একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, চতুর্থ অধ্যায় চার্বাক কর্তৃক অনুমান প্রমান খণ্ডন প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Unit 1, philosophy, Four Chapter Charbak kortik onuman proman khondon
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের চতুর্থ অধ্যায় চার্বাক কর্তৃক অনুমান প্রমান খণ্ডন নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই চার্বাক কর্তৃক অনুমান প্রমান খণ্ডন অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের চতুর্থ অধ্যায় চার্বাক কর্তৃক অনুমান প্রমান খণ্ডন এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই চার্বাক কর্তৃক অনুমান প্রমান খণ্ডন অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)
১) সব নাস্তিক সম্প্রদায়গুলি কিসের বিরোধিতা করেছে?
(ক) বেদের প্রামাগ্যের
(খ) বেদের অস্তিত্বের
(গ) ঈশ্বরের
(ঘ) সুখবাদের।
২) চার্বাক সম্প্রদায় কোন্ ধরনের নাস্তিক?
(ক) নরমপন্থী নাস্তিক
(খ) চরমপন্থী নাস্তিক
(গ) মধ্যপন্থী নাস্তিক
(ঘ) কোনোটিই নয়।
৩) নাস্তিক শিরোমণি' দর্শন হল-
(ক) জৈন দর্শন
(খ) বৌদ্ধ দর্শন
(গ) চার্বাক দর্শন
(ঘ) সাংখ্য দর্শন।
৪) অধ্যাত্মবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ কোন্ দর্শনের আবির্ভাব লক্ষ করা যায়?
(ক) জৈন দর্শন
(খ) বৌদ্ধ দর্শন
(গ) চার্বাক দর্শন
(ঘ) সাংখ্য দর্শন।
৫) চার্বাকগণ 'প্রত্যক্ষ' শব্দের দ্বারা বুঝিয়েছেন-
(ক) প্রমা ও প্রমাণ উভয়কে
(খ) শুধুমাত্র প্রমাণকে
(গ) শুধুমাত্র প্রমাকে
(ঘ) কোনোটিই নয়।
৬) চার্বাক মতে, যথার্থ জ্ঞানের উৎস হল-
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ।
৭) 'প্রত্যক্ষই একমাত্র প্রমাণ' ভারতীয় দর্শনে এই কথা কে বলেছেন ?
(ক) বৌদ্ধ
(খ) চার্বাক
(গ) ন্যায়
(ঘ) কোনোটিই নয়।
8) প্রত্যক্ষৈক প্রমাণবাদী' বলা হয়-
(ক) চার্বাক দার্শনিকদের
(খ) জৈন দার্শনিকদের
(গ) ন্যায় দার্শনিকদের
(ঘ) বৈশেষিক দার্শনিকদের।
৯) "অনুমান প্রমাণ নয়।" এ কথা বলেছেন-
(ক)বৌদ্ধ
(খ) সাংখ্য
(গ) চার্বাক
(ঘ) ন্যায়।
১০) ভারতীয় বিশুদ্ধ জড়বাদী দর্শন হল
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) জৈন
(ঘ) যোগ।
১১) চার্বাক দর্শন হল-
(ক) অধ্যাত্মবাদী দর্শন
(খ) ভাববাদী দর্শন
(গ) জড়বাদী দর্শন
(ঘ) বস্তুবাদী দর্শন।
১২) চার্বাক মতে, "প্রমাণ" কয়টি -
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি ।
১৩) চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(ক) ঋষি বৃহস্পতি
(খ) মহর্ষি গৌতম
(গ) মহর্ষি কপিল
(ঘ) কেউই নয়।
১৪) 'ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়।' এ কথা বলেছেন
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) সাংখ্য
(ঘ) বৌদ্ধ।
১৫) কোন্ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়?
(ক) চার্বাক
(খ) জৈন
(গ) বৌদ্ধ
(ঘ) ন্যায়।
১৬) চার্বাক মতে, 'প্রমাণ' কয়টি
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি ।
১৭) চার্বাক দার্শনিকদের জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্তটি হল-
(ক) প্রত্যক্ষই একমাত্র প্রমাণ
(খ) অনুমান প্রমাণ
(গ) ঈশ্বর প্রত্যক্ষসিদ্ধ
(ঘ) কোনোটিই নয়।
১৮) চার্বাক দার্শনিকদের মতে, শব্দ প্রমাণ হল-
(ক) প্রত্যক্ষের প্রকারভেদ
(খ) অনুমানের প্রকারভেদ
(গ) শব্দ প্রমাণের প্রকারভেদ
(ঘ) বৈশেষিক সম্প্রদায়ের।
১৯) 'বেদ পৌরুষেয়' এটি কাদের উক্তি ?
(ক) চার্বাক
(খ) বেদান্তী
(গ) বৌদ্ধ
(ঘ) কোনোটিই নয়।
২০) 'একটি' প্রমাণকে স্বীকার করেছেন কোন ভারতীয় দর্শন সম্প্রদায়?
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) সাংখ্য
(ঘ) বৌদ্ধ।
শূন্যস্থান পূরণ করো
১) 'সর্বদর্শনসংগ্রহ' গ্রন্থে চার্বাকদের _________বলে উল্লেখ করা হয়েছে।
উত্তরঃ- নাস্তিক শিরোমণি
২) 'একটি' প্রমাণকে স্বীকার করেছেন __________ সম্প্রদায়।
উত্তরঃ- চার্বাক দর্শন
৩) অনুমান প্রত্যক্ষনির্ভর হওয়ায়, অনুমান কোনো স্বতন্ত্র প্রমাণ নয়- এই মতবাদকে সমর্থন করেন__________সম্প্রদায়।
উত্তরঃ- চার্বাক দর্শন
৪) "বৈতন্ডিক সম্প্রদায়কে ___________বলা হয়।
উত্তরঃ- আদি চার্বাক
৫) চার্বাক মতে, আপ্তব্যক্তির বাক্য___________।
উত্তরঃ- অনুমান নির্ভর