একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Unit 1, philosophy, Seven Chapter, Naya dorsoner onuman somporke boktobbo
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।

দর্শন সপ্তম অধ্যায় "ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য"
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)
১) "অনুমিতি"শব্দের আক্ষরিক অর্থ কী?
(ক) পশ্চাদ্বর্তী জ্ঞান
(খ) অগ্রবর্তী জ্ঞান
(গ) মধ্যবর্তী জ্ঞান
(ঘ) কোনোটিই নয়।
২) ন্যায় মতে, অনুমিতি হল-
(ক) প্রমাণ
(খ) প্রমা
(গ) প্রমেয়
(ঘ) প্রমাতা।
৩) পরামর্শজন্যং জ্ঞানকে ন্যায় মতে কী বলা হয়?
(ক) অনুমিতি
(খ) প্রমেয়
(গ) অনুপলব্ধি
(ঘ) প্রমাতা।
৪) ন্যায় মতে, অনুমানে কী কী পদ থাকে?
(ক) পক্ষ, সাধ্য ও হেতু
(খ) উদ্দেশ্য পদ ও বিধেয় পদ
(গ) বিপরীত পদ ও বিরুদ্ধ পদ
(ঘ) কোনোটিই নয়।
৫) পর্বতো বহ্নিমান ধূমাৎ'-এই অনুমানে 'পক্ষ' পদটি হল-
(ক) ধূম
(খ) পর্বত
(গ) বহ্নি
(ঘ) ধূম ও বহ্নি
৬) ব্যাপ্তি কী?
(ক) অনুমান ও অনুমিতির সম্বন্ধ
(খ) ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ
(গ) পক্ষ ও সাধ্যের সম্বন্ধ
(ঘ) পক্ষ ও হেতুর সম্বন্ধ।
৭) হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কী বলে?
(ক) ব্যাপ্তি
(খ) পরামর্শ
(গ) জ্ঞান
(ঘ) উপমিতি।
৮) হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সমানাধিকরণ্যের সম্পর্ককে বলে-
(ক) পরামর্শ
(খ) পক্ষধর্মতা
(গ) ব্যাপ্তি
(ঘ) বিপক্ষাসত্ত্ব।
৯) বহ্নি ও ধূমের ব্যাপ্তি সম্বন্ধটি হল-
(ক) সমব্যাপ্তি
(খ) বিষমব্যাপ্তি
(গ) উপাধিযুক্ত ব্যাপ্তি
(ঘ) নিরুপাধিক ব্যাপ্তি।
১০) ন্যায় মতে, ব্যাপ্তি হল এক প্রকার-
(ক)জ্ঞান
(খ) গুণ
(গ) সম্বন্ধ
(ঘ) দ্রব্য
১১) যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়, তাকে কী বলে?
(ক) হেতু
(খ) সাধ্য
(গ) সম্বন্ধ
(ঘ) কর্ম।
১২) ব্যাপ্তিগ্রহ হল -
(ক) ব্যাপ্তি লাভের জ্ঞান
(খ) পরামর্শ লাভের জ্ঞান
(গ) পক্ষতা লাভের জ্ঞান
(ঘ) দৃষ্টান্ত
১৩) ন্যায় মতে, 'উপাধি' কথার অর্থ হল-
(ক) পক্ষধর্মতা লাভের জ্ঞান
(খ) শর্ত
(খ) দৃষ্টান্ত
(ঘ) কোনটিই নয় ।
১৪) ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হচ্ছে-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
১৫) ন্যায়মতে, পরার্থানুমানে কয়টি অবয়ব থাকে?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি ।
শূন্যসথান পূরণ করো
১) ন্যায় মতে পরার্থানুমানের অবয়ব হল___________ টি।
উত্তরঃ- ৫টি।
২) প্রাচীন ন্যায় মতে,___________হল অনুমিতির করণ।
উত্তরঃ- পরামর্শ জ্ঞান
৩) ন্যায় মতে___________ভিত্তি হল ব্যাপ্তিজ্ঞান।
উত্তরঃ- অনুমানের