Type Here to Get Search Results !

মাধ্যমিক ভূগোল – "বারিমন্ডল" (তৃতীয় অধ্যায়) Bari Mondal প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Chapter 3 Atmosphere Question and Answer

মাধ্যমিক ভূগোল - বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) - WBBSE Class 10 Madhyamik Geography Chapter 3 Question and Answer | দশম শ্রেণীর ভূগোল সাজেশন – বারিমন্ডল / Bari Mondal – সমস্ত প্রশ্ন উত্তর | বারিমন্ডল / Bari Mondal অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর |  WBBSE Class 10 Madhyamik Geography Chapter 3 Question and Answer | WBBSE Class 10th Geography Suggestion PDF | Madhyamik Geography Suggestion Chapter 3 | বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর

West Bengal  Class 10 Geography Solution Chapter 3

West Bengal  Board Class 10 Geography (ভূগোল) Textbook Solution Chapter 3 বারিমন্ডল / Bari Mondal / Atmosphere Question Answers by WBBSE Expert Teacher. West Bengal Board Class 10 Geography Solution Chapter 3.

500+ দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর / বারিমন্ডল / Bari Mondal / Atmosphere (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 10th Geography Question and Answer

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের দশম ক্লাসের তৃতীয় অধ্যায় বারিমন্ডল সম্পর্কে । এই তৃতীয় অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তৃতীয় অধ্যায় এর বারিমন্ডল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে দশম শ্রেণীর  তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই বারিমন্ডল অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। দশম শ্রেণীর বারিমন্ডল অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো। 

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer / দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal / Atmosphere (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 10 Geography / দশম শ্রেণীর ভূগোল – তৃতীয় অধ্যায় "বারিমন্ডল / Bari Mondal / Atmosphere" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer / দশম শ্রেণীর ভূগোল (তৃতীয় অধ্যায়) বারিমন্ডল / Bari Mondal / Atmosphere প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class 10 geography Third chapter questions and Answers (MCQ, SAQ, LAQ) / দশম শ্রেণীর আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় বারিমন্ডল / Bari Mondal / Atmosphere | Class Ten Amader Prithibi / দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal / Atmosphere (তৃতীয় অধ্যায়)

বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 10th Geography Question and Answer
মাধ্যমিক ভূগোল – "বারিমন্ডল" (তৃতীয় অধ্যায়) Bari Mondal প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Chapter 3 Atmosphere Question and Answer

দশম শ্রেণীর ভূগোল All Chapters | মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর । Class 10 Geography All Chapter | Class Ten Geography All Chapter 

প্রাকৃতিক ভূগোল 
  1. মাধ্যমিক ভূগোল - বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Click Here 
  2. মাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Click Here
  3. মাধ্যমিক ভূগোল - বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) Click Here
  4. মাধ্যমিক ভূগোল - বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়)  Click Here
[5] ভারতের ভূগোল ও অর্থনৈতিক ভূগোল
  • মাধ্যমিক ভূগোল - ভারত : ভারতের প্রাকৃতিক বিভাগ  /  ভারতের প্রাকৃতিক পরিবেশ Click Here
  • মাধ্যমিক ভূগোল - ভারত : ভারতের অর্থনৈতিক বিভাগ / ভারতের অর্থনৈতিক পরিবেশ Click Here
6.    মাধ্যমিক ভূগোল - উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র (ষষ্ঠ অধ্যায়) Click Here

*** মাধ্যমিক ভূগোল - মানচিত্র ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন 2025/2026/2027/2028/2029/2030  Click Here

দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) সঠিক উত্তরটি নির্বাচন করো । WBBSE Class 10th Geography 3rd Chapter MCQ Questions and Answers

সঠিক উত্তরটি নির্বাচন করো | MCQ Questions and Answers (Class Ten geography Third chapter)

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১

১. সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কী ? 
(A) সমুদ্রজলের উষ্ণতা
(B) বায়ুপ্রবাহ
(C) এল নিনোর প্রভাব
(D) পৃথিবীর আবর্তন
উত্তরঃ-   (B) বায়ুপ্রবাহ

২. সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—
(A) শৈবাল সাগর
(B) মগ্নচড়া
(C) হিমপ্রাচীর
(D) হিমশৈল
উত্তরঃ-   (D) হিমশৈল

৩. সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়— 
(A) আটলান্টিক মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) সুমেরু মহাসাগরে
(D) ভারত মহাসাগর
উত্তরঃ-   (A) আটলান্টিক মহাসাগর

৪. পৃথিবীর মোট জলরাশির শতকরা কত শতাংশ সাগর-মহাসাগর রূপে আছে।
1. ৯৭
2. ৯৮
3. ১০০
4. ৯৬
উত্তরঃ-   1. ৯৭

৫. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হল –
1. শীতল স্রোত
2. নাতিশীতোষ্ণ স্রোত
3. পৃষ্ঠ স্রোত
4. অন্ত স্রোত
উত্তরঃ-   3. পৃষ্ঠ স্রোত

৬. গ্র্যান্ড ব্যাংক একটি –
1. মগ্নচড়া
2. নদী চড়া
3. সমুদ্রদ্বীপ
4. মরুভূমি
উত্তরঃ-   1. মগ্নচড়া

৭. অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় –
(A) পৃষ্ঠস্রোত ৰূপে
(B) অন্তঃস্রোত রূপে 
(C) বহিঃস্রোত রূপে 
(D) উল্লম্ব স্রোত রূপে
উত্তরঃ-   (B) অন্তঃস্রোত রূপে

৮. শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ?
(A) ভারত মহাসাগরে
(B) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
(C) আরব সাগরে
(D) উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ-   (D) উত্তর আটলান্টিক মহাসাগরে

৯. আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হল – 
(A) ক্যানারি স্রোত
(B) সোমালি স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত 
(D) উষ্ণ উপসাগরীয় স্রোত 
উত্তরঃ-   (C) বেঙ্গুয়েলা স্রোত

১০. কতদিনে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে।
1. 15 দিন
2. 30 দিন
3. 25 দিন
4. 27 ⅓  দিন
উত্তরঃ-   4. 27 ⅓  দিন

১১. কোন স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত?
1. 6 ঘন্টা 23 মিনিট
2. 6 ঘণ্টা 31 মিনিট
3. 6 ঘন্টা 13 মিনিট
4. 6 ঘন্টা
উত্তরঃ-   3. 6 ঘন্টা 13 মিনিট

১২. উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে একে কি বলে?
1. উষ্ণ স্রোত
2. বহি স্রোত
3. অন্ত স্রোত
4. শীতল স্রোত
উত্তরঃ-   1. বহি স্রোত

১৩. উস্ন স্রোত সাধারণত সৃষ্টি হয় –
(A) নিরক্ষীয় অঞ্চলে 
(B) ক্রান্তীয় অঞ্চলে
(C) উপক্রান্তীয় অঞ্চলে
(D) মেরুপ্রদেশীয় অঞ্চলে
উত্তরঃ-   (B) ক্রান্তীয় অঞ্চলে

১৪. হিমপ্রাচীর কোন্ দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয় ? 
(A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত
(B) কুরোশিয়ো ও ওয়াশিয়ো স্রোত 
(C) ক্যানারি ও ইরমিঙ্গার স্রোত
উত্তরঃ-   (A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

১৫. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
(A) রফল ব্যাংক
(B) গ্র্যান্ড ব্যাংক 
(C) ডগার ব্যাংক
(D) জর্জেস ব্যাংক
উত্তরঃ-   (B) গ্র্যান্ড ব্যাংক

১৬. কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে ?
(A) উষ্ণ উপসাগরীয় স্রোত 
(B) কুরোশিয়ো স্রোত
(C) উত্তর আটলান্টিক স্রোত
(D) উত্তর নিরক্ষীয় স্রোত
উত্তরঃ-   (A) উষ্ণ উপসাগরীয় স্রোত

১৭. ল্যাব্রাডর স্রোত একটি –
1. উষ্ণ স্রোত
2. বহি স্রোত
3. নাতিশীতোষ্ণ স্রোত
4. অন্তঃ স্রোত
উত্তরঃ-   4. অন্তঃ স্রোত

১৮. ঋতুভিত্তিক স্রোত দেখা যায় –
1. আটলান্টিক মহাসাগরে
2. ভারত মহাসাগরে
3. প্রশান্ত মহাসাগরে
4. কুমেরু মহাসাগর
উত্তরঃ-   2. ভারত মহাসাগরে

১৯. সূর্য ও চন্দ্রের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে –
1. মুখ্য জোয়ার
2. গৌণজোয়ার
3. মরা জোয়ার
4. ভরা জোয়ার
উত্তরঃ-   2. গৌণজোয়ার

২০. ভারতমহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়—
(A) মৌসুমি বায়ুর দ্বারা
(B) পশ্চিমা বায়ুর দ্বারা 
(C) লা নিনা – এর দ্বারা 
(D) আয়ন বায়ু – র দ্বারা
উত্তরঃ-   (A) মৌসুমি বায়ুর দ্বারা

২১. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল  – 
(A) কাম্‌চাট্‌কা
(B) কুরোশিয়ো 
(C) পেরু স্রোত
(D) আগুলহাস
উত্তরঃ-   (D) আগুলহাস

২২. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোেত হল –
(A) ক্যানারি স্রোত
(B) কুরোশিয়ো স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত
(D) কামচটকা স্রোত 
উত্তরঃ-   (A) ক্যানারি স্রোত

২৩. শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হল –
(A) উষ্ণমণ্ডল
(B) নিরক্ষীয় অঞ্চল 
(C) মেরুপ্রদেশীয় অঞ্চল
(D) নাতিশীতোয় অঞ্চল
উত্তরঃ-   (C) মেরুপ্রদেশীয় অঞ্চল

২৪. জোয়ার-ভাটা সৃষ্টির প্রধান কারণ –
1. উষ্ণতার তারতম্য
2. চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি
3. পৃথিবীর আবর্তন
4. মেরু রেখার হেলে অবস্থান
উত্তরঃ-   2. চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি

২৫. কোন স্থানে 24 ঘন্টায় জোয়ার হয় –
1. 2 বার
2. 3 বার
3. 1 বার
4. 5 বার
উত্তরঃ-   1. 2 বার

২৬. পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে?
1. হুগলি
2. তিস্তা
3. তোরসা
4. জলঙ্গি
উত্তরঃ-   1. হুগলি

২৭. সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলে –
1. আপেগী
2. সিজিগি
3. পেরেগি
4. কোনোটিই নয়
উত্তরঃ-   2. সিজিগি

২৮. বেঙ্গুয়েলা স্রোত কোন্ মহাসাগরে বয়ে যায়— 
(A) ভারত মহাসাগর
(B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর
(D) কুমেরু মহাসাগর
উত্তরঃ-   (C) আটলান্টিক মহাসাগর

২৯. কোন্ মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সাথে সমুদ্রস্রোতের ১৮০ ° দিক পরিবর্তন ঘটে— 
(A) ভারত
(B) প্রশান্ত
(C) আটলান্টিক
(D) কুমেরু
উত্তরঃ-   (A) ভারত

৩০. বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত –
(A) প্রশান্ত মহাসাগর
(B) দক্ষিণ প্রশান্ত মহাসাগর
(C) দক্ষিণ আটলান্টিক মহাসাগর 
(D) উত্তর আটলান্টিক মহাসাগর
উত্তরঃ-   (D) উত্তর আটলান্টিক মহাসাগর

৩১. কোন্ সমুদ্রস্রোতটি তিনটি মহাসাগরে বয়ে যায় –
(A) নিরক্ষীয় স্রোত
(B) উপসাগরীয় স্রোত
(C) হামবোল্ড স্রোত
(D) মৌসুমি স্রোত
উত্তরঃ-   (A) নিরক্ষীয় স্রোত

৩২. ভরা জোয়ার কত দিন অন্তর দেখা যায় –
1. 10
2. 12
3. 15
4. 20
উত্তরঃ-   3. 15

৩৩. পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষনের আনুপাতিক হার –
1. 4:9
2. 6:3
3. 3:6
4. 9:4
উত্তরঃ-   4. 9:4

৩৪. মরা কোটাল বা মরা জোয়ার ঘটে –
1. অষ্টমী তিথিতে
2. অমাবস্যা তিথিতে
3. পূর্ণিমা তিথিতে
4. ত্রয়োদশী তিথিতে
উত্তরঃ-   2. অমাবস্যা তিথিতে

৩৫. সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –
(A) বায়ুপ্রবাহ
(B) কোরিওলিস বল
(C) সমুদ্রজলের লবণতা
(D) পৃথিবীর পরিক্রমণ
উত্তরঃ-   (B) কোরিওলিস বল

৩৬. মহাসমুদ্রের কোন্ স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত—
(A) উষ্ণস্রোত অঞ্চল
(B) শীতল স্রোত অঞ্চল
(C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল
(D) নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল
উত্তরঃ-   (C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল

৩৭. মরা কোটাল হয়—
[A] অমাবস্যা তিথিতে |     
[B] পূর্ণিমা তিথিতে 
[C] প্রতিপদে     
[D] শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে
উত্তরঃ [D] শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে

৩৮. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল—
[A] সুমেরু মহাসাগর।     
[B] ভারত মহাসাগর 
[C] আটলান্টিক মহাসাগর।     
[D] প্রশান্ত মহাসাগর
উত্তরঃ [C] আটলান্টিক মহাসাগর

৩৯. জোয়ার ভাটা দেখা যায় না –
1. ভারত মহাসাগরে
2. প্রশান্ত মহাসাগরে
3. আটলান্টিক মহাসাগরে
4. আরব সাগরে
উত্তরঃ-   4. আরব সাগরে

৪০. জোয়ার স্রোত প্রবাহিত হয় –
1. পূর্ব থেকে পশ্চিমে
2. দক্ষিণ থেকে পূর্বে
3. উত্তর থেকে পশ্চিমে
4. পশ্চিম থেকে পূর্বে
উত্তরঃ-   1. পূর্ব থেকে পশ্চিমে

৪১. ষাড়াষাড়ির বান দেখা যায় –
1. হুগলি নদীতে
2. গঙ্গা নদীতে
3. যমুনা নদীতে
4. তিস্তা নদীতে
উত্তরঃ-   1. হুগলি নদীতে

৪২. ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘণ্টায় জোয়ার হয়—
[A] একবার     
[B] দু’বার 
[C] তিনবার।     
[D] কোনোটিই সঠিক নয় 
উত্তরঃ [B] দু’বার

৪৩. জাপান উপকূলে টাইফুন নামে ভয়ংকর ঝড়-তুফানের সৃষ্টি হয় –
[A] কুরেশিয়ে স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে     
[B] উয় নিরক্ষীয় বিপরীত স্রোত ও শীতল কুমেরু স্রোতের মিলনের ফলে     
[C] উয় নিউ সাউথ ওয়েলস স্রোত ও শীতল পেরু স্রোতের মিলনের ফলে 
[D] কোনোটিই সঠিক নয়। 
উত্তরঃ [A] কুরেশিয়ে স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে

৪৪. মরা কোটাল হয় যখন চন্দ্র ও সূর্য__________অবস্থান করে।
[A] সমান্তরালে।     
[B] একই রেখায় 
[C] পরস্পরের সমকোণে।     
[D] সূক্ষ্মকোণে 
উত্তরঃ [C] পরস্পরের সমকোণে

৪৫. সূর্য, চন্দ্র ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে-
[A] সি.জি.গি     
[B] প্রতিযোগ।   
[C] সংযোগ। 
[D] কোনোটিই সঠিক নয় 
উত্তরঃ [A] সি.জি.গি

৪৬. শুক্লপক্ষের অষ্টমী তিথি জোয়ারকে বলে –
1. ভরা জোয়ার
2. মরা জোয়ার
3. মুখ্য জোয়ার
4. গৌণ জোয়ার
উত্তরঃ-   2. মরা জোয়ার

৪৭. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত –
1. 15 কোটি কিমি
2. 20 কোটি কিমি
3. 10 কোটি কিমি
4. 18 কোটি কিমি
উত্তরঃ-   1. 15 কোটি কিমি

৪৮. গৌণ জোয়ার অপেক্ষা মুখ্য জোয়ারের প্রাবল্য –
1. কম
2. বেশি
3.সময়ের উপর নির্ভরশীল
4. কোনোটিই নয়
উত্তরঃ-   2. বেশি

৪৯. নিউ ফাউল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়—
[A] উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলনের ফলে     
[B] ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলনের ফলে 
[C] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে     
[D] কোনোটিই সঠিক নয়। 
উত্তরঃ [C] উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে

৫০. ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়—
[A] প্রশান্ত মহাসাগরে     
[B] ভারত মহাসাগরে 
[C] সুমেরু মহাসাগরে     
[D] আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ [A] প্রশান্ত মহাসাগরে

৫১. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের দ্বারা সেটি হল—
[A] বেগুয়েলা স্রোত।     
[B] ক্যানারি স্রোত 
[C] ল্যাব্রাডর স্রোত     
[D] কুরেশিয়ে স্রোত
উত্তরঃ [B] ক্যানারি স্রোত

৫২. হিমপ্রাচীর দেখা যায়-
a. আটলান্টিক মহাসাগরে
b. কুমেরু মহাসাগরে
c. ভারত মহাসাগরে
d. বঙ্গোপসাগরে
উত্তরঃ-   a. আটলান্টিক মহাসাগরে

৫৩. নিজ কক্ষপথে পরিবহনকালে চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছে আসে সেই অবস্থান কে বলা হয় –
1. পেরিগি
2. আপেগি
3. সিজিগি
4. কোনোটিই নয়
উত্তরঃ-   1. পেরিগি

৫৪. অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলে –
1. প্রতিযোগ অবস্থান
2. সংযোগ অবস্থান
3. পেরিগি অবস্থান
4. অ্যাপেগি অবস্থান
উত্তরঃ-   সংযোগ অবস্থান

৫৫. মরা জোয়ারের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের পারস্পারিক অবস্থান থাকে –
1. 90°
2. 60°
3. 45°
4. 180°
উত্তরঃ-   1. 90°

৫৬. মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়-
a. সোমালি স্রোত
b. মাদাগাস্কার স্রোত
c. আগুলহাস স্রোত
d. মৌসুমি স্রোত
উত্তরঃ-   b. মাদাগাস্কার স্রোত

৫৭. এই স্রোতটি উষ্ণ স্রোত-
a. কামচাটকা
b. পেরু
c. ব্রাজিল
d. পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত
উত্তরঃ-   c. ব্রাজিল

৫৮. শৈবাল সাগর দেখা যায়-
a. আটলান্টিক মহাসাগরে
b. ভারত মহাসাগরে
c. কুমেরু মহাসাগরে
d. সুমেরু মহাসাগরে
উত্তরঃ-   a. আটলান্টিক মহাসাগরে

৫৯. মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে প্রবাহিত স্রোতটি হল-
a. সোমালি স্রোত
b. মাদাগাস্কার স্রোত
c. মোজাম্বিক স্রোত
d. আগুলহাস স্রোত
উত্তরঃ-   c. মোজাম্বিক স্রোত

৬০. গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের  গতি-
a. বেশি হয়
b. কম হয়
c. প্রভাব পড়ে না
d. একই থাকে 
উত্তরঃ-   a. বেশি হয়

৬১. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল-
a. প্রশান্ত মহাসাগর
b. আটলান্টিক মহাসাগর
c. ভারত মহাসাগর
d. বঙ্গোপসাগর
উত্তরঃ-   a. প্রশান্ত মহাসাগর

৬২. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের সাহায্যে তা হল-
a. ল্যাব্রাডর স্রোত
b. ক্যানারি স্রোত
c. বেঙ্গুয়েলা স্রোত
d. পেরু স্রোত
উত্তরঃ-   b. ক্যানারি স্রোত

৬৩. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারন-
a. উষ্ণতার পার্থক্য
b. লবনতার পার্থক্য
c. নিয়ত বায়ুপ্রবাহ
d. বরফের গলন
উত্তরঃ-   c. নিয়ত বায়ুপ্রবাহ

৬৪. দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম-
a. ফকল্যান্ড স্রোত
b. হামবোল্ট স্রোত
c. নিউ সাউথ ওয়েলস স্রোত
d. ক্যালিফোর্নিয়া স্রোত
উত্তরঃ-   b. হামবোল্ট স্রোত

৬৫. মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম-
a. উত্তর নিরক্ষীয় স্রোত
b. উত্তর আটলান্টিক স্রোত
c. উপসাগরীয় স্রোত
d. মৌসুমি স্রোত
উত্তরঃ-   c. উপসাগরীয় স্রোত

৬৬. পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয়-
a. ভারত মহাসাগরে
b. আটলান্টিক মহাসাগরে
c. প্রশান্ত মহাসাগরে
d. জাপান সাগরে
উত্তরঃ-   c. প্রশান্ত মহাসাগরে

৬৭. গ্র্যান্ড ব্যাংকে একটি-
a. উষ্ণ স্রোত
b. শীতল স্রোত
c. মগ্নচড়া
d. দ্বীপ
উত্তরঃ-   c. মগ্নচড়া

৬৮. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্নিঝরের সৃষ্টি হয় ।কারন-
a. ক্যানারি স্রোতের সঙ্গে উপসাগরীয় স্রোতের মিলন
b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন
c. উপসাগরীয় স্রোত ও নিরক্ষীয় স্রোতের মিলন 
d. উপসাগরীয় স্রোত ও উত্তর আটলান্টিক স্রোতের মিলন
উত্তরঃ-   b. উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন

৬৯. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে বলে ?
a. হিমপ্রাচীর
b. হিমরেখা
c. হিমশৈল
d. হিমভূমি
উত্তরঃ-   c. হিমশৈল

৭০. জাপান উপকূল উষ্ণ থাকে । কারন –
a. বেরিং স্রোতের জন্য
b. উপসাগরীয় স্রোতের জন্য
c. কুরোশিয়ো স্রোতের জন্য
d. মৌসুমি স্রোতের জন্য
উত্তরঃ-   c. কুরোশিয়ো স্রোতের জন্য

৭১. শীতল কুমেরু স্রোত যে মহাসাগরে সৃষ্টি হয়েছে-
a. আটলান্টিক মহাসাগর
b. প্রশান্ত মহাসাগর
c. অ্যান্টার্কটিক মহাসাগর
d. ভারত মহাসাগর
উত্তরঃ-   d. ভারত মহাসাগর

৭২. ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়-
a. আটলান্টিক মহাসাগরে
b. ভারত মহাসাগরে
c. প্রশান্ত মহাসাগরে
d. ভারত মহাসাগরে
উত্তরঃ-   c. প্রশান্ত মহাসাগরে

৭৩. জোয়ারভাটা খেলে এমন একটি নদী-
a. তিস্তা
b. শতুদ্রু
c. যমুনা
d. হুগলী
উত্তরঃ-   d. হুগলী

৭৪. লবণাক্ত জল হয়-
a. হালকা
b. ভারী 
c. উষ্ণ
d. শীতল
উত্তরঃ-   b. ভারী 

৭৫. মৌসুমি বায়ু যে স্রোতকে নিয়ন্ত্রণ করে-
a. প্রশান্ত মহাসাগরের স্রোত
b. ভারত মহাসাগরের স্রোত
c. আটলান্টিক মহাসাগরের স্রোত
d. সুমেরু মহাসাগরের স্রোত
উত্তরঃ-   b. ভারত মহাসাগরের স্রোত

৭৬. পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে-
a. ভারত মহাসাগরে
b. প্রশান্ত মহাসাগরে
c. আটলান্টিক মহাসাগরে
d. উত্তর আটলান্টিক মহাসাগরে
উত্তরঃ-   d. উত্তর আটলান্টিক মহাসাগরে

৭৭. সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী-
a. আবর্তন গতি
b. পরিক্রমণ গতি
c. মধ্যাকর্ষন শক্তি
d. কোনোটিই নয়
উত্তরঃ-   a. আবর্তন গতি

৭৮. উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘণ্টায়-
a. 5 কিমি
b. 8 কিমি
c. 15 কিমি
d. 20 কিমি
উত্তরঃ-   b. 8 কিমি

৭৯. উপসাগরীয় স্রোতের রং-
a. গাঢ় সবুজ
b. গাঢ় লাল
c. গাঢ় নীল
d. হালকা বেগুনি
উত্তরঃ-   c. গাঢ় নীল

৮০. ষাঁড়াষাঁড়ির বান দেখা যায়-
a. যমুনা নদে
b. ইছামতী নদীতে
c. হুগলী নদীতে
d. অজয় নদীতে
উত্তরঃ-   c. হুগলী নদীতে

৮১. পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের সামনে আসে, সেখানে হয়
a. ভরা জোয়ার
b. মরা জোয়ার
c. মখ্য জোয়ার
d. তেজ কোটাল
উত্তরঃ-   a. ভরা জোয়ার

৮২. পৃথিবীর প্রতিটি স্থানে 24 ঘণ্টা 52 মিনিটে মুখ্য জোয়ার হয়-
a. একবার
b. দুবার
c. তিনবার
d. চারবার
উত্তরঃ-   b. দুবার

৮৩. মরা কোটাল হয়-
a. পূর্নিমা তিথিতে  
b. অমাবস্যা তিথিতে
c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে
d. দ্বিতীয়াতে
উত্তরঃ-   c. শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে

৮৪. মরা কোটাল দেখা যায় যখন চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পরের-
a. সমকোণে
b. সমান্তরালে
c. একই রেখায়
d. সূক্ষ্মকোণে
উত্তরঃ-   a. সমকোণে

৮৫. কেন্দ্রাতিগ বলের প্রভাবে হয়-
a. গৌণ জোয়ার
b. মুখ্য জোয়ার
c. ভরা জোয়ার
d. মরা জোয়ার
উত্তরঃ-   a. গৌণ জোয়ার

৮৬. যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে দেখা যায়-
a. গৌণ জোয়ার
b. প্রগৌণ
c. ভরা জোয়ার
d. ভাটা
উত্তরঃ-   a. গৌণ জোয়ার

৮৭. চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে-
a. অ্যাপোজি
b. পেরিজি
c. সিজিগি
d. অনুসূর
উত্তরঃ-   c. সিজিগি

৮৮. চাঁদের তুলনায় সূর্য প্রায়-
a. 260 লক্ষ গুন ভারী
b. 200 লক্ষ গুন ভারী
c. 25 লক্ষ গুন ভারী
d. 10 লক্ষ গুন ভারী
উত্তরঃ-   a. 260 লক্ষ গুন ভারী

৮৯. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে-
a. 6 ঘণ্টা 13 মিনিট 
b. 12 ঘণ্টা 26 মিনিট
c. 24 ঘণ্টা 52 মিনিট
d. 24 ঘণ্টা 55 মিনিট
উত্তরঃ-   c. 24 ঘণ্টা 52 মিনিট

৯০. চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমণ করে
a. প্রায় 27 দিনে
b. প্রায় 29 দিনে
c. প্রায় 30 দিনে
d. প্রায় 28 দিনে
উত্তরঃ-   a. প্রায় 27 দিনে

৯১. অমাবস্যায় দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয়-
a. ভরা কোটাল
b. মরা কোটাল
c. ভাটা
d. কোনোটিই নয়
উত্তরঃ-   a. ভরা কোটাল

৯২. চাঁদ অপেক্ষা সূর্যের ভর-
a. 255 গুন বেশি 
b. 270 গুন কম
c. 525 গুন কম
d. 155 গুন বেশি
উত্তরঃ-   a. 255 গুন বেশি 

৯৩. পৃথিবীর ওপর চাঁদের আকর্ষন মান-
a. 1.1 গুন বেশি
b. 2.2গুন বেশি
c. 3.3 গুন কম
d. 5.5 গুন বেশি
উত্তরঃ-   b. 2.2গুন বেশি

৯৪. পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব থাকে-
a. 3 লক্ষ 84 হাজার মাইল
b. 3 লক্ষ 56 হাজার কিমি
c. 4 লক্ষ 57 হাজার কিমি
d. 3 লক্ষ 56 হাজার মাইল
উত্তরঃ-   b. 3 লক্ষ 56 হাজার কিমি

৯৫. সাধারণ জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের জলস্ফীতি-
a. 10 শতাংশ বেশি
b. 20 শতাংশ বেশি
c. 30 শতাংশ বেশি
d. 40 শতাংশ বেশি
উত্তরঃ-   b. 20 শতাংশ বেশি    

৯৬. প্রতিযোগ অবস্থানের সময় থাকে-
a. পূর্নিমা
b. অমাবস্যা
c. সপ্তমী
d. অষ্টমী তিথি
উত্তরঃ-   a. পূর্নিমা



দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) সত্য মিথ্যা যাচাই করো । WBBSE Class 10th Geography 3rd Chapter True & False Questions and Answers 

সত্য মিথ্যা যাচাই করো | True & False Questions and Answers (Class Ten geography Third chapter)

শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -১


১. ভূপৃষ্ঠের স্থলভাগ অপেক্ষা জলভাগে _____ শক্তির প্রভাব বেশি।
উত্তরঃ-   আবর্তন গতিজনিত বিকর্ষণ

২. পৃথিবীতে জোয়ারভাটা সৃষ্টিতে ____ জ্যোতিষ্কের প্রভাব বেশি।
উত্তরঃ-   চাঁদ

৩. ভরা জোয়ার সৃষ্টির মূল কারণ হল_____।
উত্তরঃ-   চাঁদ ও সূর্যের পরস্পর বিপরীতমুখী টান

৪. বিপুল পরিমাণে সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে একস্থান থেকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে ______বলা হয়।
উত্তরঃ-   সমুদ্রস্রোত

৫. মহাকর্ষীয় শক্তি এবং পৃথিবীর _____  সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী।
উত্তর : আবর্তনজনিত বল

৬. মৌসুমি স্রোত দেখা যায় ___ মহাসাগরে।
উত্তরঃ-   ভারত

৭. চন্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার____ তীব্র হয়।
উত্তরঃ-   কম

৮. পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে, সেই অংশে তখন _____ হয়।
উত্তরঃ-   মুখ্য চন্দ্র জোয়ার

৯. পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্রস্রোত ___ দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
উত্তরঃ-   পশ্চিম

১০. পৃথিবী, চন্দ্র এবং সূর্যের কেন্দ্রের একই সরলরেখায় অবস্থানকে বলা হয়____।
উত্তরঃ-   সিজিগি

১১. বাঁড়াষাড়ির বানের জল____ মিটার উঁচু হয়।
উত্তরঃ-   ৬ – ৯

১২. সমুদ্রস্রোতের গতি প্রতি ঘণ্টায় গড়ে 3 থেকে___ কিমি পর্যন্ত হয়।
উত্তরঃ-   ৯

১৩. চন্দ্রের পেরিগি অবস্থানের জোয়ারকে বলা হয় ______জোয়ার।
উত্তরঃ-    মুখ্য

১৪. সমুদ্রজলের ঘনত্বের পার্থক্যে ____সৃষ্টি হয়।
উত্তরঃ-   সমুদ্রস্রত

১৫. সর্পিল (Spiralling) সমুদ্রস্রোত ____ নামে পরিচিত।
উত্তরঃ-   একম্যান স্পাইরাল

১৬. _____ ও পূর্ণিমা তিথির জোয়ারকে ভরা জোয়ার বা ভরা কোটাল বলে।
উত্তরঃ-   অমাবস্যা

১৭. _____ নদীতে বর্ষাকালে অনেক সময় ষাঁড়াষাঁড়ির বান দেখা যায়।
উত্তরঃ-   হুগলি

১৮. _____  জোয়ারের সময় 180° ডিগ্রি কোণে অবস্থিত স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়।
উত্তরঃ-   মুখ্য

১৯.  চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে পৃথিবীপৃষ্ঠে জোয়ারের প্রাবল্য ___ হয়।
উত্তরঃ-   বেশি

২০. পৃথিবীর ওপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণশক্তি প্রায় ____ কার্যকরী হয়।
উত্তরঃ-   দ্বিগুণ



দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) শূন্যস্থান পূরণ করো । WBBSE Class 10th Geography 3rd Chapter Fill in the blank Questions and Answers 

শূন্যস্থান পূরণ করো  | Fill in the blank Questions and Answers (Class Ten geography Third chapter) 

সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১

১. জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলি বরফমুক্ত থাকে।
উত্তরঃ-   সত্য

২. জোয়ারভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব ।
উত্তরঃ-   সত্য

৩. পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্রের অবস্থান হল সংযোগ অবস্থান।
উত্তরঃ-   সত্য

৪. সমুদ্রস্রোত সৃষ্টিতে বায়ুপ্রবাহের ভূমিকা মুখ্য নেই।
উত্তরঃ-   মিথ্যা

৫. প্রধানত চাঁদের বিকর্ষণজনিত শক্তির প্রভাবেই পৃথিবীতে জোয়ারভাটার সৃষ্টি হয়।
উত্তরঃ-   মিথ্যা

৬. পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়া করে।
উত্তরঃ-   মিথ্যা

৭. চন্দ্র ও সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান হল প্রতিযোগ অবস্থান।
উত্তরঃ-   সত্য

৮. অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্যের পৃথিবীর সঙ্গে সমকৌনিক অবস্থান করে না।
উত্তরঃ-   মিথ্যা

৯. হুগলি নদীতে বর্ষাকালে অনেক সময় বাড়াবাড়ির বান দেখা যায়।
উত্তরঃ-   মিথ্যা

১০. ঋতুভিত্তিক স্রোেত দেখা যায় ভারত মহাসাগরে।
উত্তরঃ-   সত্য

১১. পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 4.84 লক্ষ কিমি।
উত্তরঃ-   মিথ্যা

১২. জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ উষ্ণতার তারতম্য।
উত্তরঃ-   মিথ্যা

১৩. চন্দ্রের অ্যাপোগি অবস্থানের জোয়ারকে বলা হয় পেরিজিয়ান জোয়ার।
উত্তরঃ-   মিথ্যা

১৪. পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
উত্তরঃ-   সত্য

১৫. গ্রান্ড ব্যাংক একটি মগ্নচরা।
উত্তরঃ-   সত্য


দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়) এক কথায় উত্তর দাও । WBBSE Class 10th Geography 3rd Chapter SAQ Questions and Answers 

এক কথায় উত্তর দাও | SAQ Questions and Answers (Class Ten geography Third chapter) 

এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১

১. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।
উত্তরঃ-   পেরু বা হামবোল্ড স্রোত ।

২. মোট সমুদ্রস্রোতের প্রায় কত শতাংশ বহিঃস্রোত ?
উত্তরঃ-   মোট সমুদ্রস্রোতের 10%

৩. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন্ মহাসাগরে অবস্থিত ?
উত্তরঃ-   পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক [ ক্ষেত্রফল ৯৬,০০০ বর্গকিমি , গভীরতা ৯০ মিটার ] আটলান্টিক মহাসাগরে অবস্থিত ।

৪. মগ্নচড়ায় কোন্ মৎস্যখাদ্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ?
উত্তরঃ-   প্ল্যাংকটন । 

৫. কোনো স্থানে জোয়ার ও ভাটা কত সময়ের ব্যবধানে হয়?
উত্তর: 6 ঘণ্টা 13 মিনিট

৬. পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?
উত্তর: 3.84 লক্ষ কিমি

৭. সমুদ্রের একই জায়গায় দিনে ক-বার জোয়ার ও ক-বার ভাটা হয়?
উত্তর: দু-বার জোয়ার, দু-বার ভাটা

৮. পেরিগি কাকে বলে?
উত্তর: পৃথিবীর কেন্দ্র ও চন্দ্রের কেন্দ্রের দূরত্ব সবথেকে কম হলে তাকে পেরিগি বলা হয়। এই সময় দূরত্ব থাকে ৩ লক্ষ্ ৫৬ হাজার কিমি।

৯. সমুদ্রজলে ভাসমান বরফের স্তুপকে কি বলে?
উত্তর: হিমসৈল

১০. কোন্ এককের সাহায্যে সমুদ্রস্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাণ মাপা হয় ?
উত্তরঃ-   সেভেয়ার ড্রপ বা ভাদ্রুপ ।

১১. ঋতুপরিবর্তনে কোন্ মহাসাগরের সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?
উত্তরঃ-   ভারত মহাসাগর ।

১২. সমুদ্রজলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কী ? 
উত্তরঃ-   সূর্যরশ্মির পতনকোণের তারতম্য ।

১৩. হিমপ্রাচীর কোন্ মহাসাগরে দেখা যায় ?
উত্তরঃ-   আটলান্টিক মহাসাগরে ।

১৪. গায়ট কী?
উত্তর: মহাসাগরের সমুদ্রস্রোত চক্রাকারে ঘুরে যে জলাবর্ত সৃষ্টি করে, তাকে সমুদ্রস্রোতের চক্রগতি বা গায়ট বলে।

১৫. গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের গতি কিরূপ থাকে?
উত্তর: বেশি

১৬. সমুদ্রের বেশি লবণযুত্ব ভারী জন্য সমুদ্রের তলদেশ দিয়ে কম লবণযুক্ত হালকা জলের দিকে প্রবাহিত হয় কি হিসাবে?
উত্তর: অন্তঃস্রোত হিসেবে

১৭. আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়?
উত্তরঃ-   উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়।

১৮. সি. জি. গি. কী?
উত্তরঃ-   পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সি. জি. গি. বলে।

১৯. সৌর জোয়ার কাকে বলে?
উত্তরঃ-   সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়।

২০. সমুদ্রজলের একই স্থানে ওঠানামা করাকে কী বলে ?
উত্তরঃ-   সমুদ্রতরঙ্গ ।

২১. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী ?
উত্তরঃ-   উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলন । 

২২. সমুদ্রস্রোত উৎপত্তির মূল কারণ কোনটি ?
উত্তরঃ-   বায়ুপ্রবাহ ।

২৩. কোন্ দুটি স্রোতের মিলনে জাপান উপকূলে কুয়াশা হয় ?
উত্তরঃ-   উষ্ণ কুরোশিয়ো ও শীতল ওয়াশিয়ো । 

২৪.  চান্দ্র জোয়ার কাকে বলে?
উত্তরঃ-   চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয়। (27 দিনে পৃথিবীর চারদিকে চাঁদের একবার পরিক্রমাকে বলা হয় চান্দ্রমাস।)

২৫. কোনো স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?
উত্তরঃ-   6 ঘণ্টা 13 মিনিট।

২৬. মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তরঃ-   ভারত মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায়।

২৭. কেন্দ্রাতিগ বল কাকে বলে?
উত্তরঃ-   পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিগ বল বলে।
২৮. হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তরঃ-   হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে দেখা যায়।

২৯. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো । 
উত্তরঃ-    বেরিং স্রোত ।

৩০. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।
উত্তরঃ-   ল্যাব্রাডর স্রোত । 

৩১. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো । 
উত্তরঃ-   উষ্ণ উপসাগরীয় স্রোত ।

৩২. পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম লেখাে।
উত্তরঃ-   পশ্চিমবঙ্গে হুগলি নদীতে বান ডাকে।
 
৩৩. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে?
উত্তরঃ-   ভূপৃষ্ঠের প্রায় 70 ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে।

৩৪. আটলান্টিক মহাসাগরের দুটি উয় স্রোতের নাম লেখো। 
উত্তরঃ-   আটলান্টিক মহাসাগরের দুটি উয় স্রোত হল—
(i) উপসাগরীয় স্রোত ও 
(ii) ব্রাজিল স্রোত।

৩৫. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তরঃ-   পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর।

৩৬. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তরঃ-   পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর।

৩৭. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।
উত্তরঃ-   আলাস্কা স্রোত ।

৩৮. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।
উত্তরঃ-   পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস্ স্রোত ।

৩৯. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম । করো ।
উত্তরঃ-   ব্রাজিল স্রোত । 

৪০. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম বলো ।
উত্তরঃ-   বেঙ্গুয়েলা স্রোত ।

৪১. উষ্ণ স্রোত কাকে বলে?
উত্তর: নিরক্ষীয় তথা ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রের উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্রজলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠপ্রবাহরূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে ঊষু স্রোত বলে।

৪২. চান্দ্রমাস কী?
উত্তর: পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের প্রায় 27 1/3, দিন সময় লাগে, একে বলা হয় চান্দ্রমাস।

৪৩. জোয়ারের স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় কেন?
উত্তর: পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে জোয়ারের স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।

৪৪. কোন ঋতুতে কোন নদীতে প্রবল বান ডাকা লক্ষ করা যায়?
উত্তর: বর্ষাকালে, হুগলি

৪৫. কোন ভিথিতে মরা কোটাল হয়?
উত্তর: অমাবস্যা, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।


দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল / Bari Mondal (তৃতীয় অধ্যায়)" সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর" । WBBSE Class 10th Geography 3rd Chapter SAQ Questions and Answers 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | SAQ Questions and Answers (Class Ten geography Third chapter) 

১. মগ্নচড়া কী?

উত্তর : মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্রস্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উয়স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। হিমশৈল মধ্যস্থ নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি ওজনানুসারে সমুদ্র তলদেশে পর্যায়ক্রমে থিতিয়ে পড়ে। দীর্ঘকাল ধরে এই সম পদার্থ অধঃক্ষিপ্ত হয়ে অগভীর নিমজ্জিত ও চড়ার সৃষ্টি হয়। একে মগ্নচড়া বা ব্যাংক বলে। উদাহরণ : সেবল ব্যাংক, জর্জেস ব্যাংক।
 

২.  হিমপ্রাচীর কাকে বলে?

উত্তর : আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট (হ্যালিফক্স ও কড অন্তরীক্ষের মাঝে) উত্তর দিকে (ব্যাকিন উপসাগর) থেকে আগত শীতল ও গাঢ় সবুজ জলের শীতল ল্যাব্রাডার স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত উয় ও গাঢ় নীল জলের উপসাগরীয় স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়। এই দুই স্রোতের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে। এখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
 

৩.  নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা, ঝড় সৃষ্টি হয়—কারণ ব্যাখ্যা করো ।

উত্তর : নিউফাউন্ডল্যান্ড উপকুলে উম্ন উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডার স্রোত পরস্পর মিলিত হয়। উয় উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু উয় ও জলীয়বাষ্পপূর্ণ এবং শীতল ল্যাব্রাডার স্রোতের ওপরকার বায়ু শীতল ও শুষ্ক হওয়ায়, দুই ভিন্নধর্মী বায়ু পরস্পরে সংস্পর্শে এলে শীতলবায়ুর প্রভাবে উয় বায়ুস্থিত জলীয় বাষ্প জমে গিয়ে কুয়াশার সৃষ্টি করে। আবার নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে এই দুই ভিন্নধর্মী বায়ুর মুখোমুখী সংঘর্ষের ফলে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
 

৪.  উপসাগরীয় স্রোত (Gulf Current) কাকে বলে?

উত্তর : উত্তর আটলান্টিক মহাসাগরের মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন একটি উয়স্রোত হল উপসাগরীয় স্রোত। এই স্রোতের কয়েকটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল— (i) এই স্রোতের জলের রং নীল। 
(ii) এই স্রোত উয় (27:02°C)। 
(iii) এই স্রোতের বিস্তার 64 কিমি এবং গভীরতা 914 মিটার। 
(iv) এই স্রোতের গড় গতিবেগ হল 10-15 মাইল/দিন। 
(v) এই স্রোত প্রতিসেকেন্ডে 74-93 মিলিয়ন ঘনমিটার জল বহন করে।

৫.  জাপান বা কুরোশীয় স্রোত কাকে বলে? 
উত্তর : উত্তর প্রশান্তমহাসাগরের এই স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে এবং পরে ফিলিপাইল্স দ্বীপপুঞ্জে প্রতিহত হয়ে উত্তরে বেঁকে যায় এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরগামী শাখার সঙ্গে মিশে কুরােশীয় স্রোত নামে এবং জাপানের পাশ দিয়ে প্রবাহিত হবার সময় জাপান স্রোত নামে পরিচিত।
 

৬. ৰেয়েলা স্রোত কাকে বলে?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই শীতল স্রোতটি কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলে উত্তমাশা অন্তরীপে প্রতিহত হয়ে পশ্চিম উপকূল বরাবর অ্যাগুয়েলার বেঙ্গুয়েলা বন্দর পর্যন্ত বিস্তৃত। এই স্রোতের গড় গতিবেগ ঘণ্টায় 10 কিমি।

৭.  ব্রাজিল স্রোত কাকে বলে?
উত্তর : বেঙ্গুয়েলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে সেন্ট রক অন্তরীপে প্রতিহত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এর দক্ষিণের শাখাটি ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দক্ষিণে 40° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এই স্রোত ব্রাজিলস্রোত নামে পরিচিত। অধিক উয়তা ও লবণাক্ততা এই স্রোতের প্রধান বৈশিষ্ট্য। গতিবেগ 28 km/hour।

৮. বারিমণ্ডল ( Hydrosphere ) কাকে বলে বা বারিমণ্ডল বলতে কী বোঝ ?
Ans: ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত জলের সমস্ত উৎস ও ভাণ্ডারকে একত্রে বারিমণ্ডল বা Hydrosphere বলে ( ‘ বারি ‘ শব্দের অর্থ হল ‘ জল ‘ ) । বারিমণ্ডলের মোট জলের প্রায় ৯৭ % রয়েছে সাগর ও মহাসাগরে । অবশিষ্ট ৩ ভাগ জলের প্রায় ৭৫ % সজ্জিত রয়েছে বরফ রূপে । বাকি ২৫ % নদী , হ্রদ , পুকুর , খাল , বিল ও অন্যান্য জলাভূমিতে অবস্থান করছে । 

৯. সমুদ্রস্রোত ( Ocean currents ) কী ?
Ans: বায়ুপ্রবাহ , পৃথিবীর আবর্তন , সমুদ্রজলের উষ্ণতা , ঘনত্ব , লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চলজুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্রজলের একমুখী প্রবাহ হল সমুদ্রস্রোত । 

১০. সমুদ্রতরঙ্গ কী ?
Ans: সমুদ্রের ওপর বায়ুপ্রবাহে জলের ওপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলের তটভূমিতে ঢেউ আকারে আছড়ে পড়ে । একেই বলে সমুদ্রতরঙ্গ ।

১১. কোরিওলিস বল কী ?
Ans: পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ু , সমুদ্রস্রোতের ওপর যে বল কাজ করে তা হল কোরিওলিস বল । কোরিওলিস বল বায়ু ও সমুদ্রস্রোতের দিকের সাথে সমকোণে কাজ করে বলে বায়ু ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় ।

১২. ফেরেল সূত্র কী ?
Ans: পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় । এটি হল ফেরেল সূত্র । 

১৩. সারগাসসা সি বা শৈবাল সাগর কী?

উত্তর : নিয়ত বায়ু দ্বারা পরিচালিত সমুদ্রস্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্মায়। স্রোতহীন, আগাছা সমৃদ্ধ সমুদ্রের ওই অংশকে সারােগাসাে সি বা শৈবাল সাগর বলে। 

উদাহরণ : (i) আটলান্টিক মহাসাগরীয় শৈবাল সাগর, 
(ii) প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর।
 

১৪. গ্র্যান্ড ব্যাংক কী?

উত্তর : গ্র্যান্ড ব্যাংক হল বিশ্বের বৃহত্তম মগ্নচড়া।
অবস্থান—উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগর, নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট অবস্থিত।

উৎপত্তির কারণ—
শীতল লাব্রাডার স্রোতের সঙ্গে আসা হিমশৈল উয় উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্র তলদেশে নুড়ি, কাকর, বালি, পলি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক মৎস্য আহরণের জন্য বিখ্যাত।

১৫. সমুদ্রস্রোতের চক্ৰগতি বা জায়র (Gyre) বলতে কী বােঝাে?

উত্তর : পৃথিবীর প্রধান তিনটি মহাসাগরে সমুদ্রস্রোতের গতিপথ অনুসরণ করলে দেখা যায় যে সেগুলি চক্রাকারে ঘুরে জলাবর্ত সৃষ্টি করে। একে সমুদ্রস্রোতের চক্রগতি বা জায়র বলে। কোরিওলিস বলের প্রভাবে এটি হয়। এই চক্রগতিতে সমুদ্রস্রোত উত্তর গােলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গােলার্ধে বামাবর্তে ঘুরতে থাকে।

১৬. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে  খ্যাতি লাভ করেছে কেন?
উত্তর : কারণগুলি হল—
(i) এখানে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যরশ্মি তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে এখানে মাছের খাদ্য প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায়। 
(ii) উয় ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর সামুদ্রিক মাছের সমাবেশ ঘটে। 
(iii) এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু মাছ শিকার, মাছ সংরক্ষণের ক্ষেত্রে অনুকূল।  
(iv) এখানে কৃষিজমির অভাব থাকায় মৎস্য আহরণ এখানকার অধিবাসীদের অন্যতম জীবিকা।
 
১৭. উয়স্রোত ও শীতলস্রোতের মধ্যে পার্থক্যগুলি লেখাে।
উত্তর : উয়স্রোত ও শীতলস্রোতের মধ্যে পার্থক্যগুলি হল-
 
উয়ুস্রোত    শীতলস্রোত
(i) ক্রান্তীয় ও উপক্ৰান্তীয় সমুদ্র    
(i) মেরু সমুদ্রে এর উৎপত্তি হয়।
(ii) জলের উয়তা প্রবাহিত অঞ্চলের জলের উয়তা অপেক্ষা বেশি।    
(ii) জলের উয়তা প্রবাহিত অঞ্চলের জলের উয়তা অপেক্ষা কম।
(iii) সংশ্লিষ্ট অঞ্চলের উয়তা বাড়ায়। উচ্চ নাতিশীতােয় অঞ্চলের উপকূলে বরফ জমতে দেয় না।    
(iii) উয়তা কমায়। উয় অঞ্চলের উপকূলে মনোরম অবস্থা সৃষ্টি করে। 

১৮. গায়র বা কুণ্ডলী কাকে বলে ?
Ans: সকল মহাসাগরের মাঝবরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে । একেই গায়র বা কুণ্ডলী বলে ।

১৯. শৈবাল সাগর ( Saragasso Sea ) কাকে বলে ?
Ans: উত্তর আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় , শীতল ক্যানারি ও উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনে যে জলাবর্ত সৃষ্টি হয় তার মধ্যবর্তী স্রোতহীন শৈবাল আগাছাপূর্ণ স্থানকে বলে । শৈবাল সাগর ।

২০. উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে কী কী আবহগত ঘটনা ঘটে ?
Ans: উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় এবং মাঝে মাঝে ঝড়বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে ।

২১. মগ্নচড়া বা ব্যাংক কী ?
Ans: জলের সংস্পর্শে গলে যাওয়ায় নুড়ি , বালি , পলি সমুদ্রতলদেশে অধঃক্ষিপ্ত হয়ে যে গভীর অঞ্চল সৃষ্টি করে তাকে মাচড়া বলে । যেমন – উত্তর – পশ্চিম আটলান্টিকের গ্র্যান্ড ব্যাংক ।

২২. পৃথিবী বিখ্যাত কয়েকটি মগ্নচড়ার গুরুত্ব লেখো ।
Ans: পৃথিবী বিখ্যাত কয়েকটি মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক , রকফল ব্যাংক যেগুলি হল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল ।

২৩. প্ল্যাংকটন ( Plankton ) কী ?
Ans: সমুদ্রজলে ভাসমান অতিক্ষুদ্র আণুবীক্ষণিক জীবনে বলে প্ল্যাংকটন । প্ল্যাংকটন ২ প্রকারের হয়— 
(i) উদ্ভিদ প্ল্যাংকটন বা Phyto – plankton এবং 
(ii) প্রাণী প্ল্যাংকটন বা Zoo – plankion ),  সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য হল এই প্ল্যাংকটন ।

২৪. প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো ।
Ans: প্রশান্ত মহাসাগরের দুটি উষু স্রোত হল— 
(i) কুরোশিরো বা জাপান স্রোত এবং 
(ii) উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত । 
প্রশান্ত মহাসাগরের দুটি শীতল স্রোত হল – 
(i) ক্যালিফোর্নিয়া স্রোত ও 
(ii) পেরু স্রোত বা হামবোল্ড স্রোত ।

২৫. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে?

উত্তর:
মুখ্য জোয়ার : 
আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সেই স্থানে চন্দ্রের মাধ্যাকর্ষণ বলের প্রভাব সর্বাধিক হয়। ফলে ওই স্থানে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে। মূলত চন্দ্রের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয় বলে একে চান্দ্র জোয়ারও বলে।

গৌণ জোয়ার : 
পৃথিবীর যে অংশে চন্দ্রের আকর্ষণ বল অধিক কার্যকরী তার ঠিক বিপরীত দিকে (প্রতিপাদ স্থানে) কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে যে জোয়ারের সৃষ্টি হয়, তাকে গৌণ জোয়ার বলে। অর্থাৎ মুখ্য জোয়ার যে স্থানে সংঘটিত হয়  তার প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়। গৌণ জোয়ার অপেক্ষা মুখ্য জোয়ারের প্রাবল্য বেশি।

২৬.  পৃথিবীর উপর চাঁদ সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাবে জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ।

উত্তর: নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা প্রতিটি বস্তুকণাকে আকর্ষণ করে। সুতরাং, এই নিয়মেই পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবী থেকে সূর্য গড়ে 15 কোটি কিমি দূরে অবস্থিত এবং চাঁদ 3 লক্ষ 84 হাজার 400 কিমি দূরে অবস্থিত। তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল (2.2 গুণ) বেশি। প্রধানত চাঁদের আকর্ষণেই সমুদ্রের জলস্ফীতিহয়ে জোয়ারের সৃষ্টি হয়। জোয়ারের সমকোণসস্থ অঞ্চলের জলতল নেমে গিয়ে বা অবনমিত হয়ে ভাটার সৃষ্টি হয়। সূর্য চন্দ্রের চেয়ে প্রায় 255 লক্ষ গুণ ভারী হলেও বহু দূরে (পৃথিবী থেক সূর্যের দূরত্ব চন্দ্রের দূরত্ব অপেক্ষা 391 গুণ বেশি) অবস্থিত হওয়ার জন্য সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারের প্রাবল্য কম থাকে। পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ বল একটি স্থানের ওপর একসঙ্গে কার্যকর হলে প্রবল জোয়ার হয়।

২৭. ভারত মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো ।
Ans: ভারত মহাসাগরের দুটি উষু স্রোত হল – 
( i ) মোজাম্বিক স্রোত ও 
(ii) মাদাগাস্কার স্রোত । 

ভারত মহাসাগরের দুটি শীতল স্রোত হল- 
(i) কুমেরু স্রোত ও 
(ii) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত ।

২৮. আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো ।
Ans: আটলান্টিক মহাসাগরের দুটি উর স্রোত হল 
(i) ক্যানারি স্রোত ও 
(ii) ব্রাজিল স্রোত । 
আটলান্টিক মহাসাগরের দুটি শীতল স্রোত হল – 
(i) ল্যাব্রাডর স্রোত ও 
(ii) বেঙ্গুয়েলা স্রোত । 

২৯. উপসাগরীয় স্রোত কাকে বলে ?
Ans: পশ্চিমমুখী উত্তর নিরক্ষীয় স্রোতটি মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর – পশ্চিম ইউরোপের দিকে প্রবাহিত হয় । এই স্রোতের দক্ষিণ – পশ্চিম অংশকে উপসাগরীয় স্রোত বলে । 

৩০. নিরক্ষীয় প্রতিস্রোত কী ?
Ans: উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যভাগ দিয়ে একটি ক্ষীণ স্রোত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় । এই স্রোতকে নিরক্ষীয় প্রতিস্রোত বলা হয় । 

৩১. ভারত মহাসাগরে সমুদ্রস্রোত ঋতুপরিবর্তনে বিপরীতমুখী কেন ? 
Ans: ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের ওপর মৌসুমি বায়ুর ও প্রভাব সর্বাধিক । ঋতুপরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ুর দিক ও গতি পরিবর্তন হয় বলে সমুদ্রস্রোতেরও দিক ও গতির পরিবর্তন ঘটে । গ্রীষ্ম ও শীত ঋতুতে এখানে পরস্পর বিপরীতমুখী স্রোত প্রবাহিত হয় ।

৩২. হিমপ্রাচীর ( Cold wall ) কাকে বলে ?
Ans: দুটি ভিন্ন ঘনত্বের ভিন্ন ভৌতগুণবিশিষ্ট শীতল ও উষ্ণ স্রোত বিপরীত দিক থেকে চালিত হলে তাদের মধ্যবর্তী যে বিভাজনতল সৃষ্টি হয় , তাকে বলে হিমপ্রাচীর ।

৩৩. হিমশৈল ( Ice berg ) বলতে কী বোঝ ?
Ans: বিশালাকৃতি বরফের স্তূপ যখন সমুদ্রের জলে ভাসতে থাকে তখন তাকে হিমশৈল বলে ।

৩৪. হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো ।
Ans: হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব হল – 
(i) মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফ স্তূপ । 
(ii) মাত্র ১/৯ ভাগ জলের উপরে থাকে । 
(iii) উচ্চ অক্ষাংশের সমুদ্রে ( গ্রিনল্যান্ড , অ্যান্টার্কটিকা ) এটিকে দেখা যায় । 
(iv) জাহাজ চলাচলে ভীষণ বিপদ ঘটায় ।

৩৫. সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ।
উত্তর:
সমুদ্রস্রোত:
১. সমুদ্রের জলরাশি একটি নির্দিষ্ট স্থান/অঞ্চল থেকে নির্দিষ্ট পথে সর্বদা স্থানান্তরিত হয়, অর্থাৎ সমুদ্রস্রোত অগ্রগতিসম্পন্ন।
২. নিয়ত/মৌসুমি বায়ুপ্রবাহ, জলের উয়তা, লবণতা, তটরেখার অবস্থান ইত্যাদি।
৩. সমুদ্রস্রোত উপকূলের সমান্তরালে বয়ে চলে বলে উপকূলের গঠনগত কোনোরূপ পরিবর্তন হয় না।
৪. উষু ও শীতল সমুদ্রস্রোত উপকূলীয় জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে।

সমুদ্র তরঙ্গ:
১.সমুদ্র জলরাশির কোনো স্থান পরিবর্তন হয় না। একই স্থানে আবদ্ধ থাকে। শুধু তরঙ্গের অবয়ব এগিয়ে চলে।
২.বায়ুপ্রবাহের গতিবেগ, ভূমিকম্প (সুনামি)।
৩.সমুদ্রতরঙ্গ ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের মাধ্যমে উপকূলভাগে গঠনগত পরিবর্তন ঘটায়।
৪.সমুদ্রতরঙ্গ উপকূলীয় জলবায়ুর ওপর কোনো প্রভাব ফেলে না।

৩৬.  শীতল স্রোত কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:
শীতল স্রোত (Cold currents) : উচ্চ অক্ষাংশে তথা মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি সমুদ্রজলের নীচের অংশ দিয়ে অন্তঃস্রোতরূপে নিম্ন অক্ষাংশ তথা উয়ুমণ্ডলের দিকে প্রবাহিত হয়। একে শীতল স্রোত  বলে। শীতল ও ভারী জলরাশি সমুদ্রজলের নীচের অংশ দিয়ে প্রবাহিত হয় বলে একে অন্তঃস্রোত বলে। বায়ু যেমন—ল্যাব্রাডর স্রোত।

জেনে রাখো 
● জিওস্ট্রপিক স্রোত (Geostrophic current) উঘ্ন শীতল স্রোতের চক্রাকার জলাবর্ত অঞ্চলে জলতলের উচ্চতা পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেশি হয় , ফলে জলসমতা ফেরাতে হলে মৃত স্রোত পাশের অঞ্চলের দিকে প্রবাহিত হয় , একেই বলে জিওস্টুপিক স্রোত ।

জেনে রাখো 
● সমুদ্রের জলের গভীরে যে স্তরের নীচে সমুদ্রের লবণতা ও ঘনত্ব বৃদ্ধি পায় , তাকে বলে পিকনোক্লাইনস্তর । ১৫১৩ খ্রিস্টাব্দে স্পেনীয় জুয়ান পনসে ডি লিওন Juan Ponce | de Leon প্রথম উপসাগরীয় স্রোত আবিষ্কার করেন । গভীর সমুদ্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমুদ্রস্রোতের প্রবাহকে বলে ডাউনওলেলিং স্রোত । o উষ্ণতা , লবণতা অনুসারে সমুদ্রজলের ঘনত্ব বাড়ে – কমে । ঘনত্বের তারতম্যে যে স্রোত সৃষ্টি হয় , তাকে বলে থার্মোহ্যালাইন স্রোত ।

জেনে রাখো 
● পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোত হল উপসাগরীয় স্রোত । 
● পৃথিবীর বৃহত্তম স্রোতের নাম হল আন্টার্কটিক উপমেরু স্রোত ।


(মাধ্যমিক ভূগোল – "বারিমন্ডল" (তৃতীয় অধ্যায়) Bari Mondal প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Chapter 3 Atmosphere Question and Answer )

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)




১. জলবায়ুর ওপর পেরুস্রোত ও বেঙ্গুয়েলা স্রোতের প্রভাব লেখো ।
উত্তরঃ-   জলবায়ুর ওপর পেরুস্রোতের প্রভাব শীতল কুমেরু স্রোেত দক্ষিণ আমেরিকার হর্ণ অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয় । এরই একটি শাখা চিলি ও পেরুর ওপর দিয়ে প্রথমে পেরু স্রোত নামে প্রবাহিত হয় । এই স্রোতের প্রভাবে চিলি ও পেরু উপকূলের জলবায়ু নাতিশীতোয় থাকে । জলবায়ুর ওপর শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাব : শীতল কুমেরু স্রোতের দ্বিতীয় শাখা আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে বেঙ্গুয়েলা স্রোত নামে উত্তরে বাহিত হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় । এই স্রোতের প্রভাবে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে জলবায়ু নাতিশীতোয় থাকে । 


২. কী কী কারণে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?
উত্তরঃ-   সমুদ্রস্রোতের দিক পরিবর্তনের কারণগুলি হল : 
(i) উপকূলের আকৃতি : উপকূলের আকৃতি ও বৈশিষ্ট্য সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটায় , সমুদ্রস্রোতকে বিভিন্ন শাখায় ভাগ করে । আটলান্টিকে বেঙ্গুয়েলা স্রোত গিনি উপকূলে বাধা পেয়ে পশ্চিমে বাঁকে , দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয় । 

(ii) ঋতুপরিবর্তন : ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রস্রোতের দিক ও গতি উভয়েরই পরিবর্তন ঘটে । ভারতমহাসাগরে গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর আগমনের সময় সমুদ্রস্রোত দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় । শীতকালে মৌসুমি বায়ুর প্রত্যাগমনে সমুদ্রস্রোত উত্তর থেকে দক্ষিণে বয়ে যায় । এখানে ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রস্রোতের ১৮০ ° পরিবর্তন ঘটে ।

৩. আটলান্টিক মহাসাগর সংলগ্ন মহাদেশগুলির জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো ।

উত্তরঃ-   আটলান্টিক মহাসাগরের বিভিন্ন প্রকার সমুদ্রস্রোত জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে । 
(i) নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনে সৃষ্ট ঘূর্ণবাতের প্রভাবে প্রায়শই ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় । (ii) উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে । উপকূল সারাবছর বরফমুক্ত থাকে । ফলে এই অঞ্চলের বন্দরগুলি শীতকালেও সক্রিয় । 
(iii) শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া উপকূলের জলবায়ু সারাবছর নাতিশীতোয় হয়েছে । 
(iv) শীতল ক্যানারি স্রোতের প্রভাবে পোের্তুগাল ও মরক্কো উপকূলের উষ্ণতা সারাবছর কম থাকে । 

৪.  মানুষের অর্থনৈতিক পরিবেশের ওপর সমুদ্রস্রোতের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো ।

উত্তরঃ-   মানুষের অর্থনৈতিক পরিবেশের ওপর সমুদ্রস্রোতের প্রভাব হল 
( i ) মগ্নচড়ার সৃষ্টি ও মৎস্য আহরণ : বিভিন্ন মহাসাগরের শীতল স্রোতের সঙ্গে বড়ো বড়ো হিমশৈল ভেসে আসে । উষ্ণ স্রোতের সংস্পর্শে আসায় হিমশৈলগুলি গলতে শুরু করে , ফলে হিমশৈলের সাথে বয়ে আনা নুড়ি , পাথর , কাঁকর , বালি ইত্যাদি পদার্থ থিতিয়ে পড়ে সমুদ্রের অগভীর মহিসোপান অঞ্চলে জমা হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে । যেমন — গ্র্যান্ড ব্যাংক , ডগার্স ব্যাংক ইত্যাদি । 
মগ্নচড়াগুলিতে প্ল্যাংকটন নামে একপ্রকার আণুবীক্ষণিক জীব জন্মায় যা মাছের প্রধান খাদ্য । মগ্নচড়াগুলিতে অনুকূল তাপমাত্রা এবং খাদ্যের অফুরন্ত জোগান থাকায় মৎস্য আহরণের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে । 
( ii ) জাহাজ চলাচল ও বরফমুক্ত বন্দর : উষ্ণ স্রোতের প্রভাবে উচ্চ অক্ষাংশের সমুদ্র শীতকালেও বরফমুক্ত থাকে । উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উত্তর সাগর ও সংলগ্ন হ্যামারফেস্ট বন্দর বরফমুক্ত থাকে বলে জাহাজ চলাচলের সুবিধা হয় । 
( iii ) হিমশৈলের সমস্যা : শীতল সমুদ্রস্রোতে ভেসে আসা হিমশৈল জাহাজ চলাচলে সমস্যা সৃষ্টি করে ।

৫. জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো ।

উত্তর : প্রধানত দুটি কারণে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। যথা-
(i) পৃথিবীর ওপর চঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব এবং 
(ii) পৃথিবীর আবর্তন জনিত কেন্দ্রাতিগ বলের প্রভাব।
 
(i) পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব : 
নিউটনের মহাকর্ষ নিয়ম অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। যে বস্তুর ভর যত বেশি আকর্ষণ বল তার তত বেশি এবং যে বস্তুর দূরত্ব যত বেশি তার আকর্ষণ বল তত কম।
 
পৃথিবী থেকে সূর্য গড়ে 15 কোটি কিমি দূরে অবস্থিত এবং চাঁদ ও 3 লক্ষ 84 হাজার 400 কিমি দূরে অবস্থিত। তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল (2.2 গুণ) বেশি। প্রধানত চাঁদের আকর্ষণেই সমুদ্রের জল স্ফীত হয়ে জোয়ারের সৃষ্টি করে। জোয়ারের সমকোণস্থ অঞ্চলের জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি করে। সূর্যের চন্দ্রের চেয়ে প্রায় 255 লক্ষ গুণ ভারি হলেও বহু দূরে (প্রায় 391 গুণ) অবস্থিত হওয়ার জন্য সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না। সিজিগি অবস্থানে পৃথিবীর একই স্থানে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ কার্যকরী হওয়ায় জোয়ার খুব প্রবল হয়।
 
(ii) পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের প্রভাব : 
পৃথিবীর আবর্তনজনিত কারণে কেন্দ্রাতিগ বলের সৃষ্টি হয়, যার প্রভাবে সমুদ্রের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ায় প্রবণতা লাভ করে। এই বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। অর্থাৎ চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার বিপরীতে প্রতিপাদ স্থানে কেন্দ্রাতিগ বল অধিক কার্যকরী হওয়ায় সেখানে জোয়ার (গৌণ জোয়ার) হয়, তবে প্রাবল্য তুলনামূলক কম। জোয়ারের স্থানে বিপুল জলরাশি সরবরাহের জন্য এদের মধ্যবর্তী সমকোণস্থ স্থানগুলিতে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি করে।

এছাড়া, সমুদ্রতলের ঢাল, তটভূমির প্রকৃতি, জলস্তরের ওঠানামা, জলের পৃষ্ঠতলে বায়ুর গতিশক্তির ঘর্ষণ প্রভৃতি জোয়ারভাটা সৃষ্টিতে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে।


৬. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি বর্ণনা কর।

উত্তরঃ-  বিভিন্ন কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয় :

1. পৃথিবীর আবর্তন:

(a) পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিস বল বা দিক বিক্ষেপক শক্তির সৃষ্টি হয়। এর প্রভাবে সমুদ্রস্রোত সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে ফেরেল সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। 

(b) পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এবং নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক। ফলস্বরূপ মহাসাগরগুলির নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষরেখার উভয়পাশে পূর্ব থেকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়।

২. বায়ুপ্রবাহ : 
আধুনিক সমুদ্রবিজ্ঞানীদের (পিটারসন, একম্যান) ধারণা বায়ুপ্রবাহ, বিশেষ করে নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। নিয়ত বায়ুপ্রবাহ (আয়ন, পশ্চিমা ও মেরু বায়ু) সমুদ্রের উপরিভাগের জলরাশিকে ঘর্ষণ বলের মাধ্যমে তার গতিপথের দিকে তাড়িত করে সমুদ্রস্রোত সৃষ্টি করে। যেমন–উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত, পশ্চিমাবায়ু উত্তর আটলান্টিক ও মেরুবায়ু কুমেরু ও সুমেরু শোত সৃষ্টি করেছে।

 3. সমুদ্রজলের উন্নতার তারতম্য : 
সূর্যরশ্মির পতন কোণের (লম্ব/তির্যক) পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্রজলে উন্নতার তারতম্য লক্ষ করা যায়। সমুদ্রজলের উন্নতার সমতা বজায় রাখার জন্যই সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। নিরক্ষীয় তথা ক্রান্তীয় অঞ্চলে লম্ব সূর্য কিরণে সমুদ্রের জল অধিক উত্তপ্ত ও হালকা হয়। এই উষ্ণ ও হালকা সমুদ্রজল বহিঃস্রোত বা পৃষ্ঠ স্রোতরূপে শীতল মেরু অভিমুখী হয়। জলের এই শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল (তির্যক কিরণের কারণে)অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় তথা উন্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

4. সমুদ্রজলের লবণতা ও ঘনত্বের পার্থক্য: 
সমুদ্রজলের লবণতার পরিমাণ সর্বত্র সমান নয়।আবার লবণতার তারতম্যে ঘনত্বের তারতম্য হয় এবং তা সমুদ্রস্রোত সৃষ্টি করে। যেমন—অধিক লবণাক্ত ও ঘন জল ভারী হওয়ায়সমুদ্রজলের তলদেশ দিয়ে অন্তঃস্রোতরূপে কম লবণাক্ত হালকা জলের দিকে প্রবাহিত হয়। জলের এই শূন্যতা পূরণের জন্য কম লবণাক্ত ও হালকা জল বহিঃস্রোতরূপে অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। যেমন—আটলান্টিকের কম লবণাক্ত হালকা জল বহিঃস্রোত- রূপে ভূমধ্যসাগরের দিকে এবং ভূমধ্যসাগরের অধিক লবণাক্ত ভারী জল অন্তঃ বা পৃষ্ঠস্রোতরূপে আটলান্টিকের দিকে প্রবাহিত হয়।

5. বরফের গলন: 
সমুদ্রের কোনো অঞ্চলে যেমন মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ বা হিমবাহ গলে গেলে মিষ্টি জলের জোগান বেড়ে গিয়ে জলস্ফীতি ঘটায় এবং লবণতা হ্রাস পায়। ফলে এই অঞ্চল থেকে জলরাশি নিম্ন জলতলবিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে। যেমন—আটলান্টিকের পূর্ব গ্রিনল্যান্ড স্রোত।

6. উপকূলের আকৃতি: 
সমুদ্রস্রোতের প্রবাহপথে মহাদেশের উপকূলভাগ ও দ্বীপপুঞ্জের অবস্থানের জন্য সমুদ্রস্রোত প্রতিহত হয়ে গতিপথ পরিবর্তিত হয় এবং একাধিক শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। যেমন—দক্ষিণ আটলান্টিকের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সাও রক অন্তরীপে বাধা পেয়ে ব্রাজিল স্রোত সৃষ্টি হয়।

7. ঋতুভেদ : 
ঋতু অনুসারে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হলে, সেই পরিবর্তন অনুযায়ী সমুদ্রস্রোতেরও গতিপথ পরিবর্তিত হয়। যেমন—ভারত মহাসাগরে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি (বিপরীতমুখী) বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব মৌসুমি স্রোত প্রবাহিত হয়।


৭. সমুদ্রস্রোতের প্রভাব লেখো । 
অথবা, সমুদ্রস্রোতের গুরুত্ব আলোচনা করো। 
 
উত্তর : সমুদ্রস্রোত জলবায়ু ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন-
 
(1) জলবায়ুর ওপর প্রভাব :

(i) উয়তার হ্রাসবৃদ্ধিতে : 
উয় সমুদ্রস্রোত উচ্চঅক্ষাংশীয় অঞ্চলে উয়তা বৃদ্ধি করে। যেমন—উয় উত্তর আটলান্টিক স্রোত নরওয়ের উপকুলীয় অঞ্চলে উয়তা বৃদ্ধি করে। শীতল সমুদ্রস্রোত সংশ্লিষ্ট উপকুলীয় অঞ্চলের উয়তা হ্রাস করে। যেমন— শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলের উয়তা হ্রাস পায়।

(ii) বৃষ্টিপাত ও তুষারপাত : 
উয় উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকুলে বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতল বেরিং স্রোতের প্রভাবে রাশিয়ার পূর্ব উপকূলে তুষারপাত হয়।

(iii) ঝড়ঝঞা ও কুয়াশা : 
উয় ও শীতল সমুদ্রস্রোতের মিলন স্থলে কুয়াশা, ঝড়-ঝঞ্চার সৃষ্টি হয়।

(iv) মরুভূমির সৃষ্টি : 
ক্রান্তীয় অঞ্চলে শীতলস্রোত প্রভাবিত মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে উয় মরুভূমি সৃষ্টি করে। যেমন—কালাহারি, সোনেরান, আটাকামা প্রভৃতি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ শীতলস্রোত। 
 
 (2) পরিবহন ব্যবস্থার ওপর প্রভাব : 

(i) সমুদ্রস্রোতের অনুকুলে জাহাজ চলাচলের সুবিধা হয়। 
(ii) উয় সমুদ্রস্রোত উপকূলীয় অঞ্চলের বন্দরগুলিকে বরফযুক্ত রাখে। 
(iii) শীতল স্রোতের সঙ্গে আগত হিমশৈল জাহাজ চলাচলে বাধা দেয় ও বিপদ সৃষ্টি করে।
 

(3) মগ্নচড়া ও মৎস্য আহরণ : 
শীতলস্রোতের সঙ্গে আগত বরফ উয়স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সেই সঙ্গে আসা নুড়ি, বালি, কাদা অধঃক্ষিপ্ত হয়ে অগভীর মগ্নচড়া সৃষ্টি করে। যেখানে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য থাকায় বিপুল পরিমাণ মৎস্যের সমাবেশ ঘটে ও বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র তৈরি হয়। যেমন—উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় ক্ষেত্র।
 
(4) জীবজগতের ওপর প্রভাব : 
(i) স্রোতের মাধ্যমে সমুদ্রজলের উয়তা নিয়ন্ত্রিত হয় যা সামুদ্রিক জীবের বসবাস নিয়ন্ত্রিত হয়। 
(ii) উম্ন স্রোত সামুদ্রিক জীব, মাছ, প্রবাল, প্ল্যাঙ্কটন বিস্তারের আদর্শ পরিবেশ তৈরি করে। 
(iii) স্রোতের উর্ধ্বমুখী প্রবাহ বা আবর্তের কারণে লবণতার পরিমাণ নির্ভর করে। 
(iv) অন্যদিকে এলনিনোর প্রভাবে পেরু চিলি উপকুলে প্ল্যাঙ্কটন ও মাছের ব্যাপক ক্ষতি হয়।


৮. এল নিনো ও লা নিনার ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো ।

উত্তরঃ-   জলবায়ু পরিবর্তনে সমুদ্রস্রোতের প্রভাব স্পষ্ট বোঝা যায় । প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনা আবির্ভাবের মধ্য দিয়ে । এল নিনো বছরে পেরু , ইকুয়েডর উপকূলে উত্তরদিক থেকে গরম জলের স্রোত ( লা নিনা স্রোত ) এসে ঢোকে । ফলে পেরু , ইকুয়েডরে প্রবল বৃষ্টি , পশ্চিমে অস্ট্রেলিয়ায় অনাবৃষ্টি দেখা দেয় । লা নিনা বছরে অস্ট্রেলিয়ায় প্রবল বৃষ্টিতে বন্যা এবং পেরু , ইকুয়েডরে অনাবৃষ্টিতে খরা দেখা দেয় । প্রশান্ত মহাসাগরে গড়ে ২-৭ বছর অন্তর জলবায়ুর এই পরিবর্তনে সমুদ্রস্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ।

৯. গ্রিনল্যান্ড ও নরওয়ে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে অপেক্ষা গ্রিনল্যান্ড উপকূল শীতল কেন ?

উত্তরঃ-   গ্রিনল্যান্ড ও নরওয়ে একই অক্ষাংশে অবস্থিত । গ্রিনল্যান্ডের দুই উপকূল দিয়ে সারাবছরই উত্তর থেকে দক্ষিণ দিকে উত্তর মেরু থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় । অপরদিকে নরওয়ের দক্ষিণ থেকে উত্তর দিকে উষ্ণ উপসাগরীয় স্রোত বাহিত হয় । শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে গ্রিনল্যান্ড উপকূল সারাবছর শীতল থাকে এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে উপকূল সারাবছর তুলনামূলক উষ্ণ থাকে ।

১০. মগ্নচড়ার গুরুত্ব কী ? অথবা , মগ্নচড়া অঞ্চল মৎস্য আহরণে উষ্ণত কেন ?

উত্তরঃ-   বাণিজ্যিক দিক থেকে মগ্নচড়াগুলির গুরুত্ব অপরিসীম যেমন— 
(i) অগভীর মগ্নচড়াতে সূর্যালোক তলদেশ পর্যন্ত পৌঁছোতে পারে বলে প্ল্যাংকটন জন্মায় । 
(ii) হিমশৈলে অবস্থিত কিছু সূক্ষ্ম খনিজ প্ল্যাংকটনের বৃদ্ধিতে সহায়তা করে বলে , মগ্নচড়াগুলি মাছেদের প্রধান খাদ্য প্ল্যাংকটনে সমৃদ্ধ । 
(iii) নাতিশীতোয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় মৎস্য আহরণ ও সংরক্ষণের সুবিধা হয় ।

১১. গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মাছ ধরা পড়ে কেন ?

উত্তরঃ-   গ্র্যান্ড ব্যাংক অঞ্চল উত্তর দিক থেকে আগত শীতল এবং দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলন অঞ্চল । উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে প্রচুর পরিমাণে মাছের প্রয়োজনীয় খাদ্য প্ল্যাংকটন জন্মায় । তা ছাড়া ল্যাব্রাডর স্রোতের সাথে আগত হিমশৈল গলে গিয়ে এবং সমুদ্রজলের ঊর্ধ্বমুখী আবর্তে মাছের প্রয়োজনীয় খাদ্যেরও জোগান বাড়ে । তাই এই অঞ্চলে প্রচুর মাঝের সমাবেশ ঘটে । এই অঞ্চল পৃথিবীর অন্যতম বিখ্যাত বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র ।


দশম শ্রেণীর ভূগোল All Chapters | মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর । Class 10 Geography All Chapter | Class Ten Geography All Chapter 

প্রাকৃতিক ভূগোল 
  1. মাধ্যমিক ভূগোল - বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Click Here 
  2. মাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Click Here
  3. মাধ্যমিক ভূগোল - বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) Click Here
  4. মাধ্যমিক ভূগোল - বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়)  Click Here
[5] ভারতের ভূগোল ও অর্থনৈতিক ভূগোল
  • মাধ্যমিক ভূগোল - ভারত : ভারতের প্রাকৃতিক বিভাগ  /  ভারতের প্রাকৃতিক পরিবেশ Click Here
  • মাধ্যমিক ভূগোল - ভারত : ভারতের অর্থনৈতিক বিভাগ / ভারতের অর্থনৈতিক পরিবেশ Click Here
6.    মাধ্যমিক ভূগোল - উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র (ষষ্ঠ অধ্যায়) Click Here

*** মাধ্যমিক ভূগোল - মানচিত্র ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন 2025/2026/2027/2028/2029/2030  Click Here


Related searches
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল অধ্যায় 1 প্রশ্ন এবং উত্তর / দশম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় / দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর / দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর বারিমন্ডল / Bari Mondal / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040 /  দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / দশম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দশম অধ্যায় / দশম শ্রেণীর ভূগোল বই pdf / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় / দশম শ্রেণীর ভূগোল বই

Some Information about this article  : 

WBBSE Class 10th Geography Question and Answer  | West Bengal West Bengal Class Ten X (Class 10th) Geography Qustions and Answers with Suggestion 

দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর   
” দশম শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Ten X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class X / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে geographybd.in এর পক্ষ থেকে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 10 Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class X Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion  / Geography Class 10 Exam Guide  / Class 10th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 10 Geography Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 10 Geography Suggestion / West Bengal Six X Question and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion  / Class 10 Geography Question and Answer  / Class X Geography Suggestion  / Class 10 Pariksha Suggestion  / Class 10 Geography Exam Guide  / Class 10 Geography Suggestion 2021 , 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040 /  Class 10 Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 10 Geography Suggestion  FREE PDF Download) সফল হবে।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer Suggestion  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

দশম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography MCQ or Multiple Choice Question and Answer |  দশম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভূগোল

দশম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Short Question and Answer |  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণী ভূগোল

দশম শ্রেণীর ভূগোল – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Suggestion  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল  – প্রশ্ন উত্তর | West Bengal Class 10th Geography 

দশম শ্রেণীর ভূগোল (Class 10 Geography) – – প্রশ্ন ও উত্তর | | Class 10 Geography Suggestion  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – প্রশ্ন উত্তর ।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  | ষষ্ঠ শ্রেণি ভূগোল | WB Class 10 Geography Question and Answer, Suggestion

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | দশম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । WB Class 10 Geography Question and Answer, Suggestion | WBBSE Class 10th Geography Suggestion  | WB Class 10 Geography Question and Answer Notes  | West Bengal WB Class 10th Geography Question and Answer Suggestion. 

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Suggestion. দশম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer, Suggestion.

Class 10 Geography Question and Answer Suggestions  | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 10 Geography Question and Answer  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  Class 10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WBBSE Class 10th Geography Suggestion  | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

WBBSE Class 10th Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর । WBBSE Class 10th Geography Suggestion  দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 10  Geography Suggestion  Download. WBBSE Class 10th Geography short question suggestion  . Class 10 Geography Suggestion   download. Class 10th Question Paper  Geography. WB Class 10  Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the WBBSE Class 10th Geography Question and Answer by geographybd.in
WBBSE Class 10th Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 10  Geography Suggestion with 100% Common in the Examination .

Class 10th Geography Syllabus 

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 10th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 10th Geography Syllabus Free Download Link Click Here 

Class 10th Madhyamik X Geography Suggestion | West Bengal WBBSE Class 10 Exam 
Class 10 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 10th Madhyamik X Geography Suggestion  is proXded here. West Bengal Class 10th Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography

আশাকরি তোমাদের দশম ক্লাসের বারিমন্ডল অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই দশম শ্রেণীর বারিমন্ডল অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের দশম ক্লাসের  বারিমন্ডল অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস দশম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস দশম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad