Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, First Chapter

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, First Chapter, The Meaning of Philosophy 


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই দর্শন শব্দের অর্থ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় "দর্শন শব্দের অর্থ" এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দর্শন শব্দের অর্থ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।  
একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, First Chapter

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


১) দর্শন' শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন্ ধাতু থেকে?
(ক) 'দশ'
(খ) শ
(গ) 'দু'
ঘ) দৃশ 

২) Philosophy' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
(ক) অনুরাগ
(খ) জ্ঞান
(গ) জ্ঞানের প্রতি অনুরাগ
(ঘ) সত্য।

৩) ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল-
(ক) সত্য
(খ) তত্ত্ব
(গ) সত্য বা তত্ত্বোপলব্ধি
(ঘ) কোনোটিই নয়।

৪) গ্রিক 'Philos' শব্দের অর্থ হল-
(ক) বিরূপ
(খ) অনুরাগ
(গ) পূর্বরাগ
(ঘ) নবরাগ।

৫) ভারতীয় দর্শনের অপর নাম কী?
(ক) ন্যায়শাস্ত্র
(খ) বিচার শাস্ত্র 
(গ) মোক্ষ শাস্ত্র 
(ঘ) ধর্মীয় গ্রন্থ । 

৬) ভারতীয় দর্শনচিন্তার লক্ষ্য-
(ক) সত্যের অনুসন্ধান করা
(খ) কিছু উপার্জন করা 
(গ) ত্রিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ
(ঘ) বিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ। 

৭) ত্রিবিধ দুঃখ হল-
(ক) আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক দুঃখ
(খ) আধ্যাত্মিক, মানসিক, ভৌতিক দুঃখ
(গ) আধিদৈবিক, শারীরিক, মানসিক দুঃখ
(ঘ) কোনোটিই নয়।

৮) ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল 
(ক) ধর্ম 
(খ) অর্থ 
(গ) কাম 
(ঘ) মোক্ষ। 

৯) শ্রেষ্ঠ পুরুষার্থ হল-
(ক) ধর্ম 
(খ) অর্থ
(গ) কাম 
(ঘ) মোক্ষ।


১০) ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি?
(ক) আত্মা
(খ) অর্থ
(গ) কাম 
(ঘ) মোক্ষ।

১১) Sophia' শব্দটির অর্থ-
(ক) তর্ক
(খ) অনুরাগ
(গ) সংশয়
(ঘ) জ্ঞান।

১২) ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ?
(ক) জ্ঞানতাত্ত্বিক
(খ) উদ্দেশ্যমূলক
(গ) গঠনকারী 
(ঘ) ব্যাবহারিক । 

১৩) ভারতীয় দর্শনের মূল উৎস কী? 
(ক) মহাভারত
(খ) গীতা
(গ) বেদ
(ঘ) রামায়ণ।

১৪) যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয়-
(ক) বৈদিক 
(খ) অবৈদিক 
(গ) জড়বাদী 
(ঘ) সুখবাদী।

১৫) বেদের অপর নাম-
(ক) বেদান্ত 
(খ)উপনিষদ  
(গ)স্মৃতি  
(ঘ) শ্রুতি। 

১৬) ভারতীয় দর্শন-
(ক) অযৌক্তিকমূলক
(খ) নির্বিচারমূলক
(গ) যুক্তিহীনমূলক
(ঘ) বিচারমূলক ।

১৭) ভারতীয় দর্শনে 'ঋত' বলতে বোঝানো হয়েছে-
(ক) খেলার নিয়মকে 
(খ) যুক্তিতর্কের নিয়মকে
(গ) বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে
(ঘ) জীবনযাপনের নিয়মকে।

১৮) প্রমার করণ হল-
(ক) প্রমা 
(খ) প্রমেয়
(গ) প্রমাতা
(ঘ) প্রমাণ।

১৯) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে-
(ক) প্রমা 
(খ) প্রমেয়
(গ) প্রমাণ
(ঘ) প্রমাতা।

২০) ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল-
(ক) তিনটি 
(খ) চারটি 
(গ) পাঁচটি 
(ঘ) ছয়টি।

শূন্যস্থান পূরণ করো


১) ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হল ___________।
উত্তরঃ- মোক্ষ।
২) _____________ ধাতু ও _____________ প্রত্যয় যোগ করে 'দর্শন' শব্দের উৎপত্তি হয়েছে।
উত্তরঃ- দৃশ ও অনট

৩) _____________ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য।
উত্তরঃ- সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া

৪) পরমসত্যকে উপলব্ধি করাই হল _____________। 
উত্তরঃ- দর্শনের প্রকৃত অর্থ

৫) জ্ঞানলাভের পদ্ধতিকে বলা হয়_____________।
উত্তরঃ- প্রমাণ

৬) ভারতীয় দর্শন হল ___________ ও ___________ এর সমন্বয়।
উত্তরঃ-  চর্চা ও চর্যা


  • একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় mcq
  • একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 দর্শন অধ্যায় 1 প্রশ্ন উত্তর
  • Class 11 philosophy New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester philosophy New syllabus WB


একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, First Chapter The meaning of philosophy, Unit 1


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad