Type Here to Get Search Results !

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় ইমানুয়েল কান্ট , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Immanuel Kant Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় ইমানুয়েল কান্ট , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Immanuel Kant Philosopher)


৪. ইমানুয়েল কান্ট (Immanuel Kant)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে ইমানুয়েল কান্ট দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 


ইমানুয়েল কান্ট (Immanuel Kant)


১৭২৪ খ্রিস্টাব্দের ২২ এপ্রিল পূর্ব জার্মানির কোনিগ্‌গ্সবার্গ (বর্তমান কালিনিনগ্রাদ–রাশিয়া) শহরে কান্ট জন্মগ্রহণ করেন। ১৮০৪ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি ওই শহরেই তাঁর মৃত্যু হয়। তিনি সারাজীবন কোনিগ্‌সবার্গেই কাটান এবং মাত্র একবার পূর্ব জার্মানি ছেড়ে অন্যত্র গিয়েছিলেন। তাঁর সরল অনাড়ম্বর জীবনের উপর তাঁর মায়ের চরিত্রের প্রভাব ছিল অত্যন্ত গভীর। তাঁর নিয়মানুবর্তিতা সকলের বিস্ময়ের বস্তু ছিল। কথিত আছে, তিনি যখন প্রাতঃভ্রমণে যেতেন, তখন তাঁর প্রতিবেশীরা তাঁকে দেখে তাঁদের ঘড়ির সময় ঠিক করতেন।
কান্ট সর্বকালের অন্যতম প্রধান দার্শনিক। জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র ও সৌন্দর্যতত্ত্ব সম্পর্কে তাঁর মৌলিক মতগুলি পরবর্তীকালের বহু দার্শনিকের চিন্তাকে প্রভাবিত করেছিল। নানা বিষয়ে তাঁর মৌলিক চিন্তাপদ্ধতি দর্শনের ইতিহাসে এক নতুন যুগের সূত্রপাত করেছিল। ১৭৬০-এর দশকে তিনি লাইবনিজের প্রভাব থেকে জার্মানির দার্শনিক চিন্তাকে মুক্ত করেন। ১৭৭০ খ্রিস্টাব্দে তিনি কোনিগ্‌গ্সবার্গ বিশ্ববিদ্যালয়ে তর্কবিদ্যা ও অধিবিদ্যার প্রধান অধ্যাপক নিযুক্ত হন। ওই সময় থেকেই তাঁর যুগান্তকারী গ্রন্থগুলি প্রকাশিত হতে থাকে। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ হল : ‘The Critique of Pure Reason' (1781), The Critique of Practical Reason (1788), ‘The Critique of Judgement' ইত্যাদি।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় ইমানুয়েল কান্ট , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Immanuel Kant Philosopher)


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad