Type Here to Get Search Results !

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – সপ্তম অধ্যায় "আবহাওয়া ও জলবায়ু" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer Chapter - 7

ষষ্ঠ শ্রেণীর ভূগোল – সপ্তম অধ্যায় "আবহাওয়া ও জলবায়ু" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer Chapter - 7 | Class 6th Geography Chapter - 7 Questions And Answers MCQ, SAQ, LAQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় আবহাওয়া ও জলবায়ু প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল সপ্তম আবহাওয়া ও জলবায়ু প্রশ্ন উত্তর, সহায়িকা


হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ ক্লাসের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে । এই সপ্তম অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই সপ্তম অধ্যায় এর আবহাওয়া ও জলবায়ু বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর  সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। ষষ্ঠ শ্রেণীর আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো।

  • ষষ্ঠ শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 6 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
  1. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবী কি গোল ? (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – শব্দদূষণ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আমাদের দেশ ভারত (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here


ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : "আবহাওয়া ও জলবায়ু" (সপ্তম অধ্যায় ক্লাস 6) West Bengal Class 6 Geography : ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography নিচে দেওয়া হলো। এই ষষ্ঠ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 6 Geography Question and Answer, Suggestion, Notes PDF and Free Download Books Class 6 WBBSE – "আবহাওয়া ও জলবায়ু" (Class 6 সপ্তম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer, Free PDF note and download) গুলি আগামী West Bengal Class 6th Six VI Geography Examination এর জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ – এই অধ্যায়টি পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে উপযোগী ।


 তোমরা যারা আবহাওয়া ও জলবায়ু (abohaua o jolobayu)(সপ্তম অধ্যায়/ first chapter) – ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography Question and Answer (WBBSE) খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো,  আশাকরা যায় যে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 
ষষ্ঠ শ্রেণীর ভূগোল – সপ্তম অধ্যায় "আবহাওয়া ও জলবায়ু" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer Chapter - 7

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography


1. আগত সৌররশ্মির (51 / 45 / 35 ) শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ।
উত্তর: 51 

2. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ — ( 14 / 35 / 51 ) শতাংশ।
উত্তর: 35

3. পৃথিবী থেকে তাপের ফিরে যাওয়া বা পার্থিব বিকিরণের পরিমাণ — ( 35 / 51 / 45 ) শতাংশ।
উত্তর: 51

4.  বাতাসের গতিবেগ মাপা হয় – (বাতপতাকা / অল্টিমিটার/অ্যানিমোমিটার) যন্ত্রের সাহায্যে।
উত্তর: অ্যানিমোমিটার

5. সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর—
(A) বেশি
(B) কম
(C) সমান
(D) অনিয়ন্ত্রিত হয়
উত্তর: B

6. বায়ুপ্রবাহের দিকনির্ণায়ক যন্ত্রের নাম হল—
(A) রেনগজ
(B) অ্যানিমোমিটার
(C) বাতপতাকা
(D) থার্মোমিটার
উত্তর: C

7. ফারেনহাইট স্কেলে জল জমে বরফে পরিণত হওয়ার উষ্ণতা হল—
(A) 32° ফা
(B) 50°ফা
(C) 100°ফা
(D) 212°ফা
উত্তর: A

8. যে অবস্থায় জলীয়বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়, তাকে বলে—
(A) ঘনীভবন
(B) বাষ্পীভবন
(C) জলভবন
(D) বাষ্পমোচন
উত্তর: A

9. শীতের সকালে কোন্ দিকের জানালাটা বন্ধ করে রাখতে ইচ্ছে করে —
(A) উত্তর
(B) দক্ষিণ
(C) পূর্ব
(D) পশ্চিম
উত্তর: A

10. বৃষ্টিপাত মাপার একক হল—
(A) সেন্টিমিটার
(B) গ্রাম
(C) ডিগ্রি
(D) মিলিবার
উত্তর: A

11. ফারেনহাইট স্কেলে জল জমে বরফে পরিণত হওয়ার উষ্ণতা হল—
(A) 32° ফা
(B) 50°ফা
(C) 100°ফা
(D) 212°ফা
উত্তর: A

12. সূর্য থেকে আগত সৌর বিকিরণের মাত্র—
(A) 35
(B) 49
(C) 51
(D) 65 ভাগ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে
উত্তর: C

13. প্রতি 165 মিটার উঁচুতে—
(A) 0
(B) 1
(C) 2
(D) 3°সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে
উত্তর: B

14. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে—
(A) বিকিরণ
(B) পরিচলন
(C) পরিবহণ
(D) অ্যাডভেকশন পদ্ধতিতে
উত্তর: A

15. সমোষ রেখাগুলি অপেক্ষাকৃত দূরে অবস্থান করে—
(A) দক্ষিণ গোলার্ধে
(B) উত্তর গোলার্ধে
(C) পূর্ব গোলার্ধে
(D) পশ্চিম গোলার্ধে
উত্তর: A

16. বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, পুঁড়িগুঁড়ি বৃষ্টি সবই হল একধরনের –
(A) অধঃক্ষেপণ
(B) ঘূর্ণিঝড়
(C) উচ্চচাপ
(D) নিম্নচাপ
উত্তর: A

17. আমাদের দেহের তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হল—
(A) ব্যারোমিটার
(B) থার্মোমিটার
(C) হাইগ্রোমিটার
(D) অ্যানিমোমিটার
উত্তর: B

18. জল যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তাকে বলে—
(A) পরিবহণ
(B) বিকিরণ
(C) পরিচলন
(D) অ্যাডভেকশন পদ্ধতি
উত্তর: C

19. দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমোষ্ণ রেখাগুলি—
(A) কাছাকাছি
(B) দূরে দূরে
(C) একই জায়গায়
(D) মাঝামাঝি জায়গায় অবস্থান করে
উত্তর: A

20. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে—
(A) 5°সে
(B) 6.5°সে
(C) 10°সে
(D) 5.6°সে হারে তাপমাত্রা কমতে থাকে
উত্তর: B

21. যার টানে পৃথিবীর ওপর বৃষ্টি ঝরে পড়ে, সেটি হল—
(A) অভিকর্ষ
(B) চাদ
(C) সূর্য
(D) চুম্বক
উত্তর: A

22. আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। বায়ু প্রধানত চাপ দেয় –
(A) নিম্নদিকে
(B) উধর্বদিকে
(C) পার্শ্বদিকে
(D) সবদিকে
উত্তর: D

23. জল যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তাকে বলে—
(A) পরিবহণ
(B) বিকিরণ
(C) পরিচলন
(D) অ্যাডভেকশন পদ্ধতি
উত্তর: C

24. কোনো অঞ্চলের প্রায়
(A) 30-40
(B) 25-30
(C) 20-25
(D) 15-20 বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের জলবায়ু।
উত্তর: A

25. আবহাওয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়—
(A) আবহাওয়া মানচিত্র
(B) ভূমিরূপ মানচিত্র
(C) প্রাকৃতিক মানচিত্র অর্থনৈতিক মানচিত্র
উত্তর: A

26. তাপ হল একপ্রকার—
(A) সম্পদ
(B) শক্তি
(C) বস্তু
(D) উষ্ণতার পরিমাপক
উত্তর: B

27. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম—
(A) থার্মোমিটার
(B) ন্যানোমিটার
(C) ব্যারোমিটার
(D) অ্যানিমোমিটার
উত্তর: C

28. বায়ুর গতিবেগ মাপা হয়—
(A) থার্মোমিটার
(B) ন্যানোমিটার
(C) অ্যানিমোমিটার
(D) ব্যারোমিটারের সাহায্যে
উত্তর: C

29. কোনো অঞ্চলের প্রায়
(A) 30-40
(B) 25-30
(C) 20-25
(D) 15-20 বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের জলবায়ু।
উত্তর: A

30. জল যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তাকে বলে—
(A) পরিবহণ
(B) বিকিরণ
(C) পরিচলন
(D) অ্যাডভেকশন পদ্ধতি
উত্তর: C

31. তাপ হল একপ্রকার—
(A) সম্পদ
(B) শক্তি
(C) বস্তু
(D) উষ্ণতার পরিমাপক
উত্তর: B

32. যার টানে পৃথিবীর ওপর বৃষ্টি ঝরে পড়ে (মাধ্যাকর্ষণ/ভূপৃষ্ঠ চুম্বক)।
উত্তর: মাধ্যাকর্ষণ

33. ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক – (0 °সে / 32 °ফা / 212 °ফা) ।
উত্তর:32 °ফা

34. (উত্তর / দক্ষিণ / উভয়) – গোলার্ধে সমোয় রেখাগুলি অনেক দূরে দূরে অবস্থান করে।
উত্তর: দক্ষিণ

35. সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর—
(A) বেশি
(B) কম
(C) সমান
(D) অনিয়ন্ত্রিত হয়
উত্তর: B

36. অধঃক্ষেপণের একটি উদাহরণ হল—
(A) শিশির
(B) কুয়াশা
(C) ধোয়াশা
(D) বৃষ্টিপাত
উত্তর: D

37. সেলসিয়াস স্কেলে জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার উষ্ণতা হল—
(A) 0°সে
(B) 32°সে
(C) 100°সে
(D) 212°সে
উত্তর: C

38. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে—
(A) বিকিরণ
(B) পরিচলন
(C) পরিবহণ
(D) অ্যাডভেকশন পদ্ধতিতে
উত্তর: A

39. অধঃক্ষেপণের একটি উদাহরণ হল—
(A) শিশির
(B) কুয়াশা
(C) ধোয়াশা
(D) বৃষ্টিপাত
উত্তর: D

40.  পৃথিবীকে সূর্যরশ্মির পতনকোণের ভিত্তিতে–
(A) 4
(B) 3
(C) 5 টি তাপমণ্ডলে ভাগ করা যায়।
উত্তর: B

41. কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ—
(A) 65%
(B) 51%
(C) 35%
(D) 14%
উত্তর:  B

42. আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। বায়ু প্রধানত চাপ দেয় –
(A) নিম্নদিকে
(B) উধর্বদিকে
(C) পার্শ্বদিকে
(D) সবদিকে
উত্তর: D

43.  সূর্যের আলোর – ( 100 / 200 / 300 ) কোটি ভাগের 1 ভাগ মাত্র আসে এই পৃথিবীতে।
উত্তর: 200 কোটি

44. বায়ুর উন্নতা মাপক যন্ত্রের নাম – (থার্মোমিটার/ব্যারোমিটার/হাইগ্রোমিটার)।
উত্তর: থার্মোমিটার

45. বায়ুপ্রবাহ হল ভূপৃষ্ঠের সঙ্গে — (উল্লম্বভাবে /কৌণিকভাবে / সমান্তরালভাবে) বায়ুর চলাচল।
উত্তর: সমান্তরালভাবে

আবহাওয়া ও জলবায়ু (abohaua o jolobayu) (first chapter / সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Question and Answer 


সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১

ষষ্ঠ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – West Bengal Class 6th Geography Important Question and Answer / Suggestion / Notes Pdf free download


1. বায়ুর উন্নতা হ্রাস পেলে বায়ুর চাপও হ্রাস পায়।
উত্তর: মিথ্যা

2. নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর: সত্য

3. পশ্চিমবঙ্গের আবহাওয়ার সদরদপ্তর শিলিগুড়িতে অবস্থিত।
উত্তর: মিথ্যা

4. বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর: মিথ্যা

5. সমুদ্র সমতলে বায়ুর চাপ 1013.25 মিলিবার।
উত্তর: সত্য

6. বায়ুমণ্ডলের উষ্ণতা থার্মোমিটারের সাহায্যে মাপা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর: সত্য

7. জল জমে বরফ হয় 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ।
উত্তর: মিথ্যা

8. বায়ু উত্তপ্ত হলে ওপরের দিকে উঠে যায় ।
উত্তর: সত্য

9. বায়ুপ্রবাহের গতিবেগ নট এককের সাহায্যে পরিমাপ করা হয়।
উত্তর: সত্য

10. উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক সমানুপাতিক ।
উত্তর: মিথ্যা

11. মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রিতে বেশি ঠান্ডা অনুভূত হয়।
উত্তর:মিথ্যা

12. বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর: সত্য

13. যে তাপমাত্রা পৃথিবীকে উত্তপ্ত না করেই ফিরে যায়, তা হল পৃথিবীর অ্যালবেডো।
উত্তর: সত্য

14. বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর: মিথ্যা

15.  সমোন্ন রেখাগুলি কখনও পরস্পরকে ছেদ করে না।
উত্তর: সত্য

আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  (abohaua o jolobayu important question and answer)/ আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) Class 6 Geography Question and Answer Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।


এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১ 




1. উস্নতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কীরূপ?
উত্তর:ব্যস্তানুপাতিক

2. বায়ুর দিক নির্ণয় করা হয় কোন্ যন্ত্রের দ্বারা?
উত্তর: বাতপতাকা

3. পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী বায়ু কোনটি ?
উত্তর: টর্নেডো।

4. বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়িগুড়ি বৃষ্টিকে একত্রে কী বলে ?
উত্তর: অধঃক্ষেপণ ।

5. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর: রেনগেজ।

6. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: কলকাতার আলিপুরে।

7. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?
উত্তর: 66 1/2° ।

8. পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে কী বলে ?
উত্তর: সমোয়রেখা।

9. কোনো অঞ্চলে কখন জলবায়ু পরিবর্তিত হতে পারে?
উত্তর:সুদীর্ঘ সময়ভেদে

10. আবহাওয়ার প্রকৃতি কিরূপ?
উত্তর:দ্রুত পরিবর্তনশীল

11. আমাদের দেশের জলবায়ুর প্রকৃতি কীরূপ?
উত্তর: উন্ন-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

12. কোন্ যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মাপা যায়?
উত্তর:সিক্সের লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটার

13. বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
উত্তর: হাইগ্রোমিটার

14. পৃথিবীকে ক-টি তাপমণ্ডলে ভাগ করা হয় ?
উত্তর: তিনটি।

15. কোন অঞ্চলে বায়ু সবচেয়ে বেশি আর্দ্র থাকে ?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।

16. মেরু-ভাল্লুক কোন্ তাপমণ্ডলে লক্ষ করা যায় ?
উত্তর: হিমমণ্ডল-এ।

17. রাজস্থানে দিনেরবেলা তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছোয় ?
উত্তর: 48° সেন্টিগ্রেডে।

18. লাডাকের লেহ-এর শীতকালীন উয়তা কত ?
উত্তর: – 40° সেন্টিগ্রেড।

19. কোন্ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর: কিউমুলোনিম্বাস।

20. বায়ুর জলীয়বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: ঘনীভবন

21. সমুদ্র থেকে দূরে মহাদেশীয় জলবায়ু কী প্রকৃতির ?
উত্তর: চরমভাবাপন্ন।

22. উয়ুমণ্ডলের অন্তর্গত একটি দেশের নাম লেখো।
উত্তর: ব্রাজিল।

23.  পিগমি কোন্ তাপমণ্ডলের অন্তর্গত আদিবাসী ?
উত্তর: উয়ুমণ্ডলের।

24. নাতিশীতোয়মণ্ডলের অন্তর্গত একটি আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তর: কিরঘিজ।

25. ইংল্যান্ড কোন্ তাপমণ্ডলের মধ্যে অবস্থিত ?
উত্তর: নাতিশীতোষ্ণুমণ্ডল।

26. পশ্চিমবঙ্গের আবহাওয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতার আলিপুরে

27. বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কী?
উত্তর: রেনগেজ


ষষ্ঠ শ্রেণীর ভূগোল "আবহাওয়া ও জলবায়ু" (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির ভূগোল 

ষষ্ঠ শ্রেণীর ভূগোল "আবহাওয়া ও জলবায়ু" (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) Class 6 Geography Question and Answer Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।


সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান -২/৩


1. জলবায়ু কাকে বলে? 
উত্তর - কোনো একটি নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার অবস্থা কে ওই স্থানের জলবায়ু বলা হয়। 

2. আবহাওয়া কাকে বলে?
উত্তর - কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতির অবস্থা কে আবহাওয়া বলে।

3. আমাদের দেশে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?
উত্তর - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

4. ইনসোলেশন কাকে বলে?
উত্তর - সূর্য থেকে বিকিরিত তাপের 200 কোটি ভাগের মাত্র একভাগ পৃথিবীতে এসে পৌঁছায় একেই আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলে। 

5. পার্থিব বিকিরণ কাকে বলে?
উত্তর - পৃথিবী থেকে যে পরিমান তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে পার্থিব বিকিরণ বলে। 

6. দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে?
উত্তর - কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য কে দৈনিক উষ্ণতার পার্থক্য বলে।

7. বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে?
উত্তর - কোন একটি নির্দিষ্ট স্থানের শীতলতম ও উষ্ণতম মাস এর উষ্ণতা পার্থক্য কে বার্ষিক উষ্ণতার প্রসর বলে ।

8. বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর - সিক্স এর থার্মোমিটার

9. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?
উত্তর - সূর্য থেকে পৃথিবীতে আগত তাপের পরিমাণ অংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে।

10. পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ এর পরিমাণ কত শতাংশ?
উত্তর - পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ মাত্র 51 শতাংশ। 

11. অ্যালবেডো কাকে বলে?
উত্তর - সূর্য থেকে আগত তাপের যে পরিমাণ অংশ পৃথিবী কে উত্তপ্ত না করেই বাতাসে ভাসমান ধূলিকণা, মেঘ প্রভৃতি দ্বারা প্রতিহত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। 

12. অ্যালবেডোর পরিমাণ কত?
উত্তর - 35 শতাংশ

13. তাপমাত্রা কোন স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর - তাপমাত্রা পরিমাপের জন্য দুটি একক বা স্কেল ব্যবহার করা হয়, যথা - সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল। 

14. কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়?
উত্তর - 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়

15. কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়?
উত্তর - 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়

16. বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো?
উত্তর - নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকেই বায়ুর আর্দ্রতা বলে।

17. বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তর - হাইগ্রোমিটার

18. বায়ুর চাপ বলতে কী বোঝায়?
উত্তর - কোন একটি নির্দিষ্ট স্থানে বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলে। 

19. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রী সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়?
উত্তর - 6.5 ডিগ্রী সেলসিয়াস হারে

20. পৃথিবীতে কয়টি তাপমন্ডলের ভাগ করা হয় ও কি কি?
উত্তর - সূর্য রশ্মির পতন কোণের উপর ভিত্তি করে পৃথিবীতে তিনটি তাপমন্ডলের ভাগ করা হয়ে থাকে, যথা - উষ্ণমন্ডল, নাতিশীতোষ্ণ মন্ডল ও হিম মন্ডল।

21.  কার্যকরী সৌরবিকিরণ বলতে কী বোঝ ? 
উত্তর -  সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ তাপশক্তি আসে তাকে 100 শতাংশ ধরা হলে দেখা যায় এর মধ্যে সরাসরি ভূপৃষ্ঠে > পৌঁছায় 51% এবং বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় 14%। এই 51% + 14% = 65% সূর্যরশ্মি প্রকৃতপক্ষে পৃথিবী-কে উত্তপ্ত করে, একেই কার্যকরী সৌরবিকিরণ বলে। 

22. অ্যালবেডো কী ?
উত্তর - সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ তাপ ও সৌরকিরণ আসে, তাকে 100 শতাংশ ধরলে এর মধ্যে 65% সৌররশ্মি ত বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করে। বাকি 35% সৌরশক্তি সরাসরি মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায়। ২ এর মধ্যে 25% মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে, ৪% বায়ু দ্বারা প্রতিফলিত হয়ে এবং বাকি 2% সরাসরি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, ফলে এগুলির দ্বারা পৃথিবী উত্তপ্ত হয় না একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়।

23. পার্থিব সৌরবিকিরণ বলতে কী বোঝ ?
উত্তর - আগত মোট সৌরকিরণের 51% সৌররশ্মি পৃথিবীকে দিনেরবেলায় উত্তপ্ত করে এবং রাত্রে তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এভাবেই পৃথিবীর উত্তাপের সমতা রক্ষিত হয়, একেই পার্থিব সৌরবিকিরণ বলে।

24. বায়ুর চাপ কত প্রকারের হয় ও কি কি?
উত্তর - বায়ুচাপ দুই প্রকারের, যথা উচ্চচাপ ও নিম্নচাপ। 

25. বায়ুর নিম্নচাপ এর সময় আবহাওয়া কি রূপ থাকে?
উত্তর - বায়ুর নিম্নচাপ থাকলে ঝড়-বৃষ্টি তথা অশান্ত আবহাওয়ার সৃষ্টি হয়।

26. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
উত্তর - ফোর্টিন  ব্যারোমিটার

27. বায়ু প্রবাহ কাকে বলে?
উত্তর - বায়ুর চাপের সঙ্গে সঙ্গতি রেখে বায়ু যখন ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায় তখন তাকে বায়ু প্রবাহ বলে।

28. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?
উত্তর - অ্যানিমোমিটার

29. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর প্রবাহের দিক পরিমাপ করা হয়? 
উত্তর - বাত পতাকা

30. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর - রেনগজ

31. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর - আলিপুরে

32. পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?
উত্তর - সাড়ে 66 ডিগ্রী কোণে

33. শীতকালে সূর্য পৃথিবী পৃষ্ঠের উপর কিভাবে কিরণ দেয়?
উত্তর - তীর্যকভাবে

34. গরমকালে সূর্য পৃথিবী পৃষ্ঠের উপর কিভাবে কিরণ দেয়?
উত্তর - লম্ব হবে

35. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে না কমে?
উত্তর - কমে

36. বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝ? কোন্ যন্ত্রের সাহায্যে এই আর্দ্রতা পরিমাপ করা হয় ?
উত্তর - নির্দিষ্ট উয়তায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে, তাকে ওই বায়ুর আর্দ্রতা (humidity) বলে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।

37. সমোয় রেখা কী?
উত্তর - ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় উয়তা বছরের একটি নির্দিষ্ট সময় একই রকম, মানচিত্রে ওই সকল স্থানকে একটি কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হলে যে রেখা পাওয়া যায়, তাকে সমোয় রেখা বলে। এই রেখাগুলি কখনোই একে অপরকে ছেদ করে না। রেখাগুলি কাছাকাছি থাকলে তাপমাত্রার দ্রুত পরিবর্তন এবং দূরে দূরে থাকলে তাপমাত্রার ধীর পরিবর্তন নির্দেশ করে।

38. আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম লাগে কেন?
উত্তর - আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মেঘের আস্তরণ পৃথিবী থেকে তাপের বিকিরণে বাধা দান করে। ফলে তাপ বেরিয়ে যেতে না পারায় উয়তা বৃদ্ধি পায়। তাই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম লাগে।

39. ঘনীভবন কাকে বলে ?
উত্তর - জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে বায়ুর উয়তা এবং চাপ কমে যাওয়ার ফলে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়।

40. বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় লেখো। 
উত্তর - বায়ুমণ্ডল মূলত তিনটি পদ্ধতিতে উত্তপ্ত হয়। যথা— [1] পরিচলন পদ্ধতি, [2] পরিবহণ পদ্ধতি এবং [3] বিকিরণ পদ্ধতি। এ ছাড়াও [4] তাপশোষণ পদ্ধতির মাধ্যমেও বায়ুমণ্ডল কিছুটা উত্তপ্ত হয় ।

41. বায়ুপ্রবাহ কাকে বলে?
উত্তর - ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকেই বায়ুপ্রবাহ বলা হয়। প্রকৃতপক্ষে উচ্চচাপযুক্ত স্থান থেকে নিম্নচাপযুক্ত স্থানের দিকে চাপের সমতা রক্ষার জন্য ভূপৃষ্টের সমান্তরালে বায়ুর চলাচলই হল বায়ুপ্রবাহ।

42. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রা পরিমাপের এককগুলি কী কী ?
উত্তর - বায়ুর উন্নতা বা তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। বিজ্ঞানী সিক্স একটি বিশেষ থার্মোমিটার আবিষ্কার করেন। যার দ্বারা দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়। একেই সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার বলে। তাপমাত্রা পরিমাপের এককগুলি হল সেন্টিগ্রেড বা সেলসিয়াস এবং ফারেনহাইট।

43. বায়ুর চাপ বলতে কী বোঝ ? 
উত্তর - ভূপৃষ্ঠের ওপর বায়ু যে ওজন বা চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। উচ্চতা বাড়লে চাপ কম এবং উচ্চতা কমলে চাপ বাড়ে। ফলে বায়ুর চাপের সাথে উচ্চতার ব্যাস্তানুপাতিক সম্পর্ক বর্তমান ।


ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  | ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর  – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 6 Geography Question and Answer, Suggestion 
ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল সহায়ক – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 6 Geography Question and Answer, Suggestion | West Bengal Class 6 Geography Suggestion  | Class 6 Geography Question and Answer Notes  | West Bengal Class 6th Geography Question and Answer Suggestion. 


ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 6 Geography Question and Answer, Suggestion 
ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) । Class 6 Geography Suggestion.

WBBSE Class 6th Geography Suggestion  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়)

WBBSE Class 6 Geography Suggestion ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  । আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) | Class 6 Geography Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 6 Geography Question and Answer Suggestions  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 6 Geography Question and Answer  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  Class 6 Geography Question and Answer ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WB Class Six Geography Suggestion  | ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর   – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 


West Bengal Class 6 Geography Suggestion ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 6 Geography Suggestion  ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 6  Geography Suggestion  Download WBBSE Class 6th Geography short question suggestion  . Class 6 Geography Suggestion   download Class 6th Question Paper  Geography. WB Class 6  Geography suggestion and important question and answer. Class 6 Suggestion pdf.পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the West Bengal Class 6 Geography Question and Answer by www.geographybd.in West Bengal Class 6 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 6  Geography Suggestion with 100% Common in the Examination .

Class Six VI Geography Suggestion | West Bengal Board WBBSE Class 6 Exam 
Class 6 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 6 Six VI Geography Suggestion  is provided here. West Bengal Class 6 Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 


ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography | WBBSE West Bengal Secondary Board 
 অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography  ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  geography bd ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলোকরো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ। 


আশাকরি তোমাদের ষষ্ঠ ক্লাসের আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের ষষ্ঠ ক্লাসের  আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস ষষ্ঠ এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস ষষ্ঠ এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

  • ষষ্ঠ শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 6 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
  1. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবী কি গোল ? (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – তুমি কোথায় আছ ? (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – পৃথিবীর আবর্তন (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বরফে ঢাকা মহাদেশ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আবহাওয়া ও জলবায়ু (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – বায়ুদূষণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – শব্দদূষণ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আমাদের দেশ ভারত (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. ষষ্ঠ শ্রেণীর ভূগোল – মানচিত্র (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here





Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad