Type Here to Get Search Results !

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Second Chapter

একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Second Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
একাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester Political Science, Second Chapter

বস্তুমুখী প্রশ্ন (Objective type Questions) / রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ type Questions)


1) রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল-
(ক) ইতালি
(খ) প্রাচীন গ্রিস
(গ) রোম
(ঘ) ফ্রান্স।
উত্তরঃ-  খ 

2) রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন্ চিন্তাবিদ ব্যবহার করেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) সিসেরো
(ঘ) নিকোলো ম্যাকিয়াভেলি।
উত্তরঃ-  ঘ 

3) 'দ্য প্রিন্স' গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(ক) ১৫০০ খ্রিস্টাব্দে
(খ) ১৫১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৫২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ-  খ

4) রাষ্ট্র' শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?
(ক) পলি
(খ) পলিস
(গ) গিল্ড
(ঘ) ক্ল্যান।
উত্তরঃ-  খ

5) 'পলিস' শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে?
(ক) লাতিন
(খ) ইংরেজি
(গ) গ্রিক
(ঘ) ফরাসি।
উত্তরঃ-  গ

6) ইংরেজি 'State' শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(ক) স্ট্যাটাস (Status)
(খ) স্ট্যাটো (Stato)
(গ) এস্টেট
(ঘ) স্ট্যাটিও।
উত্তরঃ-  ক 

7) আমিই রাষ্ট্র' কথাটি কে ব্যবহার করেন?
(ক) প্রথম লুই
(খ) দ্বাদশ লুই
(গ) চতুর্দশ লুই
(ঘ) সপ্তদশ লুই।
উত্তরঃ-  গ

8) 'রাষ্ট্র মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল'- কে বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) অ্যারিস্টট্ল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) বার্জেস।
উত্তরঃ-  ঘ

9) "রাষ্ট্র হল মর্ত্যে ঈশ্বরের পদচারণা" কে বলেছেন?
(ক) হেগেল
(খ) হস
(গ) গার্নার
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ-  ক

10) গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি।
উত্তরঃ-  ঘ 

11) বোদাঁর রচিত কোন্ গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়?
(ক) সিক্স বুকস অফ কমনওয়েলথ
(খ) পলিটিকস
(গ) দ্য প্রিন্স
(ঘ) লেভিয়াথান।
উত্তরঃ-  ক 

12)  এককেন্দ্রিক সরকার বর্তমান-
(ক) ব্রিটেনে
(খ) ভারতে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) সুইটজারল্যান্ডে।
উত্তরঃ-  ক

13) অ্যারিস্টট্লের মতে, রাষ্ট্রের উদ্ভব হয়েছে-
(ক) বিবর্তনের মাধ্যমে
(খ) চুক্তির মাধ্যমে
(গ) বলপ্রয়োগের মাধ্যমে
(ঘ) ধর্মের মাধ্যমে।
উত্তরঃ-  ক

14) রাষ্ট্রের বাহু কাকে বলা হয়?
(ক) নির্দিষ্ট ভূখণ্ডকে
(খ) সরকারকে
(গ) রাজকোষকে
(ঘ) জনসমষ্টিকে।
উত্তরঃ-  ক

15) ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন-
(ক) ম্যাকিয়াভেলি
(খ) চতুর্দশ লুই
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) কৌটিল্য।
উত্তরঃ-  গ


একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় mcq
একাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 
ক্লাস 11 রাষ্ট্র বিজ্ঞান অধ্যায় 2 প্রশ্ন উত্তর
Class 11 Political Science New syllabus in bengali west bengal board
Class 11 1st semester Political Science New syllabus WB
WBCHSE Political Science New Syllabus 
দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান , রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad