Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Second Chapter

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ  প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Second Chapter | Samrajjo Somuho 


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ  নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই সাম্রাজ্য সমূহ  অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ  এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই সাম্রাজ্য সমূহ  অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ  প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Second Chapter | Samrajjo Somuho

ইতিহাস দ্বিতীয় অধ্যায় "সাম্রাজ্য সমূহ" বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions)

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)

1) প্রত্নতত্ত্ববিদ ডি গর্ডন চাইল্ডের মতে কত বছর আগে মানুষ খাদ্য- সংগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
(ক) প্রায় ৬ লক্ষ থেকে ৩ লক্ষ ২০ হাজার বছর আগে।
(খ) প্রায় ৭ লক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার বছর আগে।
(গ) প্রায় ৫ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার বছর আগে।
(ঘ) প্রায় ৮ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার বছর আগে।

2) মানবসভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম ২ হাজার বছর কোন্ কোন যুগের মধ্যে পড়ে?
(ক) তাম্র-প্রস্তর ও ব্রোঞ্জ যুগ
(খ) মধ্য প্রস্তর যুগ
(গ) মধ্যযুগের
(ঘ) পুরাপ্রস্তর যুগ।

3) লোহার আবিষ্কার, সামন্ততান্ত্রিক ব্যবস্থার যুগ অতিক্রম করে সূচনা হয়েছিল- 
(ক) প্রস্তর যুগের
(খ) প্রাচীন যুগের
(গ) নব্য প্রস্তর যুগ
(ঘ) আধুনিক যুগের।

4) ভূমধ্যসাগর ও পশ্চিম এশিয়া অঞ্চলে মানবসভ্যতার ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়-
(ক) খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৭০০ অব্দের অন্তর্বর্তীকালে 
(খ) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের অন্তর্বর্তীকালে
(গ) খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের অন্তর্বর্তীকালে
(ঘ) খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২০০ অব্দের অন্তর্বর্তীকালে। 

5) পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ হল-
(ক) কৃষ্ণসাগর, ইজিয়ান সাগর ও মধ্য এশিয়ার স্তেপ অঞ্চল থেকে ভ্রাম্যমাণ গোষ্ঠীর পশ্চিম এশিয়ায় প্রবেশ
(খ) ভৌগোলিক পরিবর্তন
(গ) যাতায়াত ব্যবস্থার উন্নতি
(ঘ) শ্রমনির্ভর অর্থনীতি।

6) জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা কোন্ ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ক) স্লাভিক গোষ্ঠী
(খ) উরালিক গোষ্ঠী
(গ) ইন্দো-ইউরোপীয় গোষ্ঠী
(ঘ) না-ডেনে গোষ্ঠী।

7) প্রাচীন সাম্রাজ্য গড়ে তোলেন-
(ক) হিট্রাইট ও মিটাগ্নি গোষ্ঠী
(খ) না-ডেনে গোষ্ঠী
(গ) উরালিক গোষ্ঠী
(ঘ) স্লাভিক গোষ্ঠী।

8) অ্যামোরাইট, অ্যাসিরীয় ও ফিনিশীয় কোন্ ভাষাগোষ্ঠীর অন্তর্গত?  
(ক) সেমেটিক ভাষাগোষ্ঠী
(খ) স্লাভিক ভাষাগোষ্ঠী
(গ) দ্রাবিড় ভাষাগোষ্ঠী
(ঘ) তুর্কি ভাষাগোষ্ঠী।

9) অ্যাসিরীয়, হিট্রাইট ও মিটারি সাম্রাজ্যের সূচনা হয়েছিল-
(ক) এশিয়ায়
(খ) আফ্রিকায়
(গ) উত্তর আমেরিকায়
(ঘ) দক্ষিণ আমেরিকায়।

10) তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল-
(ক) রোমান সাম্রাজ্য
(গ) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(খ) অটোমান সাম্রাজ্য
(ঘ) আক্কাদীয় সাম্রাজ্য।

11) সাম্রাজ্যিক আধিপত্যের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি আর্থসামাজিক ক্ষেত্রেও নানা পরিবর্তন ও অগ্রগতির সাক্ষী ছিল-
(ক) খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে খ্রিস্টীয় ১০০০ অব্দ 
(খ) খ্রিস্টপূর্ব ১০০ অব্দ থেকে খ্রিস্টীয় ১৩০০ অব্দ
(গ) খ্রিস্টপূর্ব ২০০ অব্দ থেকে খ্রিস্টীয় ৮০০ অব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে খ্রিস্টীয় ২০০ অব্দ।

12) এশিয়া মহাদেশের ভূভাগের পশ্চিম অংশে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে ঘিরে অবস্থিত-
(ক) মিশর
(খ) ভারত
(গ) মধ্যপ্রাচ্য
(ঘ) আফ্রিকা।

13) ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হল-
(ক) মিশর
(খ) ইন্ডিয়া 
(গ) মেসোপটেমিয়া
(ঘ) আমেরিকা।

14) কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে?
(ক) হামুরাবি
(খ) তুড়িয়া
(গ) প্রথম উবাল্লিট
(ঘ) দ্বিতীয় আসুরনাসিরপাল।

15)  কোন্ সময়কালে সেমেটিক অ্যাসিরীয়গণ উত্তর মেসোপটেমিয়া অঞ্চলে একটি ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেন? 
(ক) খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে
(খ) খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে
(গ) খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দে
(ঘ) খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দে। 

16) অ্যাসিরীয় সাম্রাজ্যে প্রথম রাজা উপাধি নিয়েছিলেন-
(ক) তুড়িয়া
(খ) প্রথম উবাল্লিট
(গ) ক্যারানাস
(ঘ) দ্বিতীয় ফিলিপ।

17) কোন্ রাজার আমল থেকে অ্যাসিরীয় সাম্রাজ্যের সম্প্রসারণ শুরু হয়েছিল?
(ক) প্রথম সালমানেসের
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) সাইরাস
(ঘ) জুলিয়াস সিজার।

18) কাদের অন্তর্দ্বন্দ্ব অ্যাসিরীয় সাম্রাজ্যবিস্তারে সহায়ক হয়?
(ক) হিট্রাইট ও মিটান্নি
(খ) না-ডেনে গোষ্ঠী
(গ) উরালিক গোষ্ঠী
(ঘ) স্লাভিক গোষ্ঠী।

19) নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল-
(ক) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(খ) খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
(গ) খ্রিস্টপূর্ব অষ্টম শতকে
(ঘ) খ্রিস্টপূর্ব নবম শতকে।

20) নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন-
(ক) দ্বিতীয় আসুরনাসিরপাল
(খ) তুড়িয়া
(গ) হামুরাবি
(ঘ) দ্বিতীয় ফিলিপ।

21) প্রাচীন কালের পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত?
(ক) ইরান
(খ) ইটালি
(গ) মিশর
(ঘ) ইথিওপিয়া।

(22) অ্যাসিরীয়, মেডীয়, চ্যালডিয়ান, ব্যাবিলন সাম্রাজ্য গড়ে উঠেছিল-
(ক) পারস্যে 
(খ) মিশরে 
(গ) এশিয়ায় 
(ঘ) আফ্রিকায়।

23) অ্যাসিরীয়, মেডীয়, চ্যালডিয়ান, ব্যাবিলন প্রভৃতি সাম্রাজ্যের ভাঙনের যুগে কে এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
(ক) আলেকজান্ডার
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) সাইরাস
(ঘ) ক্যারানাস।

24) অ্যাকামিনিড বংশের প্রতিষ্ঠাতা হলেন-
(ক) সাইরাস দ্য গ্রেট
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) চতুর্থ ফিলিপ।

25) এশিয়া মাইনর, প্যালেস্টাইন, অ্যাসিরিয়া, ব্যাবিলন জয় করে পারসিক সাম্রাজ্যকে বিশাল আকার প্রদান করেন-
(ক) সাইরাস
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) চতুর্থ ফিলিপ।

26)  প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল-
(ক) ম্যাসিডনিয়া
(খ) ব্রিটেন
(গ) মুঘল
(ঘ) অটোমান।

27) গ্রিস উপদ্বীপের উত্তর-পূর্ব অংশকে কেন্দ্র করে প্রথম গড়ে ওঠে-
(ক) অটোমান
(খ) মিশর
(গ) ম্যাসিডনিয়া
(ঘ) ব্রিটেন।

28) প্রাচীন কালে পশ্চিমে এপিরাস, পূর্বে থ্রেস, উত্তরে পাওনিয়া এবং দক্ষিণে থেসালি দ্বারা পরিবেষ্টিত রাজ্য ছিল-
(ক) মিশর
(খ) ম্যাসিডনিয়া
(গ) অটোমান
(ঘ) ব্রিটেন।

29) কোন্ সময়কাল গ্রিসের ইতিহাসে 'অন্ধকার যুগ' নামে পরিচিত?
(ক) খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৫০০ অব্দ
(খ) খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ২০০ অব্দ
(গ) খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৮০০ অব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৬০০ অব্দ।

30)  খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগে পর্যন্ত কোন্ রাজ্য এথেন্স, স্পার্টা ও থিবস নামক গ্রিক নগররাষ্ট্রগুলির আধিপত্যের বাইরে অথচ অ্যাকামিনিড পারসিক সাম্রাজ্যের অধীনস্থ একটি ছোট্ট রাজ্য হিসেবে গড়ে উঠেছিল?
(ক) ম্যাসিডনিয়া
(খ) মিশর
(গ) চিন
(ঘ) অটোমান।

31) ঐতিহাসিক রবার্ট ই এরিংটনের মতানুসারে, খ্রিস্টপূর্ব সপ্তম শতকের মাঝামাঝি সময়ে কোন্ সম্রাট আইগাই-কে রাজধানী করে ম্যাসিডন রাজ্যের সূচনা করেছিলেন?
(ক) ক্যারানাস
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) প্রথম আলেকজান্ডার।

32) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে বর্তমান গ্রিসের ম্যাসিডন অঞ্চলের পশ্চিম ও মধ্যাঞ্চলের সমগ্র ভূখন্ড কোন্ বংশের শাসনাধীন ছিল?
(ক) আরগিড
(খ) অ্যাকামিনিড
(গ) মেডীয়
(ঘ) চ্যালডিয়ান।

33) উচ্চ ম্যাসিডনিয়ার লিনসেসটা ও এলিসিওটা-য় গ্রিক উপজাতি অধ্যুষিত অঞ্চল সাম্রাজ্যভুক্ত হয়েছিল-
(ক) ম্যাসিডন-এর
(খ) রোম-এর
(গ) পারস্য-এর
(ঘ) চিন-এর।

34) এমাথিয়া, ইওরডিয়া, ফ্রাইজিয়া প্রভৃতি ছিল-
(ক) গ্রিক অধ্যুষিত অঞ্চল
(খ) অ-গ্রিক অধ্যুষিত অঞ্চল
(গ) হিটাইট অঞ্চল
(ঘ) স্লাভিক অঞ্চল।

35) দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার কোন্ সাম্রাজ্যের প্রধান কুশীলব ছিলেন?
(ক) ম্যাসিডন-এর
(খ) অটোমান-এর
(গ) রোম-এর
(ঘ) মিশর-এর।

36) কোন্ ম্যাসিডনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগররাষ্ট্রগুলিকে বশীভূত করেন?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) প্রথম ফিলিপ
(ঘ) চতুর্থ আলেকজান্ডার।

37) চেরোনিয়ার যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করেন?
(ক) এথেনীয়দের
(খ) স্পার্টানদের
(গ) অটোমানদের
(ঘ) পারসিকদের।

38) চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৪২০ খ্রিস্টপূর্বাব্দে।

39) কোন্ যুদ্ধের পর সমগ্র গ্রিসে ম্যাসিডনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
(ক) হিদাসপিসের যুদ্ধ
(খ) চেরোনিয়ার যুদ্ধ
(গ) ম্যারাথনের যুদ্ধ
(ঘ) পেলোপনেসীয় যুদ্ধ।

40) দ্বিতীয় ফিলিপের পুত্র হলেন-
(ক) তৃতীয় ফিলিপ
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) দ্বিতীয় আলেকজান্ডার
(ঘ) প্রথম আলেকজান্ডার।

41) আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত?
(ক) দ্বিতীয় আলেকজান্ডার
(খ) প্রথম আলেকজান্ডার
(গ) তৃতীয় আলেকজান্ডার
(ঘ) চতুর্থ আলেকজান্ডার।

42) কার নেতৃত্বে ম্যাসিডনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয়?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) আলেকজান্ডার দ্য গ্রেট
(গ) তৃতীয় ফিলিপ
(ঘ) প্রথম উবাল্লিট।

43) পৌরব রাজ্যের রাজা ছিলেন-
(ক) পুরু
(খ) অশোক
(গ) বিন্দুসার
(ঘ) বিম্বিসার।

44) হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৪২৩ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দে।

45) হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(ক) পুরু ও তৃতীয় আলেকজান্ডার
(খ) দ্বিতীয় ফিলিপ ও পুরু
(গ) অশোক ও দ্বিতীয় ফিলিপ
(ঘ) তৃতীয় আলেকজান্ডার ও বিন্দুসার।

46) আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল -
(ক) ৪২০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ২২৩ খ্রিস্টপূর্বাব্দে।

47) তৃতীয় আলেকজান্ডার ৩২ বছর বয়সে কোথায় দেহত্যাগ করে- 
(ক) ব্যাবিলন 
(খ) ভারত 
(গ) চিন 
(ঘ) মিশর। 

48) কোন্ সভ্যতার ঐতিহ্যে সমৃদ্ধ হয়েছিল গ্রিক এবং অ-গ্রিক নাগরিক সমাজ?
(ক) সুমেরীয় সভ্যতা
(খ) হেলেনীয় সভ্যতা
(গ) মিশরীয় সভ্যতা
(ঘ) অটোমান সভ্যতা।

49) ম্যাসিডনিয়া সাম্রাজ্যের সর্বত্র প্রসার ঘটে কোন্ ভাষার?
(ক) গ্রিক
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) উর্দু।

50)  গ্রিকদের কোন্ অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল?
(ক) জাহাজ নির্মাণের
(খ) চা তৈরির
(গ) প্রতিনিধি নির্বাচনের
(ঘ) হিরে প্রস্তুত করার।





  • একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
  • একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় mcq
  • একাদশ শ্রেণীর ইতিহাস নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
  • ক্লাস 11 ইতিহাস অধ্যায় 2 প্রশ্ন উত্তর
  • Class 11 History New syllabus in bengali west bengal board
  • Class 11 1st semester History New syllabus WB


একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ  প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Second Chapter | Samrajjo Somuho 



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad