Type Here to Get Search Results !

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় বি স্পিনোজা, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Baruch or Benedict Spinoza Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় বি স্পিনোজা, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Baruch or Benedict Spinoza Philosopher)


১৫. বি স্পিনোজা (Baruch or Benedict Spinoza)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে বি স্পিনোজা দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 


বি স্পিনোজা (Baruch or Benedict Spinoza)


১৬৩২ খ্রিস্টাব্দের ২৪ নভেম্বর আমস্টার্ডামে স্পিনোজার জন্ম হয় এবং ১৬৭৭ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি দ্যা হেগ-এ তাঁর মৃত্যু হয়। স্পিনোজা জাতিতে ইহুদি ছিলেন। তাঁর পূর্বপুরুষগণ স্পেনে বাস করতেন; কিন্তু পরে নির্যাতনের ভয়ে তাঁরা স্পেন পরিত্যাগ করে হল্যান্ডে গিয়ে আশ্রয় নেন।

স্পিনোজা ছিলেন একজন স্বাধীনচেতা বুদ্ধিবাদী দার্শনিক। ধর্ম বিষয়ে তাঁর চিন্তাভাবনার মৌলিকতা ছিল। বাইবেলের কিছু মৌলিক ব্যাখ্যার জন্য স্থানীয় ইহুদি কর্তৃপক্ষ ১৬৫৫ খ্রিস্টাব্দে তাঁকে ধর্মচ্যুত করে। ধর্ম ও দর্শন বিষয়ে আলোচনার জন্য তিনি একটি আলোচনা গোষ্ঠী গঠন করেন। বিভিন্ন দিক থেকে বিচার করে তাঁকে অদ্বৈতবাদী (Monist), ঈশ্বরবাদী (Theist) ও সর্বেশ্বরবাদী (Pantheist) বলা হয়। তাঁর রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল : 'Ethica' (1677), 'Short Treatise on God, Man and Human Welfare' (1662), 'Tractus de Intellectus Emenditione' (1677) ইত্যাদি।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় বি স্পিনোজা, একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Baruch or Benedict Spinoza Philosopher)



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad