Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় ইতিহাস পাঠ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, First Chapter

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় ইতিহাস পাঠ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, First Chapter | Itihaser path 


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই ইতিহাস পাঠ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই ইতিহাস পাঠ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় ইতিহাস পাঠ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, First Chapter

ইতিহাস প্রথম অধ্যায় "ইতিহাস পাঠ" বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


1.  ইতিহাস হল-
(ক) প্রাচীন রাজা-মহারাজাদের কাহিনি
(খ) ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা
(গ) অতীতের যে কোনো গল্পকাহিনি
(ঘ) অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা 

2. ইতিহাস শব্দটির অর্থ হল- 
(ক) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি
(খ) যেসময় কোনো লিখিত উপাদান ছিল না
(গ) প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল
(ঘ) অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা।

3 'ইতিহাস' শব্দটির ব্যুৎপত্তি হয়েছে-
(ক) ইতি+হ+ আস
(খ) ইতি + √হ+ অসঅ
(গ) ইতি + হাস্
(ঘ) ইতিহ+ হ + √আস্।

(4) প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন-
(ক) ভারতীয়রা
(খ) ইহুদিরা
(গ) রোমানরা
(ঘ) গ্রিকরা।

5. ইংরেজি History শব্দটি এসেছে ল্যাটিন শব্দ-
(ক) Histor থেকে
(খ) Historia থেকে
(গ) Historium থেকে
(ঘ) Historic থেকে।

6. Histor শব্দের অর্থ হল-
(ক) অনুসন্ধান
(খ) সংলাপ
(গ) জ্ঞান
(ঘ) কাহিনি।

7.  ইংরেজি History শব্দটি এসেছে গ্রিক শব্দ-
(ক) Historia থেকে
(খ) Histor থেকে
(গ) Historium থেকে
(ঘ) Historic থেকে।

8. Historia শব্দের অর্থ হল-
(ক) সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা
(খ) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি
(গ) জ্ঞান অন্বেষণ করা
(ঘ) অতীতের গল্পকথা।

(9) History শব্দটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ-
(ক) Reich থেকে
(খ) Zallverein থেকে
(গ) Geschichte থেকে
(ঘ) Burschanschaft থেকে।

(10)  ইতিহাসের জনক' বলা হয়-
(ক) সক্রেটিসকে
(খ) হেরোডোটাসকে
(গ) প্লেটোকে
(ঘ) জাস্টিনকে।

11  হেরোডোটাসকে 'ইতিহাসের জনক' বলেছেন-
(ক) প্লুটার্ক
(খ) ট্রিবেনিয়ান
(গ) ট্যাসিটাস
(ঘ) সিসেরো।

12. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়-
(ক) ইবন বতুতা-কে
(খ) থুকিডিডিস-কে
(গ) লিওপোল্ড ভন র‍্যাঙ্কে-কে
(ঘ) কলহন-কে।

13. চিনদেশীয় ইতিহাসের জনক' ছিলেন-
(ক) ইবন বতুতা
(খ) ফা সিয়েন
(গ) সি-মা-কিয়েন
(ঘ) আবু রায়হান অল বিরুনি।

(14)  ইতিহাস' শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়-
(ক) ঋকবেদ-এ
(খ) অথর্ববেদ-এ
(গ) যজুর্বেদ-এ
(ঘ) সামবেদ-এ।

15) ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্ট্রি-র নিছক অনুবাদ নয়। 'ইতিহাস' শব্দটি সুপ্রাচীন; সম্ভবত অথর্ববেদে শব্দটি আমাদের প্রথম নজরে আসে।" একথা বলেছেন-
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) জেমস মিল
(গ) ড. রণবীর চক্রবর্তী
(ঘ) যদুনাথ সরকার।

(16) ড. রণবীর চক্রবর্তী রচিত গ্রন্থটির নাম হল-
(ক) ভারত-ইতিহাসের আদিপর্ব (প্রথম খণ্ড)
(খ) ভারতের ইতিহাস
(গ) ভারতবর্ষের ইতিহাস
(ঘ) অতীতের উজ্জ্বল ভারত।

17)  ইতিহাস হল ইতিহাসের এক শাখা।'-একথা বলেছেন-
(ক) হেরোডোটাস
(খ) হেনরি পিরেন
(গ) ফ্রান্সিস বেকন

18) "History is the Science of men in Time."-উক্তিটি
(ক) মার্ক ব্লখ
(খ) হেনরি পিরেন
(গ) হেরোডোটাস
(ঘ) ভিনসেন্ট স্মিথ।

(19)  ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন।"- একথা বলেছেন -
(ক) ই এইচ কার
(গ) ফ্রান্সিস বেকন
(খ) লর্ড অ্যাকটন
(ঘ) মার্ক ব্লখ।

(20) তথ্যের বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়ন ছাড়া ইতিহাসচর্চা একেবারেই অর্থহীন। ব্যাখ্যা ও মূল্যায়নের ফলেই 'নীরস শুষ্ক কার্ড' তথ্যগুলি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। এটি কে বলেছেন?
(ক) ব্যারাক্লাফ
(খ) লর্ড অ্যাকটন
(গ) ফুকো
(ঘ) ই এইচ কার।

(21) "ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে এবং তারই সমস্যার ভিত্তিতে অতীতকে দেখা এবং ঐতিহাসিকের প্রকৃত কাজ হল নথিবদ্ধকরণ নয়, বরং মূল্যায়ন করা।" - এটি কার অভিমত?
(ক) ব্যারাক্লাফ
(খ) ফুকো
(গ) ই এইচ কার
(ঘ) লর্ড অ্যাকটন।

22) আমরা যে ইতিহাস পড়ি তা তথ্যের ওপর প্রতিষ্ঠিত হলেও সঠিকভাবে তথ্য ভিত্তিক নয়, বরং একগুচ্ছ স্বীকৃত অভিমত । এটি কার কথা?
(ক) ব্যারাক্লাফ
(খ) লর্ড অ্যাকটন
(গ) ই এইচ কার
(ঘ) ফুকো।

(23) ইতিহাস এমন এক বিষয়, যা মানুষকে জ্ঞানী করে তোলে।"- উরিটি কে করেছেন?
(ক) র‍্যাকে
(খ) ফিনলে
(গ) বিউরি
(ঘ) ফ্রান্সিস বেকন।

(24) ইডিয়াস হল বিজ্ঞান, কমও নয়, রেশিও নয়" উক্তিটি করেছেন-
(ক) হেনরি পিরেন।
(খ) জে বি বিউরি
(গ) মার্ক ব্লখ
(ঘ) আর্নল্ড টয়েনবি।

25) কে বলেছেন ঐতিহাসিকের কাজ হল "একনিষ্ঠভাবে ঘটনার উদম্মাননা?
(ক) ই এইচ কার
(খ) অ্যাকটন
(গ) র‍্যাঙ্কে
(ঘ) বিউরি।

(26) ইতিহাস মানবমুক্তির ক্রমবিকাশের কাহিনি একথা বলেছেন-
(ক) লর্ড অ্যাকটন
(খ) পল তুর্নাল 
(গ) ই এইচ কার
(ঘ) হেরোডোটাস।

27) আমি ঐতিহাসিক, ইতিহাসে জীবনের সন্ধান করি, জীবনকে ঘটনাবলিই হল ইতিহাস-উক্তিটি করেছেন-
(ক) হেনরি পিরেন
(খ) হেনরি পিরেন
(গ) আর্নল্ড টয়েনবি
(ঘ) পল তুর্নাল।

28) আজ পর্যন্ত মানবসমাজের ক্রমবিবর্তনের ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস-উক্তিটি করেছেন-
(ক) মিলার 
(খ) হেনরি পিরেন
(খ) লর্ড অ্যাকটন
(ঘ) কার্ল মার্কস।

29) মানব ইতিহাসে কোন্ যুগ সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছিল?
(ক) প্রাচীন যুগ 
(খ) মধ্য যুগ 
(গ) আধুনিক যুগ 
(ঘ) কোনোটিই নয় ।

(30) বিবর্তনবাদের জনক ছিলেন-
(ক) ল্যামার্ক 
(খ) ডারউইন 
(গ) নিউটন 
(ঘ) গ্যালিলিও। 

31) প্রথম হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় আনুমানিক কত বছর আগে?
(ক) ২ লক্ষ ৩০ হাজার বছর আগে 
(খ) ২০ লক্ষ বছর আগে
(গ) ১২ লক্ষ বছর আগে
(ঘ) ২০ লক্ষ বছর আগে।

(32) ভারতীয় উপমহাদেশে আজ থেকে কত বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়?
(ক) ৮ হাজার বছর আগে
(খ) 20 লক্ষ বছর আগে
(গ) ১২ হাজার বছর আগে
(ঘ) ৮ লক্ষ বছর আগে।

33) পৃথিবী উৎপত্তির সময় থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং পরিবেশ, আবহাওয়া, জীবজগৎ বিবর্তনের নানারূপ ঘটনাবলির কালক্রমিক সারণিকে আমরা কী নামে জানি?
(ক) প্রত্নতাত্ত্বিক সময়সারণি 
(খ) ভূতাত্ত্বিক সময়সারণি
(গ) ঐতিহাসিক সময়সারণি
(ঘ) আধুনিক সময়সারণি।

(34) ভূতাত্ত্বিক সময়সারণির ভিত্তিতে কোন্ যুগ পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়?
(ক) মেসোজোয়িক যুগ 
(খ) সেনোজোয়িক যুগ
(গ) আর্কিওজোয়িক যুগ

35) প্রোটেরোজোয়িক যুগের সমাপ্তি কবে ঘটে?
(ক) আনুমানিক ২৫ কোটি বছর পূর্বে 
(খ) আনুমানিক ১০৮ কোটি বছর পূর্বে
(গ) আনুমানিক ৭৬ কোটি বছর পূর্বে
(ঘ) আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে।

(36) প্রোটেরোজোয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগ শুরু হয়? 
(ক) প্যালিওজোয়িক যুগ
(খ) সেনোজোয়িক যুগ
(গ) প্যালিওলিথিক যুগ
(ঘ) মেসোজোয়িক যুগ।

(37) কবে প্যালিওজোয়িক যুগের সূচনা হয়? 
(ক) আনুমানিক ৮৬ কোটি বছর পূর্বে 
(খ) আনুমানিক ৬৫ কোটি বছর পূর্বে
(গ) আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে
(ঘ) আনুমানিক ১৩২ কোটি বছর পূর্বে।

(38) স্থলভাগে প্রথম প্রাণের স্পন্দন দেখা যায় কোন্ যুগে?
(ক) সেনোজোয়িক যুগে
(খ) প্যালিওজোয়িক যুগে
(গ) প্রোটেরোজোয়িক যুগে
(ঘ) মেসোলিথিক যুগে।

(39) প্রাক্-ইতিহাস' শব্দটির অর্থ কী?  
(ক) প্রায়-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
(খ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না
(গ) যেসময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না 
(ঘ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত।

(40) মানুষের ইতিহাস যতদিন নথিভুক্ত বা লিখিত হয়নি, তাকে বলা হয়-
(ক) আদিম যুগ
(খ) প্রাগৈতিহাসিক যুগ
(গ) প্রাচীন প্রস্তর যুগ
(ঘ) প্রায়-ঐতিহাসিক যুগ।

(41) কোন্ যুগকে 'সভ্যতার উষাকাল' বলে?
(ক) প্রায়-ঐতিহাসিক যুগ
(খ) প্রাক্-ঐতিহাসিক যুগ
(গ) ঐতিহাসিক যুগ
(ঘ) ধাতুর যুগ।

(42) প্রাগৈতিহাসিক যুগের সময়কাল ভূবিদ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী স্থায়ী ছিল-
(ক) ছয়টি যুগ ধরে
(খ) পাঁচটি যুগ ধরে
(গ) চারটি যুগ ধরে
(ঘ) তিনটি যুগ ধরে।

(43) প্রাক্-ইতিহাস যুগের সময়কাল হল-
(ক) খ্রিস্টপূর্ব ৩২৫০ থেকে ৫০০ অব্দ
(খ) খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৬০০ অব্দ
(গ) খ্রিস্টপূর্ব ২০,০০,০০০ থেকে ৩০০০ অব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ১০,০০০ থেকে ৭০০ অব্দ।

(44) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল-
(ক) লিপি
(খ) মুদ্রা
(গ) ধর্মগ্রন্থ 
(ঘ) জীবাশ্ম।

(45) প্রাক্-ইতিহাস পর্বের অন্তর্ভুক্ত হল-
(ক) প্রস্তর যুগ
(খ) ব্রোঞ্জ যুগ
(গ) লৌহ যুগ
(ঘ) স্বর্ণ যুগ।

(46) ১৮৩৩ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় ব্যবহার করেন- 'প্রাক্-ইতিহাস' শব্দটি প্রথম- 
(ক) পল তুর্নাল
(খ) এম সি বার্কিট
(গ) রবার্ট ব্রুস ফুট
(ঘ) লর্ড অ্যাকটন।

(47) পল তুর্নাল ছিলেন-
(ক) ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ
(খ) মার্কিন প্রত্নতত্ত্ববিদ
(গ) ফরাসি প্রত্নতত্ত্ববিদ
(ঘ) কোনোটিই নন।

(48) ইংরেজিতে 'প্রি-হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেন-
(ক) পল তুর্নাল
(খ) ড্যানিয়েল উইলসন
(গ) র‍্যাঙ্কে
(ঘ) এম সি বার্কিট।

(49) প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন-
(ক) পল তুর্নাল
(খ) ড্যানিয়েল উইলসন
(গ) জন লুবক
(ঘ) লর্ড অ্যাকটন।

(50) Pre-Historic Times Illustrated By Ancient Remains And The Manners And Customs Of Modern Savages'-গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) জন লুবক
(খ) প্রি-কালচার
(গ) টিমোথি টেলর
(ঘ) প্রিলিটরেট।

(51) অধিকাংশ পণ্ডিত 'Pre-History' প্রবর্তনের পক্ষপাতী ? শব্দটির পরিবর্তে কোন্ কথাটি
(ক) প্রি-সিভিলাইজেশন
(খ) পল তুর্নাল
(গ) প্রি-সোসাইটি
(ঘ)  প্রিলিটরেট।

(52)  'প্রাক্-ইতিহাস' শব্দটিকে একটি 'ভ্রান্ত শব্দ' বলে উল্লেখ করেছেন- 
(ক) আলেকজান্ডার কানিংহাম
(খ) এম সি বার্কিট
(গ) জন মার্শাল
(ঘ) আলেকজান্ডার কানিংহাম।

(53) Father of Indian Pre-History নামে পরিচিত-
(ক) ড্যানিয়েল উইলসন
(খ) হার্বাট মার্কিউজ
(গ) রবার্ট ব্রুস ফুট
(ঘ) র‍্যাঙ্কে।

(54) প্রাক্-ইতিহাস বলতে 'Anti-historique' শব্দটি ব্যবহার করেন-
(ক) ড্যানিয়েল উইলসন
(খ) র‍্যাঙ্কে
(গ) হার্বাট মার্কিউজ
(ঘ) পল তুর্নাল।

(55) প্রাগৈতিহাসিক যুগকে বলা হয়-
(ক) প্রাক্-লিপি সংস্কৃতির যুগ
(খ) ম্যাথু আর্নল্ড
(গ) লিপির যুগ
(ঘ) পল তুর্নাল।

(56) প্রাগৈতিহাসিক যুগে মানুষ-
(ক) কৃষিকাজ জানত
(খ) লিপির ব্যবহার জানত না
(গ) ব্যাবসাবাণিজ্য করত
(ঘ) কৃষিকাজের যুগ।

(57) গবেষকদের মতে, মিশরে যুগের সমাপ্তি ঘটেছিল-
(ক) ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে।

(58) নিউগিনিতে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটেছিল-
(ক) উনবিংশ শতক নাগাদ
(খ) ষোড়শ-সপ্তদশ শতকে
(গ) সপ্তদশ-অষ্টাদশ শতকে
(ঘ) বিংশ শতকে।

(59) আদিম গুহামানবরা কোন্ যুগের মানুষ?
(ক) ঐতিহাসিক যুগ
(খ) প্রায়-ঐতিহাসিক যুগ 
(গ) আধুনিক যুগ
(ঘ) প্রাগৈতিহাসিক যুগ।

(60) পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স (Homo Sapiens) বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন্ যুগে?
(ক) প্রাগৈতিহাসিক যুগে
(খ) প্রাক্-আধুনিক যুগে
(গ) উত্তর-আধুনিক যুগে
(ঘ) আধুনিক যুগে।

(61)  প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হল-
(ক) পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা
(খ) ব্রোঞ্জের তৈরি ছুরি, কুঠার ও বর্শা 
(গ) কাঠের তৈরি ছুরি, কুঠার ও বর্শা
(ঘ) লোহার তৈরি ছুরি, কুঠার ও বর্শা।

(62) কীসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়?
(ক) মানুষের জীবনযাত্রার ভিত্তিতে
(খ) পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে
(গ) কালপর্বের ভিত্তিতে
(ঘ) বাসস্থান নির্মাণ-এর ভিত্তিতে।

(63)  প্যালিওলিথিক (Palaeolithic) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) জন মার্শাল
(খ) জন লুবক
(গ) এম সি বার্কিট
(ঘ) পল তুর্নাল।

(64) গ্রিক শব্দ 'প্যালিও' কথার অর্থ কী?
(ক) প্রাচীন বা পুরোনো
(খ) প্রস্তর
(গ) পাথরের যুগ
(ঘ) মধ্যযুগ।

(65) 'লিথোস' কথার অর্থ হল-
(ক) প্রাচীন
(খ) প্রস্তর
(গ) লিপি
(ঘ) শিলাখণ্ড।

(66) Palaeolithic শব্দটির দ্বারা বোঝানো হয়-
(ক) তাম্র-প্রস্তর যুগকে
(খ) নব্য প্রস্তর যুগকে
(গ) প্রাক্-ঐতিহাসিক যুগকে
(ঘ) আদি বা প্রাচীন প্রস্তর যুগকে।

(67) মানুষ প্রথমে ব্যবহার করত-
(ক) তামার হাতিয়ার
(খ) লোহার হাতিয়ার
(গ) পাথরের হাতিয়ার
(ঘ) ব্রোঞ্জের হাতিয়ার।

(68) প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
(ক) আনুমানিক ২০,০০,০০০-১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ 
(খ) আনুমানিক ৫০,০০০-২০,০০০ খ্রিস্টপূর্বাব্দ
(গ) আনুমানিক ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ।

(69) প্রাচীন প্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত?
(ক) হলোসিন
(খ) আর্কিয়ান
(গ) প্লেইস্টোসিন
(ঘ) লৌহ যুগ।

(70) প্লেইস্টোসিন যুগ কোন্ ভূতাত্ত্বিক পর্যায়ের অন্তর্গত?
(ক) সেনোজোয়িক
(খ) প্লেইস্টোসিন
(গ) প্রোটেরোজোয়িক
(ঘ) লৌহ যুগ।

(71) 'প্লেইস্টোসিন' শব্দটি এসেছে-
(ক) গ্রিক শব্দ থেকে
(খ) জার্মান শব্দ থেকে 
(গ) ব্রিটিশ শব্দ থেকে
(ঘ) ভারতীয় শব্দ থেকে 

(72)  প্লেইস্টোসিন কথাটির অর্থ হল-
(ক) অতি সাম্প্রতিক 
(খ) তুষার যুগ 
(গ) ধাতুর যুগ 
(ঘ) পাথরের যুগ 

(73) প্লেইস্টোসিন যুগের সূচনা হয় আজ থেকে আনুমানিক-
(ক) ৫ লক্ষ বছর আগে
(খ) ১০ লক্ষ বছর আগে
(গ) ২০ লক্ষ বছর আগে
(ঘ) ৩০ লক্ষ বছর আগে।

(74) সমগ্র প্লেইস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে-সমস্ত প্রাগৈতিহাসিক নিইতিহাস মিলেছে, সেগুলি হল- 
(ক) প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি
(খ) মধ্য প্রস্তর যুগের সংস্কৃতি
(গ) নব্য প্রস্তর যুগের সংস্কৃতি
(ঘ) তাম্র-প্রস্তর যুগের সংস্কৃতি।

(75) তুষার যুগ' নামে পরিচিত-
(ক) প্লেইস্টোসিন যুগ
(খ) হলোসিন যুগ
(গ) ওলিগোসিন যুগ
(ঘ) মেসোজোয়িক যুগ।

(76) প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? 
(ক) চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরম-এ
(খ) তামিলনাড়ুর কাছে অবস্থিত মাদুরাই-এ
(গ) বানওয়ালিতে
(ঘ) চানহুদাড়োতে।

(77)প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কী?
(ক) বর্শা 
(খ) হাত-কুঠার
(গ) তীর ধনুক 
(ঘ) চেরা কুঠার।


  • একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় mcq
  • একাদশ শ্রেণীর ইতিহাস নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 ইতিহাস অধ্যায় 1 প্রশ্ন উত্তর
  • Class 11 History New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester History New syllabus WB

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় ইতিহাস পাঠ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, First Chapter | Itihaser path 



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad