Type Here to Get Search Results !

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় অ্যারিস্টট্ল , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Aristotle Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় অ্যারিস্টট্ল , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Aristotle Philosopher)


১. অ্যারিস্টট্ল (Aristotle)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে অ্যারিস্টট্ল দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 

অ্যারিস্টট্ল (Aristotle)

অ্যারিস্টট্ল ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন এবং ৩২২ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে দার্শনিক, তর্কবিজ্ঞানী ও বৈজ্ঞানিক। তিনিই প্রধানত পাশ্চাত্য সভ্যতার উপাদান ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন।

অ্যারিস্টট্ল ছিলেন ম্যাসিডনের রাজার অন্যতম চিকিৎসকের পুত্র। তিনি তাঁর পিতার মৃত্যুর পর ২৭ বছর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর অ্যাকাডেমিতে ছাত্ররূপে যোগ দেন। তিনি প্লেটোর শিষ্যত্ব গ্রহণ করে প্রায় কুড়ি বছর ধরে তাঁর কাছে অধ্যয়ন করেন। প্লেটোর মৃত্যুর পর তিনি ১২ বছর বিভিন্ন স্থানে ভ্রমণ করে দুটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ভবিষ্যতের দিগ্‌বিজয়ী আলেকজান্ডারকে ম্যাসিডনে তিন বছর শিক্ষা দেন। ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ছিল প্লেটো প্রতিষ্ঠিত অ্যাকাডেমির প্রতিদ্বন্দ্বী। ১২ বছর ধরে তিনি তাঁর লাইসিয়ামকে জ্ঞানের সকল শাখার গবেষণার কেন্দ্ররূপে গড়ে তোলেন। 

৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সে ম্যাসিডোনিয়ার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে, তিনি এথেন্সের উত্তর দিকের একটি নগরে চলে যান। পরের বছর তাঁর মৃত্যু হয়। কথিত আছে, তিনি নাকি মোট ৪০০ গ্রন্থ রচনা করেছিলেন। যুক্তিবিজ্ঞান (Logic—যাকে অ্যারিস্টট্ল Analytic বলেছেন), তত্ত্ববিদ্যা (Metaphysics), নীতিবিজ্ঞান (Ethics), রাষ্ট্রবিজ্ঞান ও বিজ্ঞানের নানা শাখার এইসব গ্রন্থ লেখা হয়েছিল। তাঁর রচিত দর্শনের গ্রন্থসমূহের মধ্যে 'The Dialogue of Philosophy', 'De Anima', 'The Problemata', 'The Nicomachean Ethics', 'The Meteorology' বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্ভবত তিনি প্রথমে যুক্তিবিজ্ঞান, তারপর নীতিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান এবং পরিশেষে তত্ত্ববিদ্যা রচনা করেন ।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় অ্যারিস্টট্ল , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Aristotle Philosopher)


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad