Type Here to Get Search Results !

অষ্টম শ্রেণীর ভূগোল – তৃতীয় অধ্যায় "শিলা" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer Chapter 3

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer Chapter 3

West Bengal  Class 8 Geography Solution Chapter 3
West Bengal  Board Class 8 Geography (ভূগোল) Textbook Solution Chapter 3 শিলা Question Answers by WBBSE Expert Teacher. West Bengal Board Class 8 Geography Solution Chapter 3.

500+ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর / শিলা / Sila (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Geography Question and Answer


হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম ক্লাসের তৃতীয় অধ্যায় শিলা / Sila / Rock সম্পর্কে । এই তৃতীয় অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তৃতীয় অধ্যায় এর শিলা / Sila / Rock বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে অষ্টম শ্রেণীর  তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই শিলা / Sila / Rock অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। অষ্টম শ্রেণীর শিলা / Sila / Rock অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো। 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer / অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography / অষ্টম শ্রেণীর ভূগোল – তৃতীয় অধ্যায় "শিলা / Sila" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer / অষ্টম শ্রেণির ভূগোল (তৃতীয় অধ্যায়) শিলা / Sila প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class 8 geography first chapter questions and Answers (MCQ, SAQ, LAQ) / অষ্টম শ্রেণির আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় শিলা / Sila | Class Eight Amader Prithibi / অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়)

শিলা / Sila (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – তৃতীয় অধ্যায় "শিলা" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography Question and Answer Chapter 3

অষ্টম শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 8 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)

  1. অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. অষ্টম শ্রেণীর ভূগোল – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়) সঠিক উত্তরটি নির্বাচন করো । WBBSE Class 8th Geography 3rd Chapter MCQ Questions and Answers

সঠিক উত্তরটি নির্বাচন করো | MCQ Questions and Answers (Class Eight geography first chapter)

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১

১. অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় –
(A) গ্রানাইট 
(B) গ্রাফাইট 
(C) কোয়ার্টজাইট 
(D) অ্যাম্ফিবোলাইট
উত্তরঃ-  (B) গ্রাফাইট

২. যে শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়েছে, তা হল –
(A) গ্রানাইট 
(B) চুনাপাথর 
(C) ব্যাসল্ট 
(D) বেলেপাথর
উত্তরঃ-  (C) ব্যাসল্ট 

৩. লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় –
(A) মার্বেল 
(B) ব্যাসল্ট 
(C) বেলেপাথর 
(D) স্লেট
উত্তরঃ-  (B) ব্যাসল্ট

৪.  আগ্নেয় শিলার একটি উদাহরণ হল –
(A) বেলেপাথর 
(B) চুনাপাথর 
(C) মারবেল 
(D) ব্যাসল্ট
উত্তরঃ-  (D) ব্যাসল্ট

৫. জীবাশ্ম দেখা যায় যে শিলায়, তা হল –
(A) কাদাপাথর 
(B) নিস 
(C) গ্রানাইট 
(D) ব্যাসল্ট
উত্তরঃ-  (A) কাদাপাথরে।


অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়) সত্য মিথ্যা যাচাই করো । WBBSE Class 8th Geography 3rd Chapter True & False Questions and Answers 

সত্য মিথ্যা যাচাই করো | True & False Questions and Answers (Class Eight geography first chapter)

শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -১

১. জীবাশ্ম দেখা যায়  ____________ শিলায়। 
উত্তরঃ- পাললিক শিলায় । 

২. পিট কয়লা  ____________ রূপান্তর হয় । 
উত্তরঃ-  গ্রাফাইটে রূপান্তর হয় । 

৩. শেল  ____________ ভাবে প্লেটে পরিণত হয়।  
উত্তরঃ- রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় । 

৪. ____________ প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। 
উত্তরঃ-  পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।

৫. ফিলাইট হল ____________। 
উত্তরঃ-  ফিলাইট এক ধরনের কাদাপাথর ।

অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়) শূন্যস্থান পূরণ করো । WBBSE Class 8th Geography 3rd Chapter Fill in the blank Questions and Answers 

শূন্যস্থান পূরণ করো  | Fill in the blank Questions and Answers (Class Eight geography first chapter) 

সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১



অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়) এক কথায় উত্তর দাও । WBBSE Class 8th Geography 3rd Chapter SAQ Questions and Answers 

এক কথায় উত্তর দাও | SAQ Questions and Answers (Class Eight geography first chapter) 

এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১

১. পিট কয়লা কীসে রূপান্তর হয় ? 
উত্তরঃ-  পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় । 

২. ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?
উত্তরঃ-  ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।

৩. রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ? 
উত্তরঃ-  রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয় ।

৪. গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ? 
উত্তরঃ-  রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত । 

৫. কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ? 
উত্তরঃ-  চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় । 

৬. শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো । 
উত্তরঃ- সিলিকন , অক্সিজেন ।

৭. শেল কীভাবে প্লেটে পরিণত হয় ? 
উত্তরঃ-  শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় । 

৮. ফিলাইট কী ? 
উত্তরঃ-  ফিলাইট এক ধরনের কাদাপাথর ।

৯. পেট্রোলজি (Petrology) কী ? 
উত্তরঃ-   গ্রিক শব্দ ‘পেট্রো' (Petro) অর্থ শিলা এবং 'Logy' অর্থ বিজ্ঞান। পেট্রোলজি হল বিজ্ঞানের সেই বিশেষ শাখা যেখানে শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

১০. মিনারেলজি (Mineralogy) কী?
উত্তরঃ-  মিনারেলজি হল বিজ্ঞানের সেই শাখা যেখানে খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

১১. শিলা কয় প্রকার ও কী কী?
উত্তরঃ-   উৎপত্তি অনুসারে শিলাকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়। যথা- আগ্নেয় শিলা (ব্যাসল্ট, গ্রানাইট)। ও পাললিক শিলা (বেলেপাথর, কাদাপাথর)। রূপান্তরিত শিলা (মারবেল, স্লেট)। 

১২. মোহ স্কেল কী ? 
উত্তরঃ-  খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল । এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে ।

১৩. কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? 
উত্তরঃ-  পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।

১৪. ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ-  ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য হল এটি অস্বচ্ছ প্রকৃতির হয়।

১৫. একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লেখো।
উত্তরঃ-  একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল ব্যাসাল্ট।

১৬. গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায়?
উত্তরঃ-  গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়।

১৭. গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। 
উত্তরঃ-  গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টজ।

১৮. কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ? 
উত্তরঃ-  গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় । 

১৯. প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ? 
উত্তরঃ-  প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম । 

২০. অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ? এটি কী রঙের হয় ?
উত্তরঃ-  পটাশিয়াম । এটি গোলাপি রঙের হয় । 

২১. ফেসপার কী কাজে লাগে ? ‘
উত্তরঃ-  ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয় । 

২২. একটি নরম খনিজের নাম করো । 
উত্তরঃ-  একটি নরম খনিজ হল জিপসাম ।

২৩. উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ? 
উত্তরঃ-  উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার । 

২৪. একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো । 
উত্তরঃ-  ব্যাসল্ট ।

২৫. একটি উপপাভানিক শিলার নাম লেখো । 
উত্তরঃ-  ডোলেরাইট । 

২৬. ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন ধরণের শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ-  গ্রানাইট শিলা দ্বারা।

২৭. দাক্ষিনাত্য মালভূমি কোন ধরণের শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ-  ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।

২৮. শিলা কী ?
উত্তরঃ-  শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ । 

২৯. গ্রানাইট শিলা কোন্ কোন্ খনিজ দ্বারা গঠিত ?
উত্তরঃ-  গ্রানাইট শিলা কোয়ার্টজ , ফেল্ডসপার , মাইকা , হর্নব্লেড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত ।

৩০. ডায়াটম মাটি কী ? 
উত্তরঃ-  জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা । 

৩১. একটি কার্বনসম পাললিক শিলার উদাহরণ দাও ।
 উত্তরঃ-  বিটুমিনাস কয়লা । 

৩২. চুনাপাথরের রাসায়নিক নাম কী ? 
উত্তরঃ-  ক্যালশিয়াম কার্বনেট ।

৩৩. আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?
উত্তরঃ-  65 % -এর বেশি সিলিকা থাকে । 

৩৪. নিঃসারী শিলার দানার ব্যাস কত ? 
উত্তরঃ-  1 মিলিমিটারের কম । 

৩৫. ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ? 
উত্তরঃ-  55 % -এর বেশি । 

৩৬. পাতালিক শিলার দানার ব্যাস কত ? 
উত্তরঃ-  3 মিলিমিটারের বেশি । 

৩৭. কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ? 
উত্তরঃ-  বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি ।

৩৮. কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ? 
উত্তরঃ-  সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

৩৯. একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো । 
উত্তরঃ-  হেমাটাইট । 

৪০. চুনাপাথর কী কী কাজে লাগে ? 
উত্তরঃ-  সিমেন্ট তৈরিতে , লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ।

৪১. পেট্রোলজি কী ? 
উত্তরঃ-  বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় । 

৪২. শিলা কাকে বলে? 
উত্তরঃ-  পৃথিবী পৃষ্ঠ বা ভূত্বক যে সব উপাদান দ্বারা গঠিত তাদের শিলা বলা হয়। প্রকৃতিতে প্রাপ্ত  এক বা একাধিক খনিজের সমসত্ত্ব  ও অসমসত্ত্ব মিশ্রনকে শিলা বলে। 

৪৩. খনিজ কাকে বলে?
উত্তরঃ-  এক বা একাধিক অজৈব মৌলিক উপাদানের সহযোগে গঠিত উপাদানকে খনিজ বলে। 

৪৪. পেনসিলের সিস কোন শিলা থেকে তৈরি হয় এবং এটি কীধরনের শিলা?
উত্তরঃ-  গ্রাফাইট শিলা থেকে, এটি এক প্রকার রূপান্তরিত শিলা। 

৪৫. খনিজের কাঠিন্য পরিমাপক স্কেলের নাম কী?
উত্তরঃ-  মোহ স্কেল। এই স্কেলের মান ১ থেকে ১০ পর্যন্ত হয়। এই মোহ স্কেল অনুসারে সবচেয়ে নরম খনিজ ট্যাল্ক ও সবচেয়ে কঠিন খনিজ হীরা। 

৪৬. ভারতের খনিজ ভান্ডার কাকে বলে?
উত্তরঃ-  ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। 

৪৭. কোন্ কোন্ খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ? 
উত্তরঃ-  কোয়ার্টজ , টোপ্যাজ , ব্যালসাইট , হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়।

৪৮. একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও । তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ-  একটি মধ্যবর্তী শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 % -3551 

৪৯. সমসত্ত্ব শিলা কাকে বলে?
উত্তরঃ-  যে সব শিলা একটিমাত্র খনিজের সমন্বয়ে গঠিত, তাদের সমসত্ত্ব শিলা বলে। যেমন - চুনাপাথর কেবলমাত্র ক্যালসাইট খনিজের সমন্বয়ে গঠিত। 

৫০. অসমসত্ত্ব শিলা কাকে বলে?
উত্তরঃ-  যে সব শিলা একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত তাদের অসমসত্ত্ব শিলা বলে। যেমন - গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। 

৫১. মিনরেলজি কী ? 
উত্তরঃ-  বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনরেলজি বলা হয় । 

৫২. উদ্‌বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী ? 
উত্তরঃ-  উদ্‌বেধী আগ্নেয় শিলা দু – রকম । যথা — উপপাতালিক ও পাতালিক শিলা । 

৫৩. গ্রানাইট চিকচিক করে কেন ?
উত্তরঃ-  অভ্রের উপস্থিতির জন্য গ্রানাইট চিকচিক করে। 

৫৪. উদবেধী আগ্নেয়শিলা কয় প্রকার ও কী কী?
উত্তরঃ-  উদবেধী আগ্নেয়শিলা দুই প্রকার, যথা - পাতালিক ও উপপাতালিক আগ্নেয়শিলা। 

৫৫. পাতালিক আগ্নেয়শিলা কাকে বলে?
উত্তরঃ-  ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে ম্যাগমা জমাট বেঁধে যে সব উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাদের পাতালিক আগ্নেয়শিলা বলে। উদাহরণ - গ্রানাইট।

৫৬. উপপাতালিক আগ্নেয়শিলা কাকে বলে?
উত্তরঃ-  ভূপৃষ্ঠের অল্প নিচে ধীরে ধীরে শীতল হয়ে যে সব উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি হয়, তাকে উপপাতালিক আগ্নেয়শিলা বলে। যেমন - ডোলেরাইট ।

৫৭. মহাদেশীয় ভূত্বক কোন ধরণের শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ-  গ্রানাইট শিলা দ্বারা।

৫৮. শিলা গঠনকারী কয়েকটি খনিজ পদার্থের নাম লেখো।
উত্তরঃ-  লোহা, তামা, সোনা, কোয়াটার্জ, অভ্র ইত্যাদি।

৫৯. গ্রানাইট শিলা কোন কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত?
উত্তরঃ- কোয়াটার্জ, ফেল্ডসপার, অভ্র, হর্নব্লেন্ড ইত্যাদি।

৬০. চুনাপাথর কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত?
উত্তরঃ- ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট।

৬১. শিলার সচ্ছিদ্রতা কাকে বলে?
উত্তরঃ- শিলার মধ্যেকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাতকে শিলার সচ্ছিদ্রতা বলে।

৬২. গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ গুলি দেখতে কেমন হয়?
উত্তরঃ-  গোলাকার আকৃতির 

৬৩. পেরিডোটাইট শিলাচ সিলিকার পরিমাণ কত ? 
উত্তরঃ-  দেরিডোটাইট শিলায় সিলিকার পরিমাণ 45 % -এর কম ।

৬৪. নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন ? 
উত্তরঃ-  এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম ।

৬৫. প্রাথমিক শিলা কাকে বলা হয় এবং কেন?
উত্তরঃ-  আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় একে প্রাথমিক শিলা বলা হয়। 

৬৬. প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে কি বলে?
উত্তরঃ- শিলা।

৬৭. শিলার প্রবেশ্যতা কাকে বলে?
উত্তরঃ-  শিলার মধ্য দিয়ে তরল ও গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশ্যতা বলে।

৬৮. শিলা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ-  শিলা তিন প্রকার, যথা-আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা।

৬৯. প্রাথমিক শিলা কাকে বলা হয়?
উত্তরঃ-  পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়।

৭০. পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে যে কঠিন শিলা সৃষ্টি হয়েছে, তাকে কি বলে?
উত্তরঃ-  আগ্নেয় শিলা।

৭১. দুটি আগ্নেয় শিলার নাম লেখ?
উত্তরঃ-  গ্রানাইট ও ব্যাসল্ট।

৭২.  উদবেধী আগ্নেয় শিলা কাকে বলে?
উত্তরঃ-  ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের কোন দুর্বল স্থান বা ফাটল পথে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি হয়, তাকে উদ্ভিদ আগ্নেয়শিলা বলে।

৭৩. উদবেধী আগ্নেয় শিলার দানাগুলো নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলোর তুলনায় বড়/স্থূল হয় কেন?
উত্তরঃ-  ভূ-অভ্যন্তরে ম্যাগমা  অনেকদিন ধরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদবেধী আগ্নেয় শিলা সৃষ্টি হয় বলে, এই শিলার দানাগুলো অপেক্ষাকৃত বড় হয়।

৭৪. দুটি উদবেধী আগ্নেয় শিলার নাম লেখো।
উত্তরঃ-  গ্রানাইট ও ডোলেরাইট।

৭৫. উদবেধী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তরঃ-  উদবেধী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, যথা-পাতালিক শিলা ও উপপাতালিক শিলা।

৭৬. পাতালিক শিলা কাকে বলে?
উত্তরঃ- ভূ-অভ্যন্তরের একেবারে তলদেশে অত্যন্ত ধীরে ধীরে ম্যাগমা শীতল ও সঞ্চিত হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি হয়, তাকে পাতালিক শিলা বলে।

৭৭. একটি পাতালিক শিলার নাম লেখো।
উত্তরঃ-  গ্রানাইট।

৭৮.  উপপাতালিক শিলা কাকে বলে?
উত্তরঃ- ভূ-অভ্যন্তরের ম্যাগমা কোন ফাটল বা ছিদ্র পথের মধ্যে ধীরে ধীরে শীতল ও সঞ্চিত হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি হয়, তাকে উপপাতালিক শিলা বলে।

৭৯.  আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ- উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু প্রকার, যথা-নিঃসারি আগ্নেয় শিলা এবং উদবেধী আগ্নেয় শিলা।

৮০. নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে?
উত্তরঃ- ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ফাটল পথে বা ভূত্বকের কোন দুর্বল স্থান দিয়ে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে লাভাস্রোত রূপে প্রবাহিত হওয়ার পর ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি হয়, তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে।

৮১. দুটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো।
উত্তরঃ-  ব্যাসল্ট ও ও অবসিডিয়ান।

৮২. নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন? 
উত্তরঃ- ভূপৃষ্ঠে বেরিয়ে আসা লাভা ঠান্ডা বাতাসের সংস্পর্শে খুব দ্রুত জমাট বেঁধে  গঠিত হয় বলে নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলি সূক্ষ হয়।

৮৩. নিঃসারী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তরঃ-  নিঃসারী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, যথা-পাইরোক্লাস্টিক শিলা ও লাভা শিলা।

৮৪. একটি উপ পাতালিক শিলার নাম লেখো?
উত্তরঃ- ডোলেরাইট।

৮৫. কোন কোন খনিজের কেলাস গঠন ভালোভাবে দেখা যায়?
উত্তরঃ-  কোয়ার্টাজ, টোপ্যাজ, ক্যালসাইট, হীরে ইত্যাদি।

৮৬. বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অনুর সংযুক্ত হয়ে____________গঠন করে। 
উত্তরঃ- কেলাস।

৮৭. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ-  গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা।

৮৮. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ-  ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা।

৮৯. মহাসাগরীয় ভূত্বক কোন ধরণের শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ-  ব্যাসল্ট শিলা দ্বারা 

৯০. শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝ ? 
উত্তরঃ-  শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় । 

৯১. পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও । 
উত্তরঃ-  ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিনা ।

৯২. ভারতের লালকেল্লা কোন ধরণের শিলা দ্বারা গঠিত?
উত্তরঃ-  বেলেপাথর। 

৯৩. বিশ্বারলাইট কী ধরনের শিলা ? 
উত্তরঃ-  কিষারলাইট একটি অভিক্ষারকীয় শিলা । 

৯৪. ব্যাসল্ট গঠনকারী খনিজ ? 
উত্তরঃ-  ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হল —– কোয়ার্টজ , ফেসপার , অলিভিন , পাইরঙ্গিন ।

৯৫. গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপের আকৃতি কেমন হয়?
উত্তরঃ-  গোলাকার।

৯৬. ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপের আকৃতি কেমন হয়
উত্তরঃ-  চ্যাপ্টা।

৯৭. ব্যাসল্ট শিলা কোন কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত?
উত্তরঃ- কোয়ার্টাজ, ফেল্ডসপার, অলিভিন ও পাইরক্সিন।


অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা / Sila (তৃতীয় অধ্যায়)" সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর" । WBBSE Class 8th Geography 3rd Chapter SAQ Questions and Answers 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | SAQ Questions and Answers (Class Eight geography first chapter) 

১. সমসত্ত্ব (Homogeneous) ও অসমসত্ত্ব (Heterogeneous) মিশ্রণ বলতে কী বোঝো?
উত্তরঃ-  যে মিশ্রণে উপাদানগুলি সব জায়গায় সমান অনুপাতে থাকে, তাকে সমসত্ত্ব (Homogeneous) মিশ্রণ বলে।

যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে, তাকে অসমসত্ত্ব (Heterogeneous) মিশ্রণ বলে।

২. বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ উল্লেখ করো?
উত্তরঃ-  গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট,  বেলেপাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল, পিট কয়লা থেকে গ্রাফাইট, শেল থেকে স্লেট, স্লেট থেকে ফিলাইট, ফিলাইট থেকে সিস্ট প্রভৃতি। 

৩. রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য গুলি লেখ?
উত্তরঃ-  ক) রূপান্তরিত শিলা অনেক কঠিন প্রকৃতির হয়। খ) আগ্নেয়শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলা পূর্বের তুলনায় অনেক বেশি মসৃন, কেলাসিত ও চকচকে হয়। গ) পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা হ্রাস পায়।  ঘ) রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না। 

৪. কোন্ ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন? / অথবা, রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় কেন? 
উত্তরঃ-   প্রচণ্ড চাপে, তাপে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়। রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজসমূহের অবস্থ পরিবর্তন ঘটে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ পদার্থগুলির পুনর্বিন্যাস ঘটে একদিকে কাছাকাছি চলে আসে। ফলে, রূপান্তরিত শিলা থেকে বাণিজ্যিকভাবে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়।

৫. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ?
উত্তরঃ-  বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সুক্ষ্ম , শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে ।

৬. শিলার সচ্ছিদ্রতা (Porosity) বলতে কী বোঝো?
উত্তরঃ-   শিলা ছোটো, বড়ো নানা কণায় গঠিত। ফলে, কণাগুলির মধ্যে ফাঁক থাকে। কোনো নির্দিষ্ট পরিমাণ শিলার মোট আয়তন এবং ওই শিলার মধ্যের ফাঁকা স্থানের শতকরা অনুপাতকে সচ্ছিদ্রতা বলে। সচ্ছিদ্রতার পরিমাণ বেশি হলে ওই শিলায় ভৌমজলের ভাঙার গড়ে ওঠে।
উদাহরণ: কাদামাটির সচ্ছিদ্রতা বেশি।

৭. রূপান্তরিত শিলা কাকে বলে? 
উত্তরঃ-  আগ্নেয় ও পাললিক শিলা চাপ ও তাপের সংস্পর্শে এসে দীর্ঘ সময়ের ব্যবধানে তাদের পূর্বের বৈশিষ্ট্যের সম্পূর্ন পরিবর্তন সাধন করে নতুন বৈশিষ্ট্য বা ধর্ম সম্পন্ন যে শিলার বিকাশ ঘটায়, তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন - গ্রানাইট থেকে নিস, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। 

৮. স্তরায়ণ তল (Bedding Plane) কাকে বলে? *
সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় বলে একে স্তরীভূত শিলা হলে। পাললিক শিলার এই স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ণ তল (Bedding Plane) বলে। ওরায়ণ তলে জীবাশ্ম দেখা যায়।

৯. হিমালয় পর্বতমালা কোন শিলায় গঠিত এবং কেন?
উত্তরঃ-   ভারত তথা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় মূলত পাললিক শিলায় গঠিত,  কারণ বহুকাল পূর্বে টেথিস নামক অগভীর সমুদ্রে পলি জমে জমে পাললিক শিলার সৃষ্টি হয়। পরবর্তীকালে এই সমুদ্রের দুই দিকের ভূখণ্ডের (পাত) পার্শ্বচাপে ওই পাললিক শিলা ভাজপ্রাপ্ত হয়ে ওপরে উঠে এসে হিমালয় নামক ভঙ্গিল পর্বতের রূপ নিয়েছে।

১০. জীবন্ত জীবাশ্ম (Living Fossil) কাকে বলে?
উত্তরঃ-  অতীতে উৎপত্তি লাভ করলেও পরিবেশ পরিবর্তনের সঙ্গো নিজেদের অভিযোজন অর্থাৎ পরিবর্তন ঘটিয়ে কিছু কিছু জীব আজও পৃথিবীতে বেঁচে আছে কিন্তু তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, এদের বা রাজ কাঁকড়া। জীবন্ত জীবাশ্ম বলে। যেমন— উত্তর আমেরিকার পূর্ব উপকূলের রাজ কাকড়া, নিউজিল্যান্ডের মেরুদণ্ডী প্রাণী তুরাতারা ইত্যাদি।

১১. মাটি (Soil) কাকে বলে? 
উত্তরঃ-  দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার দ্বারা আদি বা জনক শিলার পরিবর্তন ঘটে ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থসমৃদ্ধ যে পাতলা বা পুরু ভঙ্গুর আবরণী বা স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ, তাকে মাটি বা মৃত্তিকা (Soil) বলে। যেমন— পলিমাটি, ল্যাটেরাইট মাটি ইত্যাদি।

১২. কোন্ জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় এবং কেন? – ব্যাখ্যা করো।
উত্তরঃ-  সাধারণত উন্ন-আর্দ্র জলবায়ুতে মাটির গঠন দ্রুত প্রি হয়, কারণ— @ এই জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি হয় বলে শিলা দ্রুত বিয়োজিত ও পরিবর্তিত হয়, @ এই জলবায়ুতে প্রচুর  উদ্ভিদ জন্মায় বলে হিউমাস সৃষ্টি হয়, @ জীবাণুর সংখ্যা অধিক বলে মৃত উদ্ভিদ ও জীবের দেহ দ্রুত পচে গিয়ে মাটির গঠন ত্বরান্বিত হয়।

১৩. অঞ্চলভেদে কীভাবে শিলার রূপান্তর ঘটে ? 
উত্তরঃ-  প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রুপান্তর ঘটে । যেমন— প্লেট । স্পর্শ বা তাপের ফলে ছোটো অঞ্চল জুড়ে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর ঘটে । যেমন- মার্বেল । 

১৪. কার্স্ট ভূমিরূপ বলতে কী বোঝ?
উত্তরঃ-  চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবন কার্যের ফলে এক বিশেষ ধরণের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়, তাকে কার্স্ট ভূমিরূপ বলে। 

১৫. রেললাইনের মাঝে থাকা শিলার নাম কী? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয় ? 
উত্তরঃ-  রেললাইনে ব্যাসল্ট শিলা রাখা হয়। ব্যাসল্ট হল এক ধরনের আগ্নেয় শিলা। পাইরক্সিন, কোয়ার্টজ, ফেন্ডসপার, লোহা, অলিভিন ইত্যাদি খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় খুব শক্ত প্রকৃতির হয়। খুব ভারী ও ক্ষয় প্রতিরোধী এই শিলা রেললাইনের মাঝে থাকায় লাইনগুলি ট্রেন যাওয়ার পরেও স্থানচ্যুত হয় না এবং রেল, বৃষ্টির জল, বায়ু দ্বারা সহজে ক্ষয়প্রাপ্তও হয় না৷

১৬. রেগোলিথ কাকে বলে? *
উত্তরঃ-  আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয়, তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠনের

১৭. হিউমাস কাকে বলে?
উত্তরঃ-  মাটির মধ্যস্থ জীবাণু দ্বারা মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো বর্ণের জটিল কলয়েড পদার্থ সৃষ্টি হয়, তাকে হিউমাস বলে। পরবর্তী সময়ে হিউমাস খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। যে মাটিতে হিউমাস বেশি থাকে, সেই মাটি খুব উর্বর হয় এবং এর জলধারণ ক্ষমতাও বেশি হয়।

১৮. স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কাকে বলে?
উত্তরঃ-  চুনাপাথরের গুহার মধ্যে দ্রবন কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়, তারমধ্যে অন্যতম হল স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট। গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দন্ড গুলিকে স্ট্যালাকটাইট এবং গুহার মেঝে থেকে ওপরের দিকে বদ্ধিত স্তম্ভের মতো অংশকে স্ট্যালাকমাইট বলে। 

১৯. চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন ? 
উত্তরঃ-  চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে এলে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে বাঁধ ভেঙে যেতে পারে । এছাড়া চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ না করাই শ্রেয় ।

২০. লবণাক্ত মাটি কীভাবে তৈরি হয় ? এই মাটির বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ-  সমুদ্রের ধারের শিলাচূর্ণ জোয়ারের জলের সংস্পর্শে এসে লবণাস্ত মাটি তৈরি করে । এই মাটিতে অধিক পরিমাণে সামুদ্রিক লবণ মিশে থাকে । পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই মাটি দেখা যায় ।

২১. পাললিক শিলা কাকে বলে?
উত্তরঃ-  বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা আগ্নেয় ও রূপান্তরিত শিলা ক্ষয় প্রাপ্ত হয় এবং সেই ক্ষয় জাত পদার্থ কোন নিচু অঞ্চলে স্তরে স্তরে সঞ্চিত হলে তা পরবর্তী কালে তাপ ও চাপের ফলে জমাট বেঁধে যে কঠিন শিলার সৃষ্টি করে, তাকে পাললিক শিলা বলে। যেমন - চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর প্রভৃতি।

২২. আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী?
উত্তরঃ-  উত্তপ্ত তরল অবস্থা থেকে পৃথিবী ধীরে ধীরে তাপ বিকিরন করে শীতল ও কঠিন হয়ে যে শক্ত আবরন সৃষ্টি করে তাকে আগ্নেয়শিলা বলে। আবার ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে এসে শীতল হয়েও আগ্নেয়শিলার সৃষ্টি হয়। যেমন - গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। আগ্নেয়শিলাকে উৎপত্তি অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, যথা - নিঃসারী ও উদবেধী শিলা। 

২৩. নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে?
উত্তরঃ-  ভূগর্ভস্থ ম্যাগমা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত জমাট বেঁধে ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে শিলার সৃষ্টি হয়, তাকে নিঃসারী শিলা বলে। যেমন - ব্যাসল্ট, অবসিডিয়ান, রায়োলাইট প্রভৃতি। 

২৪. উদবেধী আগ্নেয়শিলা কাকে বলে?
উত্তরঃ-  ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠের বাইরে বেরোতে না পেরে ভূপৃষ্ঠের অল্প নিচে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদবেধী আগ্নেয়শিলার সৃষ্টি করে। যেমন - গ্রানাইট, গ্যাব্রো, ডোলেরাইট প্রভৃতি। 

২৫. পাললিক শিলার বিশেষত্বগুলি কী কী ?
উত্তরঃ-  পাললিক শিলার বিশেষত্বগুলি হল- 
( i ) এই শিলায় স্তরায়ন ও কাদার চিড় খাওয়া দাগ লক্ষ করা যায় । 
( II ) একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় । 
( iii ) এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায় । 
( iv ) এই শিলার প্রবেশ্যতা বেশি । 
( v ) এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয় । 
( vi ) কয়লা , খনিজ তেল , প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা । 
( vi ) কঠিন আগ্নেয় শিলার থেকে কম , দারণ , ফাটল বা কেলাসের গঠন থাকে না । 

২৬. পাললিক শিলার প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো?
উত্তরঃ-  ক) পাললিক সিলায় স্তর দেখা যায় বলে, একে স্তরীভূত শিলা বলে। 
খ) পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। 
গ) পাললিক শিলা হালকা, নরম ও ভঙ্গুর প্রকৃতির। 
ঘ) পাললিক শিলার প্রবেশ্যতা বেশি ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম। 
ঙ) কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মূলত এই পাললিক শিলায় পাওয়া যায়। 

২৭. জীবাশ্ম কাকে বলে? 
উত্তরঃ-  পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠন কালে উদ্ভিদ ও প্রানী সেই পলির স্তরের মধ্যে চাপা পরে গেলে কালক্রমে সঞ্চিত পলির প্রবল চাপে সেই উদ্ভিদ ও প্রানীর দেহ জমাট বেঁধে প্রস্তরীভূত হলে পাললিক শিলায় তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়। একে জীবাশ্ম বলে। 

২৮. পাললিক শিলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
উত্তরঃ-  উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, যথা - সংঘাত শিলা ও অসংঘাত শিলা। 

২৯. সংঘাত শিলা কাকে বলে?
উত্তরঃ-  আগ্নেয়শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেই সব ক্ষয়জাত পদার্থের সঞ্চয়ের হয়ে যে পাললিক শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা। যেমন - কাদাপাথর, বেলেপাথর, কংগ্লোমারেট প্রভৃতি। 

৩০. অসংঘাত শিলা কাকে বলে?
উত্তরঃ-  রাসায়নিক ও জৈবিক ভাবে যে সব পাললিক শিলার সৃষ্টি হয়, তাকে অসংঘাত শিলা বলে। যেমন - চুনাপাথর, কয়লা, চার্ট, লবন শিলা প্রভৃতি। 

৩১. প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কী নিয়ে গঠিত ? 
উত্তরঃ-  প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন , অক্সিজেন , লোহা , অ্যালুমিনিয়াম , ম্যাগনেশিয়াম , ক্যালশিয়াম , সোডিয়াম ও পটাশিয়াম এই আটটি মৌল নিয়ে গঠিত । 

৩২. আগ্নেয় শিলায় কীভাবে কেলাস গঠিত হয় ? 
উত্তরঃ-  সাধারণত আগ্নেয় শিলা তৈরি হওয়ার সময় তার মধ্যে গরম খনিজ জল থেকে যায় যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে । শিলা ঠান্ডা হলে এই শিরার আকারে খনিজ জলের অণু কেলাস গঠন করে । 

৩৩. জীবাশ্ম কী ? এটি কোন্ শিলায় দেখা যায় ? 
উত্তরঃ-  স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিস বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় । পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষ ছাপ থেকে যায় , একে বলে জীবাশ্ম । জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায় । জীবাশ্ম

৩৪. রেগোলিথ কী ? 
উত্তরঃ-  বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন — নদী , বায়ু , বৃষ্টিপাত , সমুদ্রতরঙ্গ , হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে । পরে এর সাথে জল , বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে , এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হল রেগোলিথ ।

৩৫. আগ্নেয় শিলা কাকে বলে?
উত্তরঃ-  পৃথিবী সৃষ্টির সময় ভূত্বকের ওপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।

৩৬. রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? 
উত্তরঃ-  অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূ-পৃষ্টের চাপ ও অতিরিক্ত তাপে পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে, একে রূপান্তরিত শিলা বলে।

৩৭. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো । 
উত্তরঃ-  আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় যথা — নিঃসারী শিলা ও উদ্‌বেধী শিলা । ভূ – অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে । যেমন — ব্যাসন্ট । 

৩৮. কোন্ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায় ? 
উত্তরঃ-  রং , কাঠিন্য , উজ্জ্বলতা , ভঙ্গুরতা , গঠন ও রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির ভিত্তি করে । শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা হয় ।

৩৯. উদ্‌বেধী আগ্নেয় শিলা কাকে বলে । উদাহরণসহ লেখো ।
উত্তরঃ-  ভূ – অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ – অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে উদ্‌বেধী আগ্নেয় শিলা বলে । যেমন — গ্রানাইট , ডোলেরাইট ।

৪০. উদ্‌বেধী আগ্নেয়শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? পাতালিক ও উপপাতালিক শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো ।
উত্তরঃ-  উদ্‌বেধী আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয় । যথা — পাতালিক শিলা ও উপপাতালিক শিলা । যেমন- ম্যাগমা ভূ – অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে । যেমন — গ্রানাইট । ম্যাগমা ভূ – অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে । যেমন – ডোলেরাইট ।

৪১. গ্রানাইট শিলা চিক চিক করে কেন ? 
উত্তরঃ-  গ্রানাইট শিলার মধ্যে থাকা খনিজগুলির মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে । তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে । 

৪২. ছোটনাগপুরকে খনিজ সম্পদের ভাঙার বলে কেন ? 
উত্তরঃ-  ভারতে ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন — লোহা , তামা , বক্সাইট , ম্যাঙ্গানিজ , ডলোমাইট , প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ সম্পদের ভাঙার বলে ।

৪৩. পাললিক শিলা কিভাবে তৈরি হয়?
উত্তরঃ-  বহু বছর ধরে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কারী শক্তির সাথে প্রবাহিত হয়ে সমুদ্র,হ্রদ ইত্যাদির নীচে জমে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে।

৪৪. জীবাশ্ম কি?
উত্তরঃ-  পলিমাটি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনের সময় কোনো উদ্ভিদ বা প্রাণী সেই পলির স্তরে চাপা পড়ে গেলে তার দেহের প্রস্তুরীভুত ছাপ থেকে যায় একে জীবাশ্ম বা Fossil বলে।

৪৫. আগ্নেয় শিলা কাকে বলে ? 
উত্তরঃ-  পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে এবং ওপরে যে কঠিন শিলা সৃষ্টি হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে । 

৪৬. স্ট্যালাগটাইট কাকে বলে ? 
উত্তরঃ-  চুনাপাথরের গুহার ছাদ থেকে পাথরের মতো দেখতে সূঁচালো জিনিস নীচের দিকে নেমে আসে । এই ধরনের চুনের স্তরকে বলে স্ট্যালাগটাইট । 

৪৭. ভার ঢল কাকে বলে ?
উত্তরঃ-  পাললিক শিলার স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ন তল বলে ।

৪৮. আগ্নেয় শিলার বিশেষত্বগুলি লেখো । 
উত্তরঃ-  আগ্নেয় শিলার বিশেষত্বগুলি হল – 
( I ) এই শিলা শক্ত ও ভারী , ঘনত্ব খুব বেশি হয় । 
( II ) এই শিলায় উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায় । 
( iii ) এই শিলায় উল্লম্ব দারন ও ফাটল দেখা যায় তাই এর প্রবেশ্যতা বেশি । 
( iv ) এই শিলার রং হালকা থেকে গাঢ় হতে পারে । 
( v ) এই শিলায় ভঙ্গুরতা কম ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি । 

৪৯. কার্স্ট ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় ? 
উত্তরঃ-  চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোটো বড়ো নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্ভের সৃষ্টি করে । একে বলা হয় কার্স্ট ভূমিরূপ । 

৫০. আগ্নেয় শিলার আরেক নাম কী ? কেন ? 
উত্তরঃ-  আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা । পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ায় জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা ।

৫১. কোন্‌ ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেকানট্র্যাপ – এর অংশ ?
উত্তরঃ-  মহারাষ্ট্রের পঞ্চগণি , মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষি ভূমি ডেকানট্যাপ – এর অংশ ।

৫২. রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কী ? 
উত্তরঃ-  রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হল রক জিপসাম ।

৫৩. সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি পার্থক্য বলো । 
উত্তরঃ-  সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে । অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে । 

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)


১. কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও । 
উত্তরঃ-  কোয়ার্টজ — গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান , খুব কঠিন , সাদা , বড়ো ভূজাকৃতি কেলাসাকার । গয়না তৈরি , কাচ ও পাথর কাটতে এটি ব্যবহৃত হয় । 

২. ফেসপার – সাদা বা গোলাপি রঙের ফেল্ডসপার গ্রানাইট ও ব্যাসন্টের অন্যতম উপাদান । ফেল্ডসপার প্লেটের মতো মসৃণ , সেরামিক শিল্প , কাচ তৈরিতে এর ব্যবহার হয় । অম্ল – চকচকে , পাতলা , মসৃণ ও ভঙ্গুর হয় । তাপ ও বিদ্যুতের কুপরিবাহী , বৈদ্যুতিক সরঞ্জাম , প্রতিমার সাজ ও রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয় । এর উপস্থিতি থাকার ফলে গ্রানাইট শিলা চিকচিক করে । 

৩. জিপসাম – বেশ নরম হালকা হলুদ রঙের হয় । সিমেন্ট শিল্পে , সার তৈরি ও নির্মাণ কার্যে এর ব্যবহার হয় ।

2. শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো । 
উত্তরঃ-  মানুষের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কার্যকলাপে শিলার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ । 

আগ্নেয় শিলার ব্যবহার : 
( I ) বাড়ি ও তার মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয় । 
( II ) রাস্তাঘাট , রেল লাইন ও ট্রামলাইনে ব্যাসল্ট শিলার ব্যবহার দেখা যায় । 
( III ) জলাধার ও বাঁধ নির্মাণে আগ্নেয় শিলার ব্যবহার হয় । 
( iv ) সোনা , রূপা , দত্তা ও সিসা প্রভৃতি খনিজ আগ্নেয় শিলা থেকে সংগৃহীত হয় । 
( v ) কৃষিকাজের ক্ষেত্রে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি কালো মাটিতে তুলো ও গম চাষ ভালো হয় ।

৩. পাললিক শিলার ব্যবহার : 
( i ) প্রাচীনযুগে বিভিন্ন দুর্গ , প্রাসাদ প্রভৃতি নির্মাণ কার্যে বেলেপাথরের ব্যবহার লক্ষ্য করা যায় । 
( II ) সিমেন্ট , লৌহ – ইস্পাত , রাসায়নিক শিল্পে এবং গৃহনির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয় । 
( iii ) পাললিক শিলা থেকে সৃষ্ট পলিমাটি কৃষিকাজের অত্যন্ত উপযোগী । 
( iv ) রাসায়নিক তৈরিতে পাললিক শিলা যেমন চিনামাটির ব্যবহার দেখা যায় । 
( v ) পাললিক শিলায় কয়লা , খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

৪. রূপান্তরিত শিলার ব্যবহার : ( I ) মার্বেল পাথর থেকে নানা নির্মাণকার্য হয়ে থাকে । পাহাড়ি অঞ্চলে প্লেটপাথর থেকে মেঝে ও ছাদ তৈরি হয় । ( ii ) শিল্পক্ষেত্রে প্রানাইট থেকে পেনসিলের সিস , স্লেটপাথর প্রভৃতি লেখার কাজে ব্যবহার হয় । ( iii ) রূপান্তরিত শিলা থেকে খনিজ সংগৃহীত হয় ।

৫.  শিলাচক্র কাকে বলে ? 
উত্তরঃ-  আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ , চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় । আবার বহু বছর পর এইসব শিলা ভূ – আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয় , আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয় । আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে । প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিক্ষা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে । এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র ।

৬. প্রধান দুটি আগ্নেয় শিলার পরিচয় দাও ।
উত্তরঃ-  গ্রানাইট ও ব্যাসন্ট হল প্রধান দুটি আগ্নেয় শিলা । গ্রানাইট : মহাদেশীয় ভূত্বক এই আগ্নেয়শিলা দ্বারা গঠিত । কোয়ার্টজ , ফেসপার , মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত গ্রানাইট শিলা হালকা সাদা , ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে । এই শিলা অপ্রবেশ্য , খুব ভারী ও শক্ত হওয়ায় ফলে গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি । ভূ – অভ্যন্তরে অতি ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় গ্রানাইট শিলার দানাগুলো কিছুটা বড়ো হয় । এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় । 

ব্যাসল্ট ঃ মহাসাগরীয় ভূত্বক এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত । ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলি হল কোয়ার্টজ , ফেল্ডসপার , অলিভিন ও পাইরক্সিন । খুব ভারী ও শক্ত এবং ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে । ব্যাসন্ট শিলার  উল্লখ দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি । খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ার ফলে এই শিলার দানাগুলো বেশ সুক্ষ্ম । এই শিলাদ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় ।

৭. পাললিক শিলার অপরিহার্যতা আলোচনা করো ।
উত্তরঃ-  প্রায় 30-35 কোটি বছর আগে ভূ – আন্দোলনের ফলে পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং সেখানকার চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয় । 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা প্রাণী চাপা পড়ে ও সেখানকার চাপ ও তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে নিজ তেলের সৃষ্টি হয় । খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায় । একমাত্র সচ্ছিদ্র পাললিক শিলান্তরই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় । 

অষ্টম শ্রেণীর ভূগোল সকল অধ্যায় পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করো ( Class 8 Geography All Chapters' Questions and Answers Here WBBSE)

  1. অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  2. অষ্টম শ্রেণীর ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  3. অষ্টম শ্রেণীর ভূগোল – শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  4. অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  5. অষ্টম শ্রেণীর ভূগোল – মেঘ বৃষ্টি (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  6. অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  7. অষ্টম শ্রেণীর ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  8. অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  9. অষ্টম শ্রেণীর ভূগোল – উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  10. অষ্টম শ্রেণীর ভূগোল – দক্ষিণ আমেরিকা (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here
  11. অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর Click Here

Related searches
অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর 2023 / ক্লাস 8 ভূগোল অধ্যায় 1 প্রশ্ন এবং উত্তর / অষ্টম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় / অষ্টম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর শিলা / Sila / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর 2023 / অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / অষ্টম শ্রেণীর প্রশ্ন উত্তর ভূগোল / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর দশম অধ্যায় / অষ্টম শ্রেণীর ভূগোল বই pdf / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় / অষ্টম শ্রেণির ভূগোল বই


Some Information about this article  : 

WBBSE Class 8th Geography Question and Answer  | West Bengal West Bengal Class Eight VIII (Class 8th) Geography Qustions and Answers with Suggestion 

অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর   
” অষ্টম শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII  / WB Class 8  / WBBSE / Class 8  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class VIII / Class 8 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে geographybd.in এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion  / Geography Class 8 Exam Guide  / Class 8th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 8 Geography Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Six VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion  / Class 8 Geography Question and Answer  / Class VIII Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / Class 8 Geography Exam Guide  / Class 8 Geography Suggestion 2021 , 2022, 2023, 2024, 2025 / Class 8 Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 8 Geography Suggestion  FREE PDF Download) সফল হবে।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | Class 8 Geography MCQ or Multiple Choice Question and Answer |  অষ্টম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন উত্তর।


অষ্টম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল 

অষ্টম শ্রেণীর ভূগোল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Short Question and Answer |  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণী ভূগোল

অষ্টম শ্রেণীর ভূগোল – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির ভূগোল  – প্রশ্ন উত্তর | West Bengal Class 8th Geography 

অষ্টম শ্রেণীর ভূগোল (Class 8 Geography) – – প্রশ্ন ও উত্তর | | Class 8 Geography Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – প্রশ্ন উত্তর ।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  | ষষ্ঠ শ্রেণি ভূগোল | WB Class 8 Geography Question and Answer, Suggestion

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । WB Class 8 Geography Question and Answer, Suggestion | WBBSE Class 8th Geography Suggestion  | WB Class 8 Geography Question and Answer Notes  | West Bengal WB Class 8th Geography Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Suggestion. অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, Suggestion.

Class 8 Geography Question and Answer Suggestions  | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 8 Geography Question and Answer  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WBBSE Class 8th Geography Suggestion  | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

WBBSE Class 8th Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর । WBBSE Class 8th Geography Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8  Geography Suggestion  Download. WBBSE Class 8th Geography short question suggestion  . Class 8 Geography Suggestion   download. Class 8th Question Paper  Geography. WB Class 8  Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the WBBSE Class 8th Geography Question and Answer by geographybd.in

WBBSE Class 8th Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 8  Geography Suggestion with 100% Common in the Examination .

Class 8th Geography Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 8th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 8th Geography Syllabus Free Download Link Click Here 

Class 8th Eight VIII Geography Suggestion | West Bengal WBBSE Class 8 Exam 
Class 8 Geography Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 8th Eight VIII Geography Suggestion  is proVIIIded here. West Bengal Class 8th Geography Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography

আশাকরি তোমাদের অষ্টম ক্লাসের শিলা / Sila / Rock অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই অষ্টম শ্রেণীর শিলা / Sila / Rock অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের অষ্টম ক্লাসের  শিলা / Sila / Rock অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস অষ্টম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস অষ্টম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad