Type Here to Get Search Results !

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় মহর্ষি গৌতম , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Maharishi Gautama Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় মহর্ষি গৌতম , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Maharishi Gautama Philosopher)



১১. মহর্ষি গৌতম (Maharishi Gautama)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে মহর্ষি গৌতম দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 


মহর্ষি গৌতম (Maharishi Gautama)


মহর্ষি গৌতম' হলেন ন্যায় দর্শনের প্রণেতা আনুমানিক খ্রিস্ট জন্মের ৩০০ বছর পূর্বে মহর্ষি গৌতমের আবির্ভাব হয়। মহর্ষি গৌতমের জীবনী সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তবে তিনি অক্ষপাদ নামে পরিচিত। এজন্য ন্যায় দর্শনকে অনেকে অক্ষপাদ দর্শন বলে থাকেন।

মহর্ষি গৌতম প্রণীত ‘ন্যায়সূত্র’ ন্যায় দর্শনের মূল বা আদি গ্রন্থ। এই গ্রন্থে পাঁচটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায় দুটি আহ্নিকে বিভক্ত। পরবর্তীকালে এই দর্শনের উপর ন্যায়সূত্র ভাষ্য, ন্যায়বার্তিক, ন্যায়মঞ্জুরী, তত্ত্বচিন্তামণি, ন্যায়কুসুমাঞ্জলি প্রভৃতি গ্রন্থগুলি রচিত হয়েছে। মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের প্রথম আহ্নিকের প্রথম সূত্রে বলেছেন—প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জন্ম, বিতণ্ডা, হেত্বাভাস, ছল, জাতি, নিগ্রহস্থান— এই ষোলোটি তত্ত্বের যথাযথ জ্ঞান হলে নিঃশ্রেয়স বা মুক্তিলাভ সম্ভব।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় মহর্ষি গৌতম , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Maharishi Gautama Philosopher)


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad