্লবৃষ্টি
(C) বিশ্ব উষ্ণয়ন
(D) ওজোন স্তরের ক্ষয়
উত্তর - B

32. এরোপ্লেন চলে—
(A) পেট্রোল
(B) ডিজেল
(C) গ্যাসোলিন
(D) কেরোসিন জ্বালানি দিয়ে
উত্তর - C

33. বনজঙ্গল কাটলে বাতাসে—
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন অক্সাইড
(D) সালফার ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাবে
উত্তর - A

34. তাজমহল ও ভিক্টোরিয়া—
(A) বেলেপাথর
(B) মারবেল পাথর
(C) কোয়ার্টজাইট
(D) চুনাপাথর দিয়ে তৈরি
উত্তর -  B

35. গ্রিনহাউস এফেক্ট প্রভাব-এর ফলে সৃষ্টি হয়—
(A) জলদূষণ
(B) শব্দদূষণ
(C) বায়ুদূষণ
(D) দৃশ্যদূষণ
উত্তর - C

36. বিশ্ব উষ্ণয়নের জন্য দায়ী করা হয়—
(A) নিষ্ক্রিয় গ্যাস
(B) গ্রিনহাউস গ্যাস
(C) হাইড্রোজেন গ্যাস
(D) অক্সিজেন গ্যাস-কে
উত্তর - B

37.  2011 সালে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে—
(A) চেরনোবিলে
(B) ফুকুশিমায়
(C) ভোপালে
(D) কলকাতায়
উত্তর - B

38. ধূলিঝড়ের ফলে—
(A) মাটি
(B) শব্দ
(C) জল
(D) বায়ু দূষণ হয়
উত্তর - D

39. যানবাহনের ধোঁয়া-সৃষ্ট ধাতুজাতীয় ক্ষতিকারক পদার্থটি হল—
(A) পারদ
(B) সিসা
(C) ক্যাডমিয়াম
(D) ইউরেনিয়াম
উত্তর -  B

40. হাঁপানি হয়—
(A) জলদূষণের
(B) মাটিদূষণের
(C) বায়ুদূষণের
(D) শব্দদূষণের ফলে
উত্তর - C

41. ধূলিঝড়ের ফলে—
(A) মাটি
(B) শব্দ
(C) জল
(D) বায়ু দূষণ হয়
উত্তর -  D

42. তাজমহল ও ভিক্টোরিয়া—
(A) বেলেপাথর
(B) মারবেল পাথর
(C) কোয়ার্টজাইট
(D) চুনাপাথর দিয়ে তৈরি
উত্তর -  B

43. বায়ুদূষণ কম হয়—
(A) তাপবিদ্যুৎ
(B) পারমাণবিক বিদ্যুৎ
(C) সৌরবিদ্যুৎ
(D) আবর্জনা প্রক্রিয়াকরণ বিদ্যুৎ উৎপাদনে
উত্তর - C

44. আমরা শ্বাস নেওয়ার সময়—
(A) অক্সিজেন
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন
(D) ওজোন গ্রহণ করি
উত্তর - A

45. শীতের দেশে কাচের যে ঘরে শাকসবজির চাষ হয়, তাকে বলে—
(A) winter house
(B) green house
(C) red house
(D) blue house
উত্তর -  B

46. একটি প্রধান গ্রিনহাউস গ্যাস হল—
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) নাইট্রোজেন
(C) অক্সিজেন
(D) হাইড্রোজেন
উত্তর - A

47. এরোপ্লেন চলে—
(A) পেট্রোল
(B) ডিজেল
(C) গ্যাসোলিন
(D) কেরোসিন জ্বালানি দিয়ে
উত্তর -  C

48. বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যাবে—
(A) প্রচলিত শক্তি
(B) অপ্রচলিত শক্তি
(C) পারমাণবিক শক্তি
(D) তাপশক্তি ব্যবহার করে
উত্তর - B

ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Important Question and Answer / Suggestion / Notes Pdf free download

শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -১


1. অস্ট্রেলিয়ার সিডনিতে _________মার্চ, 2007 Earth Hour পালিত হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর - 31

2. _________ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর - উনুন

3. _________ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর - 2011

4. তাজমহলের ক্ষতি করছে _________। (শূন্যস্থান পূরন করো)
উত্তর - অ্যাসিডবৃষ্টি

5.  _________ একটি গণপরিবহণ। (শূন্যস্থান পূরন করো)
উত্তর -. ইলেকট্রিক ট্রেন

6. _________ একটি মুখ্য বায়ুদূষক। (শূন্যস্থান পূরন করো)
উত্তর - কার্বন ডাইঅক্সাইড

7. _________হল শীতের দেশের শাকসবজি চাষের কাঁচঘর (শূন্যস্থান পূরন করো)
উত্তর - প্রিনহাউস


সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১


1. ধূপকাঠির ধোঁয়া ঘরের দূষণ ঘটায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  সত্য

2. ধোঁয়া ও কুয়াশার মিলিত রূপ ধোঁয়াশা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - সত্য

3. ইটভাটা এবং কারখানা থেকে বায়ুমণ্ডলে প্রচুর মিথেন গ্যাস নির্গত হয় ।
উত্তর -  মিথ্যা

4. CFC গ্যাস ওজোনস্তরের ক্ষতি করে ।
উত্তর -  সত্য

5. বায়ুদূষণ প্রতিরোধের জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন ।
উত্তর -  সত্য

6. 2011 সালে জাপানে পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ বায়ুতে মিশে যায় ।
উত্তর -  সত্য

7. বনসৃজন করলে দূষণ হ্রাস পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  সত্য

8. কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  সত্য

9. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - সত্য

10. হাঁচি ও কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত নয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - মিথ্যা

11. বায়ুশক্তি একটি প্রচলিত শক্তির উদাহরণ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - মিথ্যা

12. বড়ো গাছের বদলে সবসময় চারাগাছের কাটা উচিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - মিথ্যা

13. দরজা, জানালার রং ঘরের মধ্যে CFC গ্যাসের উৎস। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  সত্য

14. সৌরশক্তি একটি প্রচলিত শক্তি ।
উত্তর -  মিথ্যা

15. ধূমপানে ধূমপায়ী ছাড়া অপর কারোর ক্ষতি হয় না ।
উত্তর -  মিথ্যা

16. ট্রেন গণপরিবহণের একটি মাধ্যম নয় ।
উত্তর - মিথ্যা

17. অপ্রচলিত শক্তিতে বায়ুদূষণ কম হয় ।
উত্তর - সত্য

18. অক্সিজেন একপ্রকার গ্রিনহাউস গ্যাস। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  মিথ্যা

19. ঘরের ভিতর দরজা-জানলা বন্ধ করে উনুন জ্বালানো উচিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - মিথ্যা

20. বৃক্ষচ্ছেদনের ফলে বায়ুদূষণ হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  সত্য ।

21. বায়ুশক্তি একটি প্রচলিত শক্তির উদাহরণ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর -  মিথ্যা

22. ধূমপান থেকে ঘরের বাতাস সবচেয়ে বেশি দূষিত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর - সত্য

ষষ্ঠ শ্রেণীর ভূগোল "বায়ুদূষণ" (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির ভূগোল 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল "বায়ুদূষণ" (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) Class 6 Geography Question and Answer Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১ 


1. অ্যাসিডবৃষ্টি কাকে বলে ? 
উত্তর: যানবাহন, কলকারখানার ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠেপতিত হলে, তাকে অ্যাসিড বৃষ্টি বলে।

2. বিশ্ব উয়ায়নে দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

3. ওজোন গহ্বর প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
উত্তর: অ্যান্টার্কটিকাতে।

4. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস কোনটি?
উত্তর - জলীয়বাষ্প

5. ফ্রিজ, এসি, সুগন্ধী ইত্যাদি থেকে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর -  CFC

6. ধোঁয়াশায় ধোঁয়ার সাথে আর কী সম্মিলিত হয়েছে?
উত্তর - কুয়াশা

7. শীতের দেশে কাচের ঘরে যে শাকসবজির চাষ হয় তাকে কী বলে?
উত্তর -  গ্রিনহাউস

8. একটি গণপরিবহনের উদাহরণ দাও ।
উত্তর -  বাস

9. কয়েকটি ক্ষতিকারক বা বিষাক্ত গ্যাসের নাম উল্লেখ করো?
উত্তর - কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি। 

10. আমরা শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস শোষণ করি?
উত্তর - অক্সিজেন

11. বায়ু দূষক বলতে কী বোঝ?
উত্তর - যেসব জৈব ও অজৈব পদার্থ বায়ুকে দূষিত করে তাদের বায়ুদূষক বলে। 

12. জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটেছিল?
উত্তর - 2011 সালে

13. কোন গ্যাস বায়ুমন্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে?
উত্তর - ক্লোরো ফ্লোরো কার্বন

14. ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের উৎস গুলি লেখ?
উত্তর - এসি, ফ্রিজ, স্প্রে ক্যান, রং প্রভৃতি হল ক্লোরো ফ্লোরো কার্বনের প্রধান উৎস। 

15. জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তিকেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটেছিল?
উত্তর - 2011 সালে

16. CFC-এর পুরোকথা কী?
উত্তর - ক্লোরোফ্লুরোকার্বন

17.  তাজমহল, কেন ক্ষয় হচ্ছে?
উত্তর - অ্যাসিড বৃষ্টির জন্য

18. Earth hour প্রথম কবে পালন করা হয়?
উত্তর -  2007 সালের 31 মাৰ্চ

19.  পাথরের ক্যানসার বা স্টোন ক্যানসার কেন হয়?
উত্তর - অ্যাসিড বৃষ্টির জন্য

20. বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কিভাবে রক্ষা করে?
উত্তর - বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। 

21. আমাদের শ্বাস নিতে কোন গ্যাস সাহায্য করে ?
উত্তর: অক্সিজেন।

22. একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো।
উত্তর: কার্বন মনোক্সাইড।

23. আমাদের দেশের পাঁচটা বড়ো শহর থেকে কত ধোঁয়া বাতাসে মেশে ?
উত্তর: প্রায় 10 লক্ষ।

24. ঘরের দেয়ালে রং-এর গন্ধে কী রোগ হয় ?
উত্তর: মাথা ঝিমঝিম করে।

25. ধূমপানের ফলে কী রোগ হয় ?
উত্তর: ক্যানসার।

26. Earth Hour প্রথম কোথায় পালিত হয় ?
উত্তর: অস্ট্রেলিয়ার সিডনিতে।

27.  কোন গ্যাসের ফলে অ্যাসিড বৃষ্টি হয় ?
উত্তর: সালফার ডাইঅক্সাইড।

28. ওজোন গ্যাসের ঘনত্ব কোন্ এককে মাপা হয় ?
উত্তর: ডবসন।

29.  বিশ্ব উয়ায়ন কমাতে ক-টি দেশের মানুষ 1 ঘণ্টার জন্য আলো বন্ধ করে রাখে ?
উত্তর: 85টি।

30. জীবাশ্ম জ্বালানির দহনে বায়ুমণ্ডলে কোন্ গ্যাস বৃদ্ধি পায় ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

31. পারমাণবিক বিস্ফোরণ থেকে কোন গ্যাস নির্গত হয় ?
উত্তর: নাইট্রোজেন অক্সাইড।

32. কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল ?
উত্তর: জাপানের ফুকুসিমায়।

33. হাঁচির সময় আমাদের কী করা উচিত ?
উত্তর: মুখে রুমাল দেওয়া উচিত।

34. যেসব জৈব ও অজৈব উপাদান বাতাসকে দূষিত করে, তাদের এককথায় কী বলে ?
উত্তর: বায়ুদূষক।

35. ওজনস্তর ধ্বংস করে কোন গ্যাস ?
উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন।

36. একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

37. Earth Hour কবে চালু হয়?
উত্তর: 2007 খ্রিস্টাব্দের 31 মার্চ।

ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 6 Geography Question and Answer, Suggestion 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) । Class 6 Geography Suggestion.

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান -২/৩


1. বায়ু দূষণ বলতে কী বোঝ?
উত্তর - প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যকলাপের ফলে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস ও ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশ্রণের ফলে বায়ু যখন মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের অনুপ যুক্ত হয়ে ওঠে, তখন তাকে বায়ু দূষণ বলে।

2. বায়ু দূষনের কারণ গুলি লেখ?
উত্তর - A. চাষের জমি, ঘর বাড়ি তৈরি করার জন্য প্রতি নিয়ত প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে হচ্ছে, যার জন্য বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। 
B. বিভিন্ন শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই, ধূলিকণা, বিভিন্ন বিষাক্ত গ্যাস বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। C. চাষের জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের সময় কিছু অংশ বাতাসে মিশে বায়ু কে দূষিত করে। D. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, সিসা থাকে যা বায়ুকে দূষিত করে। 

3. বাড়ির পরিবেশে বায়ুদূষণ প্রতিরোধে তুমি কী কী করতে পারো?
উত্তর -  [1] কাশি বা হাঁচির সময় মুখে রুমাল চাপা দিতে হবে। [2] ঘরে রান্না করার সময় রান্নাঘরের দরজা বা জানালা খুলে রাখতে হবে। [3] ঘরের ভিতরে আবর্জনা ফেলার পাত্র সবসময় ঢেকে রাখতে হবে। [4] ঘরের ভিতর রং করার সময় ঘরের দরজা ও জানালা খোলা রাখতে হবে। [5] মশা তাড়ানোর ধূপের বদলে মশারি ব্যবহার করতে হবে। [6] ঘরের মধ্যে যাতে কেউ ধূমপান না করে সেদিকে লক্ষ রাখতে হবে।

4. অ্যাসিড বৃষ্টি কী ?
উত্তর - যানবাহন এবং কলকারখানার ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড (SO) এবং নাইট্রোজেন অক্সাইড (NO) ) প্রভৃতি গ্যাস নির্গত হয়। এগুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ার ফলে অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একেই অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন জলাশয়ের মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়, মৃত্তিকা অনুর্বর হয়ে ওঠে ও ফসলের ক্ষতি হয়, পাথরের মূর্তি বা সৌধ ক্ষতিগ্রস্ত হয়, বাড়ির রং নষ্ট হয় ও ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি হয়।

5. বিশ্ব উন্নায়ন কী ?
উত্তর -   পৃথিবীব্যাপী গ্রিনহাউস গ্যাসগুলির অত্যধিক নির্গমনের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের জমার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ বৃহৎ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে প্রবেশ করে ও গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা শোষিত হয়। এইভাবে ভূপৃষ্ঠের তাপ সঞ্চয় করে গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলীয় উয়তা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর গড় উয়তার বৃদ্ধি ঘটায়। এই ঘটনাকেই বিশ্ব উন্নায়ন বলা হয়। এর ফলে, মেরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্রজলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দেখা দিচ্ছে, পৃথিবীব্যাপী জলবায়ুগত পরিবর্তন ঘটছে।

6. Earth hour বলতে কী বোঝ?
উত্তর -  অস্ট্রেলিয়ার অন্তর্গত সিডনি শহরের অধিবাসীরা 2007 সালের 31 মার্চ রাত সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা অর্থাৎ 1 ঘণ্টার জন্য শহরের আলো নিভিয়ে রেখেছিল। প্রতি বছরই মার্চ মাসের যে-কোনো একটি শনিবার এমনটা করা হয়ে থাকে। এই এক ঘণ্টা সময়কেই Earth hour বলা হয়। বর্তমানে পৃথিবীর 85টি দেশের 1000টি শহরের অধিবাসীরা মার্চ মাসের যে-কোনো একটি শনিবার 1 ঘণ্টার জন্য আলো বন্ধ করে আর্থ আওয়ার পালন করেন।

7. বিশ্ব উষ্ণায়ন কি?
উত্তর - গ্রীন হাউজ গ্যাস গুলির বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। 

8. বায়ুদূষণ বলতে কী বোঝ ?
উত্তর - বিভিন্ন ধরনের দূষক পদার্থ দ্বারা বায়ুর গুণমানের অবনমনই হল বায়ুদূষণ। তবে WHO (World Health Organisation) প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, বায়ুর মধ্যে যখন বিভিন্ন ক্ষতিকর পদার্থের প্রবেশের ফলে তার স্বাভাবিক গুণমানের পরিবর্তন ঘটে এবং পরিবেশ, জীবজগৎ তথা মানুষের ওপর বিভিন্ন বিরূপ প্রভাব পড়ে, তখন তাকে বায়ুদূষণ বলে।

9. প্রধান বায়ুদূষকগুলির নাম লেখো। 
উত্তর -  প্রধান বায়ুদূষকগুলি হল—বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস যেমন—কার্বন ডাইঅক্সাইড (CO2), কার্বন মনোক্সাইড (CO), নাইট্রোজেন অক্সাইড (NOX), সালফার ডাইঅক্সাইড (SO2) ইত্যাদি; বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ (সিসা, পারদ ইত্যাদি); কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, ফুলের পরাগরেণু এবং অন্যান্য জৈব ও অজৈব পদার্থসমূহ। 

10. বাড়ির পরিবেশে কীভাবে বায়ুদূষণ ঘটে ?
উত্তর - বাড়ির পরিবেশে বিভিন্নভাবে বায়ুদূষণ ঘটে। যেমন— [1] রান্না করার সময় কাঠ, ঘুঁটে, কয়লা বা গ্যাসের দহন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া, কার্বন কণা বায়ুতে যুক্ত হয়। [2] ধূপ জ্বালানো, মশা তাড়ানোর ধূপ, ঘর পরিষ্কার করার জন্য ব্যবহৃত জীবাণুনাশক, দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধী রাসায়নিকের ব্যবহার করা। [3] ঘরের দেয়াল বা জানালা- দরজায় ব্যবহার করা রং-এর গন্ধ থেকেও বায়ুদূষণ ঘটে। [4] বিড়ি, সিগারেটের ধোঁয়াও বায়ুদূষণ ঘটায়।

11. ওজোন গহ্বর কী?
উত্তর - প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট ফলে বায়ুদূষণের গ্যাসের ঘনত্ব ক্রমাগত হ্রাস স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন পাচ্ছে। ফলে কোনো কোনো স্থানে এই ঘনত্ব 200 ডবসন এককের নীচে নেমে আসে ও ওজোনস্তর পাতলা হয়ে গিয়ে গহ্বরের সৃষ্টি হয়। একে ওজোন গহ্বর বলে।

12. প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো ।
উত্তর:  প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড (NOX), ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন (CFC) প্রভৃতি। তবে জলীয়বাষ্প, ধূলিকণা প্রভৃতি উপাদানগুলি গ্যাসীয় উপাদান না হলেও এরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের ন্যায় আচরণ করে।

13. অ্যাসিড বৃষ্টি কি?
উত্তর - বৃষ্টির জলের সঙ্গে শিল্প-কারখানার ধোঁয়া থেকে নির্গত  সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এবং তা অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবী বৃষ্টি ঝরে পড়ে। 

14. অ্যাসিড বৃষ্টি র ক্ষতিকারক দিক গুলি লেখ?
উত্তর - অ্যাসিড বৃষ্টি র ফলে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়, বিভিন্ন জলজ প্রাণী মারা যায়, অ্যাসিড মার্বেল পাথরে তৈরি স্মৃতি সৌধ গুলি নষ্ট করে দেয় ইত্যাদি।  

15. গ্রিন হাউস গ্যাস কাকে বলে?
উত্তর - পৃথিবীর যে সমস্ত গ্যাস গুলির তাপ শোষণ করার ক্ষমতা বেশি তাদের গ্রীন হাউজ গ্যাস বলে। যেমন - কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয়বাষ্প প্রভৃতি। 

16. বায়ু দূষণ কমানোর উপায় গুলি লেখ? 
উত্তর - A. গাছ কাটার পরিবর্তে গাছ রোপন করতে হবে। B. দূষণ হীন যানবাহন ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। C. গাড়ি গুলিতে আধুনিক প্রযুক্তি তে তৈরি কম দূষণ কারী ইঞ্জিন ব্যবহার করতে হবে। D. জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে অপ্রচলিত শক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করতে হবে। সর্বোপরি মানুষ কে বায়ু দূষণের ক্ষতিকারক দিক গুলি সম্পর্কে সচেতন করতে হবে। 

আশাকরি তোমাদের ষষ্ঠ ক্লাসের বায়ুদূষণ অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বায়ুদূষণ অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের ষষ্ঠ ক্লাসের  বায়ুদূষণ অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস ষষ্ঠ এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস ষষ্ঠ এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

  • ষষ্ঠ শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 6 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
  1. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবী কি গোল ? (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – শব্দদূষণ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আমাদের দেশ ভারত (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here



ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন – বায়ুদূষণ (Bayu duson / air pollution)(prothom odhay / অষ্টম অধ্যায় ) প্রশ্ন ও উত্তর   

ষষ্ঠ শ্রেণীর  ভূগোল –  বায়ুদূষণ (Bayu duson / air pollution) (অষ্টম অধ্যায় / prothom odhay) – গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Six VI  / WB Class 6  / WBBSE / Class 6  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 6 Exam / Class 6 Class 6th / WB Class VI / Class 6 Pariksha / Pdf note for Free ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে আমাদের www.geographybd.in এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন / ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । Class 6 Geography Suggestion / Class 6 Geography Question and Answer / Pdf notes free download / Class VI Geography Suggestion / Class 6 Pariksha Geography Suggestion  / Geography Class 6 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 6 Geography Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হল। 

ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকার হলে, আমাদের টিমের প্রয়াস ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 6 Geography Suggestion / West Bengal Six VI Question and Answer, Suggestion / WBBSE Class 6th Geography Suggestion  / Class 6 Geography Question and Answer  / Class VI Geography Suggestion  / Class 6 Pariksha Suggestion  / Class 6 Geography Exam Guide  / Class 6 Geography Suggestion 2021, 2022, 2023, 2024, 2025 / Class 6 Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 6 Geography Suggestion  FREE PDF Download / Free Notes Download) সার্থক হবে বলে আমরা মনে করি ।

বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  (Bayu duson / air pollution important question and answer)

বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) Class 6 Geography Question and Answer Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

ষষ্ঠ শ্রেণীর ভূগোল "বায়ুদূষণ" (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল "বায়ুদূষণ" (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) Class 6 Geography Question and Answer Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ষষ্ঠ শ্রেণি ভূগোল  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 6 Geography  


ষষ্ঠ শ্রেণীর ভূগোল (Class 6 Geography) – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | Class 6 Geography Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর।

ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  | ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 6 Geography Question and Answer, Suggestion 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সহায়ক – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 6 Geography Question and Answer, Suggestion | West Bengal Class 6 Geography Suggestion  | Class 6 Geography Question and Answer Notes  | West Bengal Class 6th Geography Question and Answer Suggestion. 

WBBSE Class 6th Geography Suggestion  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়)

WBBSE Class 6 Geography Suggestion ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | Class 6 Geography Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 6 Geography Question and Answer Suggestions  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 6 Geography Question and Answer  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  Class 6 Geography Question and Answer ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WB Class Six Geography Suggestion  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 


West Bengal Class 6 Geography Suggestion ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 6 Geography Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 6  Geography Suggestion  Download WBBSE Class 6th Geography short question suggestion  . Class 6 Geography Suggestion   download Class 6th Question Paper  Geography. WB Class 6  Geography suggestion and important question and answer. Class 6 Suggestion pdf.পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the West Bengal Class 6 Geography Question and Answer by www.geographybd.in West Bengal Class 6 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 6  Geography Suggestion with 100% Common in the Examination .

Class Six VI Geography Suggestion | West Bengal Board WBBSE Class 6 Exam 

Class 6 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 6 Six VI Geography Suggestion  is provided here. West Bengal Class 6 Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography | WBBSE West Bengal Secondary Board 

 অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography  ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  geography bd ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলোকরো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ। 

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad