অষ্টম শ্রেণীর ভূগোল – প্রথম অধ্যায় "পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer
500+ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর / পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Geography Question and Answer
West Bengal Class 8 Geography Solution Chapter 1
West Bengal Board Class 8 Geography (ভূগোল) Textbook Solution Chapter 1 পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol Question Answers by WBBSE Expert Teacher. West Bengal Board Class 8 Geography Solution Chapter 1.
হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম ক্লাসের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল সম্পর্কে । এই প্রথম অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম অধ্যায় এর পৃথিবীর অন্দরমহল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। অষ্টম শ্রেণীর পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer / অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography / অষ্টম শ্রেণীর ভূগোল – প্রথম অধ্যায় "পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer / অষ্টম শ্রেণির ভূগোল (প্রথম অধ্যায়) পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class 8 geography First chapter questions and Answers (MCQ, SAQ, LAQ) / অষ্টম শ্রেণির আমাদের পৃথিবী প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol | Class Eight Amader Prithibi / অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল / Prithibir Ondor mohol (প্রথম অধ্যায়)
পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Geography Question and Answer
অষ্টম শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 8 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
- অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়) সঠিক উত্তরটি নির্বাচন করো । WBBSE Class 8th Geography 1st chapter MCQ Questions and Answers
সঠিক উত্তরটি নির্বাচন করো | MCQ Questions and Answers (Class Eight geography First chapter)
সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১
১. উষ্ণ প্রস্রবণের জল গরম হয় –
(A) ভূতাপশক্তির জন্য
(B) সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে
(C) সরাসরি লাভার সংস্পর্শে
(D) কোনটিই নয়
উত্তরঃ- (A) ভূতাপশক্তির জন্য।
২. মহাদেশীয় ভূত্বক –
(A) গ্রানাইট
(B) ব্যাসাল্ট
(C) বেলেপাথর
(D) স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তরঃ- (B) ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
৩. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
(A) গুটেনবার্গ
(B) মোহবিযুক্তিরেখা
(C) কনরাড বিযুক্তি
(D) কোনটিই নয়।
উত্তরঃ- (B) মোহবিযুক্তিরেখা।
৪. পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক
(A) ৪০০ কোটি
(B) ৫০০ কোটি
(C) ৬০০ কোটি
(D) কোনটিই নয় বছর পূর্বে।
উত্তরঃ- (B) ৫০০ কোটি বছর পূর্বে।
৫. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
(A) গুটেনবার্গ
(B) মোহবিযুক্তিরেখা
(C) কনরাড বিযুক্তি
(D) কোনটিই নয়।
উত্তরঃ- (B) মোহবিযুক্তিরেখা।
৬. গুরুমণ্ডল ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত হয় এর নাম –
(A) নিফে
(B) সিয়াল
(C) ক্রাভেসিমা
(D) কোনটিই নয়
উত্তরঃ- (C) ক্রাভেসিমা।
৭. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ হল –
(A) লাভা
(B) ম্যাগমা
(C) পাইরোক্লাস্ট
(D) কোনটিই নয়
উত্তরঃ- (B) ম্যাগমা।
৮. শিলামণ্ডলের গভীরতা প্রায় –
(A) 60 কিমি
(B) 80 কিমি
(C) 100 কিমি
(D) 120 কিমি
উত্তরঃ- (C) 100 কিমি।
৯. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে –
(A) লাভা
(B) ম্যাগমা
(C) পাইরোক্লাস্ট
(D) গ্রানাইট বলে।
উত্তরঃ- (B) ম্যাগমা বলে।
১০. মহাসাগরীয় ভূত্বক –
(A) গ্রানাইট
(B) ব্যাসাল্ট
(C) বেলেপাথর
(D) স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তরঃ- (B) ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়) সত্য মিথ্যা যাচাই করো । WBBSE Class 8th Geography 1st chapter True & False Questions and Answers
সত্য মিথ্যা যাচাই করো | True & False Questions and Answers (Class Eight geography First chapter)
শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -১
১. মহাসাগরীয় ভূত্বক __________ শিলা দ্বারা গঠিত।
উত্তরঃ- ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
২. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে __________ বলে।
উত্তরঃ- ম্যাগমা।
৩. ভূত্বকের নীচে __________ রয়েছে।
উত্তরঃ- গুরুমণ্ডল ।
৪. সিয়াল স্তরটি __________ নিয়ে গঠিত।
উত্তরঃ- সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত ।
৫. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে __________ স্তর রয়েছে।
উত্তরঃ- মোহোরোভিসিক বিযুক্তিরেখা।
৬. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব __________ কিমি ।
উত্তরঃ- 6370 কিমি ।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়) শূন্যস্থান পূরণ করো । WBBSE Class 8th Geography 1st chapter Fill in the blank Questions and Answers
শূন্যস্থান পূরণ করো | Fill in the blank Questions and Answers (Class Eight geography First chapter)
সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়) এক কথায় উত্তর দাও । WBBSE Class 8th Geography 1st chapter SAQ Questions and Answers
এক কথায় উত্তর দাও | SAQ Questions and Answers (Class Eight geography First chapter)
এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১
১. সিয়াল কোথায় অবস্থান করছে ?
উত্তরঃ- সিমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে সিয়াল স্তরটি অবস্থান করছে ।
২. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কোন গ্যাস রয়েছে ?
উত্তরঃ- ভূত্বকের বেশিরভাগ অংশ , প্রায় 47 শতাংশ জুড়ে রয়েছে অক্সিজেন গ্যাস ।
৩. কোন্ রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায় ?
উত্তরঃ- বিযুক্তি রেখা দ্বারা ।
৪. সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন্ রেখা রয়েছে ?
উত্তরঃ- কনরাড বিযুক্তি রেখা ।
৫. গুরুমণ্ডলের প্রধান উপাদান কী কী ?
উত্তরঃ- লোহা , নিকেল , ক্রোমিয়াম , ম্যাগনেশিয়াম ও সিলিকন ।
৬. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন্ স্তর রয়েছে ?
উত্তরঃ- মোহোরোভিসিক বিযুক্তিরেখা বা মোহো ।
৭. ভূত্বকের নীচে কী রয়েছে ?
উত্তরঃ- ভূত্বকের নীচে রয়েছে গুরুমণ্ডল ।
৮. সিমা স্তরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি সিমা স্তরটি মহাসাগরের নীচে অবস্থিত ।
৯. প্রধানত কোন্ জাতীয় শিলা দ্বারা সিমা স্তরটি গঠিত ?
উত্তরঃ- ব্যাসন্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে সিমা স্তরটি গঠিত ।
১০. সিয়াল স্তরটি কী কী নিয়ে গঠিত ?
উত্তরঃ- সিয়াল স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত ।
১১. কোন্ শিলা সিয়াল ভরটি গঠন করেছে ?
উত্তরঃ- গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা সিয়াল স্তরটি গঠন করেছে ।
১২. কেন্দ্ৰমণ্ডল কতটা পুরু ? এর গড় তাপমাত্রা কত ?
উত্তরঃ- কেন্দ্রমণ্ডল 3500 কিমি পুরু । এর গড় তাপমাত্রা প্রায় 5000 ° সে .।
১৩. অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত ?
উত্তরঃ- অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি ।
১৪. বহিঃকেন্দ্রমণ্ডল কতটা পুরু ?
উত্তরঃ- বহিঃকেন্দ্রমণ্ডল 2900 কিমি থেকে 5100 কিমি পুরু ।
১৫. আপেলের কোন্ অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয় ?
উত্তরঃ- আপেলের খোসার নীচে শাঁস অংশটি গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয় ।
১৬. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?
উত্তরঃ- পৃথিবীর গড় ব্যাসার্ধ 6370 কিমি ।
১৭. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ?
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি ।
১৮. পৃথিবীর বৃহত্তম খনির গভীরতা কত ? এর নাম কী ?
উত্তরঃ- 3-4 কিমি । এর নাম রবিনসন দ্বীপ ।
১৯. ভূ – গর্ভে কীহারে উন্নতা বৃদ্ধি পায় ?
উত্তরঃ- প্রতি 33 মিটার গভীরতায় 1 ° সেলসিয়াস ।
২০. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোন্টি ?
উত্তরঃ- উত্তরঃ- পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্ভটি হল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ভ ।
২১. উদ্বু প্রলবণে ভূগর্ভ থেকে কী নির্গত হয় ?
উত্তরঃ- উয় প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয় ।
২২. আগ্নেয়গিরির মুখ থেকে কী নির্গত হয় ?
উত্তরঃ- গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা নির্গত হয় ।
২৩. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন্ রেখা রয়েছে ?
উত্তরঃ- গুটেনবার্গ বিযুক্তিরেখা রয়েছে ।
২৪. ম্যাগমা কী ?
উত্তরঃ- ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস , বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।
২৫. লাভ কী ?
উত্তরঃ- ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে ।
২৬. ঘনত্ব কাকে বলে ?
উত্তরঃ- একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে ।
২৭. কেন্দ্রমণ্ডল কাকে বলে ?
উত্তরঃ- ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকে বলে কেন্দ্রমণ্ডল ।
২৮. ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে ?
উত্তরঃ- রেপিত্তি বিযুক্তিরেখা ।
২৯. পৃথিবী কৰে সৃষ্টি হয়েছিল ?
উত্তরঃ- আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল ।
৩০. তাপ বাড়লে পদার্থের কী হয় ?
উত্তরঃ- তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে ।
৩১. পৃথিবীর কোথায় চাপ ও তাপ দুটোই বেশি ?
উত্তরঃ- পৃথিবীর অভ্যতরে চাপ ও তাপ দুটোই খুব বেশি ।
৩২. পশ্চিমবঙ্গের কোথায় উরু প্রস্রবণ আছে ?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উয় প্রস্রবণ আছে ।
৩৩. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত ?
উত্তরঃ- মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম ঘন সেমি ।
৩৪. পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত ?
উত্তরঃ- প্রায় 11 গ্রাম / ঘনসেমি ।
৩৫. কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত ?
উত্তরঃ- 5.5 গ্রাম / ঘন সেমি ।
৩৬. কোন্ তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না ?
উত্তরঃ- S তরঙ্গ ।
৩৭. পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প কার লেখা ? গল্পটির নাম কী ?
উত্তরঃ- ফুল ভার্নের লেখা । গল্পটির নাম হল ‘ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ।
৩৮. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তরঃ- পৃথিবীর গড় ব্যাসার্ধ 6370 কিমি।
৩৯. পৃথিবীর কোন্ স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করেছে?
উত্তরঃ- পৃথিবীর গুরুমণ্ডল স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করেছে।
৪০. বক্রেশ্বরের ওই ধরনের জলকে কী বলা হয় ?
উত্তরঃ- পৃথিবীর ভৌমজল বলা হয় ।
৪১. ভূ – তাপ কী ?
উত্তরঃ- ভূ – তাপ হল এক ধরনের শক্তি ।
৪২. ভূ – তাপ শক্তি থেকে কী উৎপন্ন করা হয় ?
উত্তরঃ- ভূ – তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ।
৪৩. আইসল্যান্ডের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূ – তাপ শক্তি মেটায় ?
উত্তরঃ- প্রায় 30 % ।
৪৪. পৃথিবীর মধ্যে কোন্ দেশ সবচেয়ে বেশি ভূ – তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে ?
উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র ।
৪৫. ভূ – তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে কীসের ব্যবহার কমানো যায় ?
উ: জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল , করলা ইত্যাদির ব্যবহার কমানো যায় ।
৪৬. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?
উত্তরঃ- গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তিরেখা আছে।
৪৭. ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
উত্তরঃ- ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রেপিত্তি বিযুক্তিরেখা আছে।
৪৮. ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়?
উত্তরঃ- প্রতি 33 মিটার গভীরতায় 1° সেলসিয়াসে উষ্ণতা বৃদ্ধি পায়।
৪৯. ক্লোফেসিমা স্তর কী ?
উত্তরঃ- গুরুমগুলের 30-700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম , লোহা , সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় তাই একে ক্লোফেসিমা ( Cro + Fe + Si + Ma ) স্তর বলে ।
৫০. নিফেসিমা স্তর কী ?
উত্তরঃ- গুরুমণ্ডলের 700-2900 কিমি পর্যন্ত অংশে নিকেল , লোহা , সিলিকন ও ম্যাগনেশিয়ামের আধিক্য দেখা যায় । তাই এই স্তরকে নিফেসিমা ( Ni + Fe + S + Ma ) বলে ।
৫১. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? এর গভীরতা কত?
উত্তরঃ- পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত ।
▣ এর গভীরতা ১২ কিমি।
৫২. পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন?
উত্তরঃ- পৃথিবীর অন্দরমহলে প্রতি 33 মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়তে থাকে। তাই পৃথিবীর অন্দরমহলে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাছাড়া উন্নত মানের অনেক যন্ত্রপাতিও পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রায় গলে যায়। এই কারণে পৃথিবীর অন্দরমহল এর তথ্য সংগ্রহ করা কঠিন।
৫৩. পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ- পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে।
৫৪. ম্যাগমা কি ?
উত্তরঃ- ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে। একেই মাগমা বলে।
৫৫. লাভা কি ?
উত্তরঃ- ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল মেঘনা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়।
৫৬. উষ্ণপ্রস্রবণ কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে উষ্ণ প্রস্রবণ বলে।
৫৭. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণপ্রস্রবণ রয়েছে।
৫৮. পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে ?
উত্তরঃ- পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে 6370 কিমি গভীর গর্ত খুঁড়তে হবে ।
৫৯. পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে ?
উত্তরঃ- পৃথিবীর ভেতরটা কেমন তা মোটামুটি অনুভব করা সম্ভব হয়েছে ।
৬০. বিযুক্তিরেখা কাকে বলে?
উত্তরঃ- ভূপৃষ্ট থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় তাই বিযুক্তিরেখা নামে পরিচিত।
৬১. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তরঃ- পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭০ কিলোমিটার।
৬২. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ৬৩৭০ কিলোমিটার।
৬৩. পৃথিবীর গভীরতম খনি কোনটি ?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ হলো পৃথিবীর গভীরতম খনি। এর গভীরতা প্রায় 3 থেকে 4 কিলোমিটার।
৬৪. প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কি পরিমান বৃদ্ধি পায়?
উত্তরঃ- প্রায় 1° সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায়।
৬৫. পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ?
উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র।
৬৬. আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদার শতকরা কত শতাংশ ভূ–তাপ থেকে উৎপাদন করা হয়?
উত্তরঃ- 30 শতাংশ ।
৬৭. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তরঃ- পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম/ঘন সেমি ।
৬৮. পৃথিবীর কেন্দ্রের কাছের পদার্থের গড় ঘনত্ব কত?
উত্তরঃ- পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম /ঘন সেমি।
৬৯. পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়টি স্তরে বিভক্ত ও কি কি?
উত্তরঃ- পৃথিবীর অভ্যন্তর ভাগ তিনটি স্তরে বিভক্ত । যথা: (i) ভূত্বক (ii) গুরুমন্ডল (iii) কেন্দ্রমন্ডল।
৭০. মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা কত?
উত্তরঃ- মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা ৫ কিমি।
৭১. মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত?
উত্তরঃ- মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা ৬০ কিমি।
৭২. ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তরঃ- ভূত্বকের গড় গভীরতা ৩০ কিমি।
৭৩. SIMA ( সিমা ) কাকে বলে ?
উত্তরঃ- মহাসাগরের নিচে ভূত ত্বক প্রধানত সিলিকন (Si) আর ম্যাগনেসিয়াম (Mg) দিয়ে গঠিত। তাই উপাদানের নাম অনুযায়ী এই স্তরকে SIMA ( সিমা ) বলে।
৭৪. SIMA ( সিমা ) স্তরটি কোন শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ- SIMA ( সিমা ) ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
৭৫. SIMA ( সিমা ) স্তরের আরেক নাম কি?
উত্তরঃ- SIMA ( সিমা ) স্তরের আরেক নাম মহাদেশীয় ভূত্বক।
৭৬. SIAL ( সিয়াল ) কাকে বলে?
উত্তরঃ- মহাদেশের নিচে ভূত চাপ প্রধানত সিলিকন (Si) আর অ্যালুমিনিয়াম (Al) দিয়ে তৈরি। এই স্তরটিকে SIAL ( সিয়াল ) বলে।
৭৭. SIAL ( সিয়াল ) স্তরটি কোন শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ- SIAL ( সিয়াল ) স্তরটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
৭৮. SIAL ( সিয়াল ) স্তরের আরেক নাম কি?
উত্তরঃ- SIAL ( সিয়াল ) স্তরের আরেক নাম মহাসাগরীয় ভূত্বক।
৭৯. পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব কত?
উত্তরঃ- পৃথিবীর কেন্দ্রের গড় ঘড়ত্ব 13 – 14 গ্রাম / ঘন সেমি।
৮০. পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থ গুলোর ঘনত্ব বেশি হয় কেন?
উত্তরঃ- পৃথিবীর গঠনগত উপাদান গুলির মধ্যে ভারী পদার্থ গুলো পৃথিবীর জন্মের সময় অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা, নিকেল ইত্যাদি পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, সিলিকন ইত্যাদি ওপরের দিকে ভেসে ওঠে। তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থ গুলোর ঘনত্ব বেশি হয়।
৮১. বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন?
উত্তরঃ- বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোন লাভা পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।
৮২. ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে?
উত্তরঃ- S তরঙ্গ।
৮৩. ভূমিকম্পের P তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে?
উত্তরঃ- ভূমিকম্পের P তরঙ্গ সব রকম মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
৮৪. Journey to the Centre of the earth – বইটি কার লেখা?
উত্তরঃ- জুল ভার্নের লেখা।
৮৫. সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তরঃ- সিয়াল ও সিমা স্তরের মাঝে কনরাড বিযুক্তি রেখা রয়েছে।
৮৬. ভূত্বকের শতকরা কত শতাংশ অক্সিজেন?
উত্তরঃ- ভূত্বকের শতকরা ৪৭ শতাংশ অক্সিজেন।
৮৭. ভূত্বকের প্রধান উপাদান কি?
উত্তরঃ- ভূত্বকের প্রধান উপাদান হল অক্সিজেন।
৮৮. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি?
উত্তরঃ- ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন।
৮৯. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল এর মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তরঃ- গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল এর মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে।
৯০. অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তরঃ- লেহমান বিযুক্তি রেখা রয়েছে।
৯১. বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা আখ্যা দিয়েছেন।
৯২. কেন্দ্র মন্ডলের অপর নাম কি এবং কেন?
উত্তরঃ- কেন্দ্রমণ্ডল প্রধানত অত্যন্ত ভারী নিকেল (Ni) ও লোহা (Fe) দিয়ে তৈরি। তাই কেন্দ্র মন্ডলের অপর নাম নিফে (NIFE) ।
৯৩. কেন্দ্রমন্ডলের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ- কেন্দ্র মন্ডলের গড় তাপমাত্রা ৫০০০ ডিগ্রি সেলসিয়াস।
৯৪. কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তরঃ- কেন্দ্র মন্ডলের গড় ঘনত্ব প্রায় ৯.১ থেকে ১৩.১ গ্রাম / ঘন সেমি।
৯৫. কেন্দ্রমন্ডল কয় ভাগে বিভক্ত ও কি কি?
উত্তরঃ- কেন্দ্রমন্ডল দুই ভাগে বিভক্ত যথা (i) অন্তঃকেন্দ্র মন্ডল ও (ii) বহি কেন্দ্র মন্ডল।
৯৬. অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত?
উত্তরঃ- অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা ৫১০০ কিমি থেকে প্রায় ৬৩৭০ কিমি।
৯৭. বহিঃকেন্দ্রমণ্ডল গভীরতা কত?
উত্তরঃ- বহিঃকেন্দ্রমণ্ডল গভীরতা ২৯০০ কিমি থেকে 5100 কিমি।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) (প্রথম অধ্যায়)" সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর" । WBBSE Class 8th Geography 1st chapter SAQ Questions and Answers
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | SAQ Questions and Answers (Class Eight geography First chapter)
১. উষ্ণ প্রস্রবনের সৃষ্টি হয় কীভাবে?
উত্তরঃ- ভূ-গর্ভস্থ ভৌমজল মাটির অনেক গভীরে প্রবেশ করলে তা ভূতাপের সংস্পর্শে এসে ফুটতে আরম্ভ করে। পরবর্তী কালে ওই উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠের কোন ফাটলের মাধ্যমে স্বাভাবিক ভাবে বাইরে বেরিয়ে আসে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে। যেমন - পশ্চিমবঙ্গের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ।
২. অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝ?
উত্তরঃ- শিলামণ্ডলের নিচে ১০০ থেকে ২০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমন্ডলের যে অংশের পদার্থ সমূহ প্রচণ্ড তাপ ও চাপের ফলে পিচের মতো অর্ধতরল অবস্থায় রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ারের অর্থ হল দূর্বল স্তর।
৩. ম্যাগমা কাকে বলে?
উত্তরঃ- ভূ-গর্ভস্থ পদার্থ সমূহ প্রচণ্ড চাপ ও তাপের জন্য কঠিন অবস্থায় না থেকে গলিত অর্ধতরল অবস্থায় অবস্থান করছে। এই প্রচন্ড গরম বাষ্প সমন্বিত অর্ধতরল পদার্থকে ম্যাগমা বলা হয়।
৪. লাভা কাকে বলে?
উত্তরঃ- ভূপৃষ্ঠের কোন ছিদ্র বা ফাটল বরাবর ভূগর্ভস্থ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। এই লাভা বাইরে বেরিয়ে শীতলতার সংস্পর্শে এসে ধীরে ধীরে জমাট বেঁধে আগ্নেয়শিলায় পরিনত হয়।
৫. পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা কর?
উত্তরঃ- ভূমিকম্প তরঙ্গের গতি প্রকৃতির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে তিনটি প্রধান স্তরে ভাগ করেছেন, যথা - ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।
৬. কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভেতরটা কেমন ?
উত্তরঃ- পৃথিবীর ভেতরটা দেখা কখনোই সম্ভব নয় । তবে আগ্নেয়গিরির লাভা , উগ্ন প্রবণের ফুটন্ত জল , সোনার খনি , কয়লার খনি ইত্যাদি থেকে Pics কিছুটা অনুমান করতে পারি যে এর ভিতরে কী কী থাকতে পারে ।
৭. পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে , সেটুকু জানল কী ভাবে ?
উত্তরঃ- পৃথিবী নিজেই বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে । তাই মাঝে মধ্যেই মানুষ আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হতে দেখতে পায় , আবার রাশিয়ার কোলা উপদ্বীপের গর্ত কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠা ও উরু প্রস্রবণে ভূত্বক থেকে ফুটন্ত জল বেরিয়ে আসে তা দেখতে পায় । এছাড়া মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রমশ ভারী পদার্থ সজ্জিত হবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে । ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যত্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া গেছে । অনুমান করা যায় , ভূগর্ভে অবস্থিত বিভিন্ন তেজস্ক্রিয় খনিজ পদার্থ থেকে নির্গত তাপের প্রভাবে ভূঅভ্যন্তরভাগ সির থাকে না ।
৮. সিয়াল ও সিমা কাকে বলে?
উত্তরঃ- পৃথিবীর উপরিভাগে ভূত্বকে সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ যে স্তরের ওপর মহাদেশগুলি অবস্থিত তাকে সিয়াল (SiAl) বলা হয় এবং মহাসাগরগুলির নীচে ভূত্বকে সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) সমৃদ্ধ যে ভূত্বকের উপস্তর দেখা যায় তাকে সিমা (SiMa) বলে।
৯. পরিচলন স্রোত সৃষ্টি হয় কীভাবে ?
উত্তরঃ- ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা , ভারী পদার্থ নীচে নেমে যায় । এর ফলে পরিচলন স্রোত সৃষ্টি হয় ।
১০. ম্যাগমা কী?
উত্তরঃ- পৃথিবীপৃষ্ট জীবকূলের প্রাণধারণের অনুকূল ভারসাম্য উষ্ণতায় পৌছলেও পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও অত্যন্ত উত্তপ্ত। এই বিপুল চাপ ও তাপে পৃথিবীর অভ্যন্তরের সকল পদার্থ গলিত বা বাষ্পমিশ্রিত হয়ে অবস্থান করে। একেই ম্যাগমা বলে।
১১. পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি হলে সেখানে পদার্থ কী অবস্থায় থাকে ?
উত্তরঃ- পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে পদার্থগুলি গলিত ও নরম প্রকৃতির হয়ে আছে । পিচ গলালে বা খেজুরের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে , পৃথিবীর অভ্যন্তরে পদার্থ অনেকটা সেইরকম অবস্থায় থাকে ।
১২. বলতো কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না ?
উত্তরঃ- পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে । তখন পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড । সময়ের সাথে সাথে পৃথিবীর উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো বিরাট বড়ো অগ্নিকুন্ড হয়ে আছে তাই আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না ।
১৩. কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাইনা ?
উত্তরঃ- পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড়ো অগ্নিকুপ্ত হয়ে আছে সেখানে চাপ এবং ভাপ দুটোই খুব বেশি হয় বলে আমাদের পক্ষে সেখানে পৌঁছে সরাসরি তথ্য জোগাড় করা সম্ভব হয় না ।
১৪. পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন ?
উত্তরঃ- পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কেন্দ্রের আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন পদার্থগুলি যেমন নিকেল , লোহা নীচের দিকে জমা হয় । ফলে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বেশি হয় । স্বাভাবিকভাবে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় পদার্থের চাপ তত বাড়ে । চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায় , তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় ।
১৫. নিজে পরীক্ষা করে দেখো । কিছুটা মুড়ি , পাথর , মাটি নাও । কাচের গ্লাসে অর্ধেক জল ভর্তি করো । ওগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দেখো কী হয় ?
উত্তরঃ- এতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে ভারী হওয়ার কারণে পাথরগুলি গ্লাসের একেবারে নীচে রয়েছে , মাঝখানে রয়েছে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত মুড়ি এবং সবশেষে ওপরের দিকে রয়েছে মাটি । এইভাবে গ্লাসের জলের মধ্যে তিনটি স্তর তৈরি হবে ।
১৬. কেন্দ্রমণ্ডল কাকে বলে ? কীসের ওপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
উত্তরঃ- গুরুমণ্ডলের নীচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে থাকা সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে । পদার্থের ঘনত্ব , উন্নতা , চাপ এগুলির ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছেন— ( 1 ) অন্তঃকেন্দ্রমণ্ডল ও ( ii ) বহিঃকেন্দ্রমণ্ডল ।
১৭. অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কী বোঝ ?
উত্তরঃ- এই স্তরটি পৃথিবীর একেবারে কেন্দ্রের চারদিকে রয়েছে । এই স্তরের গভীরতা 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি । এই স্তরের চাপ , তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি । অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে ।
১৮. বহিঃকেন্দ্রমণ্ডল বলতে কী বোঝ ?
উত্তরঃ- অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল । এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি পুরু । এর চাপ , তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম । এই স্তর অর্ধকঠিন অবস্যায় পৃথিবীর অক্ষের চারদিকে আবর্তন করে চলেছে । সাস্ত্র অবস্থায় থাকা এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে । সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব ।
১৯. নিফে কাকে বলে ?
উত্তরঃ- কেন্দ্ৰমণ্ডল হল ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তর । এর অপর নাম নিয়ে । এই স্তরটি প্রায় 3500 কিমি পুরু । অত্যন্ত ভারী নিকেল ( Ni ) আর লোহা ( Fe ) দিয়ে তৈরি বলে একে নিয়ে বলা হয় । এই স্তরটির গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম / ঘনসেমি । এখানকার গড় তাপমাত্রা প্রায় 5000 সেমি ।
২০. ( SIMA ) ওসিয়াল ( SIAL ) স্তরটির বিবরণ দাও ।
উত্তরঃ- মহাসাগরের নীচে প্রধানত সিলিকন ( Si ) ও ম্যাগনেশিয়াম ( Mg ) দিয়ে তৈরি স্তরটি হল সিমা । এই স্তরটি তুলনায় ভারী । ব্যাসন্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা এই স্তরটি গঠিত । এই স্তরের ঘনত্ব 2.9 গ্রাম / ঘনসেমি । মহাদেশের নীচে প্রধানত সিলিকন ( SI ) ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি সিয়াল নামে পরিচিত । এটি গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা।
২১. ভূমিকম্প তরঙ্গ কীভাবে সৃষ্টি হয় ? এগুলি কীভাবে প্রবাহিত হয় ?
উত্তরঃ- ভূ – অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয় । ভূমিকম্পের দুটি তরঙ্গ একটি P তরঙ্গ ও অপরটি S তরঙ্গ । ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় । এই তরঙ্গের গতি কখনও ধীর কখনও বা দ্রুত হয় । ভূমিকম্পের P তরঙ্গ ভূ – অভ্যন্তরের যেকোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে । কিন্তু S ত তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে না । বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে । এর দ্বারা পর্যবেক্ষন করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে তিনটি স্তরের সন্ধান পেয়েছেন ।
২২. টীকা লেখঃ ভূতাপশক্তি
উত্তরঃ- পৃথিবীপৃষ্ট শীতল হয়ে গেলেও অভ্যন্তরভাগ এখনও অত্যন্ত উত্তপ্ত। এই ভূ-অভ্যন্তরে নিহিত তাপশক্তিই ভূতাপশক্তি নামে পরিচিত। এই শক্তি অপ্রচলিত শক্তিগুলির মধ্যে অন্যতম। এই শক্তিকে কাজে লাগিয়ে দূষণহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ইতালির লারডেয়াললোতে 1904 সালে সর্বপ্রথম ভূতাপশক্তি কেন্দ্র গড়ে ওঠে। ভারতবর্ষের হিমাচল প্রদেশের মনিকরণে ভূতাপশক্তি কেন্দ্র স্থাপিত হয়েছে।
২৩. ঘনত্ব কী ? এর দ্বারা কী জানা যায় ?
উত্তরঃ- একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে । প্রতি ঘনসেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব । পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে আছে তা জানা যায় ঘনত্বের দ্বারা ।
২৪. পৃথিবীর যে শক্ত পিঠটার ওপর আমরা আছি তার নীচে কী আছে ?
উত্তরঃ- পৃথিবীর উপরিভাগ হালকা কঠিন উপাদান দ্বারা ঢাকা । যার গড় গভীরতা 30 কিমি । শক্ত পিঠটার নীচে ভূকেন্দ্র পর্যন্ত প্রতিটি পদার্থ অত্যন্ত উত্তপ্ত ও গণিত অবস্থায় রয়েছে ।
২৫. ভূ – তাপশক্তি কাকে বলে ?
উত্তরঃ- ভূ – তাপ হল একধরনের শক্তি । পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে । এই তাপশন্তিকে ভূ – তাপশক্তি বলে ।
২৬. বিযুক্তি রেখা কাকে বলে ? এর দ্বারা কী করা যায় ?
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় ; সেখানটিকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেন । বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়।
যেমন : সিয়াল ও সিমার মাঝে কনরাড় বিযুক্তি রেখা রয়েছে ।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer
রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)
১. ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ- ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস:-
কেন্দ্র মন্ডল: পৃথিবীর অভ্যন্তরের ২৭০০ কিমি থেকে ভু কেন্দ্রের পর্যন্ত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে লোহা, নিকেল, ভারী উপাদান গুলি সঞ্চিত হয়ে কেন্দ্রমন্ডল/Core সৃষ্টি করেছে।
বৈশিষ্ট্য: ১) গভীরতা-৩৫০০ কিমি
২) উপাদান-লোহা, পারদ, নিকেল।
৩) উষ্ণতা-৬০০০°সে.।
৪) গঠন-স্তরটি লোহা (Fe), নিকেল (Ni), দ্বারা গঠিত তাই একেNife বলে।
৫) বিশেষত্ব-উষ্ণতম, ঘনতম স্তর।
কেন্দ্রমন্ডলের বিভাগ:
বহিঃকেন্দ্রমন্ডল-সংজ্ঞা: কেন্দ্রমন্ডলের উপরিভাগ, সাধারণত ২৯০০-৫১০০ তিমি পর্যন্ত গভীরতা বিশিষ্ট বিস্তৃত স্তর।
উপাদান-নিকেল, লোহা।
ঘনত্ব-১০-১২.৩১ গ্রাম/ঘন সেমি।
বৈশিষ্ট্য:
১) স্তরটি অর্ধ কুঠির অবস্থায় অক্ষরের চারিদিকে আবর্তনরত।
২) এই স্তর থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।
২. আসথেনোস্ফিয়ার/ক্ষুব্ধমন্ডল সম্পর্কে যা জানো লিখো ।
গ্রিক শব্দ-Asthenos এর অর্থ দুর্বল।
সংজ্ঞা: শিলা মন্ডলের নিচে ও গুরুমন্ডলের ওপরে অংশে অপেক্ষা কৃত কম ঘনত্ব যুক্ত একটি স্তর রয়েছে। এই স্তরটি অ্যাসথেনোস্ফিয়ার নামে পরিচিত।
বৈশিষ্ট্য:
১) গভীরতা আনুমানিক ৩০০ কিমিপুর।
২) পরিচলন স্রোতের প্রভাবে এই স্তরের যাবতীয় ভূসংক্ষোভের সৃষ্টি হয়, তাই একে ক্ষুব্ধমন্ডল বলে।
৩) অত্যাধিক চাপ ও তাপে এই স্থলের শিলা সান্দ্র অবস্থায় রয়েছে।
৪) ভূকম্পীয় তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে ধীরে প্রবাহিত হয়।
৩. গুরু মণ্ডল সম্পর্কে যা জানো লিখো।
গুরুমন্ডল:
সংজ্ঞা: কেন্দ্রমন্ডল ও শিলামন্ডলের মধ্যবর্তী ভূ অভ্যন্তরে ৪০ কিমি থেকে ২৯০০ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে গুরুমন্ডল বা ম্যান্টাল বলে।
বৈশিষ্ট্য:
১) গভীরতা-৪০-২৯০০ কিমি পুরু।
২)উপাদান-নিকেল, লোহা, সিলিকা।
৩) উষ্ণতা-৩০০০°সে.
৪) আপেক্ষিক গুরুত্ব-জল অপেক্ষা ৫-৬ গুন ভারী।
৫) ঘনত্ব-৩.৪-৫.৬ গ্রাম/ঘন সেমি।
ক্রোফেসীমা-(CR+Fe+Si+Ma)
সংজ্ঞা: গুরু মন্ডলের ৩০০-৭০০ তিনি গভীরতায় ক্রোমিয়াম (Cr), লৌহ (Fe), সিলিকা (Si), ম্যাগনেসিয়াম (Ma) এর প্রধান্য দেখা যায়, একে ক্রফেসীমা বলে।
বৈশিষ্ট্য-
১) এই স্তরে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প সংঘটিত হয়,
২) ঘনত্ব ৩.১-৪.৭৫ গ্রাম/ঘন সেমি।
৩) অলিভিন জাতীয় খনিজ।
নিফেসীমা-(Ni+Fe+Si+Ma)
সংজ্ঞা:
গুরুমন্ডলের ৭০০ কিমি থেকে ২৯০০ কিমি গভীরতায় নিকেল (Ni), লোহা (Fe), সিলিকা (Si), ম্যাগনেসিয়াম (Ma) খনিজের প্রধান্য দেখা যায়, একে নিফেসীমা বলে।
বৈশিষ্ট্য: ১) গুরুত্ব-এখানে ভূকম্পীয় P তরঙ্গের গতিবেগ বেশি।
২) ঘনত্ব-৪.৭৫-৫ গ্রাম/ঘনসেমি।
৩) উপাদান-সিলিকা, নিকেল।
৪. কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ- পৃথিবীর অন্তরভাগে গুরুমন্ডলেরও নীচে যে পৃথিবী কেন্দ্রকে পরিবেষ্টন করে যে উত্তপ্ত স্তর রয়েছে তাই কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা গুরুমন্ডল থেকে পৃথক হয়েছে। এই কেন্দ্রমন্ডল আবার দুটি ভাগে বিভক্ত-
বহিঃকেন্দ্রমন্ডল- যা মূলত 2900 কিমি থেকে 5100 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত।
অন্তঃকেন্দ্রমন্ডল- এটি মূলত 5100 কিমি থেকে 6370 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত।
কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য :
কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে গুরুমন্ডলের ঠিক নীচ থেকে অর্থাৎ এর বিস্তার 2900 কিমি – 6370 কিমি পর্যন্ত। এই স্তরটি 3470 কিমি পুরু।
এই স্তরের গড় উষ্ণতা 5000°C
এই স্তরটিতে নিকেল (Ni) এবং লোহার (Fe) আধিক্য দেখা যায়, তাই এই স্তরটি নিফে (NiFe) নামেও পরিচিত।
পৃথিবীতে উপস্থিত অন্যান্য সব স্তরের মধ্যে এই স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি।
৫. পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আলোচনা করো?
উত্তরঃ- পৃথিবীর অন্দরমহল :-
ভূত্বক:
পৃথিবীর সৃষ্টির সময় সূর্যের মতোই উত্তপ্ত উজ্জ্বল গ্যাসীয়পিণ্ড ছিল, কালক্রমে শীতল হওয়ার সময় অপেক্ষাকৃত ভারী উপাদানগুলি কেন্দ্রের দিকে, হালকা উপাদানগুলি শীতল ঘনী ভূত হয়ে পৃথিবীকে বেষ্টন করে শক্ত বহিরা বরণ সৃষ্টি করেছে। একে ভূত্বক বলে।
বৈশিষ্ট্য:
১) উৎস:-ভূমির মৃত্তিকা, শিলা ইত্যাদি।
২) গভীরতা: মহাদেশের নিচে ১৭ কিমি. মহাসাগরের নিচে ৫-৭ কিমি।
৩) স্তর বিন্যাস:-সিয়াল ও সীমা দুটি স্তরে বিভক্ত।
পৃথিবীর ঘনত্ব:
১) ভূপৃষ্ঠের গড় ঘনত্ব ২.৬-৩.৩ গ্রাম/ঘন সেমি।
২) কেন্দ্রর নিকটবর্তী স্থল-১১ গ্রাম/ঘন সেমি।
৩) কেন্দ্র-১৩ গ্রাম/ঘন সেমি। ৪) কৃত্রিম উপগ্রহ-৫/৫ গ্রাম/ঘন সেমি।
স্বাভাবিক নিয়মেই পৃথিবীপৃষ্ঠ থেকে অভ্যন্তরের দিকে পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায়।
অষ্টম শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 8 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)
- অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
- অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
Related searches
অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর 2023 / ক্লাস 8 ভূগোল অধ্যায় 1 প্রশ্ন এবং উত্তর / অষ্টম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় / অষ্টম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর পৃথিবীর অন্দরমহল (Prithibir Andor mohol) / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর 2023 / অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর দশম অধ্যায় / অষ্টম শ্রেণীর ভূগোল বই pdf / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল বই
Some Information about this article :
WBBSE Class 8th Geography Question and Answer | West Bengal West Bengal Class Eight VIII (Class 8th) Geography Qustions and Answers with Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
” অষ্টম শ্রেণীর ভূগোল – প্রশ্ন উত্তর “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class VIII / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে geographybd.in এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / Class 8th Geography MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Six VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Exam Guide / Class 8 Geography Suggestion 2021 , 2022, 2023, 2024, 2025 / Class 8 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | Class 8 Geography MCQ or Multiple Choice Question and Answer | অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
অষ্টম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Short Question and Answer | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণী ভূগোল
অষ্টম শ্রেণীর ভূগোল – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির ভূগোল – প্রশ্ন উত্তর | West Bengal Class 8th Geography
অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) – – প্রশ্ন ও উত্তর | | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – প্রশ্ন উত্তর ।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি ভূগোল | WB Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । WB Class 8 Geography Question and Answer, Suggestion | WBBSE Class 8th Geography Suggestion | WB Class 8 Geography Question and Answer Notes | West Bengal WB Class 8th Geography Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Suggestion. অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, Suggestion.
Class 8 Geography Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WBBSE Class 8th Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
WBBSE Class 8th Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর । WBBSE Class 8th Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Geography Suggestion Download. WBBSE Class 8th Geography short question suggestion
Class 8 Geography Suggestion download. Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the WBBSE Class 8th Geography Question and Answer by geographybd.in
WBBSE Class 8th Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .
Class 8th Geography Syllabus
West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 8th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.
WB Class 8th Geography Syllabus Free Download Link Click Here
Class 8th Seven VIII Geography Suggestion | West Bengal WBBSE Class 8 Exam
Class 8 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 8th Seven VIII Geography Suggestion is provide here. West Bengal Class 8th Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography
আশাকরি তোমাদের অষ্টম ক্লাসের পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই অষ্টম শ্রেণীর পৃথিবীর অন্দরমহল অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের অষ্টম ক্লাসের পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
ক্লাস অষ্টম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস অষ্টম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।