Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখা সমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Eight Chapter

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায়,পাশ্চাত্য দর্শন প্রথম অধ্যায়  দর্শনের স্বরূপ ও শাখা সমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Unit 2 philosophy, Eight Chapter, Paschatto dorson, Dorsoner Swarup o Sakha somuho

শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায়  দর্শনের স্বরূপ ও শাখা সমূহ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই দর্শনের স্বরূপ ও শাখা সমূহ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায়  দর্শনের স্বরূপ ও শাখা সমূহ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দর্শনের স্বরূপ ও শাখা সমূহ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায়  দর্শনের স্বরূপ ও শাখা সমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Eight Chapter

পাশ্চাত্য দর্শন 

দর্শন প্রথম অধ্যায় "দর্শনের স্বরূপ ও শাখা সমূহ"

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


১) কোন্ দার্শনিকের মতে, "বিস্ময়ই দর্শনের জনক।"-
(ক) অ্যারিস্টট্ল 
(খ) প্লেটো
(গ) দেকার্ত
(ঘ) সক্রেটিস 

২) আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন- 
(ক) হার্বার্ট স্পেনসার
(খ) অ্যারিস্টট্ল
(গ) দেকার্ত
(ঘ) লক। 

৩) চিন্তাসম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায়- 
(ক) জ্ঞানবিদ্যা
(খ) যুক্তি বিদ্যা 
(গ) অধিবিদ্যা
(ঘ) নীতিবিদ্যা।

৪) দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবন্ধ জ্ঞান।" কথাটি বলেছেন-
(ক) হার্বার্ট স্পেনসার
(খ) অ্যারিস্টট্ল
(গ) দেকার্ত
(ঘ) লক। 

৫) দর্শনশাস্ত্রের আদি পুরুষ কে? 
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) সক্রেটিস
(ঘ) থেলস ।

৬) "অধিবিদ্যা সম্ভব নয়।" এ কথা বলেন
(ক) প্লেটো
(খ) হিউম 
(গ) সক্রেটিস
(ঘ) থেলস ।

৭) যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল- 
(ক) জ্ঞান
(খ) অনুমান
(গ) সমাজ
(ঘ) পরমতত্ত্ব।

8) কোন্ দার্শনিকের মতে, "বিস্ময়ই দর্শনের জনক।"-
(ক) প্লেটো
(খ) হিউম 
(গ) সক্রেটিস
(ঘ) থেলস ।

৯) দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম- 
(ক) অধিবিদ্যা 
(খ) তর্কবিদ্যা 
(গ) জ্ঞানবিদ্যা
(ঘ) সমাজদর্শন।

১০) Metaphysics' শব্দটির বাংলা প্রতিশব্দ হল- 
(ক) অধিবিদ্যা 
(খ) তর্কবিদ্যা 
(গ) জ্ঞানবিদ্যা
(ঘ) সমাজদর্শন।

১১) যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিন্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে বলে-
(ক) অবরোহ যুক্তি
(খ) বৈজ্ঞানিক অরোহ
(গ) অবৈজ্ঞানিক আরোহ
(ঘ) উপমাযুক্তি।

১২) হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না কোন্ যুক্তিতে - 
(ক) আরোহ যুক্তিতে
(খ) বৈজ্ঞানিক যুক্তিতে
(গ) অবৈজ্ঞানিক যুক্তিতে
(ঘ) উপমাযুক্তিতে।

শূন্যস্থান পূরণ করো


১) 'Wisdom' শব্দটি হল____________ শব্দটির ইংরেজি প্রতিশব্দ। 
উত্তরঃ- Sophia

২) 'Ethos' থেকে উদ্ভূত হয়েছে ____________ শব্দটি। 
উত্তরঃ- Ethics

৩) "Aisthetikos" শব্দটি থেকে উদ্ভূত হয়েছে ____________ শব্দটি। 
উত্তরঃ- Aesthetics

৪) মানবজীবনের পরমার্থ বা পরমকল্যাণ সম্পর্কীয় বিজ্ঞান হল ______________। 
উত্তরঃ- নীতিবিদ্যা

  • একাদশ শ্রেণীর দর্শন অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায়   প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর অষ্টম অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন এর প্রথম অধ্যায়   mcq
  • একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 দর্শন অধ্যায় 8 প্রশ্ন উত্তর
  • Class 11 philosophy New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester philosophy New syllabus WB


একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায়,পাশ্চাত্য দর্শন প্রথম অধ্যায়  দর্শনের স্বরূপ ও শাখা সমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Unit 2 philosophy, Eight Chapter, Paschatto dorson, Dorsoner Swarup o Sakha somuho


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad