Type Here to Get Search Results !

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় প্লেটো, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Plato Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় প্লেটো, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Plato Philosopher)



১৪. প্লেটো (Plato)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে প্লেটো দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 

প্লেটো (Plato)


সম্ভবত ৪২১-৪২৭ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের নগররাষ্ট্রে প্লেটো জন্মগ্রহণ করেছিলেন। ৮২ বছর বয়সে এথেন্সে তাঁর মৃত্যু হয়। পাশ্চাত্য সংস্কৃতির দার্শনিক ভিত্তিকে যে তিনজন গ্রিক দার্শনিক প্রতিষ্ঠিত ও সুদৃঢ় করেছিলেন, তাঁদের মধ্যে প্লেটো ছিলেন অন্যতম। অন্য দুজন হলেন তাঁর গুরু সক্রেটিস এবং শিষ্য অ্যারিস্টট্ল। প্লেটো একটি বুদ্ধিবাদী দার্শনিক মত সৃষ্টি করেছিলেন। এই মতের প্রয়োগক্ষেত্র অতি ব্যাপক। তিনি আমাদের চিন্তার অন্তর্নিহিত সামান্য ধারণা (Concept)-গুলিকে একটি স্বতন্ত্র জগতে স্থাপন করেছিলেন।

এথেন্সের একটি সম্ভ্রান্ত অভিজাত পরিবারের সন্তান ছিলেন ব'লে তাঁর কিঞ্চিৎ রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন যে, বিবেকবান ব্যক্তির পক্ষে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা ভালো। গুরু সক্রেটিসের প্রাণদণ্ডের (৩৯৯ খ্রি.পূ.) পর তিনি এবং সক্রেটিসের অন্য কয়েকজন শিষ্য মেগারায় কিছুকাল থাকেন। 

তারপর গ্রিসের নানা স্থানে, মিশর, ইতালি ও সিসিলিতে কয়েকটি বছর কাটান। ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে তিনি এথেন্সে তাঁর গৃহের নিকট একটি বাগানে একটি বিখ্যাত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ই অ্যাকাডেমি' (Academy) নামে পরিচিত ছিল। এই শিক্ষায়তনের প্রধান উদ্দেশ্য ছিল সুসংবদ্ধভাবে দার্শনিক এবং বৈজ্ঞানিক আলোচনা ও গবেষণা করা। প্লেটো তাঁর জীবনের শেষ ৪০ বছর অ্যাকাডেমিতেই অতিবাহিত করেন এবং এই প্রতিষ্ঠানটিকে গণিতশাস্ত্র ও আইনশাস্ত্রের আলোচনার প্রধান কেন্দ্রে পরিণত করেন।

প্লেটোই প্রাচীন গ্রিসের সর্বপ্রথম দার্শনিক, যিনি তাঁর দার্শনিক চিন্তাসমূহ সুসংবদ্ধভাবে পুস্তকাকারে লিখে গিয়েছেন। তাঁর রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল : 'Protagoras', 'The Republic', 'Meno', 'Symposium', 'Phaedo', ‘Phaedrus’ এবং ‘Theaetetus' ইত্যাদি।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় প্লেটো, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Plato Philosopher)


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad