Type Here to Get Search Results !

দশম শ্রেণী ইতিহাস - (প্রথম অধ্যায়) ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | WBBSE Madhyamik History Chapter 1 Itihaser Dharona Question and Answer

মাধ্যমিক ইতিহাস – "ইতিহাসের ধারণা / Itihaser Dharona" (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Chapter 1 Question and Answer 

দশম শ্রেণীর ইতিহাস সাজেশন – ইতিহাসের ধারণা / Itihaser Dharona – সমস্ত প্রশ্ন উত্তর | ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায়ের সাজেশন প্রশ্ন উত্তর | দশম  শ্রেণীর ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) - WBBSE Class 10 Madhyamik History Chapter 1 Question and Answer 

WBBSE Class 10 Madhyamik History Chapter 1 Question and Answer | WBBSE Class 10th History Suggestion PDF | Madhyamik History Suggestion Chapter 1 | ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর

West Bengal  Class 10 / WB Madhyamik  History Solution Chapter 1
West Bengal  Board Class 10 / WB Madhyamik  History (ইতিহাস) Textbook Solution Chapter 1 ইতিহাসের ধারণা / Itihaser Dharona Question Answers by WBBSE Expert Teacher. West Bengal Board Class 10 / WB Madhyamik  History Solution Chapter 1. Madhyamik History Itihaser Dharona Question and Answer Mock Test. 

500+ দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর / ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – West Bengal Class 10th History Question and Answer 

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ? আশাকরি তোমরা খুব ভালো আছো । আজকে আমরা আলোচনা করবো তোমাদের দশম ক্লাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা / Itihaser Dharona সম্পর্কে । এই প্রথম অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম অধ্যায় এর ইতিহাসের ধারণা / Itihaser Dharona বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে দশম শ্রেণীর  প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। দশম শ্রেণীর ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো। 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History Question and Answer / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 10 History / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – প্রথম অধ্যায় "ইতিহাসের ধারণা / Itihaser Dharona" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History Question and Answer / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) ইতিহাসের ধারণা / Itihaser Dharona প্রশ্ন উত্তর (MCQ, SAQ, LAQ)/Class 10 History first chapter questions and Answers (MCQ, SAQ, LAQ) / দশম শ্রেণীর / মাধ্যমিক আমাদের পৃথিবী প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা / Itihaser Dharona | Class Ten / Madhyamik Amader Prithibi / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) 

ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – West Bengal Class 10th History Question and Answer
দশম শ্রেণী ইতিহাস - (প্রথম অধ্যায়) ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | WBBSE Madhyamik History Chapter 1 Itihaser Dharona Question and Answer

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) সঠিক উত্তরটি নির্বাচন করো । WBBSE Class 10th History 1st Chapter MCQ Questions and Answers | Madhyamik History Itihaser Dharona MCQ Question and Answer

সঠিক উত্তরটি নির্বাচন করো | MCQ Questions and Answers (Class Ten / Madhyamik History first chapter)

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১

১. “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রের পরিচালক-
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃনাল সেন
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তরুণ মজুমদার
উত্তরঃ-  (গ) ঋত্বিক ঘটক ।

২. বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে অংশ নেন-
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে ।

৩. ইতিহাস হল –
(A) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান 
(B) ভবিষ্যৎ – বিশ্লেষণ 
(C) কোনোটিই নয় 
(D) অতীতের বাস্তবতার অনুসন্ধান 
উত্তরঃ-  (D) অতীতের বাস্তবতার অনুসন্ধান

৪. ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত , তা হল – 
(A) প্রত্নতাত্ত্বিক
(B) ভূ – তত্ত্ববিদ 
(C) ঐতিহাসিক 
(D) নৃ – তাত্ত্বিক
উত্তরঃ-  (C) ঐতিহাসিক

৫. ইতিহাসের জনক ‘ নামে পরিচিত হলেন –
(A) হেরোডোটাস
(B) জোশেফাস 
(C) থুকিডিডিস 
(D) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস
উত্তরঃ-  (A) হেরোডোটাস

৬. সাধারণ ধারনায় ইতিহাস হল-
(ক) দেশীয় সাহিত্য
(খ) অতীতের কথা
(গ) বর্তমান কথা
(ঘ) রাজনীতি
উত্তরঃ-  (খ) অতীতের কথা।

৭. "ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা বলেছেন-
(ক) ই. এইচ. কার
(খ) বিউরি
(গ) ট্রাভেলিয়ান
(ঘ) র‍্যাঙ্কে
উত্তরঃ-  (খ) বিউরি।

৮. ‘হিস্টোরিয়া ‘ ( Historia ) নামক শব্দ থেকে ‘ হিস্ট্রি ‘ ( History ) কথার উদ্ভব , শব্দটি হল— 
(A) ইংরেজি শব্দ 
(B) গ্রিক শব্দ
(C) স্পেনীয় শব্দ
(D) জার্মান শব্দ
উত্তরঃ-  (B) গ্রিক শব্দ

৯. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন –
(A) লিওপোল্ড র‍্যাঙ্কে 
(B) মার্ক ব্লখ 
(C) জুরগেন কোকা
(D) লুসিয়েন ফেভর
উত্তরঃ-  (A) লিওপোল্ড র‍্যাঙ্কে

১০. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়-
(A) অতীত ঘটনা 
(B) ঐতিহাসিক গল্প – কথা 
(C) সমসাময়িক ঘটনা 
(D) অতীতের নথিবদ্ধ তথ্য 
উত্তরঃ-  D) অতীতের নথিবদ্ধ তথ্য

১১. ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা হলেন-
(ক) ই. পি. থমসন
(খ) মার্ক ব্লখ
(গ) ই. এইচ. কার
(ঘ) রণজিৎ গুহ
উত্তরঃ-  (ক) ই. পি. থমসন ।

১২. ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ গঠিত হয়-
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে ।

১৩. ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল –
(A) তথ্যের ব্যবহারকারী
(B) পাঠকদের মানসিকতা
(C) উপাদানের প্রাচুর্য
(D) উপাদানের দুষ্প্রাপ্যতা
উত্তরঃ-  (A) তথ্যের ব্যবহারকারী

১৪. “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ” — এই মন্তব্যটি কার ? 
(A) থুকিডিডিস
(B) লর্ড অ্যাকটন 
(C) এডমন্ড বার্ক 
(D) ই . এইচ . কার
উত্তরঃ-  (D) ই . এইচ . কার

১৫. “তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন ” – এই মন্তব্যটি কার ? 
(A) ডব্লু , হান্টার 
(B) জে . বি . বিউরি
(C) জি . এম . ট্রেভেলিয়ান
(D) লর্ড অ্যাকটন 
উত্তরঃ-  (C) জি . এম . ট্রেভেলিয়ান

১৬. ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(ক) রামচন্দ্র গুহ
(খ) রণজিৎ গুহ
(গ) অমলেশ ত্রিপাঠী
(ঘ) জ্ঞানেন্দ্র পাণ্ডে
উত্তরঃ-  (খ) রণজিৎ গুহ।

১৭.  ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে-
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে ।

১৮. “যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয় , বরণ এক সারি স্বীকৃত অভিমত ” —এ কথা কে বলেছেন ?
(A) লিওপোল্ড র‍্যাঙ্কে 
(B) ই . এইচ . কার 
(C) লর্ড অ্যাকটন
(D) জি . ব্যারাক্ল
উত্তরঃ-  (D) জি . ব্যারাক্ল

১৯. ‘অ্যানালস‘ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ? 
(A) ফ্রান্সে 
(B) ইংল্যান্ডে 
(C) রাশিয়াতে 
(D) জার্মানিতে
উত্তরঃ-  (A) ফ্রান্সে

২০. অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল— 
(A) আঞ্চলিক ইতিহাস 
(B) লোকসংস্কৃতি
(C) সামাজিক ইতিহাস
(D) সামরিক ইতিহাস
উত্তরঃ-  (C) সামাজিক ইতিহাস

২১. “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি কার লেখা-
(ক) বোরিয়া মজুমদার
(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সৌভিক লাহা
উত্তরঃ-  (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়।

২২. ক্রিকেট খেলা প্রথম শুরু হয়-
(ক) অস্ট্রেলিয়া
(খ) ভারত
(গ) ইংল্যাণ্ড
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উত্তরঃ-  (গ) ইংল্যাণ্ড।

২৩. ‘দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন— 
(A) কীথ টমাস
(B) লুসিয়েন ফেভর
(C) যদুনাথ সরকার
(D) মার্ক অ্যান্টনি 
উত্তরঃ-  (B) লুসিয়েন ফেভর

২৪. রণজিৎ গুহ হলেন— 
(A) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক
(B) জাতীয়তাবাদী ঐতিহাসিক 
(C) নিম্নবর্গীয় ঐতিহাসিক 
(D) মার্কসবাদী ঐতিহাসিক 
উত্তরঃ-  (C) নিম্নবর্গীয় ঐতিহাসিক

২৫. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল –
(A) অর্থশাস্ত্র 
(B) রাজতরঙ্গিনী 
(C) রামচরিতমানস 
(D) বাবরনামা
উত্তরঃ-  (B) রাজতরঙ্গিনী

২৬. ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটায়-
(ক) পোর্তুগিজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) ব্রিটিশরা
উত্তরঃ-  (ঘ) ব্রিটিশরা ।

২৭. ‘হকির জাদুকর’ হলেন-
(ক) ধ্যানচাঁদ
(খ) ধনরাজ পিল্লাই
(গ) কে. ডি. সিং
(ঘ) লেসলি ক্লডিয়াস
উত্তরঃ-  (ক) ধ্যানচাঁদ ।

২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল –
(A) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
(B) সোশ্যাল হিস্ট্রি
(C) সোসাইটি ফর হিস্ট্রি
(D) দ্য ক্লিওপেট্রা
উত্তরঃ-  (A) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

২৯. ইউরোপে ক্রীড়া ইতিহাসের-
(A) ১৯২০ – র দশকে 
(B) ১৯৬০ – র দশকে
(C) ১৯৭০ – র দশকে
(D) ১৯৩০ – র দশকে
উত্তরঃ-  (C) ১৯৭০ – র দশকে

৩০. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল –
(A) জার্মানিতে
(B) ওয়েস্ট ইন্ডিজে
(C) অস্ট্রেলিয়াতে 
(D) ইংল্যান্ডে 
উত্তরঃ-  (D) ইংল্যান্ডে

৩১. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন –
(A) সি . এম . যোশী
(B) রণজিৎ গুহ
(C) এ . এল . রাউজ
(D) দাদাভাই নৌরজী
উত্তরঃ-  (B) রণজিৎ গুহ

৩২. যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু –
(A) বুদ্ধিজীবী
(B) সাধারণ মানুষ
(C) ভদ্রলোক
(D) চাকরিজীবী
উত্তরঃ-  (B) সাধারণ মানুষ

৩৩. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় –
(A) ১৯৪০ – এর দশকে 
(B) ১৯৬০ – এর দশকে 
(C) ১৯৫০ – এর দশকে 
(D) ১৯৯০ – এর দশকে
উত্তরঃ-  (B) ১৯৬০ – এর দশকে

৩৪. মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে-
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (খ) ১৯১১ খ্রিস্টাব্দে।

৩৫. ‘কেকের দেশ’ হল-
(ক) ফ্রান্স
(খ) অস্ট্রেলিয়া
(গ) ভারত
(ঘ) স্কটল্যাণ্ড
উত্তরঃ-  (ঘ) স্কটল্যাণ্ড ।

৩৬. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় –
(A) ১৭৫০ খ্রিস্টাব্দে
(B) ১৭৪৪ খ্রিস্টাব্দে
(C) ১৭১৫ খ্রিস্টাব্দে 
(D) ১৭২১ খ্রিস্টাব্দে 
উত্তরঃ-  (B) ১৭৪৪ খ্রিস্টাব্দে

৩৭. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় –
(A) ১৭১৫
(B) ১৭২১ 
(C) ১৭২০
(D) ১৭২২ 
উত্তরঃ-  (B) ১৭২১

৩৮. ভারতের পারসি ক্রিকেট গিয়েছিল –
(A) ১৮৫০ খ্রিস্টাব্দে 
(B) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(C) ১৭৭০ খ্রিস্টাব্দে
(D) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (D) ১৭৯২ খ্রিস্টাব্দে

৩৯. ‘নমো হিন্দুস্থান’ গানটির রচয়িতা-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রজনীকান্ত সেন
(গ) সরলা দেবী চৌধুরানি
(ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ-  (গ) সরলা দেবী চৌধুরানি।

৪০. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক-
(ক) সত্যজীবন মুখোপাধ্যায়
(খ) আশুতোষ মুখোপাধ্যায়
(গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ-  (গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৪১. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব'  প্রতিষ্ঠিত হয় – 
(A) ১৭৫০ 
(B) ১৭৭০
(C) ১৭৬০ 
(D) ১৭৯২ 
উত্তরঃ-  (D) ১৭৯২ খ্রিস্টাব্দে

৪২. আধুনিক হকি খেলার সূচনা হয় –
(A) ফ্রান্সে
(B) ভারতে 
(C) পাকিস্তানে 
(D) ইংল্যান্ডে
উত্তরঃ-  (D) ইংল্যান্ডে

৪৩. ভারতে প্রথম হকি ক্লাব ( ১৮৮৫-১৮৮৬  খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত হয় –
(A) কলকাতায়
(B) মাদ্রাজ – এ
(C) গোয়া – তে
(D) বোম্বাই – এ
উত্তরঃ-  (A) কলকাতায়

৪৪. নাট্যশাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলেছেন-
(ক) কালিদাস
(খ) ব্যাসদেব
(গ) ভরতমুনি
(ঘ) কৌটিল্য
উত্তরঃ-  (গ) ভরতমুনি।

৪৫. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন’ পাস হয়-
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

৪৬. ভারত অলিম্পিক গেমস – এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেই – 
(A) ১৯২০ খ্রিস্টাব্দে
(B) ১৯২৮ খ্রিস্টাব্দে
(C) ১৯৩২ খ্রিস্টাব্দে 
(D) ১৯৩০ খ্রিস্টাব্দে 
উত্তরঃ-  (B) ১৯২৮ খ্রিস্টাব্দে

৪৭. ১৯১১ খ্রিস্টাব্দে আই . এফ . দলের অধিনায়ক ছিলেন – 
(A) গোষ্ঠ পাল 
(B) চুনি গোস্বামী
(C) শৈলেন মান্না
(D) শিবদাস ভাদুড়ী
উত্তরঃ-  (D) শিবদাস ভাদুড়ী

৪৮. ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন—
(A) দলিপ সিংজি
(B) রণজিৎ সিংহ 
(C) সি . কে . নাইডু 
(D) রণজিৎ সিংজি
উত্তরঃ-  (D) রণজিৎ সিংজি

৪৯. ‘অঙ্গার’ নাটকটির পরিচালক-
(ক) শম্ভু মিত্র
(খ) বিজন ভট্টাচার্য
(গ) উৎপল দত্ত
(ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ-  (গ) উৎপল দত্ত।

৫০. ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু ছিল-
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) ফরাসি বপ্লব
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) পঞ্চাশের মম্বন্তর
উত্তরঃ-  (ঘ) পঞ্চাশের মম্বন্তর ।

৫১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন –
(A) ইংরেজরা 
(B) ফরাসিরা
(C) ওলন্দাজরা
(D) পোর্তুগিজরা 
উত্তরঃ-  (A) ইংরেজরা

৫২. ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র –
(A) জামাইষষ্ঠী 
(B) মেলোডি অব লাভ 
(C) সাড়ে চুয়াত্তর
(D) পথের পাঁচালী
উত্তরঃ-  (B) মেলোডি অব লাভ

৫৩. ভারী পোশাক ব্যবহার করা হয়-
(A) উষ্ণ আবহাওয়ায় 
(B) নাতিশীতোয় আবহাওয়ায়
(C) শীতপ্রধান এলাকায় 
(D) মরুভূমি এলাকায়
উত্তরঃ-  (C) শীতপ্রধান এলাকায়

৫৪. দাদাসাহেব ফালকে –
(ক) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(খ) ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত
(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত
উত্তরঃ-  (ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ।

৫৫. ভারতের প্রথম চলচিত্র-
(ক) জামাইষষ্ঠি
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) বিল্বমঙ্গল
(ঘ) আলম আরা
উত্তরঃ-  (খ) রাজা হরিশচন্দ্র।

৫৬. বাঙালির জাতীয় পোশাক— 
(A) পাজামা – পাঞ্জাবি 
(B) শেরওয়ানি
(C) ধুতি – পাঞ্জাবি
(D) শার্ট – প্যান্ট
উত্তরঃ-  (C) ধুতি – পাঞ্জাবি

৫৭. পোশাক সংক্রান্ত ‘ সুম্পটুয়ারি লজ ‘ কঠোরভাবে মেনে চলা হতো – 
(A) ইংল্যান্ডে 
(B) ফ্রান্সে
(C) চিনে 
(D) স্পেনে
উত্তরঃ-  (B) ফ্রান্সে

৫৮. ফ্রান্সে নী রিচ ( knee breeches ) ব্যবহার করার অধিকারী ছিল –
(A) অভিজাতরা 
(B) কৃষকরা
(C) শ্রমিকরা
(D) সাঁ – কুলোত্রা
উত্তরঃ-  (A) অভিজাতরা

৫৯. ‘ভূবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন-
(ক) মৃণাল সেন
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিমল রায়
উত্তরঃ-  (ক) মৃণাল সেন ।

৬০. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল-
(ক) হরিশচন্দ্র
(খ) জামাইষষ্ঠি
(গ) পথের পাঁচালী
(ঘ) আলম আরা
উত্তরঃ-  (ঘ) আলম আরা ।

৬১. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে লাল টুপি ছিল –
(A) সাম্যের প্রতীক 
(B) বিপ্লবের প্রতীক
(C) স্বাধীনতার প্রতীক 
(D) মৈত্রীর প্রতীক 
উত্তরঃ-  (C) স্বাধীনতার প্রতীক

৬২. ষোড়শ শতকে ফ্রান্স ও ইটালি থেকে আমদানিকৃত সামগ্রী দ্বারা নির্মিত ভেলভেট টুপি খুব জনপ্রিয় ছিল— 
(A) জার্মানিতে 
(B) অস্ট্রিয়াতে
(C) প্রাশিয়ায় 
(D) ইংল্যান্ডে 
উত্তরঃ-  (D) ইংল্যান্ডে

৬৩. ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় –
(A) ১৮২০ – এর দশকে 
(B) ১৮৩০ – এর দশকে 
(C) ১৮৪০ – এর দশকে 
(D) ১৮৫০ – এর দশকে 
উত্তরঃ-  (B) ১৮৩০ – এর দশকে

৬৪. সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রের জন্য-
(ক) পথের পাঁচালী
(খ) জলসাঘর
(গ) চিড়িয়াখানা
(ঘ) গণশত্রু
উত্তরঃ-  (ক) পথের পাঁচালী ।

৬৫. যামিনী রায় কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) চিত্রশিল্প
(খ) নৃত্যশিল্প
(গ) চলচ্চিত্র শিল্প
(ঘ) নাট্যশিল্প
উত্তরঃ-  (ক) চিত্রশিল্প ।

৬৬. নারীদের পোশাক – পরিচ্ছদ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অ্যামিলিয়া ব্লুমার ছিলেন— 
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক 
(B) ইংল্যান্ডের নাগরিক 
(C) ফ্রান্সের নাগরিক 
(D) রাশিয়ার নাগরিক 
উত্তরঃ-  (A) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক

৬৭. নারীদের পসার পরিচ্ছেদে ব্যপকবসংক্রমর  ক্ষেত্রে গুরুত্ব লাভ করে –
(A) ট্রাউজারের ব্যবহার 
(B) প্রথম বিশ্বযুদ্ধের পর 
(C) ক্রিমিয়ার যুদ্ধের পর 
(D) রুশ – জাপান যুদ্ধের পর 
উত্তরঃ-  (B) প্রথম বিশ্বযুদ্ধের পর 

৬৮. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে নারীদের  পোশাক – 
পরিচ্ছদের –
(A) সপ্তদশ শতকে 
(B) উনিশ শতকে
(C) বিশ শতকে 
(D) উনিশ শতকে
উত্তরঃ-  (C) বিশ শতকে

৬৯. ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন-
(ক) আহমেদ আলী খান
(খ) লালা দীনদয়াল
(গ) মধু আস্বত
(ঘ) কে. ভি. আনন্দ
উত্তরঃ-  (খ) লালা দীনদয়াল।

৭০. কলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯০১ খ্রিস্টাব্দে
(খ) ১৯০২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (ক) ১৯০১ খ্রিস্টাব্দে ।

৭১. ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির লেখক ছিলেন-
(ক) লক্ষ্মী সুব্রামানিয়াম
(খ) রয় পোর্টার
(গ) কৌশিক গঙ্গোপাধ্যায়
(ঘ) রামচন্দ্র গুহ
উত্তরঃ-  (ক) লক্ষ্মী সুব্রামানিয়াম ।

৭২. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় –
(A) অষ্টাদশ শতকে
(B) উনিশ শতকে
(C) বিশ শতকে
(D) সপ্তদশ শতকে
উত্তরঃ-  (B) উনিশ শতকে

৭৩. উনিশ শতকে বাঙালি ‘ বাবু’রা ধুতির সঙ্গে যে পোশাক পরিধান শুরু করে , তা হল –
(A) কোট 
(B) বুট জুতো
(C) টুপি
(D) উপরের সবকটি
উত্তরঃ-  (D) উপরের সবকটি

৭৪. বিশ শতকের গোড়ায় বাঙালি বাবুদের পাশ্চাত্য পোশাকরীতির ছবি চিত্রে ফুটিয়ে তোলেন –
(A) রবীন্দ্রনাথ ঠাকুর 
(B) গগনেন্দ্রনাথ ঠাকুর
(C) রবি বর্মা 
(D) অবনীন্দ্রনাথ ঠাকুর 
উত্তরঃ-  (B) গগনেন্দ্রনাথ ঠাকুর

৭৫. পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) নাট্যশিল্প
(খ) চলচ্চিত্র
(গ) চিত্রশিল্প
(ঘ) নৃত্যশিল্প
উত্তরঃ-  (ঘ) নৃত্যশিল্প ।

৭৬. ‘এ হিস্ট্রি অফ কস্টিউম’ গ্রন্থের লেখক-
(ক) এডুইন লুটিয়েন
(খ) আর. জে. ইভান্স
(গ) কার্ল কোহলার
(ঘ) আর. গ্রোভ
উত্তরঃ-  (গ) কার্ল কোহলার।

৭৭. ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থটি কার রচনা?
(ক) রণজিৎ গুহ
(খ) দীপেন চক্রবর্তী
(গ) শমিতা সেন
(ঘ) রামচন্দ্র গুহ
উত্তরঃ-  (ঘ) রামচন্দ্র গুহ ।

৭৮. ভারতে রেলপথ চালু হয়-
(A) ১৮৫০ খ্রিস্টাব্দে
(B) ১৮৫২ খ্রিস্টাব্দে
(C) ১৮৭২ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (D) ১৮৫৩ খ্রিস্টাব্দে

৭৯. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় 
(A) ১৮৫১
(B) ১৮৮০
(C) ১৮৭৮ 
(D) ১৯০২
উত্তরঃ-  (D) ১৯০২

৮০. পিচ – দেওয়া রাস্তা নির্মাণ করেন— 
(A) ডেনিস পেপিন 
(B) জর্জ স্টিফেনসন 
(C) জন ম্যাকাডেম 
(D) ম্যাথু স্টিভেনস্ 
উত্তরঃ-  (C) জন ম্যাকাডেম

৮১. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ।

৮২. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন-
(ক) মেধা পাটকর
(খ) উমা প্রসাদ
(গ) জি. এস. সাঁধু
(ঘ) বিরসা মুণ্ডা
উত্তরঃ-  (ক) মেধা পাটকর ।

৮৩. ‘কোচবিহারের ইতিহাস’ কে লিখেছেন?
(ক) রাধারমন সাহা
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) নিখিল সরকার
(ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ-  (ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায় ।

৮৪. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় –
(A) ১৮৩০ খ্রিস্টাব্দে 
(B) ১৮৩৬ খ্রিস্টাব্দে 
(C) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (A) ১৮৩০ খ্রিস্টাব্দে

৮৫. ভারতে রেলপথ – টেলিগ্রাফ –
(A) লর্ড আমহার্স্ট 
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ডাফরিন
উত্তরঃ-  (B) লর্ড ডালহৌসি

৮৬. টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায় –
(A) ১৯১৪ খ্রিস্টাব্দে 
(B) ২০১৫ খ্রিস্টাব্দে 
(C) ২০১৩ খ্রিস্টাব্দে
(D) ২০১৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (C) ২০১৩ খ্রিস্টাব্দে

৮৭. ‘মিলিটারি হিস্ট্রি অফ ইণ্ডিয়া’ গ্রন্থের লেখক-
(ক) রামচন্দ্র গুহ
(খ) জি. এস. সাঁধু
(গ) মাধব গ্যাডগিল
(ঘ) যদুনাথ সরকার
উত্তরঃ-  (ঘ) যদুনাথ সরকার ।

৮৮. ‘জীবনস্মৃতি’ রচনা করেন-
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ-  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৮৯. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়-
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে ।

৯০. ইউরোপে যানবাহনের ব্যবহার শুরু হয়-
(A) ষোড়শ শতকে 
(B) অষ্টাদশ শতকে 
(C) সপ্তদশ শতকে
(D) উনিশ শতকে
উত্তরঃ-  (D) উনিশ শতকে

৯১. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় – 
(A) ১৬৮৮ খ্রিস্টাব্দে 
(B) ১৭০০ খ্রিস্টাব্দে 
(C) ১৬৯০ খ্রিস্টাব্দে
(D) ১৭৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (A) ১৬৮৮ খ্রিস্টাব্দে

৯২. হাওড়া থেকে হুগলি রেল চালু হয় –
(A) ১৮৫৩ খ্রিস্টাব্দে 
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে 
(C) ১৮৫৪ খ্রিস্টাব্দে 
(D) ১৮৫৬ খ্রিস্টাব্দে 
উত্তরঃ-  (C) ১৮৫৪ খ্রিস্টাব্দে

৯৩. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার’ গ্রন্থের লেখক-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নেতাজী
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) খুশবন্ত সিং
উত্তরঃ-  (গ) জওহরলাল নেহেরু।

৯৪. ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল?
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডাফরিন
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড লিটন
উত্তরঃ-  (খ) লর্ড ডাফরিন।

৯৫. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সৃষ্টিকারী সুয়েজ খাল খননের প্রক্রিয়া শুরু হয় –
(A) ১৮৫৭ খ্রিস্টাব্দে 
(B) ১৮৫৯ খ্রিস্টাব্দে 
(C) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (B) ১৮৫৯ খ্রিস্টাব্দে

৯৬. ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হল-
(ক) নর্মদা বাঁচাও আন্দোলন
(খ) ওয়াহাবি আন্দোলন
(গ) একা আন্দোলন
(ঘ) গঙ্গা আন্দোলন
উত্তরঃ-  (ক) নর্মদা বাঁচাও আন্দোলন ।

৯৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’ গ্রন্থাগারে প্রকাশিত হয়-
(ক) ১৩২০ বঙ্গাব্দে
(খ) ১৩১৯ বঙ্গাব্দে
(গ) ১৪১৯বঙ্গাব্দে
(ঘ) ১৪১৮ বঙ্গাব্দে
উত্তরঃ-  (খ) ১৩১৯ বঙ্গাব্দে।

৯৮. তপন সিংহ যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) খেলাধূলার ইতিহাস
(খ) শিল্পচর্চার ইতিহাস
(গ) দৃশ্য শিল্পের ইতিহাস
(ঘ) খেলার ইতিহাস
উত্তরঃ-  (খ) শিল্পচর্চার ইতিহাস।

৯৯. হাজার দুয়ারি বা নবাব প্যালেস ( ১৮৩৭ ক্লি . ) স্থাপত্যটি যেখানে অবস্থিত –
(A) দিল্লিতে 
(B) মুরশিদাবাদে
(C) বিষ্ণুপুরে 
(D) অযোধ্যায় 
উত্তরঃ-  (B) মুরশিদাবাদে

১০০. এদের মধ্যে কোনটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ?
(A) কলকাতা মেডিকেল কলেজ 
(B) আড়াই দিন কা ঝোপড়া
(C) নিবেদিতা ভবন 
(D) বিদ্যাসাগর ভবন 
উত্তরঃ-  (A) কলকাতা মেডিকেল কলেজ

১০১. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক-
(ক) বি. আর. নন্দ
(খ) হোয়াইট ক্লে
(গ) র‍্যাচেল কারসন
(ঘ) জেরাল্ডিন ফোর্বস
উত্তরঃ-  (ঘ) জেরাল্ডিন ফোর্বস ।

১০২. ‘ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশান’ গ্রন্থটির লেখক-
(ক) মিশেল ফুকো
(খ) লাদুরি
(গ) মার্ক ব্লখ
(ঘ) ড. রণজিৎ গুহ
উত্তরঃ-  (ক) মিশেল ফুকো ।

১০৩. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল— 
(A) গথিক শিল্পরীতি অনুসারে 
(B) ডোরিক শিল্পরীতি অনুসারে
(C) টেরাকোটা শিল্পরীতি অনুসারে 
(D) চোল শিল্পরীতি অনুসারে 
উত্তরঃ-  (A) গথিক শিল্পরীতি অনুসারে

১০৪. ‘বঙ্গদর্শন’ প্রত্রিকা প্রথম সম্পাদক ছিলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বালগঙ্গাধর তিলক
(ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তরঃ-  (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১০৫. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে-
(ক) সামরিক ইতিহাসের
(খ) খেলাধূলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের
উত্তরঃ-  (গ) স্থানীয় ইতিহাসের ।

১০৬. ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত-
(ক) বঙ্গদর্শন
(খ) দেশ
(গ) সোমপ্রকাশ
(ঘ) সংবাদ প্রভাকর
উত্তরঃ-  (খ) দেশ ।

১০৭. কলকাতার প্রথম টাকশালটি তৈরি হয় –
(A) পার্ক স্ট্রিটে 
(B) হেস্টিংস স্ট্রিটে 
(C) ক্লাইভ রো – তে
(D) স্ট্যান্ড রোডে
উত্তরঃ-  (D) স্ট্যান্ড রোডে

১০৮. কলকাতার বর্তমান টাকশালটি –
(A) আলিপুরে 
(B) সল্টলেক সিটিতে 
(C) রাজারহাটে
(D) দমদমে
উত্তরঃ-  (A) আলিপুরে

১০৯. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র-
(ক) জামাইষষ্ঠী
(খ) আলম আরা
(গ) বিল্বমঙ্গল
(ঘ) পথের পাঁচালী
উত্তরঃ-  (গ) বিল্বমঙ্গল।

১১০. "সোমপ্রকাশ” ছিল একটি – 
(ক) দৈনিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) সাপ্তাহিক পত্রিকা
উত্তরঃ-  (ঘ) সাপ্তাহিক পত্রিকা ।

১১১. “ক্যালকাটা ক্রিকেট ক্লাব ” প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ-  (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

১১২. নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন-
(ক) ২০ টি
(খ) ২৫ টি
(গ) ৩০ টি
(ঘ) ৪০ টি
উত্তরঃ-  (গ) ৩০ টি ।

১১৩. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমবার প্রকাশিত হয়-
(ক) বঙ্গদর্শনে
(খ) প্রবাসীতে
(গ) সন্ধ্যাতে
(ঘ) হিতবাদীতে
উত্তরঃ-  (খ) প্রবাসীতে ।

১১৪.  ভারতের প্রথম সংবাদপত্র হল-
(ক) সমাচার দর্পন
(খ) বেঙ্গল গেজেট
(গ) দিগদর্শন
(ঘ) সংবাদ প্রভাকর
উত্তরঃ-  (খ) বেঙ্গল গেজেট ।



দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) সত্য মিথ্যা যাচাই করো । WBBSE Class 10th History 1st Chapter Itihaser Dharona Question and Answer True & False 

সত্য মিথ্যা যাচাই করো | True & False Questions and Answers (Class Ten / Madhyamik History first chapter)

শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -১


 ১. ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষদর্শী হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তাঁর অভিজ্ঞতা ————— গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
উত্তরঃ-  দ্য কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট।

২. প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা হল ————— ।
উত্তরঃ-  দিগদর্শন।

৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তিত পত্রিকা হল —————।
উত্তরঃ-  বঙ্গদর্শন।

৪. দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশিত পত্রিকা হল —————।
উত্তরঃ-  সোমপ্রকাশ।

৫. ‘হিন্দুমেলা’ সম্পর্কে তথ্য পাওয়া যায় ————— গ্রন্থে।
উত্তরঃ-  জীবনস্মৃতি।

৬. সাধারণভাবে ‘ইতিহাস’ হল ______________ । কথা।
উত্তরঃ-  অতীতের

৭. ______________ প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্যসংগ্রাহক।
উত্তরঃ-  প্রাচীন

৮. ————— মৃত্যু রহস্য উন্মোচনের উদ্দেশ্যে ইতিহাস গবেষকগণ সরকারি নথিপত্র প্রকাশের দাবি করছে।
উত্তরঃ-  সুভাষচন্দ্র বসুর।

৯. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিরং সংখ্যা ————— টি।
উত্তরঃ-  ৩০ টি।

১০. ‘জীবনের ঝরাপাতা’ হল ————— রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ।
উত্তরঃ-  সরলাদেবী চৌধুরাণী।

১১. ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম ————— পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তরঃ-  বঙ্গদর্শন।

১২. বাংলার নীলচাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি  পাওয়া যায় ————— খ্রিস্টাব্দের নীল কমিশনের রিপোর্ট থেকে।
উত্তরঃ-  ১৮৬০

১৩. ঢাকার খাদ্যরীতির সঙ্গে ______________  খাদ্যরীতির সংমিশ্রণে ‘ঢাকাই খাবার’ তৈরি হয়।
উত্তরঃ-  পারসিক

১৪. হুগলির বাঙালিরা ______________ সংস্পর্শে এলে দুধ-কাটা ছানা ও চিনি মিশিয়ে মিষ্টি তৈরি করতে শুরু করে।
উত্তরঃ-  পোর্তুগিজদের

১৫. রেশম প্রস্তুতিতে চিনাদের অভিজ্ঞ হওয়ার কথা জানা যায় তাদের ______________ থেকে।
পোশাক-পরিচ্ছদ

উত্তরঃ-  ______________ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হল ‘অ্যানালস অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’।
অ্যানাল গোষ্ঠী

১৬. ‘ইন্ডিয়ান রেলওয়েজ : গ্লোরিয়াস ১৫০ ইয়ার্স’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  আর আর ভাণ্ডারী

১৭. বর্তমান ______________  মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন।
উত্তরঃ-  বাঙালি

১৮. অগসবার্গ শহরের______________ প্রথম পোশাকের ছবি সংবলিত একটি বই প্রকাশ করেন।
উত্তরঃ-  ম্যাথেউস সোয়ার্জ

১৯. ‘দ্য হিস্ট্রি অব চাইনিজ ডান্স’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  ওয়াং কেফেন

২০. ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’ গ্ৰন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  বালদুন ধিংড়া

২১. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু হয় বিগত শতকের ______________ -এর দশকে।
উত্তরঃ-  ৮০

২২. ‘একাদশে সূর্যোদয়’ ও ‘বিদ্রোহী মারাদোনা’ গ্রন্থ দুটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  রূপক সাহা

২৩. ‘এ শর্ট হিস্ট্রি অব দ্য ক্যামেরা’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  জন ওয়েড

২৪. ‘বাংলাদেশের শিল্পকলার উৎস সন্ধান’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  ড. নীলিমা আফরিন

২৫.  ‘ইন্ডিয়ান আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  পার্সি ব্রাউন

২৬. ‘ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  মুনতাসীর মামুন

২৭. ‘মিলিটারি হিস্ট্রি অব মেডিয়াভাল ইন্ডিয়া’ গ্ৰন্থটি রচনা করেন______________ ।
উত্তরঃ-  জি এস সাঁধু

২৮. ‘দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন______________ ।
উত্তরঃ-  কৌশিক রায়

২৯. বসন্ত সবেরওয়ালের লেখা বইটি হল ______________ ।
উত্তরঃ-  ‘প্যাস্টোরাল পলিটিক্স’

৩০. ‘প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা হলেন ______________ ।
উত্তরঃ-  দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

৩১. ‘হিস্ট্রি অব সায়েন্স’ গ্ৰন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  জে ডি বার্নাল

৩২.  ‘দ্য চেঞ্জিং পজিশন অব ইন্ডিয়ান উইমেন’ গ্রন্থটি রচনা করেন — ।
উত্তরঃ-  এম এন শ্রীনিবাস

৩৩. ‘হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি’ গ্রন্থটির লেখক হলেন______________ ।
উত্তরঃ-  কমলা ভাসিন

৩৪. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক হলেন ______________ ।
উত্তরঃ-  জেরাল্ডিন ফোর্বস

৩৫. ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক ছিলেন ______________ ।
উত্তরঃ-  দাদাসাহেব ফালকে

৩৬. ‘দ্য সিনেমা বুক’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  পাম কুক

৩৭. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন______________ ।
উত্তরঃ-  রাধারমন সাহা

৩৮. ‘রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন______________ ।
উত্তরঃ-  কালীনাথ চৌধুরী

৩৯. ‘দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডানিটি’ গ্রন্থটি রচনা করেন ______________ ।
উত্তরঃ-  বি আর নন্দ



দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) শূন্যস্থান পূরণ করো । WBBSE Class 10th History 1st Chapter Fill in the blank Itihaser Dharona Questions and Answers 

শূন্যস্থান পূরণ করো  | Fill in the blank Questions and Answers (Class Ten / Madhyamik History first chapter)

সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১

১. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল দিগদর্শন।
উত্তরঃ-  মিথ্যা ।  প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ।

২. ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রজনীকান্ত সেন।
উত্তরঃ-  মিথ্যা ।  ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৩. কার্জনের আমলের কিছু চিঠিপত্র থেকে জানা যায় যে, ঐক্যবদ্ধ বাঙালি জাতিকে বিভক্ত করার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা ভাগ করেছিল।
উত্তরঃ-  সত্য । 

৪. ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।
উত্তরঃ-  মিথ্যা ।  ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান।

৫. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ-  সত্য । 

৬. ব্রিটিশ আমলের বিভিন্ন সরকারি নথিপত্র দিল্লির জাতীয় মহাফেজখানায় সংরক্ষিত আছে।
উত্তরঃ-  সত্য । 

৭. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় অনুবাদ করেছেন সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ।
উত্তরঃ-  সত্য । 

৮. ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’ হল একটি গোয়েন্দা রিপোর্ট।
উত্তরঃ-  মিথ্যা ।  ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’ হল একটি প্রত্যক্ষ বিবরণী।

৯.  প্রথম যুগের একজন ভারতীয় ফটোগ্রাফার হলেন লীলা দীনদয়াল।
উত্তরঃ-  সত্য । 

১০. ‘রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।
উত্তরঃ-  সত্য । 

১১. খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।
উত্তরঃ-  সত্য । 

১২. ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক।
উত্তরঃ-  মিথ্যা ।  ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা সত্যজিৎ রায়

১৩. ডেভিড টমসন বলেছেন যে, বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা।
উত্তরঃ-  মিথ্যা ।  এরিক হবসবম বলেছেন যে, বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা।

১৪. ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন পার্সি ব্রাউন।
উত্তরঃ-  মিথ্যা ।  ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন জোনাথন গ্লান্সি।

১৫. ১৯১১ খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব আইএফএ শিল্ড জয় করে।
উত্তরঃ-  মিথ্যা ।  ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে।

১৬. কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট।
উত্তরঃ-  মিথ্যা ।  কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল সমাজতত্ত্ব।

১৭. নীরা দেশাই স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তরঃ-  মিথ্যা ।  নীরা দেশাই নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত।

১৮. জে ডি বার্নাল নারী ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তরঃ-  মিথ্যা ।  জে ডি বার্নাল বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত।

১৯.  ক্রিকেট ‘খেলার রাজা’ নামে পরিচিত।
উত্তরঃ-  সত্য । 

২০. প্রাচীন ভারতে সংগীত ও নৃত্য সাধারণ মানুষের রোজকার জীবনের সঙ্গে খুবই যুক্ত ছিল।
উত্তরঃ-  মিথ্যা ।  প্রাচীন ভারতে সাধারণ মানুষের রোজকার জীবনে সংগীত ও নৃত্যের কোন ভূমিকা ছিল না।

২১. নব্য প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক।
উত্তরঃ-  সত্য । 

২২. দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন ব্যবহার করা হয় অন্ধ্রপ্রদেশে।
উত্তরঃ-  মিথ্যা ।  দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন শুধুমাত্র বাংলায় ব্যবহার করা হয়।

২৩. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উত্তরঃ-  সত্য । 

২৪. ‘থিওরিজ অব সিনেমা’ গ্রন্থটি রচনা করেন ফ্রান্সেসকো ক্যাসেটি।
উত্তরঃ-  সত্য ।

২৫. ভারতের সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন। 
উত্তরঃ-  সত্য ।

২৬. সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো। 
উত্তরঃ-  মিথ্যা । 

২৭. আনন্দ কুমারস্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। 
উত্তরঃ-  মিথ্যা । 

২৮. বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
উত্তরঃ-  সত্য ।

২৯. বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি। 
উত্তরঃ-  মিথ্যা । 

৩০. রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
উত্তরঃ-  সত্য ।

৩১. স্বদেশী আন্দোলনের সময় লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত। 
উত্তরঃ-  সত্য ।




দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়) এক কথায় উত্তর দাও । WBBSE Class 10th History 1st Chapter SAQ Madhyamik History Itihaser Dharona Question and Answer 

এক কথায় উত্তর দাও | SAQ Questions and Answers (Class Ten / Madhyamik History first chapter)

এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান -১

১. পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি?
উত্তর:- পৃথিবীর প্রাচীনতম খেলা হল মানাকালা।

২. রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেছিলেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্য শান্তিনিকেতনে শেখানোর ব্যবস্থা করেছিলেন।

৩.  রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করে তুলেছিলেন উদয় শংকর।

৪. পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন?
উত্তর:- পথের পাঁচালী ছবির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়।

৫. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ? 
উত্তরঃ-  ঊনবিংশ শতকে । 

৬. কবে  “ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি “গড়ে ওঠে ?
উত্তরঃ-  1982 খ্রিস্টাব্দ । 

৭. কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল?
উত্তর:- ১৮৯৬ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল।

৮.  ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়?
উত্তর:- ২০১৩ সালে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।

৯. ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত ছিল?
উত্তর:- ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল।

১০. ”খেলা যখন ইতিহাস ” গ্রন্থটির রচনা করেন ? 
উত্তরঃ-  কৌশিক বন্দোপাধ্যায় । 

১১. ”ফুড ইন হিস্ট্রি ” গ্রন্থটির রচনা করেন ? 
উত্তরঃ-  বরুণ চক্রবর্তী । 

১২. ”আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড ” গ্রন্থটি রচনা করেন ? 
উত্তরঃ-  কে টি আচয় ।

১৩. দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা?
উত্তর:- দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন শ্রীমতি রাচেল কারসন।

১৪. কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর:- ৫ জুন  বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

১৫. ’দ্য দিল্লি অমনিবাস ‘গ্রন্থটি কার লেখা ? 
উত্তরঃ-  নারায়ণী গুপ্তা । 

১৬. ’মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস ‘গ্রন্থটি রচনা করেন ? 
উত্তরঃ-  সুরেন্দ্রনাথ সেন । 

১৭. ’ভারতীয় ফৌজের ইতিহাস ‘গ্রন্থটি রচনা করেন ? 
উত্তরঃ-  সুবোধ ঘোষ । 

১৮. ’মানুষ ও পরিবেশ ‘বইটির লেখক কে ? 
উত্তরঃ-  ইরফান হাবিব । 

১৯. ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক কে?
উত্তর:- ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক হলেন আলফ্রেড ক্রসবি।

২০. ভারতে কত খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর:- ভারতে ১৯৭৪ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল।

২১. ভারতে কবে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল ? এই আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর:- ভারতে ১৯৮৫ খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।

২২. হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে?
উত্তর:- হিস্ট্রি অব দ্য  হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

২৩. ’সায়েন্স অণ্ড দি রাজ ‘গ্রন্থটি রচনা করেন কে ? 
উত্তরঃ-  দীপক কুমার । 

২৪. ’চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ‘গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তরঃ-  তপন চক্রবর্তী । 

২৫. ”জীবন স্মৃতি ‘গ্রন্থটি কে রচনা করেন ? 
উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর । 

২৬. ’জীবনের ঝরাপাতা ‘গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ-  সরলাদেবী চৌধুরানী । 

২৭. কে ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত ? 
উত্তরঃ-  গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত । 

২৮. ‘নিউ সায়েন্স ( ১৭২৫ খ্রি . ) গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তরঃ-  ইতালির চিন্তাবিদ ভিকো ‘ নিউ সায়েন্স ‘ গ্রন্থটির রচয়িতা । 

২৯. ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন ? 
উত্তরঃ-  লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা 8 করেন । 

৩০. হিন্দুমেলার প্রবর্তন করেন কে ? 
উত্তরঃ-  নবগোপাল মিত্র । 

৩১. কোন পত্রিকায় নীলকর দের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?
 উত্তরঃ-  সোমপ্রকাশ পত্রিকায় । 

৩২. ’লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ‘ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?
উত্তরঃ-  23 টি । 

৩৩. কে ইতিহাসের জনক ‘ নামে পরিচিত ? অথবা , ইতিহাসের জনক ‘ কাকে বলা হয় ? 
উত্তরঃ-  গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক ’ নামে পরিচিত ।

৩৪. ‘দ্য অ্যানালস ‘ নামক পত্রিকা করে প্রকাশিত হয় ? 
উত্তরঃ-  ‘ দ্য অ্যানালস ‘ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে । 

৩৫. ‘ দ্য অ্যানালস ‘ ( ১৯২৯ খ্রি . ) পত্রিকাটি কে প্রকাশ করেন ? 
উত্তরঃ-  মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ ‘ দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশ করেন । 

৩৬. ‘ হিস্ট্রি ফ্রম বিলো ’ ( History from Below ) প্রবন্ধটি ( ১৯৬৬ খ্রি . ) কে প্রকাশ করেন ? 
উত্তরঃ-  ব্রিটিশ ঐতিহাসিক ই . পি . টমসন ‘ হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি প্রকাশ করেন ।

৩৭. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চৰ্চা শুরু হয় ? 
উত্তরঃ-  ১৯৬০ – এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় । 

৩৮. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ? 
উত্তরঃ-  ১৭২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় । 

৩৯. খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো । 
উত্তরঃ-  খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হল বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ ।

৪০. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ-  ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় । 

৪১. কোন্ খেলা ‘ খেলার রাজা ‘ নামে পরিচিত । 
উত্তরঃ-  ক্রিকেট খেলার রাজা ‘ নামে পরিচিত । 

৪২. আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কী ? 
উত্তরঃ-  কলিংউড রচিত গ্রন্থটির নাম The Idea of History | 

৪৩. নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন ‘ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ-  নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন ‘ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে ।

৪৪. দুজন নিম্নবর্গীয় ( সাবস্টার্ন ) ঐতিহাসিকের নাম লেখো । 
উত্তরঃ-  রণজিৎ গুহ , গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক । 

৪৫. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ? 
উত্তরঃ-  ইউরোপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয় ১৯৭০ খ্রিস্টাব্দে । 

৪৬. কবে ‘ ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি ‘ প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ-  ‘ ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি ‘ প্রতিষ্ঠিত হয় । ১৯৮২ খ্রিস্টাব্দে । 

৪৭. বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন্ দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয় । 
উত্তরঃ-  বাংলা নাট্যচর্চার প্রথম যুগে ‘ লাভ ইস্ দ্য বেস্ট ডক্টর ‘ , ‘ ডিসগাইস’– এই বিদেশি নাটক দুটির বাংলা অনুবাদ হয় । 

৪৮. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?
উত্তরঃ-  বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক যোগেন্দ্র চন্দ্র গুপ্তের ‘ কীর্তিবিলাস ‘ ও তারাচরণ শিকদারের ‘ ভদ্রার্জুন ‘ । 

৪৯. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো । 
উত্তরঃ-  মধুসুদন দত্তের লেখা দুটি প্রহসন হল , ‘ একেই কি বলে সভ্যতা ‘ / ‘ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ‘ । 

৫০. রবীন্দ্রনটিককে কী কী ভাগে বিভক্ত করা যায় ? 
উত্তরঃ-  রবীন্দ্রনাটকের ভাগগুলি হল সামাজিক নাটক , ব্যঙ্গরসাত্মক নাটক , গীতিনাট্য , কাব্যনাট্য , নৃত্যনাট্য ইত্যাদি । 

৫১. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোন্‌টি ? কে , কবে এই ছবি নির্মাণ করেন ? 
উত্তরঃ-  বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রথম ছবি ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘ পথের পাঁচালী ‘ ।  

৫২. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ? 
উত্তরঃ-  পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় । 

৫৩. সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখো । 
উত্তরঃ-  সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক । ★ 

৫৪. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ? 
উত্তরঃ-  প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন । 

৫৫. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ? 
উত্তরঃ-  ফ্রান্সে ল্যুমিয়ের ব্রাদার্স চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে । 

৫৬. ‘দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবি কবে তৈরি হয় ? 
উত্তরঃ-  ” দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবিটি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

৫৭. ‘ আলম আরা ‘ ছবিটি কবে তৈরি হয় ? 
উত্তরঃ-  ‘ আলম আরা ‘ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে । 

৫৮. ভারতে কে , কবে ‘ রাজা হরিশ্চন্দ্র ’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ? 
উত্তরঃ-  ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ চলচ্চিত্রটি নির্মাণ করেন ।

৫৯. বাংলা চলচ্চিত্রের জনক ‘ কাকে বলা হয় ? 
উত্তরঃ-  ‘ বাংলা চলচ্চিত্রের জনক ‘ বলা হয় হীরালাল সেনকে । 

৬০. রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) কে প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ-  ‘ রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন । 

৬১. কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ-  কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে । 

৬২. নটী বিনোদিনী কে ? 
উত্তরঃ-  নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী ।

৬৩. ভারতে রেলপথ কে , কবে প্রবর্তন করেন ? 
উত্তরঃ-  লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করেন । 

৬৪. কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ? 
উত্তরঃ-  ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় । 

৬৫. ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্ত হয় ? 
উত্তরঃ-  ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় ১৮৫১ খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় ২০১৩ খ্রিস্টাব্দে । 

৬৬. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ? 
উত্তরঃ-  ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় । 

৬৭. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ? 
উত্তরঃ-  ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয় ।

৬৮. পোশাক – পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো । 
উত্তরঃ-  পোশাক – পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক হলেন এল . টেলর এবং তাঁর গবেষণা গ্রন্থ ‘ দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি । 

৬৯. ১৮৭০ – এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো ।
উত্তরঃ-  মিসেস স্টানটন । 

৭০. পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম কী ? 
উত্তরঃ-  পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম ব্রাষ্মিকা শাড়ি । 

৭১. বাঙালির বেশবাস ‘ গ্রন্থটির লেখক কে ? 
উত্তরঃ-  বাঙালির বেশবাস ‘ গ্রন্থটির লেখক হলেন মলয় রায় । 

৭২. মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ? 
উত্তরঃ-  মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি ‘ গান্ধি টুপি ‘ নামে পরিচিত । 

৭৩. ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো ।
উত্তরঃ-  ডেভিড আর্নন্ত সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি বই হল ‘ নেচার , কালচার । 

৭৪. ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম ‘ কার লেখা ?
উত্তরঃ-  ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম ‘ অ্যালফ্রেড ডব্লিউ  । 

৭৫. মেধা পাটেকর কে ছিলেন ? 
উত্তরঃ-  নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী । 

৭৬. পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন ? 
উত্তরঃ-  পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী মেধা পাটেকর এবং অরুন্ধতী রায় । 

৭৭. দ্য অ্যানালস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৯২৮ খ্রিস্টাব্দে।

৭৮. দ্য অ্যানালস (১৯২৮ খ্রি.) পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তরঃ-  মার্ক ব্লখ ও লুসিয়েন ভেবর নামক দুই ইতিহাসবিদ।

৭৯. হিস্ট্রি ফ্রম বিলো (History From below) প্রবন্ধটি (১৯৬৬ খ্রি.) কে প্রকাশ করেন?
উত্তরঃ-  ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. টমসন।

৮০. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?
উত্তরঃ-  ১৯৭০ খ্রিস্টাব্দে।

৮১. নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্টিত হয়?
উত্তরঃ-  ১৯৭৬ খ্রিস্টাব্দে।

৮২. অরণ্যের অধিকার – কেন্দ্রিক দু’টি বিদ্রোহের নাম ( সাল – সহ ) লেখো । 
উত্তরঃ-  অরণ্যের অধিকার – কেন্দ্রিক দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ হল ১৮৫৫ খ্রি . সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং ১৯০০ খ্রি . সংঘটিত মুন্ডা বিদ্রোহ । 

৮৩. ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ‘ বইটির লেখক কে ? 
উত্তরঃ-  ‘ ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ‘ বইটির লেখক হলেন ।

৮৪. কে ইতিহাসের জনক নামে পরিচিত?
উত্তরঃ-  গ্রিক ঐতিহাসিক থকি ডিডিস।

৮৫. কে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে পরিচিত?
উত্তরঃ-  গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

৮৬. নিউ সায়েন্স (১৭২৫ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ-  তালির চিন্তাবিদ ভিকো।

৮৭. কবে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৯৮২ খ্রিস্টাব্দে।

৮৮. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়?
উত্তরঃ-  ১৭২১ খ্রিস্টাব্দে।

৮৯. ভারতের পরসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে যায়?
উত্তরঃ-  ১৮৮৬ খ্রিস্টাব্দে।

৯০. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৭৯২ খ্রিস্টাব্দে।

৯১. কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৮৮৪ খ্রিস্টাব্দে।

৯২.  নটী বিনোদিনী কে?
উত্তরঃ-  উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ অভিনেত্রী।

৯৩. আ রেস্টলিং ম্যাচ নামক সচল ছবি কবে তৈরি হয়?
উত্তরঃ-  ১৮৯৬ খ্রিস্টাব্দে।

৯৪. আলম আরা ছবিটি কবে তৈরি হয়?
উত্তরঃ-  ১৯৩১ খ্রিস্টাব্দে।

৯৫. পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি লজ কোন্ দেশে কঠোরভাবে মেনে চলা হত?
উত্তরঃ-  ফ্রান্সে।

৯৬. কোন্ খেলা খেলার রাজা নামে পরিচিত?
উত্তরঃ-  ক্রিকেট খেলা।

৯৭. বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৯২০ খ্রিস্টাব্দে।

৯৮. ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ-  বোরিয়া মজুমদার।

৯৯. খাদ্যাভাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ-  কে. টি. আচাইয়া ও তাঁর রচিত গ্রনেঅতদ্দর ন্তুনাম ইতিয়ান ফুট।

১০০. শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণা গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত গ্রন্থ হল বঙ্গীয় নাট্যশালার ইতিহাস।

১০১. পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  এল. টেলর। তাঁর গবেষণা গ্রন্থের নম হল দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি।

১০২. ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো।
উত্তরঃ-  মিসেস স্টানটন।

১০৩. পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরিধান করত তার নাম কী?
উত্তরঃ-  ব্রাত্মিকা শাড়ি।

১০৪. কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?
উত্তরঃ-  ইংল্যান্ডে।

১০৫. কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৮৮২ খ্রিস্টাব্দে।

১০৬. কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাগাড়ি চালু হয়?
উত্তরঃ-  ১৯০২ খ্রিস্টাব্দে।

১০৭. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  উইলিয়াম আরনেস্ট ওয়েল্ড। তাঁর রচিত গ্রন্থের নাম হল ইন্ডিয়ান ডিমান্‌ড্ ফর ট্রান্সপর্টেশন।

১০৮. ব্রটিশ মিউজিয়াম করে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৭৫৯ খ্রিস্টাব্দে।

১০৯. মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত?
উত্তরঃ-  গান্ধি টুপি।

১১০. যদুনাথ সরকার রচিত একটি সাময়কি ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া।

১১১. রাইট ভ্রাতৃদ্বয় করে এরাপ্লেন আবিষ্কার করেন?
উত্তরঃ-  ১৯০৩ খ্রিস্টাব্দে।

১১২. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়?
উত্তরঃ-  ১৮৩০ খ্রিস্টাব্দে।

১১৩. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়?
উত্তরঃ-  ১৮৫৯ খ্রিস্টাব্দে।

১১৪. ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-  ১৮১৪ খ্রিস্টাব্দে।

১১৫. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি?
উত্তরঃ-  কলহনের রাজতরঙ্গিনী।

১১৬. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে?
উত্তরঃ-  লুমের ব্রাদার্স।

১১৭. মুরশিদাবাদ সম্পর্কিত নিখিলনাথ রায় কর্তৃক লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তরঃ-  মুরশিদাবাদের ইতিহাস।

১১৮. রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পের্কে একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  ইনভায়ারন মেন্টালিড – আ গ্লোবাল হিস্ট্রি।

১১৯. দি অরিজিনস অব্ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র এই গ্রন্থিটির রচয়িতা কে?
উত্তরঃ-  এ. জে. পি. টেলর।

১২০. ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  নেচার, কালচার।

১২১. দি স্ট্রাকচার অব সায়েন্টফিক রেভোলিউশন (১৯৬০) নামক গ্রন্থিটির রচয়িতা কে?
উত্তরঃ-  টমাস কুন।

১২২. ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয়?
উত্তরঃ-  ১০১৩ খ্রিস্টাব্দে।

১২৩. সতীশ্চন্দ্র মিত্র লিখিত একটি স্থানীয় ইতিহাসের নাম লেখো।
উত্তরঃ-  যশোর-খুলনার ইতিহাস।

১২৪. সেতিহাস বগুড়ার বৃত্তান্ত (১৮৬১ খ্রি.) গ্রন্থিটির কার লেখা?
উত্তরঃ-  কালিকলম সার্ব্বভৌম – এর।

১২৫. কলকাতায় শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখো।
উত্তরঃ-  প্রদীপ সিন্হা।

১২৬. বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখো।
উত্তরঃ-  ক্রিস্টিন ডবিন।

১২৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তরঃ-  দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস।

১২৮. চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার কখন হয়?
উত্তরঃ-  ১৮৯৫ খ্রিস্টাব্দে।

১২৯. বিজ্ঞান প্রযুক্তি চর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  দীপক কুমার রচিত সায়েন্স এ্যান্ড দ রাজ।

১৩০. ভারতের নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখো।
উত্তরঃ-  ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।

১৩১. জেরান্ডিন ফরবেশ রচিত ভারতের নারী ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ-  উওম্যান ইন মডার্ন ইন্ডিয়।

১৩২. ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয় কথাটি কে বলেছিলেন?
উত্তরঃ-  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩৩. সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ ভারতে কোন্ প্রতিষ্ঠান স্থাপিত হয়?
উত্তরঃ-  মহাফেজখানা বা লেখ্যাগার।

১৩৪. ভারতের জাতীয় মহাফেঝখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ-  দিল্লিতে।

১৩৫. বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী সত্তর বছর কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৯৫৪ খ্রিস্টাব্দে।

১৩৬. জীবন স্মৃতি নামক আত্ম জীবনী কার লেখা?
উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুরের।

১৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৯২২ খ্রিস্টাব্দে।

১৩৮. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ-  জীবনের ঝরাপাতা।

১৩৯. গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি কী কী?
উত্তরঃ-  পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র।

১৪০. সরকারি আধিকারীকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখো।
উত্তরঃ-  টমাস ব্যারিংটন মেকলের প্রতিবেদন।

১৪১. সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ – এর উদাহরণ লেখো।
উত্তরঃ-  নীল কমিশনের বিবরণ।

১৪২. উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন?
উত্তরঃ-  ব্রিটিশ শাসনকালের একজন প্রশাসক ও ঐতিহাসিক। 

১৪৩. সত্তর বছর নাম আত্মজীবনী কার লেখা?
উত্তরঃ-  বিপিনচন্দ্র পাল।

১৪৪. জীবনের ঝরাপাতা কবে কোথায় প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায়।

১৪৫. স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ-  সরলা দেবী চৌধুরানী।

১৪৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী?
উত্তরঃ-  দিগদর্শন।

১৪৭. দগিদর্শন – এর সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ-  জন মার্শম্যান।

১৪৮. সমাচার দর্পন কবে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।

১৪৯. ভারতে প্রদর্শিত প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র কোনটি?
উত্তর:- ভারতে প্রদর্শিত প্রথম ভারতী সবাক চলচ্চিত্র হল আলম আরা।

১৫০. ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?
উত্তর:- ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হল জামাইষষ্ঠী।

১৫১. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম কি?
উত্তর:- ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম হল রাজতরঙ্গিনী।

১৫২. বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১২ এপ্রিল, ১৮৭২ খ্রিস্টাব্দে।

১৫৩. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ-  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৫৪. সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তরঃ-  ১৮৫৮ খ্রিস্টাব্দে।

১৫৫. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ-  সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।



দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়)" সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর" । WBBSE Class 10th History 1st Chapter SAQ Questions and Answers 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | SAQ Questions and Answers (Class Ten / Madhyamik History first chapter)

১. আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী?
উত্তরঃ-  আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, ব্যক্তিগত চিঠিপত্র, সাময়িকপত্র ও সংবাদপত্র।

২. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রগুলি মূলত কী কী?
উত্তরঃ-  ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রগুলি হল পুলিশ ও গোয়েন্দাদের রিপোর্ট, সরকারি আধিকারিক ও দপ্তরগুলির প্রদত্ত বিভিন্ন বিবরণ, প্রতিবেদন, চিঠিপত্র প্রভৃতি।

৩. ইতিহাস কী ? 
উত্তরঃ-  মানবসমাজের অতীত কাহিনি ইতিহাস নামে পরিচিত , এর বিভিন্ন দিক হল— প্রথমত , এর মূল বিষয় হল সময় , মানুষ ও সমাজ অর্থাৎ , মানুষ ও তার সমাজের ক্রম বিবর্তনের ধারাবাহিক বর্ণনাই হল ইতিহাস । দ্বিতীয়ত , অতীতের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক ও ধর্মীয় কাজকর্মও ইতিহাসের অন্তর্গত । তৃতীয়ত , গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও থুকিডিডিস যথাক্রমে ‘ ইতিহাসের জনক ’ ও ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক নামে পরিচিত । 

৪. ঐতিহাসিক তথ্য কী ? 
উত্তরঃ-  মানবসমাজের বিভিন্ন ঘটনা সমসাময়িক দলিল দস্তাবেজ বা অন্যান্য লিখিত ও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে নিহিত থাকে । একজন ঐতিহাসিক বা গবেষক এই সমস্ত উপাদান থেকে সঠিক তথ্য নির্বাচন করে ইতিহাস রচনা করে । এইসব আকর সূত্র ঐতিহাসিক তথ্য নামে পরিচিত ।  

৫.  সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ দাও।
উত্তরঃ-  সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ হল সিপাহি বিদ্রোহের (১৮৫৭ খ্রি.) প্রত্যক্ষদর্শী হিসেবে ফরেস্ট তাঁর ‘হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি’ গ্রন্থটি লিখেছেন। এই গ্ৰন্থ থেকে সিপাহি বিদ্রোহের নানা তথ্য পাওয়া যায়।

৬. ব্রিটিশ আমলের পুলিশ, গোয়েন্দা প্রমুখের বিভিন্ন রিপোর্ট থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্যাদি জানা যায়?
উত্তরঃ-  ব্রিটিশ আমলের পুলিশ, গোয়েন্দা প্রমুখের বিভিন্ন রিপোর্ট থেকে ব্রিটিশ-বিরোধী বিভিন্ন গণ আন্দোলন, বিদ্রোহ, বিপ্লবী আন্দোলন, গুপ্ত সমিতির কার্যকলাপ প্রভৃতি সম্পর্কে নানান ঐতিহাসিক তথ্যাদি জানা যায়।

৭. উত্তর ইতিহাস রচনার পদ্ধতি ও ইতিহাস বিষয়ে অনুসন্ধানের কলাকৌশল ইতিহাস তত্ত্ব নামে পরিচিত । 
উত্তরঃ-  ইতিহাস তত্ত্বের কয়েকটি দিক হল — গ্রিক ইতিহাস তত্ত্ব , রোমান ইতিহাস তত্ত্ব , খ্রিস্টান ইতিহাস তত্ত্ব , মধ্যযুগীয় ইতিহাস তত্ত্ব , রেনেসাঁ ইতিহাস তত্ত্ব ও আধুনিক ইতিহাস তত্ত্ব । 

৮. আধুনিক ইতিহাসচর্চা বলতে কী বোঝ ? 
উত্তরঃ-  অষ্টাদশ শতক থেকে শুরু করে বিংশ শতকের শেষ পর্যন্ত সময়কালের ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চা নামে পরিচিত । প্রথমত , যুক্তিবাদ , প্রগতিবাদ , রোমান্টিক ভাবধারা ও বৈজ্ঞানিক ভাবধারা দ্বারা প্রভাবিত হয়েছে এই ইতিহাসচর্চা । দ্বিতীয়ত , বিজ্ঞানসম্মত , প্রাতিষ্ঠানিক ও পেশাজীবী ইতিহাসচর্চা হল আধুনিক ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য । 

৯. ঐতিহাসিকের কাজ কী ?
উত্তরঃ-  ঐতিহাসিকের কাজ হল প্রথমত , তথ্য অনুসন্ধান , উপস্থাপন ও তা বিশ্লেষণ । দ্বিতীয়ত , ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কের মতে , যেমনভাবে ঘটনা ঘটেছিল ঠিক সেভাবেই তুলে রাখা হল ঐতিহাসিকের কাজ । তৃতীয়ত , ঐতিহাসিক লর্ড অ্যাকটনের মতে , ঐতিহাসিকের দেওয়া তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাড়া ইতিহাস অর্থহীন । 

১০. মহাফেজখানা থেকে কীভাবে ইতিহাস জানা যায়?
উত্তরঃ-  মহাফেজখানাগুলিতে সমকালীন বিভিন্ন সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট প্রভৃতি সংরক্ষিত থাকে। এগুলিতে সমকালীন বিভিন্ন ঘটনার সঠিক তথ্যসমূহ পাওয়া সম্ভব। এইসব তথ্য পড়ে সমকালীন ইতিহাস জানা যায়।

১১. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কি?
উত্তরঃ-  ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের বিশেষ গুরুত্ব আছে। যেমন –
(১) সরকারি নথিপত্র পাঠ, পুনর্পাঠ ও বিশ্লেষণের মধ্য দিয়ে সমসাময়িক নানা ঘটনার পিছনে সরকারের ভূমিকা ও মনোভাব স্পষ্টভাবে জানা যায়।
(২) আধুনিক ভারতের ইতিহাস পর্যালোচনায় ঔপনিবেশিক শাসকের দৃষ্টিকোণ থেকে ভারতের ইতিহাসের বিভিন্ন ঘটনার চর্চা সম্ভব হয়।

১২. সরকারি নথিপত্র থেকে ঐতিহাসিক সত্য উদ্‌ঘাটন করা যায় এমন একটি উদাহরণ দাও।
উত্তরঃ-  সরকারি নথিপত্র থেকে ঐতিহাসিক সত্য উদ্‌ঘাটন করা যায় এমন একটি উদাহরণ হল – স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগকে ব্রিটিশ সরকার যে সুনজরে দেখত না তা সমকালীন সরকারি নথিপত্র থেকে জানা গেছে।

১৩. আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করো । 
উত্তরঃ-  আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হল যুক্তিবাদী , আপেক্ষিকতাবাদী , দৃষ্টবাদী , মার্কসবাদী , প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি । এ ছাড়াও রয়েছে অ্যানাল গোষ্ঠীর মতবাদ , জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি , নিম্নবর্গীয় ( সাবল্টার্ন ) মতবাদ এবং সামগ্রিক সমাজ বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি । 

১৪. প্রচলিত ইতিহাসচর্চা কী ? 
উত্তরঃ-  প্রচলিত ইতিহাস বলতে বোঝায়— প্রথমত , রাজার যুদ্ধজয় , দেশশাসন , রাজস্ব আদায় ও সাংবিধানিক কাজকর্মের ইতিহাসই ছিল প্রচলিত ইতিহাসচর্চার মূল বিষয় । দ্বিতীয়ত , বিশ শতকের গোড়া থেকে এই ধরনের ইতিহাসচর্চায় সমাজ ও অর্থনীতির অন্য বিষয়গুলিও যুক্ত হতে শুরু করে । তৃতীয়ত , এই ধরনের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা হলেন লর্ড মেকলে , 

১৫. ঐতিহাসিক বিবরণ বা তথ্যসমৃদ্ধ কয়েকটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও।
উত্তরঃ-  ঐতিহাসিক বিবরণ বা তথ্যসমৃদ্ধ কয়েকটি উল্লেখযোগ্য সরকারি নথিপত্র হল –

(i) ফরেস্ট রচিত “হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’,
(ii) স্যার সৈয়দ আহমদ খান রচিত ‘দি কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট’,
(iii) কার্জনের স্বরাষ্ট্রসচিব রিজলে রচিত ব্যক্তিগত দিনলিপি,
(iv) কে লেপেল গ্রিফিন রচিত বিবরণ প্রভৃতি।

১৬.  সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?
উত্তরঃ-  বিভিন্ন সরকারি কর্মচারী, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্যাদি লিখে গিয়েছেন সেইসব বিবরণ সরকারি নথিপত্র নামে পরিচিত।

১৭. ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির নাম কী? এই চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন ?
উত্তরঃ-  ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলির নাম হল “লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার”।
বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক মুন্সি প্রেমচাঁদ ‘পিতা কে পত্ৰ পুত্ৰী কে নাম’ শিরোনামে এই চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন।

১৮. টমাস কার্লাইল প্রমুখ ।  ইতিহাসচর্চায় ভিকোর মতামত কী ? 
উত্তরঃ-  ইটালির ঐতিহাসিক ও মানবতাবাদী দর্শনের প্রবক্তা — গিয়ান বাতিস্তা ভিকোর ( ১৬৬৮–১৭৪৪ খ্রি . ) মতে , ( ১ ) ইতিহাস হল মানবসমাজ ও তার প্রতিষ্ঠান সমূহের বিবর্তনের কাহিনি : ( ২ ) পূর্ব পরিকল্পিত ধারণা বা অবরোহী পদ্ধতিতে ইতিহাসচর্চার পরিবর্তে তিনি ঐতিহাসিক পদ্ধতি ও ঐতিহাসিকের সৃজনশীল মানসিকতার ওপর জোর দেন ; ( ৩ ) তিনি ইতিহাসকে তিনটি যুগে ভাগ করেন , যথা — দেবতা , বীরনায়ক ও সাধারণ মানুষের যুগ ।

১৯. ইতিহাসচর্চায় ‘ অ্যানাল স্কুল ‘ বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  বিশ শতকে ফ্রান্সে ঐতিহাসিক মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ‘ দ্য অ্যানালস ‘ ( ১৯২৯ খ্রিঃ ) পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাসচর্চায় যে নতুন ঘরানার সূচনা করেন তা হল ‘ অ্যানাল স্কুল ‘ । এই ধরনের ইতিহাসচর্চায় প্রথমত , সামাজিক ইতিহাসসহ সার্বিক ইতিহাস রচনার ওপর গুরুত্ব আরোপ করা হয় ; দ্বিতীয়ত , ভৌগোলিক কাঠামো , আর্থসামাজিক পটভূমি , জনসংখ্যাতত্ত্ব , মানসিক প্রবণতার ওপর গুরুত্ব দান করে ইতিহাস রচনার কাজ শুরু করা হয় । 

২০. নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝায় ? অথবা সাবস্টার্ন স্টাডিজ কী ? 
উত্তরঃ-  ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস রচনা পদ্ধতির কথা তুলে ধরেন যা সাবল্টার্ন স্টাডিজ নামে পরিচিত । এই ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি হল প্রথমত , প্রচলিত ইতিহাসচর্চায় সমাজের উচ্চবর্গের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হত ; কিন্তু এই ইতিহাসচর্চায় নিম্নবর্গ , অর্থাৎ কৃষক , শ্রমিক , শহুরে জনতা , আদিবাসী এবং সমাজের নিম্নস্তরের মানুষ ও মহিলাদের উদ্যোগে বিভিন্ন স্বয়ংক্রিয় আন্দোলনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে । দ্বিতীয়ত , নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্ঞান পাণ্ডে , স্টিফেন হেনিংহাম , দীপেশ চক্রবর্তী , গৌতম ভদ্র , শাহিদ আমিন প্রমুখ । 

২১. মার্কসবাদী ইতিহাসচর্চা বলতে কী বোঝায় ?
উত্তরঃ-  বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উদ্‌গাতা কার্ল মার্কসের অনুসৃত অর্থনৈতিক দৃষ্টিকোণ , ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপর ভিত্তি করে উনিশ শতক থেকে ইতিহাসচর্চায় যে নতুন ধারার সূচনা হয়েছে তা মার্কসবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত । এই ইতিহাসচর্চার উল্লেখযোগ্য দিকগুলি হল প্রথমত , ইতিহাসকে বিশ্লেষণের সময় শোষক – শোষিত সম্পর্ক , অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনের ধরন এবং অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয় । দ্বিতীয়ত , মার্কসবাদী ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এরিক হবস্বম , ক্রিস্টোফার হিল , রজনীপাম দত্ত , সুশোভন সরকার , ইরফান হাবিব প্রমুখ । 

২২. আত্মজীবনী ও স্মৃতিকথা কী?
উত্তরঃ-  নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলো যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন, তখন সেই লিপিবদ্ধ কাহিনিকে আত্মজীবনী বলা হয়। যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সব আত্মজীবনীই স্মৃতিকথা; কিন্তু সব স্মৃতিকথাই আত্মজীবনী নয়।

২৩. ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
উত্তরঃ-  বড়োলাট লর্ড লিটন ১৮৭৮ খ্রিস্টাব্দে ‘দেশীয় সংবাদপত্র আইন’ পাসের মাধ্যমে ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেয়। এই আইনের দ্বারা ‘সোমপ্রকাশ’ পত্রিকাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

২৪.  আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

অথবা, স্মৃতিকথা বা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?

উত্তরঃ-  বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমন –
(১) আত্মজীবনী থেকে অনেক সময় সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলির কথা জানা যায়।
(২) আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
(৩) আত্মজীবনীতে উল্লিখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলিও ইতিহাস রচনায় ব্যবহৃত হতে পারে।
(৪) আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে পারে।

২৫. সামাজিক ইতিহাস কী ? 
উত্তরঃ-  ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাসচর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক , সামরিক , সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকগুলিসহ সমগ্র সমাজের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয় যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত । এই ইতিহাস সংশোধনবাদী ইতিহাস নামেও পরিচিত । প্রথমত , এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হল – সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের দৈনন্দিন জীবনযাপন , জাতি – বর্ণ ও জাতিবিদ্বেষ , হিংসা ও সম্প্রীতি । দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চায় যুক্ত গবেষকরা হলেন ইউজিন জেনোভিস , হারবার্ট গুটম্যান , রণজিৎ গুহ , জ্ঞানেন্দ্র পান্ডে , শাহিদ আমিন , সুমিত সরকার , গৌতম ভদ্র , দীপেশ চক্রবর্তী । 

২৬. নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ও তার মুখপত্রের নাম কী ? 
উত্তরঃ-  নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠানটি হল ‘ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন ‘ ( ১৯৭৬ খ্রিস্টাব্দ ) । এটির মুখপত্র হল ‘ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি ‘ । 22 ১৪ ইতিহাসচর্চা কি সত্যিই নিখুঁত ও বাস্তবসম্মত । ( উত্তর ) ইতিহাসচর্চা কতটা নিখুঁত ও বিজ্ঞানসম্মত সে বিষয়ে প্রশ্ন উঠছে । জার্মান লেখক উইলহেলম ডিলথে মনে করেন ঐতিহাসিক ও বৈজ্ঞানিককে এক সারিতে বসানো যায় না । বৈজ্ঞানিক অনুসন্ধান , পরীক্ষানিরীক্ষার ওপর নির্ভর করেন আর ঐতিহাসিক নিজস্ব ধ্যানধারণার ওপর ভিত্তি করে ইতিহাস লেখেন । ব্রিটিশ লেখক আর . জি . কলিংউড ( ১৮৮৯-১৯৪৩ ) তাঁর বিখ্যাত The Idea of History গ্রন্থে দেখিয়েছেন সমস্ত ঐতিহাসিক তাঁর সমসাময়িককালের ভাবনাচিন্তা দ্বারা প্রভাবিত হন । ই . এইচ . কার অনুরূপভাবে মনে করেন ঐতিহাসিক তাঁর নিজের সময়ের আয়নায় অতীত ঘটনাক্রমকে বাছাই করেন । 

২৭. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
উত্তরঃ-  ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের বিভিন্ন গুরুত্ব রয়েছে। যেমন :- 
(১) সংবাদপত্রগুলিতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায়। 
(২) সংবাদপত্রগুলিতে মুদ্রিত সমসাময়িক সমাজ ও সংস্কৃতির খবরাখবর থেকে সেই সময়ের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 
(৩) সংবাদপত্রে মুদ্রিত সমকালীন সরকার ও রাষ্ট্রপরিচালনার বিভিন্ন খবর থেকে সেই সময়ের রাষ্ট্রীয় ইতিহাস জানা সম্ভব হয়। 
(৪) জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়েও সংবাদপত্র থেকে জানা যায়। 
(৫) কোনো ঘটনা সম্পর্কে জনমত কোন দিকে তাও সংবাদপত্র থেকে জানা যায়।

২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কী ? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনস্মৃতি’।
‘জীবনস্মৃতি’ প্রশ্নটি থেকে ঠাকুরবাড়ির নানা তথ্য, তৎকালীন ইংরেজি ভাষা ও বিদেশি প্রথা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দুমেলা সম্পর্কে নানা তথ্য, স্বদেশিয়ানার প্রতি বাঙালিদের আগ্রহ ও উদ্যোগ প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

২৯. ‘সোমপ্রকাশ’ পত্রিকায় নারীদের সম্পর্কে কী ধরনের সংবাদ প্রকাশিত হত?
উত্তরঃ-  ‘সোমপ্রকাশ’ পত্রিকায় বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং নারীশিক্ষা, বিধবাবিবাহ প্রভৃতির পক্ষে সংবাদ পরিবেশন করা হত। এভাবে নারীসমাজের উন্নতির পক্ষে জনমত গঠনে সোমপ্রকাশ পত্রিকা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩০. খেলার ইতিহাস বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  আধুনিক সভ্যতায় অবসর বিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ মাধ্যম হল খেলা বা ক্রীড়া প্রতিযোগিতা । প্রথমত , বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ক্রিকেট , ফুটবল , হকি , টেনিস , গল্ফ , দাবা , রাগবি প্রভৃতি খেলার উদ্ভব , বিবর্তন , প্রসার ও প্রভাব সম্পর্কে চর্চা শুরু হয় যা খেলার ইতিহাস নামে পরিচিত । দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন জে . এ . ম্যাসান , রিচার্ড হোল্ট , গ্রান্ট জারভিস , মাইকেল ম্যাক কিনলে , আশিস নন্দী , রামচন্দ্র গুহ , বোরিয়া মজুমদার । 

৩১. ইংল্যান্ডে ক্রিকেট খেলার উদ্ভবকে কীভাবে চিহ্নিত করবে ? 
উত্তরঃ-  আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ইংল্যান্ডে ‘ স্টিক অ্যান্ড বল ‘ নামক খেলা থেকেই ক্রিকেট খেলার উদ্ভব ঘটেছে । প্রথমত , প্রাক্‌ – শিল্পবিপ্লব পর্বের এই খেলায় হাতে তৈরি কাঠের ব্যাট ও স্ট্যাম্প বেল , বল ব্যবহার করা হত এবং আঠারো শতকে এই খেলা একটি পরিণত খেলার চরিত্র লাভ করে । দ্বিতীয়ত , ১৭৪৪ খ্রিস্টাব্দে প্রথম ক্রিকেটের নিয়মবিধি রচিত হয় । ১৭৬০ – এর দশকে ইংল্যান্ডের হাম্বেলডন – এ প্রথম ক্রিকেট ক্লাব গঠিত হয় এবং ১৭৮০ – র দশকে শুরু হল ‘ ক্রিকেটের অভিভাবক ’ রূপে পরিচিত মেলবোর্ন ক্রিকেট ক্লাব ( MCC ) । 

৩২. ঢাকাই খাবার কী ? 
উত্তরঃ-  সুলতানি ও মুঘল শাসনকালে বাংলার প্রচলিত খাদ্যাভ্যাসে ( ভাত , ডাল ও নিরামিষ খাবার ) পরিবর্তন এসেছিল । পুরাতন ঢাকা এলাকায় অযোধ্যার নবাবী খাবারের ( কাবাব , নান , কাচ্চি ও পাকি বিরিয়ানী , হালিম , মাটন , ভুনি – খিচুড়ি ) প্রচলন ঘটে । এর পাশাপাশি ভাতের সঙ্গে সরষের তেল , ঘি ও বিভিন্ন মশলা সহযোগে বিভিন্নধর্মী তরকারি ও ইলিশ , পাবদা , রুই , চিতল , ভেটকি মাছের বিভিন্ন পদও প্রচলিত ছিল । এই বৈচিত্র্যময় খাবার ঢাকাই খাবার নামে পরিচিত ।

৩৩. আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য যেসব সাময়িকপত্র ও সংবাদপত্র তথ্য সরবরাহ করে তার কয়েকটির নাম লেখো।
উত্তরঃ-  ব্রিটিশ শাসনকালে প্রকাশিত হিকির ‘বেঙ্গল গেজেট, মার্শম্যানের ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’, রামমোহন রায় সম্পাদিত সম্বাদ কৌমুদি, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’, অক্ষয়কুমার দত্ত সম্পাদিত ‘তত্ত্ববোধিনী পত্রিকা’, ঈশ্বর গুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত ‘সোমপ্রকাশ’, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ প্রভৃতি ভারতীয় সাময়িকপত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য তথ্য সরবরাহ করে থাকে।

 ৩৪. বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কী ? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়।
উত্তরঃ-  বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম ‘সত্তর বৎসর’।
‘সত্তর বৎসর’ গ্রন্থটি থেকে বিপিনচন্দ্র পালের সঙ্গে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাতীয় নেতার ঘনিষ্ঠতা, তাঁর ব্রাহ্মসমাজে যোগদান, স্বাধীনতা আন্দোলনে তাঁর ঝাঁপিয়ে পড়া, স্বদেশি, বয়কট, পূর্ণ স্বরাজ প্রভৃতি আন্দোলনে তাঁর অংশগ্রহণ প্রভৃতি তথ্য পাওয়া যায়। এইসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

৩৫.  ‘বঙ্গদর্শন’ পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনার কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ-  ‘বঙ্গদর্শন’ পত্রিকা থেকে বাংলায় ব্রিটিশদের শাসন ও শোষণ, জমিদারদের শোষণ-অত্যাচার, তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা প্রভৃতি বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই সব তথ্য সমকালীন ভারতের ইতিহাস রচনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

৩৬. শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  মানুষ যখন কোনো শিল্প মাধ্যম , যথা- ( সংগীত , নৃত্য , নাটক ও চলচ্চিত্র ) -কে বেছে নিয়ে তার সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় তখন তা শিল্পচর্চা নামে পরিচিত । তাই— প্রথমত , শিল্পচর্চার উদ্ভব , বিবর্তন ও প্রভাব সম্পর্কে আলোচনা করাই শিল্পচর্চার ইতিহাস নামে পরিচিত । দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন— ক্যারল ওয়েলস , ফিলিপ বি জারিল্লি , জ্যাকব বুর্খাহার্ট , নীহাররঞ্জন রায় , অবনীন্দ্রনাথ ঠাকুর , ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় , অশোক মিত্র , হিতেশরঞ্জন সান্যাল , তপতী গুহঠাকুরতা । 

৩৭. নৃত্যশিল্পের ইতিহাসের কয়েকটি দিক চিহ্নিত করো ।
উত্তরঃ-  নৃত্যকলাচর্চার উদ্ভব , বিবর্তন ও তার প্রভাব সংক্রান্ত ইতিহাসচর্চা নৃত্যশিল্পের ইতিহাস নামে পরিচিত । এর কয়েকটি দিক হল প্রথমত , ছন্দ বা গানের তালে তালে মানবশরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনই হল নৃত্য । দ্বিতীয়ত , শাস্ত্রীয় ও ধর্মীয় নৃত্যের পাশাপাশি ভাবাবেগ প্রকাশের জন্য বিভিন্ন ধরনের নৃত্য ( মার্কিন যুক্তরাষ্ট্রের হিপ – হপ নৃত্য , চিনের ইয়াংকো নৃত্য , ভারতের কথক , ফ্রান্স ও রাশিয়ার ব্যালে নৃত্য ) রয়েছে । তৃতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যারা যুক্ত তাঁরা হলেন – ক্যারল ওয়েলস , ফিলিপ বি জারিল্লি , জ্যাকব বুৰ্খাহার্ট , চার্লস রাসেল ডে , তপতী গুহঠাকুরতা । 

৩৮. ব্রিটিশ শাসনকালে প্রকাশিত ভারতীয় সংবাদপত্রগুলি থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনার কী ধরনের তথ্যাদি পাওয়া যায়?
উত্তরঃ-  ব্রিটিশ শাসনকালে প্রকাশিত ভারতীয় সংবাদপত্রগুলি থেকে তৎকালীন ভারতীয় আর্থসামাজিক অবস্থা, ব্রিটিশ সরকার ও তার সহযোগীদের শোষণ-অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহ ও আন্দোলন প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্যাদি পাওয়া যায়।

৩৯. বেঙ্গল গেজেট কে, কবে প্রকাশ করেন?
উত্তরঃ-  বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্রটি জেমস অগাস্টাস হিকি ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশ করেন।

৪০. সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ-  সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন – 
(১) সাধারণত সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়। কিন্তু সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। 
(২) সংবাদপত্রের মুদ্রণে রোজকার খবরাখবর গুরুত্ব পায়। সাময়িকপত্রে রোজকার খবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায়। 
(৩) সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড়ো হয় এবং সেগুলো বাঁধানো থাকে না। অন্যদিকে, সাময়িকপত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোটো হয় এবং সাধারণত তা বইয়ের মতো বাঁধাই করা হয়।

৪১. চলচ্চিত্রের ইতিহাস বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উন্নত ক্যামেরার মাধ্যমে সচল ছবি তোলার প্রক্রিয়ার উদ্ভাবন ঘটে এবং অগাস্ট ল্যুমিয়ের ও লুই ল্যুমিয়ের নামক দুই ভাইয়ের হাত ধরে প্যারিসে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে ( ১৮৯৫ খ্রিস্টাব্দ ) । প্রথমত , প্রথমদিকে কোনো ঘটনা বা গল্পকে কেন্দ্র করে তৈরি এই সচল ছবি ছিল নির্বাক , কিন্তু শেষ পর্যন্ত বিশ শতকের গোড়ায় আমেরিকা ও ইংল্যান্ডে সবাক ও সচল ছবি তৈরি হয় , যা চলচ্চিত্র নামে পরিচিত । দ্বিতীয়ত , চলচ্চিত্রের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিশেষভাবে জড়িত ছিলেন — ফিলিপ বি জারিপি , চার্লস রাসেল ডে , সত্যজিৎ রায় , ঋত্বিককুমার ঘটক , গিরিশ কারনাড , আদুর গোপালকৃয়ন প্রমুখ । 

৪২. ভারতীয় চলচ্চিত্রের প্রাথমিক ইতিহাস কীভাবে চিহ্নিত করবে ? 
উত্তরঃ-  ঔপনিবেশিক শাসনপর্বে ভারতে ১৮৯৬ খ্রিস্টাব্দে হরিশ্চন্দ সখারাম ভাতওয়াডেকর ‘ দ্য রেস্টলারস ‘ নামক একটি সচল ও নির্বাক ছবি নির্মাণ করেন । পরবর্তীকালে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে তৈরি করেন ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ নামক চলচ্চিত্র ( ১৯১৩ খ্রি . ) । তবে ‘ আলম আরা ‘ চলচ্চিত্রটি ছিল ( ১৯৩১ খ্রি . ) ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র । ভারতে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন এবং এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ‘ রয়্যাল বায়োস্কোপ কোম্পানি । 

৪৩. সরলাদেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম কী ? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কী ধরনের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ-  সরলাদেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনের ঝরাপাতা’।
‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থ থেকে ভারতের কৃষক ও শ্রমিকদের ওপর ব্রিটিশ ও তাদের সহযোগীদের শোষণ-অত্যাচার, ব্রিটিশ-বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বদেশি আন্দোলন, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। এইসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

৪৪. আধুনিক ভারতের ইতিহাসের উপাদানসমৃদ্ধ কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথার উদাহরণ দাও।
উত্তরঃ-  আধুনিক ভারতের ইতিহাসের উপাদানসমৃদ্ধ উল্লেখযোগ্য আত্মজীবনী ও স্মৃতিকথার উদাহরণ হল – 
(১) বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’, 
(২) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’, 
(৩) সরলাদেবী চৌধুরানীর ‘জীবনের ঝরাপাতা’, 
(৪) মহাত্মা গান্ধির ‘দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’, 
(৫) সুভাষচন্দ্র বসুর ‘অ্যান ইণ্ডিয়ান পিলগ্রিম’ (অসমাপ্ত), 
(৬) জওহরলাল নেহরুর ‘অ্যান অটোবায়োগ্রাফি’ প্রভৃতি।

৪৫. বাংলা চলচ্চিত্রের আদিপর্বের ইতিহাস বিশ্লেষণ করো । 
উত্তরঃ-  ১৮৯৬ খ্রিস্টাব্দে ভারতে সিনেমা বা চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলা ভাষাতেও চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয় । প্রথম বাংলা ছবি ‘ বিল্বমঙ্গল ‘ ছিল নির্বাক ছবি , কিন্তু ১৯৩১ খ্রিস্টাব্দে মুক্তি পায় ‘ জামাইষষ্ঠী ‘ নামক সবাক ছবি । পরবর্তীকালে সত্যজিৎ রায় , ঋত্বিককুমার ঘটক , মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র পরিণত হয়ে ওঠে এবং সত্যজিৎ রায়ের ‘ পথের পাঁচালী ‘ দেশ ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করে ।

৪৬. সত্যজিৎ রায় বিখ্যাত কেন ?
উত্তরঃ-  সত্যজিৎ রায় বিখ্যাত ছিলেন , কারণ— প্রথমত , সত্যজিৎ রায় ছিলেন একাধারে চিত্রশিল্পী , সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ও বাংলা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার প্রাপক । দ্বিতীয়ত , বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি ছিলেন সর্বাগ্রগণ্য , কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তিনি ‘ পথের পাঁচালি ‘ নামক চলচ্চিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃত ও প্রশংসা লাভ করে । তৃতীয়ত , তাঁর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল ‘ গুপী গাইন বাঘা বাইন ’ , ‘ অপুর সংসার ‘ , ‘ শাখাপ্রশাখা ‘ , ‘ নায়ক ‘ , ‘ আগন্তুক ‘ । 

৪৭. ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?
উত্তরঃ-  ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা আছে। যেমন –
(১) ইনটারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেকসময় অসম্পূর্ণ থাকে।
(২) তথ্যগুলি অনেকসময় মনগড়া হয়।
(৩) গবেষণার কাজে এই তথ্য ব্যবহার করার ক্ষেত্রে ভরসা পাওয়া যায় না।
(৪) অনেকক্ষেত্রে ইনটারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়।

৪৮. ইতিহাস কী?
উত্তরঃ-  সাধারণভাবে ‘ইতিহাস’ হল অতীতের কথা। মানব প্রজাতির আবির্ভাবের সময় থেকে শুরু করে বর্তমানে মানবসভ্যতার চরম উৎকর্ষ লাভের সময় পর্যন্ত যাবতীয় ঘটনাবলি আলোচিত হয় যে শাস্ত্রে, তাই হল ইতিহাস। অন্যভাবে বলা যায় ইতিহাস হল মানবসভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনি।

৪৯. পোশাক – পরিচ্ছদের ইতিহাস কী ? 
উত্তরঃ-  পোশাক – পরিচ্ছদের উদ্ভব ও তার বিবর্তনকে চিহ্নিত করা এবং পোশাক কীভাবে কর্তৃত্ব ও আভিজাত্যের মাপকাঠি হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করাই হল পোশাক – পরিচ্ছদের ইতিহাস । এই ইতিহাসের দিকগুলি হল প্রথমত , ভৌগোলিক অবস্থান , সাংস্কৃতিক অভিরুচি , সামাজিক রীতি কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পোশাক – পরিচ্ছদের ক্ষেত্রকে প্রভাবিত তা চিহ্নিত করা এই ইতিহাসের বৈশিষ্ট্য । দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন ম্যাথেউস সোয়ার্জ , কার্ল কোহলার , এম্মা টারলো , এল টেলর , পিটার ম্যাকনিল , রবার্ট রস , মলয় রায় । 

৫০.  ঢাকাই খাবার কী?
উত্তরঃ-  ঢাকা যখন প্রাদেশিক রাজধানী ছিল তখন এখানকার রন্ধনপ্রণালীর সঙ্গে পারসিক খাদ্যরীতির সংমিশ্রণ ঘটে। এর ফলে যে খাবার প্রস্তুত হয় তা ‘ঢাকাই খাবার’ নামে পরিচিত। এই খাবারের অন্তর্ভুক্ত ছিল খিচুড়ি, হালিম, চালের গুঁড়োর পিঠে প্রভৃতি।

৫১. শহরের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  শহরের ইতিহাসচর্চা বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পূর্ণেন্দু পত্রী রচিত ‘কলকাতা সংক্রান্ত’, নিখিল সরকার (শ্রীপান্থ) রচিত ‘কলকাতা’, রাধারমণ মিত্র রচিত ‘কলিকাতা দর্পণ’, বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় রচিত ‘শহর বহরমপুর’, শামসুদ্দোহা চৌধুরী রচিত ‘প্রাচীন নগরী সোনারগাঁও’, মুনতাসীর মামুন রচিত ‘ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী’, পার্থ দত্ত রচিত ‘আরবানাইজেশন, ‘লোকাল পলিটিক্স অ্যান্ড লেবার প্রোটেস্ট’, নারায়ণী গুপ্ত রচিত ‘দ্য দিল্লি অমনিবাস’, রাধাপ্রসাদ গুপ্ত রচিত ‘কলকাতার ফিরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ’ প্রভৃতি।


৫২. সামরিক ইতিহাস বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে । যুদ্ধের প্রেক্ষাপট , যুদ্ধাস্ত্রের বিবর্তন , সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতা , যুদ্ধের প্রকৃতি ও প্রভাবকে তুলে ধরা হল সামরিক ইতিহাস । এই প্রসঙ্গে প্রথমত , পেলোপনেসীয় যুদ্ধ , রামায়ণ ও মহাভারতের যুদ্ধসহ প্রাচীনকাল থেকে বর্তমানের সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ , দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের এই ইতিহাসচর্চায় স্থান পেয়েছে । দ্বিতীয়ত , এই ইতিহাসের গবেষকরা হলেন — শেলফোর্ড বিডওয়েল , জন টেরাইন , রিচাড কন , যদুনাথ সরকার , সুরেন্দ্রনাথ সেন , এ জে পি টেলর , বিবেকানন্দ মুখোপাধ্যায় , কৌশিক রায় । 

৫৩. বর্তমানকালে ইতিহাসের আলোচনায় সমাজের কোন্ স্তরের মানুষ স্থান পায় ?
উত্তরঃ-  বর্তমানকালে ইতিহাসের আলোচনায় সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত সমস্ত মানুষ অর্থাৎ রাজা, শাসক, অভিজাত, মধ্যবিত্ত, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সৈনিক, নারী প্রমুখ সকলেই স্থান পায়।

৫৪. আধুনিক ইতিহাসচর্চার নানা বৈচিত্র্যগুলি উল্লেখ করো ।
উত্তরঃ-  আধুনিক ইতিহাসচর্চায় বহু নতুন বিষয়ের আলোচনা যুক্ত হওয়ার ফলে তা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাসের এই সব নতুন বিষয়ের মধ্যে অন্যতম হল নতুন সমাজবিন্যাস, খেলাধুলা, খাদ্যাভ্যাস, শিল্পচর্চা, পোশাক-পরিচ্ছদ, যানবাহন-যোগাযোগ ব্যবস্থা, দৃশ্যশিল্প, স্থাপত্য, স্থানীয় অঞ্চল, শহর, যুদ্ধবিগ্রহ, পরিবেশ, বিজ্ঞান-প্ৰযুক্তি ও চিকিৎসাবিদ্যা, নারী প্রভৃতির ইতিহাসচর্চা।

৫৫. ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? অথবা, সামাজিক ইতিহাস কী?
উত্তরঃ-  বর্তমানকালে রাজা-মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাসচর্চা ‘নতুন সামাজিক ইতিহাস’ নামে পরিচিত।

৫৬. পরিবেশের ইতিহাস কী ? 
উত্তরঃ-  পরিবেশের অর্থাৎ , প্রকৃতি জগতের সঙ্গে মানবসমাজের ক্রিয়া – প্রতিক্রিয়ার ইতিহাসই হল পরিবেশের ইতিহাস । এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হল— প্রথমত , সুপ্রাচীন কালে মানুষের আবির্ভাব হয় । পশুশিকারি জীবন থেকে নক মানবসভ্যতার উত্তরণের পিছনে পরিবেশের ভূমিকা ও অবদানকে চিহ্নিত করাই এই ইতিহাসের মূল বৈশিষ্ট্য । দ্বিতীয়ত , ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনা থেকেই পরিবেশের ইতিহাসচর্চা শুরু হয়েছে ; এই ইতিহাসের সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — র‍্যাচেল কারসন , ডেভিড আরনল্ড , রামচন্দ্র গুহ , মাধব গ্যাডগিল , রিচার্ড গ্রোভ , স্যামুয়েল পি হাইজ , অ্যান্ড্রু সি ইসেনবার্গ , আলফ্রেড ডব্লিউ ।

৫৭. ‘অ্যানাল স্কুল’ কী ?
উত্তরঃ-  ‘অ্যানাল স্কুল’ হল ফ্রান্সের একটি পত্রিকাগোষ্ঠী। মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর -এর উদ্যোগে ‘আনালস অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামে একটি পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।

৫৮. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী ?
উত্তরঃ-  নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি হল জাতীয় স্তরের রাজনৈতিক ঘটনাবলির বিবরণের বাইরে থাকা সাধারণ মানুষের স্থানীয় পৌর ও সামাজিক জীবন, সংস্কৃতি, জনস্বাস্থ্য, জাতিগত পরিচয়, দারিদ্র্য, গণমাধ্যম প্রভৃতি ।

৫৯. নতুন সামাজিক ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  নতুন সামাজিক ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রণজিৎ গুহ রচিত ‘সিলেক্টেড সাবলটার্ন স্টাডিজ’, ‘সাবলটার্ন স্টাডিজ রিডার : ১৯৮৬-১৯৯৫’, পার্থ চট্টোপাধ্যায় রচিত ‘সাবলটার্ন স্টাডিজ’, জ্ঞানেন্দ্র পাণ্ড রচিত ‘এ হিস্ট্রি অব প্রেজুডিস’, শাহিদ আমিন রচিত ‘ইভেন্ট, মেটাফোর, মেমোরি : চৌরিচৌরা ১৯২২-৯২’, গৌতম ভদ্র ও পার্থ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘নিম্নবর্গের ইতিহাস’, গৌতম ভদ্র রচিত ‘ইমান ও নিশান’ প্রভৃতি।

৬০. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ? 
উত্তরঃ-  পরিবেশের ইতিহাসের গুরুত্বগুলি হল প্রথমত , মানবসভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষার ব্যবস্থা করা । দ্বিতীয়ত , পরিবেশ সংকট ও তার প্রকৃতি , পরিবেশ বিপর্যয় ও তার ভয়াবহতা , বাসস্থানের সুস্বাস্থ্য , অরণ্য ও অরণ্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সম্যক ধারণা ও তার প্রয়োগের ব্যবস্থা করা । তৃতীয়ত , পরিবেশের ইতিহাসের সঙ্গে ইতিহাসের অন্য দিকগুলির সম্পর্ক নির্ধারণ । 

 ৬১. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ ?
উত্তরঃ-  ১৯৮০-র দশক থেকে ভারত-সহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের গবেষকের উদ্যোগে জাতি, ধর্ম, শ্রেণি, লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাসচর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাসচর্চা বা সাবলটার্ন স্টাডিজ নামে পরিচিত।

৬২. নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তরঃ-  নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র প্রমুখ।

৬৩. খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ-  খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত খ্যাতনামা গবেষক হলেন কে টি আচয়, প্যাট চ্যাপম্যান, শরীফ উদ্দিন আহমেদ, হারভে লেভেনস্টেইন, জোনাথানরাইট, বিজয়া চৌধুরী, হরিপদ ভৌমিক প্রমুখ।

৬৪. ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো । 
উত্তরঃ-  ভারতে অনুষ্ঠিত দুটি পরিবেশ আন্দোলন হল প্রথমত , ১৯৬০ – এর দশকে উত্তরপ্রদেশের আদিবাসী নারী – পুরুষ , সরলা বেন ও সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে অরণ্য সংরক্ষণ আন্দোলন গড়ে ওঠে যা চিপকো আন্দোলন ‘ নামে পরিচিত । দ্বিতীয়ত , উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় ভাগীরথী ও ভীলাঙ্গনা নদীর সংযোগস্থলে অবস্থিত তেহেরি শহরকে জনমুক্ত করে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় । সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এর বিরুদ্ধে পরিবেশ রক্ষার যে আন্দোলন গড়ে ওঠে তা তেহেরি গাড়োয়াল আন্দোলন ‘ ( ১৯৬০-২০০৪ খ্রিস্টাব্দ ) নামে পরিচিত । 

৬৫. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন ? 
উত্তরঃ-  গবেষক হরিপদ ভৌমিক তাঁর ‘রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থে দাবি করেছেন, বাংলার নদিয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এই কারণে তিনি ইতিহাসে বিখ্যাত।

৬৬. নবীনচন্দ্র দাস কে ছিলেন?
উত্তরঃ-  নবীনচন্দ্র দাস ছিলেন কলকাতার বাগবাজারের একজন ময়রা। নদিয়ার ফুলিয়ার হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কিছুটা পরিবর্তন করে নবীনচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।

৬৭. মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার কী ধরনের উপাদান পাওয়া যেতে পারে ?
উত্তরঃ-  মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাদান বা তথ্য পাওয়া যেতে পারে। যেমন – 
(১) মানুষের আর্থসামাজিক অবস্থা, 
(২) সামাজিক রুচিবোধ, 
(৩) সামাজিক উদারতার মাত্রা, 
(৪) লিঙ্গবৈষম্য প্রভৃতি।

৬৮. বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কী বোঝায় ? 
উত্তরঃ-  বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও বিবর্তন , প্রযুক্তির উদ্ভব ও তার অগ্রগতি এবং চিকিৎসাবিদ্যার বিবর্তন সম্পর্কিত ইতিহাসচর্চা বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস নামে পরিচিত । এই ইতিহাসের মূল কথা হল প্রথমত , বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা কীভাবে মানবসমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে তার অগ্রগতির পরিমাপ করা । দ্বিতীয়ত , আদিম সভ্যতা থেকে আধুনিক যন্ত্রসভ্যতার উত্তরণই হল এই ইতিহাসচর্চার পরিধি ; এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — টমাস কুন , সি ডি ড্যামপিয়ার , আই . গোল্ডস্টাইন , জে ডি বারনাল , প্রফুল্লচন্দ্র রায় , ডেডিভ আরনল্ড , এস জি ব্রাস , দীপককুমার , আর্নস্ট মেয়র । 

 ৬৯. ব্রাহ্মিকা পদ্ধতি কি?
উত্তরঃ-  ব্রাহ্মিকা পদ্ধতি হল বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পড়ার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পড়ার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড়ো হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পড়েন। উনিশ শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন।

৭০. নারী – ইতিহাস কী ?
উত্তরঃ-  প্রচলিত পুরুষকেন্দ্রিক ইতিহাসের সংশোধন ঘটিয়ে সমাজ ও সভ্যতার ইতিহাসে নারীর অবদান ও ভূমিকার পুনর্মূল্যায়ন সংক্রান্ত ইতিহাসচর্চাই হল নারী – ইতিহাস । এই ইতিহাসের বৈশিষ্ট্য হল প্রথমত , প্রথমদিকে প্রভাবশালী নারীদের সম্পর্কে ইতিহাসচর্চা করা হলেও বর্তমানে সাধারণ নারীরাও এর অন্তর্গত । দ্বিতীয়ত , সমাজ , সংস্কৃতি , অর্থনীতি ও রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণকে চিহ্নিত করাই এই ইতিহাসের প্রধানতম তৃতীয়ত , নারী – ইতিহাসের সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — মেরি ওলস্টনস্ক্রাফট , সিমোন দ্য বোভোয়ার , জি লার্নের , বারবারা কান , স্টিভেন মিনজ , লুই এ টিল্লি , জেরান্ডিন ফরবেশ , শমিতা সেন , নীরা দেশাই । 

৭১. কবে কোথায় ‘দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস’ প্রতিষ্ঠিত হয়েছে? এর উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ-  
১৯৯১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ‘দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস’ প্রতিষ্ঠিত হয়েছে।

‘দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস’ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল পোশাক-পরিচ্ছদের ইতিহাস চর্চা করা।

৭২. পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ-  পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত খ্যাতনামা গবেষক হালেন কার্ল কোহলার, এম্মা টারলো, মলয় রায়, নিরুপমা পুণ্ডীর, ত্রৈলোক্যনাথ বসু প্রমুখ।

৭৩. নারী ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা করো । 
উত্তরঃ-  নারী ইতিহাসচর্চার উল্লেখযোগ্য গুরুত্ব হল প্রথমত , সভ্যতার ইতিহাসে রাজনৈতিক , আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের ভূমিকাকে তুলে ধরা সম্ভব হয়েছে । দ্বিতীয়ত , লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী – পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় এই ইতিহাসচর্চা ইতিবাচক ভূমিকা পালন করেছে । তৃতীয়ত , ইতিহাসচর্চার ক্ষেত্রে প্রচলিত ইতিহাসের সংশোধন করতে চেয়ে নারী – ইতিহাস এক বিকল্প ইতিহাসচর্চার সন্ধান 45 দিয়েছে । 

৭৪. বর্তমানকালে কোনো দেশ বা জাতির জীবনে খেলাধুলার গুরুত্ব কী ?
উত্তরঃ-  বর্তমানকালে কোনো দেশ বা জাতির জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যেমন – (১) কোনো দেশ বা জাতির জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক অবস্থান, নানান সামাজিক দিক খেলাধুলোর মাধ্যমে প্রকাশ পায়। (২) বিভিন্ন দেশ ও জাতির মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলোর বিশেষ ভূমিকা রয়েছে।

৭৫. সাম্প্রতিককালে কারা খেলাধুলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ?
উত্তরঃ-  সাম্প্রতিককালে জে এ ম্যাসান, রিচার্ড হোল্ট, গৌতম ভট্টাচার্য, রূপক সাহা, বোরিয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ খ্যাতনামা গবেষক খেলাধুলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

৭৬. খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বোরিয়া মজুমদার রচিত ‘ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া’, বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর’, কৌশিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘খেলা যখন ইতিহাস’, গৌতম ভট্টাচার্য রচিত ‘কাপমহলা’, রূপক সাহা রচিত ‘বিদ্রোহী মারাদোনা’, উৎপল শুভ্র রচিত ‘বিশ্ব যখন ফুটবলময়’ প্রভৃতি।

৭৭. ‘ জীবনস্মৃতি ‘ থেকে উনিশ শতকের বাংলার শিক্ষাব্যবস্থার ইতিহাসের কী কী উপাদান পাওয়া যায় ? 
উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘ জীবনস্মৃতি ‘ থেকে— 
প্রথমত , উনিশ শতকের দ্বিতীয়ার্ধের ঔপনিবেশিক শিক্ষার কথা জানা যায় । 
দ্বিতীয়ত , এই গ্রন্থের ‘ শিক্ষারম্ভ ‘ প্রভৃতি অধ্যায়ের বর্ণনা থেকে ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুল – এর শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানা যায় । 
তৃতীয়ত , ঘরের চার দেওয়ালের মধ্যে বন্ধ এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কবিহীন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার কথা জানা যায় । 

৭৮. রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ-  রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল – 
(১) ‘সিলেক্টেড সাবলটার্ন স্টাডিজ’, 
(২) ‘এলিমেন্টারি অ্যাসপেক্ট অব পিজেন্ট ইনসারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’, 
(৩) ‘সাবলটার্ন স্টাডিজ রিডার : ১৯৮৬-১৯৯৫’।

৭৯. মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাসচর্চার কী ধরনের উপাদান পাওয়া যেতে পারে ?
উত্তরঃ-  মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাসচর্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যেতে পারে যেমন – 
(১) কোনো সমাজের মানুষের আর্থসামাজিক অবস্থা,
(২) সেই সমাজের খাদ্যাভ্যাস কতখানি অন্য সমাজের দ্বারা প্রভাবিত,
(৩) স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের সচেতনতা প্রভৃতি।

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)

  1. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা গুলি উল্লেখ কর।
  2. সোমপ্রকাশ পত্রিকা থেকে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
  3. ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি?
  4. মার্কসবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো।
  5. আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
  6. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
  7. নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লিখ।
  8. স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়?
  9. আধুনিক ইতিহাস চর্চায় আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
  10.  সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?
  11. স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কি?
  12. আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
  13. নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কী ভূমিকা নিয়েছিল?
  14. ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে  সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
  15. কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?
  16. কে, কেন বীরাষ্টমী ব্রত পালন করেন?
  17. গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কি?
  18. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন?
  19. মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল?
  20.  বাংলার চলচ্চিত্রকে সত্যজিৎ রায় কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন?


বিশ্লেষণমূলক প্রশ্ন- প্রশ্নের মান- ৪ (নিজে করো)

  1. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনস্মৃতি’-কে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়?
  2. সংবাদপত্র এবং সাময়িকপত্র- এর মধ্যে পার্থক্য কি?
  3. আধুনিক ইতিহাসচর্চা কিভাবে বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে?
  4. ভারতের ফুটবল খেলা কীভাবে জাতীয়তাবোধে উন্নীত হয়?
  5. স্থাপত্যের ইতিহাসের বৈশিষ্ট্য কি?
  6. আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সামরিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
  7. যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল?
  8. আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারী নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ?
  9. পরিবেশের ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর।
  10. নারীসমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর।
  11. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  12. ‘বঙ্গদর্শন’ ও ‘সোমপ্রকাশ’ থেকে কোন ধরনের ইতিহাস রচনার উপাদান পাওয়া যায়।
  13. সামাজিক ইতিহাসচর্চার ক্ষেত্রে খাদ্যাভাসের ইতিহাসচর্চার গতিপ্রকৃতি আলোচনা কর।
  14. শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ কর।
  15. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চার গুরুত্ব কি?



দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা / Itihaser Dharona (প্রথম অধ্যায়)" রচনাধর্মী প্রশ্ন উত্তর" । WBBSE Class 10th History 1st Chapter DAQ Questions and Answers | Madhyamik History Itihaser Dharona Detailed Question and Answer

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)

১. বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো । 
উত্তরঃ-  ভূমিকা : বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ , প্রযুক্তির উদ্ভব ও তার অগ্রগতি এবং চিকিৎসাবিদ্যার অগ্রগতিই বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা নামে পরিচিত । আধুনিক অপারেশন থিয়েটার বৈশিষ্ট্য : বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি হল— 

1 জ্ঞানচর্চার ইতিহাস : প্রকৃতি ও মানব শারীরতত্ত্ব সম্পর্কে পর্যবেক্ষণ , গবেষণা ও তার ব্যাখ্যার ফলেই তত্ত্বগত ও ব্যাবহারিক জ্ঞানের উন্মেষ ঘটেছে বলে এই ইতিহাস হল বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা সম্পর্কিত জ্ঞানচর্চার ইতিহাস । 
2 অগ্রগতি উপস্থাপন : এই ধরনের ইতিহাসচর্চায় ইউরোপের রেনেসাঁস পর্বের পরবর্তীকাল থেকে বিংশ শতক পর্যন্ত সময়ের বিজ্ঞান – প্রযুক্তি , শারীরজ্ঞান ও চিকিৎসাবিদ্যার অগ্রগতি পরিমাপ করা হয় । 
3 মানবসভ্যতায় প্রভাব বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা কীভাবে মানবসমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে এবং দেশের অর্থনৈতিক , সামরিক ও চিকিৎসার ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করেছে তা আলোচনা করাই এই ইতিহাসের উদ্দেশ্য । 
4 মানবসভ্যতা থেকে যন্ত্রসভ্যতা : মানুষ তার বুদ্ধি ও শ্রমকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র , যন্ত্রপাতি ও প্রযুক্তির উন্নতি ঘটায় । প্রযুক্তির অগ্রগতিকে চিহ্নিত করে মানবসভ্যতার যন্ত্রসভ্যতায় উত্তরণকে ব্যাখ্যা করা এই ইতিহাসের বিশেষ বৈশিষ্ট্য । 
উপসংহার : বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চার এক বিশেষ অঙ্গরূপে নিজেকে প্রতিষ্ঠা করেছে । এমনকি সাধারণ ইতিহাসচর্চার ক্ষেত্রেও বিজ্ঞান – প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক ।

 বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘ সত্তর বৎসর ’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো । অথবা , আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের ‘ সত্তর বৎসর ‘ নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব কী ? 
উত্তরঃ-  ভূমিকা : ভারতের জাতীয়তাবাদী ও চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘ সত্তর বৎসর ’ – এ ১৮৫৮-১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের পরিস্থিতি বর্ণিত হয়েছে । ফলে এটি আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গৌণ উপাদান । 

উপাদানের বিভিন্ন দিক : ‘ সত্তর বৎসর ‘ থেকে ইতিহাসের যে দিকগুলো জানা যায় তা হল গ্রাম ও শহরের কথা : এই গ্রন্থ থেকে বিপিনচন্দ্র পালের বংশ ও পারিবারিক ইতিহাস , বাখরগঞ্জ , ফেঁচুগঞ্জ , শ্রীহট্ট , হবিগঞ্জ – এর মতো গ্রামের পাশাপাশি তৎকালীন কলকাতা শহরের ইতিহাসও জানা যায় । 

সংস্কৃতি : ‘ সত্তর বৎসর থেকে গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ দোল দুর্গোৎসব , যাত্রাগান ও পুরাণপাঠ , বিবাহ প্রথা – র পাশাপাশি কলকাতার তৎকালীন সংস্কৃতি , খাদ্যাভ্যাস ও বিধিনিষেধ , মদ্যপান ও মদ্যপান নিবারণী সমিতির কথাও জানা যায় ।

 ব্রাহ্মসমাজের রাজনৈতিক আদর্শ : তিনি দেখিয়েছেন ইংরেজি শিক্ষিত বাঙালিরা নতুন সামাজিক আদর্শের সন্ধান পেয়েছিল । তৎকালীন ব্রাহ্মসমাজও এই শিক্ষিত বাঙালিদের মধ্যে স্বাধীনতার আদর্শের সঞ্চার করেছিল । 

 ভারতসভা ও হিন্দুমেলা : ‘ সত্তর বৎসর ‘ থেকে আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় – এর নেতৃত্বে ছাত্রসভা বা ‘ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ’ ও ‘ ভারতসভা ‘ গঠনের কথা এবং নবগোপাল মিত্র ও তাঁর প্রতিষ্ঠিত ‘ হিন্দুমেলা ’ নামক জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের কথাও জানা যায় । 

 উপসংহার : বিপিনচন্দ্র পালই প্রথম ব্যক্তিত্ব যিনি তাঁর আত্মজীবনীতে ‘ দেশকথা’কে তুলে ধরেছেন । তবে তাঁর এই দেশকথাতে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে ।


২. আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাসের গতিপ্রকৃতি আলোচনা করো । 

উত্তরঃ-  ভূমিকা : ভারতে দেশজ খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল শতরঞ্জ , পাশা , বাঘবন্দি , হাডুডু , কুস্তি , গেন্ডুয়া , গুলতি খেলা । খেলাধুলার গতিপ্রকৃতি আধুনিক ভারতে দেশজ খেলার পাশাপাশি বিদেশি খেলার আগমন ঘটে , যেমন—

[ ১ ] ক্রিকেট : ১৭২১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সূত্র ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হলেও তা ভারতস্থ ইংরেজ সামরিক বাহিনী ও শ্বেতাঙ্গদের ক্লাব বা জিমখানার মধ্যেই সীমাবদ্ধ ছিল । পরবর্তীকালে প্রথমত , আঠারো শতকের শেষে ভারতে প্রথম ক্রিকেট ক্লাব রূপে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘ ক্যালকাটা ক্রিকেট ক্লাব ’ ( ১৭৯২ খ্রিস্টাব্দ ) এবং ১৮৪৮ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে পারসিদের ‘ ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব ’ ; দ্বিতীয়ত , ভারতে হিন্দু , পারসি , মুসলিম ও খ্রিস্টান দলের মধ্যে সাম্প্রদায়িক ভিত্তিতে ক্রিকেট টুর্নামেন্ট খেলানো হত । 
[  ২ ] হকি : ভারতে মূলত ইংরেজ সৈন্যবাহিনীর হাত ধরেই হকি খেলার প্রসার ঘটে এবং কলকাতায় ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ( ১৮৮৫-৮৬ খ্রিস্টাব্দ ) । বিশ শতকে ১৯২৮ খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসে ভারত প্রথম অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত ফাইনাল খেলায় হল্যান্ডের কাছে ভারত ৩-০ গোলে পরাজিত হয় । ধ্যানচাঁদ ছিলেন ভারতের একজন বিখ্যাত হকি খেলোয়াড় । 
[  ৩ ] ফুটবল : ইংরেজদের হাত ধরে ভারতে ফুটবল খেলার সূচনা হলেও নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন ‘ ভারতীয় ফুটবলের জনক ’ । পরবর্তীকালে ‘ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ‘ প্রতিষ্ঠিত হয় ( ১৮৮৯ খ্রি . ) এবং ১৯১১ খ্রিস্টাব্দে আই এফ এ শিল্ড প্রতিযোগিতায় ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে হারিয়ে দেয় । 
[  ৪ ] ইতিহাসচর্চা : ১৯৭০ – এর দশকে ইউরোপে খেলাধুলার ইতিহাস সম্পর্কে চর্চা শুরু হলেও ভারতে তা শুরু হয় ১৯৮০ – র দশকে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষকরা হলেন সৌমেনচন্দ্ৰ মিত্র , আশীষ নন্দী , বোরিয়া মজুমদার , রামচন্দ্র গুহ , কৌশিক বন্দ্যোপাধ্যায় । 
উপসংহার : ভারতে খেলাধুলার ইতিহাসে টেনিস , পোলো , গলফ , রাগবি , বাস্কেটবল খেলারও উল্লেখযোগ্য ভূমিকা ছিল । ভারতীয়দের কাছে আধুনিক খেলাধুলা অবসরবিনোদন ও পৌরুষ প্রকাশের মাধ্যম হলেও তা ছিল পরাধীন ভারতে জাতীয়তাবাদ প্রকাশের অন্যতম মাধ্যম । 

৩. শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো । 
উত্তরঃ-  ভূমিকা : শিল্পচর্চার ইতিহাসের অন্তর্গত বিষয়গুলি হল । সংগীত , নৃত্য , নাটক ও চলচ্চিত্র । শিল্পচর্চার বিভিন্ন দিক : ইউরোপে রেনেসাঁসের সময়কাল থেকেই চলচ্চিত্র ছাড়া অন্যান্য শিল্পচর্চার ইতিহাসের সূচনা হয়েছিল । এর বিভিন্ন দিকগুলি হল— 

[ ১ ] আকার বা ধরন চিহ্নিতকরণ : শিল্পচর্চার অন্তর্গত বিষয়গুলির উদ্ভব , ধরন ও রীতির বিবর্তনকে চিহ্নিত করে এই বিষয়গুলির ইতিহাস নির্মাণ করাই এর প্রধান উদ্দেশ্য । হে নান্দনিকতা : সংগীত , নৃত্য , নাটক ও চলচ্চিত্র – এর সঙ্গে যুক্ত নান্দনিকতার বিষয়টি কীভাবে শ্রোতা ও দর্শকদের চিত্ত বিনোদনের পাশাপাশি সামাজিক ও মানসিক সংহতি গড়ে তুলেছিল তা চিহ্নিত করাই এই ইতিহাসের বৈশিষ্ট্য । 

[ ২ ] প্রতিষ্ঠানের গুরুত্ব : শিল্পচর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগীতকেন্দ্র , নৃত্যশালা , নাট্যকেন্দ্র বা রঙ্গমঞ্চ , সিনেমা হল এবং এইসব প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলির পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে তাঁদের অবদানের মূল্যায়ন করাও এই ইতিহাসের এক বিশিষ্ট দিক । 

[ ৩ ] রাজনৈতিক গুরুত্ব : সংগীত , নৃত্য , নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে একটি দেশের সাংস্কৃতিক সত্তা প্রকাশিত হয় । এই সত্তা কীভাবে একটি দেশের রাজনৈতিক সংহতি বা স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করে তোলে তা চিহ্নিত করাও শিল্পচর্চার ইতিহাসের বৈশিষ্ট্য । 

উপসংহার : শিল্পচর্চার সঙ্গে যুক্ত শিল্পী ও সংগঠনের অভিজ্ঞতা ও শিল্পচর্চা সম্পর্কিত পরীক্ষানিরীক্ষার মূল্যায়ন করার মাধ্যমে কলাকুশলীদের ইতিহাসও গড়ে ওঠে । ভারতে চলচ্চিত্রের আদিপর্ব বিশ্লেষণ করে চলচ্চিত্র । 

৪. শিল্পে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো । 

উত্তরঃ-  চলচ্চিত্রের আদিপর্ব : ঔপনিবেশিক শাসনপর্বে ভারতে ১৮৯৬ খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র সখারাম ভাতওয়াডেকর ‘ দ্য রেস্টলারস ‘ নামক একটি সচল ও নির্বাক ছবি নির্মাণ করেন । পরবর্তীকালে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে তৈরি করেন ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ নামক চলচ্চিত্র ( ১৯১৩ খ্রি . ) । তবে , ‘ আলম আরা ‘ চলচ্চিত্রটি ছিল ( ১৯৩১ খ্রি . ) ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র । ভারতে হীরালাল সেন প্রথম চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন এবং এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ‘ রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ । 

ভারতীয় চলচ্চিত্র শিল্পে সত্যজিৎ রায়ের ভূমিকা অনস্বীকার্য । 

[ ১ ] চলচ্চিত্র নির্মাণ : বিজ্ঞাপন জগতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে সত্যজিৎ যখন চলচ্চিত্র নির্মাণে আত্মনিয়োগ করেন এবং তাঁর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘ পথের পাঁচালী ‘ ১৯৫৫ খ্রিস্টাব্দে মুক্তি পায় , তখন থেকেই ভারতীয় চলচ্চিত্রে এক নতুন যুগ শুরু হয় বলা যেতে পারে । 

[  ২ ] সত্যজিতের বিখ্যাত চলচ্চিত্রসমূহ : ১৯৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৯২ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুকাল পর্যন্ত সময়ে তিনি ‘ অপরাজিত ‘ , ‘ অপুর সংসার ‘ , ‘ দেবী ‘ , ‘ জলসাঘর ‘ , ‘ ‘ চারুলতা ‘ , ‘ গুপি গাইন বাঘাবাইন ‘ , ‘ হীরক রাজার দেশে ‘ , ‘ সোনার কেল্লা ‘ , ‘ শাখাপ্রশাখা ‘ , ‘ আগন্তুক ‘ প্রভৃতি একের পর এক আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ করেন । ভারতীয় চলচ্চিত্রকে তিনি অস্কার – সহ বহু আন্তর্জাতিক পুরস্কার এনে দেন ।

৫. দৃশ্যশিল্পের ইতিহাস ও তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো । 
উত্তরঃ-  ভূমিকা : আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্যের একটি দিক হল দৃশ্যশিল্পের ইতিহাস । এর প্রধান দুটি বিষয় হল ছবি আঁকা ও ফোটোগ্রাফি । 

 ইতিহাস : মানুষ যখন তার মনের ভাব প্রকাশের জন্য রং ও তুলির মাধ্যমে কোনো দৃশ্য নির্মাণ করে , তখন তা ছবি আঁকা নামে পরিচিত । অন্যদিকে ক্যামেরার মাধ্যমে যখন কোনো বাস্তব জিনিসের ছবি তোলা হয় এবং তখন তা ফোটোগ্রাফি নামে পরিচিত । খ্রিস্টপূর্ব ৮০০০ অব্দ থেকেই গুহাচিত্র অঙ্কনের মাধ্যমে ছবি আঁকার সূচনা হয় এবং ফোটোগ্রাফির সূচনা হয় ১৮৩৯ খ্রিস্টাব্দ থেকে । 

বৈশিষ্ট্য : 
দৃশ্যশিল্পের ইতিহাসচর্চার বৈশিষ্ট্য আলোচনা করলে দেখা যায় যে উদ্ভব ও বিবর্তন : ছবি আঁকা ও ফোটোগ্রাফির উদ্ভব এবং তার যুগ নির্ধারণ ও শ্রেণিবিভক্তিকরণের মাধ্যমে দৃশ্য – শিল্পের ইতিহাস গড়ে ওঠে । এর মাধ্যমে মানুষ ও প্রকৃতি বা পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করা যায় । 

সংস্কৃতিতে প্রভাব : দৃশ্যশিল্প মানবসভ্যতা ও সংস্কৃতিতে কীভাবে প্রভাব বিস্তার করেছিল তা চিহ্নিত করা এই ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য । 

পৃষ্ঠপোষকতা : দৃশ্যশিল্পের ইতিহাসে শিল্পী এবং ফোটোগ্রাফার বা আলোকচিত্রীদের অভিজ্ঞতা এবং তাদের পৃষ্ঠপোষকদের ইতিহাস খুঁজে বের করাও ওই ইতিহাসচর্চার বৈশিষ্ট্য । 

শিল্প – প্রতিষ্ঠান : দৃশ্য শিল্পের উন্নতির জন্য বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের লক্ষ্য নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান ও রীতি গড়ে উঠেছে তার ইতিহাস আলোচনা ও এই ইতিহাসচর্চার অন্যতম বৈশিষ্ট্য । 

৬. নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করো ।

উত্তরঃ-  ভূমিকা : প্রচলিত ইতিহাসচর্চার একটি বিকল্প ও সংশোধনবাদী ধারা হিসেবে আধুনিক ইতিহাসচর্চার একটি বিশেষ দিক হল ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে নতুন সামাজিক ইতিহাসচর্চা । 

[ ১ ] প্রেক্ষাপট : নতুন সামাজিক ইতিহাসচর্চার উদ্ভবের প্রেক্ষাপটে দেখা যায় যে উন্নয়নের প্রচেষ্টা : প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উদার সমাজব্যবস্থার প্রবর্তন , জীবনযাত্রাসহ জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রচেষ্টা মানবসমাজে অগ্রগতির সূচনা করায় সমাজের নাচুতলার মানুষ গুরুত্ব লাভ করে । 

[ ২ ] আন্দোলন ও মতাদর্শের বিকাশ : ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে জাতিবিদ্বেষ , যুদ্ধবিরোধী মানসিকতা , নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের ফলে ঘটনার নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণ শুরু হয় ।

[ ৩ ] অবহেলিত বিষয়ে গুরুত্ব দান : ঐতিহাসিক লরেন্স ডব্লু লেভাইন তাঁর ‘ Black Culture’- এর উপর গবেষণালব্ধ বইয়ের প্রথম বাক্যেই ঘোষণা করেন যে , এটাই হল সেই সময় যখন ঐতিহাসিকদের নিজস্ব চেতনা বৃদ্ধি করা প্রয়োজন এবং একইভাবে দরকার গবেষণার মাধ্যমে অবজ্ঞাপ্রাপ্ত ও অবহেলিত বিষয়গুলির প্রতি গুরুত্ব দান করা । 

[ ৪ ] ঐতিহাসিকদের নতুন দৃষ্টিভঙ্গি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী ইউরোপের ঐতিহাসিকগণ সমাজের নীচুতলা থেকে ইতিহাস রচনায় সচেষ্ট হন । এঁদের মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন ক্রিস্টোফার হিল , এরিক জে হবসবম , প্যাট্রিক জয়েস , এডওয়ার্ড থম্পসন প্রমুখ । 

উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে , বিভিন্ন ঘটনার ফলশ্রুতি হিসেবে গড়ে ওঠা নতুন সামাজিক ইতিহাসের মূল বিষয় হল সমাজের সামগ্রিক ইতিহাস । 

৭. খেলাধুলার ইতিহাসকে কেন ইতিহাসের অঙ্গীভূত করা হয়েছে ?

উত্তরঃ-  ভূমিকা : আধুনিক সভ্যতায় অবসরবিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ মাধ্যম হল খেলা বা ক্রীড়া প্রতিযোগিতা । বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ক্রিকেট , ফুটবল , হকি , টেনিস , গল্ফ , দাবা , রাগবি প্রভৃতি খেলার উদ্ভব , বিবর্তন , প্রসার ও প্রভাব সম্পর্কে চর্চা শুরু হয় যা খেলার ইতিহাস নামে পরিচিত । খেলাধুলাকে ইতিহাসের অঙ্গীভূত করা হয়েছে , কারণ 

[ ১ ] ঐতিহ্য সংরক্ষণ : খেলাধুলা একদিকে যেমন অবসর বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম , তেমনি খেলাধুলার মাধ্যমে মানুষ , দেশ ও জাতির ঐতিহ্য , সংস্কৃতি এবং জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ পায় । 

[ ২ ] সামাজিক ইতিহাসের অঙ্গ : সমাজে মানুষের সঙ্গে খেলাধুলার সম্পর্ক অত্যন্ত গভীর হওয়ায় তা মানুষের কার্যকলাপরূপে বিবেচিত হয়েছে । তাই খেলাধুলা আজ সামাজিক ইতিহাসের অঙ্গ । 

[ ৩ ] খেলাধুলার অতীত নির্মাণ : বিভিন্ন খেলার উদ্ভব ও বিবর্তন কীভাবে হয়েছিল এবং খেলার সরঞ্জাম কেমন ছিল তার অতীত নির্মাণের জন্যও খেলাকে ইতিহাসের অঙ্গীভূত করা হয়েছে । 

[ ৪ ] প্রশাসনিক সংহতির মাধ্যম : ঔপনিবেশিক শক্তির প্রসার ও সংহতি সাধনে খেলাধুলা ছিল এক ধরনের ইতিবাচক অস্ত্র অর্থাৎ , ঔপনিবেশিক শক্তিগুলি তাদের উপনিবেশের শাসনে সংহতি আনতে ক্রিকেট , ফুটবল , হকি , টেনিস খেলাকে যেভাবে ব্যবহার করেছিল তা আজ ইতিহাস । 

[ ৫ ] আন্তঃরাষ্ট্রীয় সৌহার্দ্য : প্রাচীনকালে গ্রিসে অলিম্পিক প্রতিযোগিতার ক – দিন যুদ্ধ বন্ধ রেখে শান্তি প্রতিষ্ঠা ও আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক গড়ে তোলার ওপরে জোর দেওয়া হত । বর্তমানেও আন্তর্জাতিক খেলাগুলির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য ও শান্তি রক্ষার বিষয়টি গুরুত্ব লাভ করেছে । 

৮. আধুনিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো । 

উত্তরঃ-  ভূমিকা : আধুনিক ইতিহাসচর্চা হল প্রচলিত ইতিহাসচর্চা থেকে উত্তরণ । রাজার যুদ্ধজয় , দেশশাসন , রাজস্ব আদায় ও সাংবিধানিক কাজকর্মের ইতিহাসই ছিল প্রচলিত ইতিহাসচর্চার মূল বিষয় । 

আধুনিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য : 
বিশ শতকের গোড়া থেকে এই ধরনের ইতিহাসচর্চায় সমাজ ও অর্থনীতির অন্য বিষয়গুলিও যুক্ত হতে শুরু করে এবং নতুন ধরনের ইতিহাসচর্চা শুরু হয় ; যেমন – 

[ ১ ] আধুনিক ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হল — যুক্তিবাদী , আপেক্ষিকতাবাদী , দৃষ্টবাদী , মার্কসবাদী , প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি । এ ছাড়াও রয়েছে অ্যানাল গোষ্ঠীর মতবাদ , জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি , নিম্নবর্গীয় মতবাদ এবং সামগ্রিক সমাজ বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি । 

[ ৩ ] নীচুতলার ইতিহাস : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী ইউরোপের ঐতিহাসিকগণ ( ক্রিস্টোফার হিল , এরিক হবসবম , প্যাট্রিক জয়েস , এডওয়ার্ড থম্পসন প্রমুখ । ) সমাজের নীচুতলা থেকে ইতিহাস রচনায় সচেষ্ট হন । 

[ ৪ ] নতুন সামাজিক ইতিহাস : ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাসচর্চার ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের দৈনন্দিন জীবনযাপন , জাতি – বর্ণ ও জাতিবিদ্বেষ , হিংসা ও সম্প্রীতিসহ সমগ্র সমাজের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয় যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত ।

 এই ইতিহাসচর্চায় যুক্ত গবেষকরা হলেন — ইউজিন জেনোভিস , হারবার্ট গুটম্যান , রণজিৎ গুহ , জ্ঞানেন্দ্র পাণ্ডে , পার্থ চ্যাটার্জী , শাহিদ আমিন , সুমিত সরকার , গৌতম ভদ্র , দীপেশ চক্রবর্তী । 

গুরুত্ব : 
ইতিহাসচর্চার উপকরণে অনেক নতুন সংযোজন ঘটেছে কারণ , সমস্ত কিছুর মাধ্যমেই সমাজ প্রতিফলিত হয় । তবে নতুন ইতিহাসকে সর্বজনগ্রাহ্য করে তুলতে হলে , সংগৃহীত তথ্যগুলিকে মিউজিয়াম , লেখ্যাগার , গ্রন্থাগারে রক্ষিত মৌলিক আকরের সঙ্গে হাতেকলমে যাচাই করে নিতে হয় ।

৯. আধুনিক ইতিহাসচর্চায় প্রত্যক্ষবাদী ও অ্যানাল গোষ্ঠীর ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো । 

উত্তরঃ-  ভূমিকা : আধুনিক ইতিহাস রচনা পদ্ধতির প্রধানতম দুটি দিক হল প্রত্যক্ষবাদী ধারা ও অ্যানাল গোষ্ঠীর ইতিহাসচর্চার ধারা । 

প্রত্যক্ষবাদী ধারা : 
বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে অতীত ঘটনা ও তথ্যসমূহকে বিশ্লেষণ করে সত্য বা প্রকৃত জ্ঞানকে প্রতিষ্ঠা করার পদ্ধতি প্রত্যক্ষবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত । লিওপোল্ড ভন র‍্যাঙ্কে প্রবর্তিত এই ধরনের ইতিহাসচর্চার বৈশিষ্ট্য হল— 

[  ১ ] তথ্য ও নথিভিত্তিক তথ্য ও নথিপত্রের ভিত্তিতে অতীত যেমন ছিল তেমনভাবেই উপস্থাপিত করে বস্তুনিষ্ঠ পক্ষপাতশূন্য ইতিহাস রচনা করা । 
[  ২ ] তথ্য উপস্থাপন : এই ইতিহাসচর্চায় অতীতের তথ্য উপস্থাপনের ওপর জোর দেওয়া হয় এবং একারণেই এই ইতিহাসচর্চায় ঐতিহাসিকরা তথ্যকেই ইতিহাস লেখার মূল আধার বলে মনে করেন । 
[  ৩ ] ঐতিহাসিকবর্গ । এই ধরনের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লিওপোল্ড ভন র‍্যাঙ্কে , জে . বি . বিউরি , লর্ড অ্যাক্টন প্রমুখ । 
অ্যানাল গোষ্ঠী : বিশ শতকে ফ্রান্সে ( ১৯২৯ খ্রি . ) ঐতিহাসিক মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ‘ দ্য অ্যানালস ‘ পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাসচর্চায় যে নতুন ঘরানার সূচনা করেন তা ‘ অ্যানাল স্কুল ‘ নামে পরিচিত । এই ধরনের ইতিহাসচর্চায় প্রথমত , সামাজিক ইতিহাসসহ সার্বিক ইতিহাস রচনার ওপর গুরুত্ব আরোপ করা হয় ; দ্বিতীয়ত , ভৌগোলিক কাঠামো , আর্থ – সামাজিক পটভূমি , জনসংখ্যাতত্ত্ব , মানসিক প্রবণতার ওপর গুরুত্ব দান করে ইতিহাস চর্চার সূচনা করা হয় । তৃতীয়ত , এই গোষ্ঠীর ঐতিহাসিকরা দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প সময় বা যুগের বিশ্লেষণ করার ওপর গুরুত্ব দিয়েছেন । 

উপসংহার : প্রত্যক্ষবাদীদের মতে , ইতিহাস একটি বিজ্ঞান , তার বেশিও নয় , কমও নয় ; কিন্তু অ্যানাল গোষ্ঠীর মতে , ইতিহাস হল এক সার্বিক সমন্বিত আলোচনা ।


১০. স্থাপত্য ইতিহাস বলতে কী বোঝায় ? 
অথবা , 
স্থাপত্য কর্মের ইতিহাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী ? 

উত্তরঃ-  ভূমিকা : প্রাচীন স্থাপত্যগুলি হল ইতিহাসের সাক্ষী , তাই স্থাপত্যের ইতিহাস হল অনেকটাই জীবন্ত ইতিহাস । 

স্থাপত্য ইতিহাসের বৈশিষ্ট্য : ইউরোপে রেনেসাঁসের সময় থেকেই স্থাপত্য ও স্থাপত্য নির্মাণকার্যে যুক্ত কারিগরদের সম্পর্কে স্থাপত্যের ইতিহাস লেখার কাজ শুরু হয় । এর বৈশিষ্ট্যগুলি হল— 

 [  ১ ] প্রতিষ্ঠাকাল : স্থাপত্যের ইতিহাসে মুলত ধর্মীয় প্রশাসনিক বা নান্দনিকতার উদ্দেশ্যে নির্মিত স্থাপত্যগুলির প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি চিহ্নিত করা হয় । 
 [  ২ ] ইতিহাস নির্মাণ : স্থাপত্যগুলির মাধ্যমে অতীত ও বর্তমান যুক্ত থাকে বলে স্থাপত্যগুলির প্রতিষ্ঠাকাল থেকে বর্তমানকাল পর্যন্ত সময়ের ইতিহাস রচনায় এগুলির ভূমিকা তুলে ধরা হয় । 
 [  ৩ ] স্থাপত্য রীতি : প্রতিটি পৃথক স্থাপত্য রীতির বৈশিষ্ট্য , বিবর্তন ও তার ধারাবাহিকতা তুলে ধরা এই ইতিহাসের বিশে লক্ষণ । এ প্রসঙ্গে ইউরোপের স্থাপত্যে ডোরীয় রীতি , গথিক রীতি , রোমান ও ভিক্টোরীয় রীতির কথা বলা যায় । 
 [  ৪ ] জাতীয় গর্ব : বিভিন্ন দেশের সেরা স্থাপত্যগুলি কীভাবে সেই দেশের মর্যাদা বৃদ্ধি করে বা জাতীয় আন্দোলনে উৎসাহের সঞ্চার করে তা তুলে ধরাও এই ইতিহাসের বৈশিষ্ট্য । 
উপসংহার : স্থাপত্যের ইতিহাসচর্চার সঙ্গে সঙ্গে অর্থনীতি , রাজনীতি ও সংস্কৃতির ইতিহাসও জড়িয়ে থাকায় স্থাপত্য ইতিহাস সামগ্রিক ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ । 

১১. স্থানীয় ইতিহাসচর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো । অথবা , স্থানীয় ইতিহাসচর্চা সম্পর্কে টীকা লেখো । 

উত্তরঃ-  ভূমিকা : আধুনিক ইতিহাসচর্চার বিশেষ দিক হল স্থানীয় ইতিহাস । স্থানীয় ইতিহাস বলতে বোঝায় ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে আঞ্চলিক সম্প্রদায় বা ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস । বিভিন্ন দিক : স্থানীয় ইতিহাসচর্চার বিভিন্ন দিককে এভাবে চিহ্নিত করা যায়— 

স্থানীয় ইতিহাসের সূত্রপাত : উনিশ শতকের ইংল্যান্ডে প্রত্যন্ত এলাকাগুলোর বা শহরের ইতিহাস রচনার মাধ্যমে স্থানীয় ইতিহাস লেখা শুরু হয় । পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াতেও এই ধরনের ইতিহাস রচনা শুরু হয় । 

স্থানীয় বিষয় : এই ধরনের ইতিহাসচর্চায় দেশ বা ব্যাপক এলাকার পরিবর্তে ক্ষুদ্র এলাকাকে চিহ্নিত করে সেই স্থানের ইতিহাস অন্বেষণ করা হয় । এভাবে স্থানীয় ইতিহাসসমূহের সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তোলার চেষ্টা করা হয় । 

মৌখিক পরম্পরা : স্থানীয় জনশ্রুতি , মিথ বা অতিকথা , উপকথা , মৌখিক পরম্পরাকে ভিত্তি করে রচিত স্থানীয় ইতিহাস অনেকক্ষেত্রেই অলিখিত থাকে এবং এজন্যই মৌখিক পরম্পরার ই উপর গুরুত্ব আরোপ করা হয় ।

 সমাজের ক্ষুদ্র ইতিহাস : স্থানীয় ইতিহাস রচনাকালে স্থানীয় সমাজের ক্ষুদ্র সম্প্রদায় বা ব্যক্তি বা পরিবারের ইতিহাসকে তুলে ধরে এলাকার গুরুত্ব চিহ্নিত করা হয় । তাই এই ইতিহাস হল বৃহত্তর সমাজ – ইতিহাসের ক্ষুদ্র সংস্করণ ।

১২. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

উত্তরঃ-  
ভূমিকা :- যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা প্রাচীনকাল থেকেই সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। প্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে শুরু করে বর্তমান কালের ইনটারনেট যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন এক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই ব্যবস্থা বিভিন্ন দেশের ইতিহাসকে বিভিন্ন ভাবে প্রভাবিত করেছে।

ইউরোপে প্রভাব
আধুনিক যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ইউরোপের ইতিহাসকে যথেষ্ট প্রভাবিত করেছে। জাতীয় ঐক্য বৃদ্ধি, শিল্পবিপ্লব প্রভৃতি ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য।

ভারতে প্রভাব
আধুনিক যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ভারতের রেল, সড়ক, ডাক প্রভৃতি ব্যবস্থা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও ঐক্য বৃদ্ধি করে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে। এর দ্বারাই ব্রিটিশ শক্তি নির্বিচারে ভারতীয় অর্থসম্পদ লুণ্ঠন করেছে। আবার রেলপথ ব্যবহার করে ভারতে বিপ্লবী কার্যকলাপ, বিপ্লবীদের পলায়ন ইত্যাদিও সম্ভব হয়েছে।

অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা
সাম্প্রতিককালে ইনটারনেট ব্যবস্থা নিমেষে সমগ্র বিশ্বে যোগাযোগ স্থাপন করার সুযোগ করে দিয়েছে। ফলে আজ সমগ্র বিশ্ব যেন ঘরের দোরগোড়ায় চলে এসেছে। এখন যে-কোনো তথ্য বা খবর নিমেষে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ায় বিশ্ব ইতিহাস যথেষ্ট প্রভাবিত হচ্ছে।

যানবাহন ও যোগাযোগ সংক্রান্ত ইতিহাস চর্চা
বিংশ শতকে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চা যথেষ্ট বৃদ্ধি পায়। এই বিষয়ে জন আর্মস্ট্রং, ইয়ান কের, সুনীল কুমার মুন্সি, গৌতম চট্টোপাধ্যায়, আর আর ভাণ্ডারী প্রমুখ গবেষণা করেছেন।

ইনটারনেট সংক্রান্ত ইতিহাস চর্চা
সম্প্রতি ইনটারনেট যোগাযোগ ব্যবস্থা নিয়ে নানা গবেষণার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে প্রকাশ চক্রবর্তী, ফ্রেডরিখ কিটলার, নারায়ণ চন্দ্র বসাক, প্রশান্ত রায় প্রমুখ উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

উপসংহার :- সামগ্রিক ভাবে বলা যায় যে, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ইতিহাসের গতিকে প্রভাবিত করেছে। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ইতিহাসচর্চার অন্তর্ভুক্ত হয়ে ইতিহাসের অনেক দিককে উন্মোচিত করেছে।
 


Related searches
দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস অধ্যায় 1 প্রশ্ন এবং উত্তর / দশম শ্রেণীর / মাধ্যমিক প্রশ্ন উত্তর ইতিহাস / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর ইতিহাসের ধারণা / Itihaser Dharona / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040 /  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / দশম শ্রেণীর / মাধ্যমিক প্রশ্ন উত্তর ইতিহাস / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর দশম অধ্যায় / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস বই pdf / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় / দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস বই

দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Itihaser Dharona Question and Answer
মাধ্যমিক ইতিহাস | Madhyamik History Question and Answer
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | Madhyamik History Chapter 1 Question Answer 
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) সব প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস - ইতিহাসের ধারণা - প্রথম অধ্যায়
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর
ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 'ইতিহাসের ধারণা' মক টেস্ট
মাধ্যমিক ইতিহাস সাজেশন - প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা
Class 10 History Mcq Chapter 1 solution 

Some Information about this article  : 

WBBSE Class 10th History Question and Answer  | West Bengal West Bengal Class Ten / Madhyamik X (Class 10th) History Qustions and Answers with Suggestion | Madhyamik History Itihaser Dharona Sugession 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর   
” দশম শ্রেণীর / মাধ্যমিক  ইতিহাস – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দশম শ্রেণীর / মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten / Madhyamik X  / WB Class 10  / WBBSE / Class 10  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10 Class 10th / WB Class X / Class 10 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Historybd.in এর পক্ষ থেকে দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 10 History Suggestion / Class 10 History Question and Answer / Class X History Suggestion / Class 10 Pariksha History Suggestion  / History Class 10 Exam Guide  / Class 10th History MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 10 History Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 10 History Suggestion / West Bengal Six X Question and Answer, Suggestion / WBBSE Class 10th History Suggestion  / Class 10 History Question and Answer  / Class X History Suggestion  / Class 10 Pariksha Suggestion  / Class 10 History Exam Guide  / Class 10 History Suggestion 2021 , 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040 /  Class 10 History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 10 History Suggestion  FREE PDF Download) সফল হবে।

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Itihaser Dharona Question and Answer

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer Suggestion  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর।

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 History MCQ or Multiple Choice Question and Answer |  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর। (MINOR 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 10 History Short Question and Answer |  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণী ইতিহাস

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 10 History Suggestion  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস  – প্রশ্ন উত্তর | West Bengal Madhyamik History Itihaser Dharona Question and Answer

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস (Class 10 History) – প্রশ্ন ও উত্তর | | Class 10 History Suggestion  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – প্রশ্ন উত্তর ।

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  | ষষ্ঠ শ্রেণি ইতিহাস | WB Class 10 History Question and Answer, Suggestion 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – | পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস সহায়ক প্রশ্ন ও উত্তর । WB Class 10 History Question and Answer, Suggestion | WBBSE Class 10th History Suggestion  | WB Class 10 History Question and Answer Notes  | West Bengal WB Class 10th History Question and Answer Suggestion. 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10 History Question and Answer, Suggestion 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Suggestion. দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 10 History Question and Answer, Suggestion.

Class 10 History Question and Answer Suggestions  | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্ন ও উত্তর

Class 10 History Question and Answer  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  Class 10 History Question and Answer দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর  । 

WBBSE Class 10th History Suggestion  | দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর 

WBBSE Class 10th History Suggestion দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর । WBBSE Class 10th History Suggestion  দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 10  History Suggestion  Download. WBBSE Class 10th History short question suggestion  . Class 10 History Suggestion   download. Class 10th Question Paper  History. WB Class 10  History suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর / মাধ্যমিক  ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the WBBSE Class 10th History Question and Answer by Historybd.in

WBBSE Class 10th History Question and Answer prepared by expert subject teachers. WB Class 10  History Suggestion with 100% Common in the Examination .

Class 10th History Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10th History Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 10th History Syllabus and Question Paper. Questions on the History exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 10th History Syllabus Free Download Link Click Here

Class 10th Ten X History Suggestion | West Bengal WBBSE Class 10 Exam 
Class 10 History Question and Answer, Suggestion Download PDF: WBBSE Class 10th Ten X History Suggestion  is proXded here. West Bengal Class 10th History Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below. 

দশম শ্রেণীর / মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History

আশাকরি তোমাদের দশম ক্লাসের ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই দশম শ্রেণীর ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের দশম ক্লাসের  ইতিহাসের ধারণা / Itihaser Dharona অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস দশম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস দশম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad