Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, First Chapter

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, First Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, First Chapter


বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions) / রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি প্রথম অধ্যায়
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions) 


(1) সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন-
(ক) সামাজিক বৈষম্যে
(খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়
(গ) ক্রীতদাস প্রথায়
(ঘ) স্বৈরাচারিতায়।
উত্তরঃ- খ

(2) নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন? 
(ক) অ্যারিস্টট্ল
(খ) সিসেরো
(গ) পলিবিয়াস
(ঘ) প্লেটো।
উত্তরঃ- ঘ

(3)প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন?
(ক) দার্শনিক রাজা
(খ) সাধারণ মানুষ
(গ) বলবান রাজা
(ঘ) কর্মঠ শ্রমজীবী মানুষ।
উত্তরঃ- ক

(4) মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল-
(ক) বাস্তববাদ দ্বারা
(খ) ধর্মীয় চিন্তা দ্বারা
(গ) কূটনীতি দ্বারা
(ঘ) যুক্তিবাদী আইন দ্বারা।
উত্তরঃ- খ

(5) রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এ কথা -
(ক) সত্য
(খ) অসত্য
(গ) কল্পনা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ- ক

(6) বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে-
(ক) ইংল্যান্ডে
(খ) রোমে
(গ) গ্রিসে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে।
উত্তরঃ- গ

(7)  রাষ্ট্রবিজ্ঞান' কথাটি কোন্ রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন?
(ক) লাইবনিজ
(খ) অ্যারিস্টট্ল
(গ) প্লেটো
(ঘ) রুশো।
উত্তরঃ- ক

(8) অ্যারিস্টট্ল তাঁর 'পলিটিকস' কথা বলেছেন? গ্রন্থে কটি পলিস বা নগররাষ্ট্রের কথা বলেন - 
(ক) ১৫০টি
(খ) ১৫২টি
(গ) ১৫৮টি
(ঘ) ১৬০টি।
উত্তরঃ- গ 

(9) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন- 
(ক) অ্যারিস্টট্ল
(খ) রবসন
(গ) গ্রিন
(ঘ) রবার্ট ডাল
উত্তরঃ- ক

(10) রাষ্ট্রবিজ্ঞান একটি-
(ক) গতিশীল শাস্ত্র
(খ) স্থিতিশীল শাস্ত্র
(গ) নিষ্ক্রিয় শাস্ত্র
(ঘ) অপ-রাসায়নিক শাস্ত্র।
উত্তরঃ- ক

(11)আচরণবাদের উদ্ভব হয়
(ক) উনিশ শতকে
(খ) বিশ শতকে
(গ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
(ঘ) ষোড়শ শতকে।
উত্তরঃ- খ 

(12) আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের অভিহিত করেছেন- একটি প্রতিবাদী আন্দোলন বলে
(ক) নিকোলো ম্যাকিয়াভেলি
(খ) রবসন
(গ) রবার্ট ডাল
(ঘ) গার্নার।
উত্তরঃ- গ

শূন্যস্থান পূরণ করো (রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি)


1) অ্যারিস্টট্ল গ্রিক নগররাষ্ট্র_____এ জন্মগ্রহণ করেন (এথেন্স/স্পার্টা/ম্যাসিডন/থিবস)।     
উত্তরঃ- ম্যাসিডন

2) 'Politics' শব্দটির উদ্ভব_____শব্দ থেকে হয়েছে (ইংরেজি। জার্মান। রোমান/ গ্রিক)। 
উত্তরঃ- গ্রিক

3) রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ___(রাষ্ট্র/ সমাজ / জনগণ। গোষ্ঠী)। রাষ্ট্র 

4) প্লেটোর 'Republic' গ্রন্থের প্রধান চরিত্র হল ____ (পলিমার্কাস / সক্রেটিস / অ্যাডিম্যান্টাস/ গ্লুকো)। 
উত্তরঃ- সক্রেটিস

5)  ___________ -এর মতে, অযোগ্য রাজাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের হাতে থাকবে (জন লক্ / টমাস হক্স/ ম্যাকিয়াভেলি / হেগেল)। 
উত্তরঃ- জন লক্

6) রুশো ____ সার্বভৌমিকতার প্রবক্তা (আইনি / রাজনৈতিক /জনগণের / রাষ্ট্রের)। 
উত্তরঃ- জনগণের 


7)  "মানুষ সামাজিক জীব" কথাটি বলেছেন_____। (প্লেটো / জন লক্ / অ্যারিস্টট্ল / মার্কস)।  
উত্তরঃ- জন লক


একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় mcq
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান অধ্যায় 1 প্রশ্ন উত্তর
Class 11 Political Science New syllabus in bengali west bengal board
Class 11 1st semester Political Science New syllabus WB
WBCHSE Political Science New Syllabus 



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad