Type Here to Get Search Results !

The Garden Party All Questions Answers | Class 11, Semester 2, Chapter 1 | WBCHSE Class 11, Semester 2, lesson 1 English Solutions 2 Marks and 6 Marks

The Garden Party by  Katherine Mansfield | Class 11, Semester 2 | Lesson 1 | All Activity Questions Answers | WBCHSE | 

Hello friends, how are you? Hope you are very well. Today we will discuss about your Class XI, Semester II class First chapter The Garden Party. This First chapter is very important for your exam so I will discuss the The Garden Party topics of First chapter in detail. Through this article we are providing Class XI, Semester II class First important questions and answers, this The Garden Party chapter suggestions, how to write answers from this chapter. Class XI, Semester II class The Garden Party will discuss everything how to read from chapter.

“The Garden Party” is a lesson from the Textbook of Class 11, Semester 2nd and chapter 1 approved by West Bengal Board of Primary Education for the Students of Class 11, Semester 2 (Class Eleven, Semester 2). Here all the Activity Questions are done by Our Institutes Experienced and Skillful English teachers.

West Bengal State Board Book Class 11, Semester 2 English full Book Solution
West Bengal Board Class 11, Semester 2 English Textbook All Lesson Solution by English Teacher Here on our website. West Bengal High School students of Class 11, Semester 2 can find here the solutions of  WBCHSE (English) Textbook Chapter by Chapter, here you give all the chapters from Class 11, Semester 2 chapter 1.

The Garden Party Question & Answer (2 Marks) (২ মার্কের প্রশ্নোত্তর)

Text-based Questions
A. Short Questions and Answers (Marks - 2)
Answer the following questions in about 30-40 words.

1) How many persons work for the Sheridan family? (শেরিডন পরিবারে কতজন কাজের লোক আছে?)

Answer:-  
The Sheridans are an aristocratic family. They have immense wealth and a luxurious garden. Many a person work for them. They have a gardener, a cook, chief servant Sadie and little Hans. These names are mentioned in the story "The Garden Party". But we may guess that there are still many left who work for the Sheridans. (শেরিডনরা অভিজাত পরিবার। তাদের অঢেল সম্পদ এবং একটি বিলাসবহুল উদ্যান আছে। তাদের অনেক কাজের লোক আছে। তাদের একজন মালী, একজন রাঁধুনি, স্যাডি নামে এক খাস চাকর ও ছোট্ট হ্যানস নামে আরও এক ভৃত্য আছে। এই নামগুলো "The Garden Party" গল্পে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা অনুমান করতে পারি যে শেরিডনদের হয়ে কাজ করার জন্য আরও অনেকজন আছে।)

2) How do you know that the Sheridans are an upper class family? (তুমি কী করে জানো যে শেরিডনরা উচ্চবিত্ত শ্রেণীর?)

Answer:-  
The Sheridans live in a palatial building. Both Mr Sheridan and his son Laurie work in office. They have a luxurious garden. They employ permanent cook, many servants, a gardener. They can host garden party on occasion or no occasion. All this shows that only a well- to-do family can afford such accessories. So the Sheridans belong to the higher class of the society.
(শেরিডনরা প্রাসাদোপম বাড়িতে বাস করেন। মি. শেরিডন ও তাঁর পুত্র, লরি দুজনেই অফিসে কাজ করেন। তাদের একটি বিলাসবহুল বাগান আছে। তাঁরা একজন স্থায়ী রাঁধুনি, অনেক চাকর ও একজন মালীকে নিযুক্ত করে রেখেছেন। তাঁরা যে কোনো সময় উদ্যান উৎসবের আয়োজন করতে পারেন। এই সবকিছু নির্দেশ করে যে, একমাত্র সঙ্গতিসম্পন্ন কোনো পরিবারের পক্ষেই এরকম বিলাসিতা করা সম্ভব। স্পষ্টতই শেরিডনরা সমাজের উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত।)

3) How did Laura spot on Scott's house? (লরা কীভাবে স্কটের বাড়ি খুঁজে পেল?)

Answer:-  
Laura did not know the exact location of Scott's house. But walking through the lane she found a house where some people thronged. She thought that it must be the house of Scott. (লরা স্কটের বাড়িটি ঠিক কোথায় অবস্থিত তা জানত না। কিন্তু গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি বাড়ি দেখল যেখানে অনেক লোকের একটি জটলা ছিল। সে ভাবল এটাই সম্ভবত স্কটের বাড়ি।)

4) What made Laura uneasy in the poor men's dark lane? (দরিদ্র মানুষের অন্ধকার গলিতে কী জন্য লরার অস্বস্তিবোধ হচ্ছিল?)

Answer:-  
Laura could not stand the stark reality of poverty and misery of the people of the lane. Their curious staring eyes troubled her. Besides, she came wearing an expensive dress and a beautiful hat. Hence she thought herself to be a perfect misfit there. 
(লরা ঐ গলির বসবাসকারী মানুষদের দারিদ্র্য ও দুর্দশার চরম বাস্তবতা সহ্য করতে পারছিল না। তাদের কৌতূহলী দৃষ্টি তাকে পীড়া দিল। তাছাড়া, সে তার দামি পোশাক ও সুন্দর টুপিটা পরে সেখানে চলে এসেছিল। তাই তার মনে হল যে সেখানে সম্পূর্ণরূপে বেমানান।)

5) Whom did Laura see beside the house of Scott and in what condition? (লরা কাকে স্কটের বাড়ির দরজার পাশে বসে থাকতে দেখল ও কোন্ অবস্থায়?)

Answer:-  
Laura arrived at the house of Mr. Scott. It was dusk. But she clearly saw an old woman sitting on a chair at one side of Scott's door. The woman had kept her crutches beside her. Laura found the woman's feet lying on a newspaper. (লরা মি. স্কটের বাড়িতে পৌঁছাল। তখন গোধূলি। কিন্তু সে স্পষ্ট দেখল যে এক বৃদ্ধা স্কটের দরজার একপাশে একটি চেয়ারে বসে আছে। মহিলাটি তাঁর ক্রাচগুলো পাশে রেখেছে। লরা দেখল মহিলার পা একটি সংবাদপত্রে উপর ন্যস্ত।)

6) What comes to Laura's mind as she sees the dead body of Scott?

Answer:-  
Laura sees the dead face of Scott in his poor cottage. At once she is given to thinking of the meaning of life. It seems to her that the man is just sleeping. Nothing material can touch him now. He lived a life of strife and stress. Now he lives a life of beauty and peace.

7) How does the garden reflect the contem- porary society? 

(WBCHSE Textbook Q.2)
Answer:-  
"The Garden Party' by Mansfield presents the serious contemporary social issues. These are: class consciousness, struggle for identity, the disparities between the haves and the have- nots. The story also highlights the need of empathy

8) How does Mansfield open her story "The Garden Party"? (ম্যান্সফিল্ড তাঁর "The Garden Party" গল্পটি কীভাবে শুরু করেছেন?)


Answer:-  The story "The Garden Party" opens with a fine description of the local weather and the day on which the garden party is going to be held in the garden of the Sheridans. The weather is pleasant and refreshing. The day is windless, sunny and cloudless. The writer thinks that it is the most perfect day and ideal weather for the garden party. ("The Garden Party" গল্পটি শুরু হয়েছে স্থানীয় আবহাওয়া ও যে দিনে বাগান পার্টি অনুষ্ঠিত হবে সেই দিনের এক চমৎকার বর্ণনার মাধ্যমে। আবহাওয়া মনোরম ও তরতাজা। দিনটি বাতাসহীন, রৌদ্রোজ্জ্বল ও মেঘমুক্ত। লেখক মনে করেন বাগান পার্টির জন্য এই দিনটি সবচেয়ে সুন্দর ও আবহাওয়া আদর্শ।)

9) How is the Sheridans' garden made ready for the ensuing party? (শেরিডনদের বাগানটিকে আসন্ন উৎসবের জন্য কীভাবে প্রস্তুত করা হয়?)


Answer:-  The Sheridans take every care to prepare the garden for the party. The gardener is instructed to mow the lawn, remove weeds and sweep away any debris. Labourers are hired to set up a marquee in an ideal spot. (উৎসবের জন্য শেরিডনরা বাগানটিকে প্রস্তুত করতে সমস্ত রকমের প্রস্তুতি নেন। মালীকে মাঠটি থেকে ঘাস ছেঁটে, আগাছামুক্ত করে ও ময়লা ঝেটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। একটি আদর্শ স্থানে তাঁবু খাটানোর জন্য শ্রমিকদের ভাড়া করা হয়।)

10)  Why is Mrs Sheridan relieved at the end of the garden party? (উদ্যান সম্মেলনের শেষে মিসেস শেরিডন কেন চাপমুক্ত হলেন?)

Answer:-  
Mrs Sheridan managed her daughter Laura well on her obstinacy to cancel the party. Scott's death and Laura's intervention almost spoiled the party. But the party was a success. Mrs. Sheridan had the winner's laugh. (মিসেস শেরিডন তাঁর মেয়ে লরার জেদের বশে উৎসব বাতিল করার চেষ্টা রুখে দেন। স্কটের মৃত্যু এবং লরার হস্তক্ষেপ উৎসবকে প্রায় নষ্ট করে দিচ্ছিল। কিন্তু উৎসব সফল হয়। মিসেস শেরিডন জয়ীর হাসি হাসেন।)

11) Who of the Sheridans were totally absent from the party and why? (শেরিডনদের মধ্যে কে কে পার্টি থেকে সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিলেন এবং কেন?)

Answer:-  
Among the Sheridans Mr. Sheridan and his son Laurie were absent from the party. They were absent because they had to attend to their respective office works. However, they came to the house, enjoyed food and chatted with their near and dear ones. (শেরিডনদের মধ্যে মি. শেরিডন ও তাঁর পূত্র, লরি উৎসবে উপস্থিত হতে পারেন নি। তারা উপস্থিত ছিলেন না কারণ তাদের অফিসের কাজ করতে যেতে হয়েছিল। অবশ্য তারা বাড়ি ফিরে খাবার উপভোগ করেন ও প্রিয়জনদের সঙ্গে আড্ডা দেন।)

12) Who raises the incident of Scott's death the end of the garden party? (উদ্যান সম্মেলনের শেষে কে স্কটের মৃত্যুর ঘটনাটি তোলেন?)

Answer:-  
The garden party is over. Mr Sheridan comes back home. He knows next to nothing of what had happened in his house. While relishing sandwiches he casually refers to the accident and death of Scott. (উদ্যান সম্মেলন শেষ হয়েছে। মি. শেরিডন বাড়ি ফিরেছেন। বাড়িতে ইতিমধ্যে কী ঘটে গেছে সে সম্পর্কে তিনি বিন্দুবিসর্গ জানেন না। তারিয়ে তারিয়ে স্যান্ডউইচ খেতে খেতে তিনি সাধারণভাবে স্কটের দুর্ঘটনা ও মৃত্যুর কথা তোলেন।)

13) Who is asked to supervise the work of the labourers and why? (কাকে শ্রমিকদের কাজে তদারকি করতে বলা হয় ও কেন?)

Answer:-  
Laura, the youngest daughter of the Sheridan's family, is asked to go to the garden to supervise the work of the labourers. Neither her mother nor Jose is willing to do so. Jose tells that Laura should go as she has artistic taste. (শেরিডন পরিবারের কনিষ্ঠ কন্যা লরাকে বাগানে গিয়ে শ্রমিকদের কাজের তদারকি করতে বলা হয়। তার মা অথবা জোস কেউই ঐ কাজ করতে ইচ্ছুক নয়। জোস লরাকে যেতে বলে কারণ তার একটি শৈল্পিক রুচি আছে।)

14) Why does Laura agree to attend to the workers in the garden? (লরা কেন বাগানে শ্রমিকদের কাজের তদারকি করতে সম্মত হয়?)

Answer:-  
Laura agrees to attend to the workers in the garden for several reasons. She feels important and valued as her opinion is being sought. Jose praises her artistic taste, boosting her confidence. Moreover, she welcomes the chance to get out of the house to take her bread. (লরা কয়েকটি কারণে বাগানে শ্রমিকদের কাজের তদারকি করতে সম্মত হয়। তার মনে হয় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ও তার মতামত চাওয়া হচ্ছে। জোস তার শিল্পবোধের প্রশংসা করে, তার বিশ্বাস বাড়িয়ে দেয়। তাছাড়া, সে বাড়ির বাইরে গিয়ে রুটি খাওয়ার সুযোগটাকে স্বাগত জানায়।)

15) Why can't Laura befriend the workmen? (লরা কেন শ্রমিকদের সাথে বন্ধুত্ব গড়তে পারেনি?)

Answer:-  
Laura wants the workmen to be her friends. She discovers in them warmth of friendship, agility, expertise, ready wit and etiquette. But as they belong to the lower class of the society and as they are poor, Laura can't befriend them. Laura thinks that the fault lies in absurd class distinctions. (লরা শ্রমিকদের তার বন্ধু হিসেবে চায়। সে তাদের মধ্যে আবিষ্কার করে বন্ধুত্বের উয়তা, সপ্রতিভতা, কর্মনৈপূণ্য, তাৎক্ষণিক বুদ্ধি এবং ভদ্র আদবকায়দা। কিন্তু তারা নিম্নবিত্ত শ্রেণীর ও দরিদ্র হওয়ায়, লরা তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। লরা বিশ্বাস করে যে দোষটা আজব শ্রেণী বৈষম্যের মধ্যে নিহিত।)

16) "It's some mistake", she said faintly, "Nobody ever ordered so many".-Who is the speaker? What is referred to here? Why does the speaker call it 'mistake'? (বক্তাকে? এখানে কীসের কথা বলা হয়েছে? বক্তা এটিকে 'একটি ভুল' বলেছেন কেন?)


Answer:-  
Laura is the speaker.
She refers to the delivery of canna lily flowers by the florist.
Laura is surprised and dismayed to see an excess of flowers for the garden party. It is, she thinks, a mere wastage of money and wasteful indulgence.
(লরা হল বক্তা। সে ফুল বিক্রেতার সরবরাহ করা কানা লিলি ফুলের কথা বলেছে। উদ্যান সম্মেলনের জন্য অতিরিক্ত ফুল দেখে লরা বিস্মিত ও হতবাক হয়ে যায়। তার মনে হয় এটি শুধু অর্থের অপচয় ও বেহিসাবি প্রশ্রয়।)

17) Who sings a song in Mansfield's story "The Garden Party" and what is the song about? (ম্যান্সফিল্ডের "The Garden Party" গল্পে কে গান গেয়েছে ও গানটির বিষয়বস্তু কী?)

Answer:-  
Miss Jose, the elder daughter of the Sheridans sings a song.
It is titled "This life is weary". In fact, the song is about the weariness, fever and fret of life. Again, it highlights transformative power of love that changes the texture of life. Love is likened to dream and waking in the song.

(শেরিডন পরিবারের জ্যেষ্ঠ কন্যা, মিস জোস একটি গান গায়।
গানটির শিরোনাম "এ জীবন বিষাদময়।” এই গানটি জীবনের দুঃখ কষ্ট ও ঘাত-প্রতিঘাত অবলম্বনে রচিত। আবার, এটি ভালোবাসার পরিবর্তন ক্ষমতার কথা বলে যা জীবনের নকশা বদল করার শক্তিতে আলোকপাত করে। ভালোবাসাকে স্বপ্ন ও জাগরণের সঙ্গে তুলনা করা হয়েছে।)

18) Why does Laura fail to appreciate Jose's song? (লরা কেন জোসের গানের প্রশংসা করতে পারে নি?)

Answer:-  
Laura has a keen sense of appreciation. However, she hears Jose's song but can't praise it. The song is about sadness but the manner the song should be sung is missing in her voice and facial expressions. She sings a sorrowful song not from her heart but from her throat. (জোসের অপরের গুণ সমাদর করার তীক্ষ্ণ অনুভব শক্তি আছে। যাই হোক, সে জোসের গান শুনে প্রশংসা করতে পারেনি। গানটি করুনা বিষয়ক কিন্তু যেভাবে গানটি গাওয়া উচিত তা জোসের কন্ঠস্বর ও মুখের অভিব্যক্তিতে প্রকাশিত হয়নি। সে করুণ একটি গান গাইল, তবে তা হৃদয় থেকে নয়, স্রেফ গলা থেকে।)

19) "Have one each my dears' and to whom? What thing does the speaker want each of them to have? ("প্রত্যেকে একটা করে নাও, আমার সোনারা।"- কে কাদের এই কথা বলে? বক্তা তাদের প্রত্যেককে কোন্ জিনিস পেতে দিতে চায়?)

Answer:-  
The affectionate cook of the Sheridans says this to Jose and Laura.
On hearing their discussion about Godber's cream puffs brought to the kitchen, the cook likes Jose and Laura to take one each of them.
(শেরিডনদের স্নেহশীলা রাঁধুনি এই কথা জোস ও লরিকে বলে।
রান্নাঘরে আনা গডবারের ক্রিম পাফ সম্পর্কে তাদের কথাবার্তা শুনে, রাঁধুনি জোস ও লরাকে একটি করে ঐ জিনিস খেতে দিতে চাইল।)

20) What does Laura suggest to the workers about the suitable spot for the marquee? (তাঁবু খাটানোর জন্য যথোপযুক্ত একটি জায়গা বাছাই করতে গিয়ে লরা শ্রমিকদের কী কী পরামর্শ দেয়?)

Answer:- 
Laura meets the workmen in the garden. She gives them several suggestions to fix an ideal spot for the marquee. First, she suggests the lily lawn. Second, she draws their attention to a corner of the tennis court. Anyway she finally decides on a karaka tree area for setting up the marquee. (লরা বাগানে শ্রমিকদের সাথে দেখা করে। সে তাদের তাঁবু খাটানোর জন্য একটি আদর্শ স্থান নির্বাচনে বেশ কয়েকটি পরামর্শ দেয়। প্রথম, সে লিলিফুলের মাঠটার পরামর্শ দেয়। দ্বিতীয়, সে টেনিস কোর্টের একটি কোণের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে। যাই হোক, সে কারাকাসের গাছের এলাকাতেই তাঁবুটা বসানোর সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়।)

21) Why does Laura leave the workmen suddenly and go to her house? (শ্রমিকদের সঙ্গ ছেড়ে সহসা লরা বাড়ির দিকে যায় কেন?)

Answer:-  
Laura hears her mother calling her to receive a phone call in the house. It is a call from her intimate Kitty. For that reason Laura leaves the workmen in the garden and go to her house. (লরার মা লরাকে বাড়িতে একটি টেলিফোন কল গ্রহণ করতে ডাকে। এটি তার অন্তরঙ্গ বন্ধু কিটির কল। সে কারণে লরা বাগানে শ্রমিকদের ছেড়ে বাড়িতে যায়।)

22) What does Laura tell her friend Kitty over telephone? (লরা তার বন্ধু কিটিকে টেলিফোনে কী বলে?)

Answer:-  
Greeting her friend Kitty, Laura urges her to attend the garden party without fail. She tells her that the delicious dishes are being cooked. Her presence will double her joy. She also informs her that her mother wishes to see her in her stunning red hat. (কিটিকে শুভেচ্ছা জানিয়ে লরা তাকে তাদের উদ্যান সম্মেলনে অবশ্যই হাজির হতে অনুরোধ করে। সে তাকে সুন্দর সুন্দর খাবারদাবার তৈরি হওয়ার কথা বলে। সে আরও বলে যে, তার উপস্থিতিতে তার আনন্দ বৃদ্ধি পাবে। সে তাকে আরও জানায় যে, তার মায়ের ইচ্ছা তার চমকপ্রদ লাল টুপিটায় তাকে দেখবে।)

23) How does Mrs. Sheridan manage Laura to forget about Scott's death for the time being? (মিসেস শেরিডন লরাকে কীভাবে কিছুক্ষণ স্কটের মৃত্যুর কথা ভুলিয়ে দিতে সমর্থ হন?)

Answer:- 
As an experienced lady Mrs Sheridan arouses a sense of narcissism in the mind of Laura. She gifts her an exquisite black hat and tells her to see herself in the mirror. In fact, Mrs. Sheridan blackmails Laura's sense of beauty to sacrifice her trauma from Scott's death. (অভিজ্ঞ মহিলা মিসেস শেরিডন লরার মনে আত্মপ্রীতি জাগ্রত করে দিলেন। তিনি তাকে একটি অপূর্ব কৃষ্ণ বর্ণের টুপি উপহার দিয়ে আয়নায় নিজেকে দেখতে বললেন। বস্তুতঃ, মিসেস শেরিডন স্কটের মৃত্যুর পরে লরার মনে আঘাতের অভিঘাত উচ্ছেদ করতে তার সৌন্দর্যবোধকে কৌশলে ব্যবহার করলেন।)

24) Who tells the story of Scott's death and who are the listeners in "The Garden Party"? ("The Garden Party "-তে কে স্কটের মৃত্যুর গল্প বলে আর সে গল্পের শ্রোতা কারা?)

Answer:-  
After delivering the cream puffs to Sheridans' kitchen, the Godber's man gives an account of Scott's death.
The people who listen to his story are the cook, Sadie, little Hans. Laura who is at a little distance away from them with Jose also hears the story.
(শেরিডনদের রান্নাঘরে ক্রিম পাফ সরবরাহ করার পর, গডবারের লোকটা স্কটের মৃত্যুর বিবরণ দেয়।
যারা তার গল্প শোনে তারা হল রাঁধুনি, স্যাডি ও ছোট্ট হ্যানস। লরা যে ওদের থেকে একটু দূরে জোসের সাথে দাঁড়িয়ে থাকে, সেও ঐ গল্প শোনে।)

25) What does Laura do with the big beautiful hat gifted to her by her mother? (লরা তার মায়ের উপহার দেওয়া বড় সুন্দর টুপিটা নিয়ে কী করলেন?)

Answer:- 
Laura takes her mother's gift and goes into her own bedroom. There she stands before the mirror. She is astonished to see herself. Never ever she looks at herself. She discovers a paragon of beauty in herself. She begins to forget her traumatic thoughts about Scott's death. She comes back to her own sheltered world of luxury. 
(লরা তার মায়ের দেওয়া উপহার নিয়ে তার শয়নকক্ষে চলে এলেন। সেখানে আয়নার সামনে তিনি দাঁড়ালেন। নিজেকে দেখে তিনি বিস্মিত হলেন। কখনো এ পর্যন্ত তিনি নিজেকে এমনভাবে দেখেন নি। তিনি নিজের মধ্যে অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি দেখলেন। তিনি স্কটের মৃত্যুর শোকাঘাত ভুলতে শুরু করলেন। তিনি আবার তার সুরক্ষিত বিলাসবহুল জগতে ফিরে এলেন।)



The Garden Party Question & Answer (6 Marks) (৬ মার্কের প্রশ্নোত্তর)

B. Long Questions and Answers (Marks - 6)
Answer the following questions in about 100-120 words. 

1) Explore the symbolism of the Sheridans family's garden in the story. (গল্পে শেরিডন পরিবারের উদ্যান-এর সাংকেতিকতা উন্মোচিত কর।) 

(WBCHSE Textbook Q.3)
Answer:- 

Katherine Mansfield's "The Garden Party" is a symbolic representation of her approach to the contemporary society based on class division.

The story employed multiple symbols to express two contrasting sides of society-abject poverty and infinite affluence. The Sheridans' house, garden, party, guests etc. are the symbols of their luxuriant life style. On the other hand, the dark lane, the filthy children, the debris, Scott and his cottage are symbols of misery. In between stands Laura, a symbol of empathy and compassion for the suffering humanity.

The flowers in the garden, the excess lilies, the hat Laura wears, the marquee built are a show of wealth, power, joy and beauty. The uneaten food sent for Scott's family is the reflection of hateful attitude of the upper class to the poor.

The symbols in the story express the disparities between the rich and the poor. They also suggest the lack of empathy. In short, Mansfield masterfully employs various symbols to intensify the message of a new consciousness for a better society.

(ক্যাথরিন ম্যান্সফিল্ডের "The Garden Party” গল্পটি শ্রেণী বিভাজনের ভিত্তিতে নির্মিত সমসাময়িক সমাজের প্রতি লেখকের দৃষ্টিভঙ্গির এক সাংকেতিক প্রতিফলন। এই গল্পটি সমাজের দুইটি বিপরীত দিক- চরম দারিদ্র্য ও অন্তহীন ঐশ্বর্য প্রকাশ করতে অসংখ্য প্রতীক ব্যবহার করেছে। শেরিডনদের বাড়ি, বাগান, সম্মেলন, অতিথি তাদের বিলাসবহুল জীবনযাপনের প্রতীক। অন্য দিকে, অন্ধকার গলি, নোংরা শিশু, জঞ্জাল, স্কট ও তার কুটির দুর্দশার প্রতীক। এই দুইয়ের মধ্যে লরা, দুঃখী মানবতার জন্য সমানুভূতি ও দয়ার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

বাগানের ফুল, অত্যধিক লিলি, লরার পরিহিত টুপি, নির্মিত তাঁবু হল ঐশ্বর্য, ক্ষমতা, আনন্দ ও সৌন্দর্যের প্রদর্শন। স্কটের পরিবারের জন্য প্রেরিত না-খাওয়া খাবার দরিদ্র মানুষের প্রতি উচ্চবিত্ত শ্রেণীর ঘৃণ্য মানসিকতার প্রতিফলন।

গল্পে প্রতীকগুলো ধনী ও দরিদ্রদের মধ্যে বিভেদ প্রকাশ করে। এগুলো সমানুভূতির অভাবের ইঙ্গিত দেয়। ম্যান্সফিল্ড উন্নততর এক সমাজের জন্য সুচেতনার বাণীকে তীব্রতর করতে প্রতীকগুলো অসাধারণ মুন্সিয়ানায় ব্যবহার করেছেন।)

2) "People like that don't expect sacrifices from us."-Who said this and to whom? Which people are referred to here? In which context is this said? What light does the comment throw on the character of the speaker? ("এই ধরনের লোকেরা আমাদের থেকে ত্যাগ প্রত্যাশা করে না।"- কে কাকে এই কথা বলেছেন? বক্তা এখানে কোন্ লোকেদের কথা বলতে চেয়েছেন? কোন্ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? মন্তব্যটি বক্তার চরিত্রের কোন্ দিকে আলোকপাত করে?)


Answer:-  
Mrs. Sheridan, Laura's mother said this to Laura.

Here Mrs. Sheridan speaks about people like Scott who lived in the dark lane, a little away from their house. 

Deeply shocked by Scott's death, Laura approached her mother with a request to cancel their garden party. Laura tried best to weigh the situation after Scott's death. She pleaded with her mother to convey their sympathy to the bereaved family of Scott by stopping the party. But Laura's appeal went in vain. Mrs. Sheridan did not like to bother about the death of a poor man. In this connection she said this.

The remark shows her heartlessness and neglect to the poor. She shows herself as a typical representative of the upper class family devoid of empathy and fellow feeling.

(লরার মা মিসেস শেরিডান এই কথা লরাকে বলেছিলেন।
এখানে মিসেস শেরিডন স্কটের মত লোকেদের কথা বলেছেন যারা অন্ধকার গলিতে বসবাস করে যা তাদের বাড়ি থেকে অল্প দূরত্বে অবস্থিত। স্কটের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে লরা তাদের উদ্যান সম্মেলন বাতিল করার অনুরোধ নিয়ে তার মায়ের কাছে হাজির হয়েছিল। স্কটের মৃত্যুর পর লরা অবস্থাটা খুব ভালোভাবে বিচার করেছিল। সে তার মায়ের কাছে ওই শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য অনুরোধ করেছিল। কিন্তু লরার আবেদন ব্যর্থতায় পর্যবসিত হল। মিসেস শেরিডন একটি গরিব মানুষের মৃত্যু নিয়ে মাথা ঘামাতে চাইলেন না। এই প্রসঙ্গে তিনি এই কথা বলেছিলেন। এই মন্তব্য তার হৃদয়হীনতা ও দরিদ্রদের প্রতি অবহেলা প্রমাণ করে। তিনি নিজেকে উচ্চবিত্ত শ্রেণীর আদর্শ প্রতিনিধি হিসাবে প্রতিফলিত করেছেন যার কোনো সহানুভূতি ও সহমর্মিতা নেই।)

3) What did Laura think about Scott just after seeing his dead body in his cottage? (স্কটের কুটিরে তার মৃতদেহ দেখার ঠিক পরেই লরা তার সম্পর্কে কী ভাবল?)

Answer:-  
Laura saw the dead body of Scott in his room. Em's sister told her that there was nothing left to see. But that didn't prevent Laura from thinking about the state Scott was in. She thought that a young chap lay there fast asleep. seemed to be far away from both Em's sister and Laura. He was so remote and so peaceful that he would never wake again. He kept his head sunk in pillow, with closed eyes looking like a blind man. He was probably in a dream. Nothing material did matter to him. The Sheridan's party with band playing could not touch him. Laura's frock or the basket of food had no impact on him. He looked amazingly peaceful, happy and content. Laura was struck by the mystery of the man lying in eternal sleep and rest.

(লরা স্কটের কুটিরে তার মৃতদেহটা দেখল। এমের বোন তাকে বলল যে, দেখার মতো কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তার ঐ কথা লরাকে স্কটের সম্পর্কে তার চিন্তা ব্যাহত করল না। সে ভাবল ওখানে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে আছে এক তরুণ। দেখে মনে হল সে এমের বোন আর লরার থেকে বহুদূরে চলে গেছে। সে এত সুদূর ও প্রশান্ত যে আর কখনো জাগবে না। অন্ধ মানুষের মতো চোখ বন্ধ করে সে বালিশে মাথা ডুবিয়ে রেখেছে। সম্ভবত সে এক স্বপ্নের মধ্যে আছে। পার্থিব কোনো কিছু তাকে আর স্পর্শ করছে না। বাজনাদারদের গানে জমে ওঠা শেরিডন পরিবারের উৎসব তাকে আর স্পর্শ করে না। লরার ঝলমলে পোশাক কিংবা খাবারের ঝুড়ি তার মনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাকে দেখে মনে হল সে আশ্চর্যজনকভাবে প্রশান্ত, সুখী ও সন্তুষ্ট। অনন্ত ঘুম আর শান্তিতে শায়িত লোকটির রহস্যে লরা স্তম্ভিত হল।)


4) "But, mother, do you really think it's a good idea?" --Who asked this question? Who was the listener? What was the idea? Why did the speaker hesitate to call the idea good? (কে এই প্রশ্ন করেছিল? শ্রোতা কে? ভাবনাটা কী ছিল? বক্তা ভাবনাটাকে ভালো বলতে দ্বিধা করল কেন?)

Answer:-  
Laura asked this question.
The listener was her mother, Mrs. Sheridan.
The idea was to send a basket of food for Scott's family. After the party, Mr. Sheridan discussed Scott's death and the pitiful conditions of his family. Mrs. Sheridan felt Laura started thinking about the poor family again. Suddenly an idea crossed her mind. There was a heap of leftovers which would soon be wasted. So why not a charity? Mrs. Sheridan wanted to send a basket to Scott's family. She thought it to be a idea.

However, Laura hesitated to accept her mother's idea. Far from calling the idea brilliant she suspected if it was any good idea. Laura felt that their charity would hurt the sense of dignity of the Scotts. Despite their poverty, they would not take the food at this time of adversity. It was nothing but a humiliation to the poor family, not a help.

(লরা এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিল। শ্রোতা ছিল তার মা, মিসেস শেরিডন। ভাবনাটি ছিল স্কটের পরিবারের জন্য এক ঝুড়ি খাবার পাঠানো। উৎসবের শেষে মিস্টার শেরিডন স্কটের মৃত্যু ও তার পরিবারের মর্মান্তিক অবস্থা নিয়ে আলোচনা করলেন। মিসেস শেরিডন ভাবলেন লরা ওই দরিদ্র পরিবারটি সম্পর্কে আবার চিন্তা করতে শুরু করেছে। হঠাৎ তার মনে একটি মতলব এল। উৎসব শেষে একগাদা খাবার পড়েছিল যা শীঘ্রই নষ্ট হয়ে যাবে। তাহলে দান করলে কেমন হয়? মিসেস শেরিডন স্কটের পরিবারের জন্য এক ঝুড়ি খাবার পাঠাতে চাইলেন। তিনি ভাবলেন, এটি একটি দুর্দান্ত ধারণা।

যাইহোক, লরা তার মায়ের প্রস্তাবটি গ্রহণ করতে দ্বিধাবোধ করল। প্রস্তাবটিকে দুর্দান্ত বলা দূরে থাক, সে এটিকে ভালো বলা যায় কিনা তা নিয়েই সন্দেহ প্রকাশ করল। লরা অনুভব করল যে, তাদের এই দান স্কটদের আত্মসম্মানে আঘাত করবে। তাদের দারিদ্র সত্ত্বেও, এই চরম দুঃসময়েও তারা এই খাবার নাও গ্রহণ করতে পারে। এটা সাহায্য নয়, দরিদ্র পরিবারটির প্রতি এটি একটি অপমান ছাড়া আর কিছুই নয়।)

5) How does Laura's character evolve throughout the story "The Garden Party"? ("The Garden Party" গল্পে লরার চরিত্র কীভাবে বিবর্তিত হয়?)

Answer:-  
Laura is the protagonist of the story "The Garden Party". She is a teenager. But she has developed a perception of her own. She has a fine power of judging basic human values. Her interaction with the common workers proves this. But after Scott's death, Laura shows her tender humane understanding. She tries to cancel their garden party. She thinks it imperative to convey condolences to Scott's family. Her mother disagrees with her suggestions. Disappointed, she bears the agony deep down her heart. Her mother tries to distract her from Scott's thoughts. Laura too is compelled to do so. But that is a temporary phase.

Laura suddenly gets a chance to visit Scott's house. There she sees life fuller and richer. She learns the lesson of love and empathy. Her earlier perception is transformed.

Laura comes back with a new awareness. That is life is ever liveable and lovable, despite poverty and death.

("The Garden Party" গল্পের প্রধান চরিত্র লরা। সে কম বয়সী এক বালিকা। কিন্তু সে ইতিমধ্যেই নিজের দৃষ্টিভঙ্গি বিকশিত করেছে। মানবিক মূল্য বিচার করার এক সূক্ষ্ম শক্তি সে অর্জন করেছে। সাধারণ কর্মীদের সঙ্গে তার কথাবার্তায় সেটি প্রমাণিত হয়। কিন্তু স্কটের মৃত্যুর পর লরা তার কোমল মানবিক অনুভূতির প্রকাশ ঘটায়। সে তাদের উদ্যান সম্মেলন বাতিল করতে চেষ্টা করে। তার মনে হয় স্কটের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা আবশ্যিক। কিন্তু তার মা তার প্রস্তাবে সম্মত হয় না। হতাশ হয়ে লরা তার হৃদয়ের গভীরে যন্ত্রণা বহন করে। তার মা স্কটের চিন্তা থেকে তার মনকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। লরা সে চিন্তা কিছুক্ষণের জন্য ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু সেটা সাময়িক।
লরা স্কটের বাড়িতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। সেখানে সে এক পূর্ণতর ও সমৃদ্ধ জীবন দেখতে পায়। সে ভালোবাসা ও সমানুভূতির শিক্ষা লাভ করে। তার পূর্বেকার দৃষ্টিভঙ্গি বদলে যায়।
লরা এক নব চেতনা নিয়ে ফিরে আসে। তা হল দারিদ্র্য সত্ত্বেও জীবন বাঁচবার যোগ্য ও ভালোবাসবার যোগ্য।)

6) How does Mrs. Sheridan represent her class in the story " The Garden Party " by Katherine Mansfield? (ক্যাথরিন ম্যান্সফিল্ডের "The Garden Party" গল্পে মিসেস শেরিডন কীভাবে তাঁর শ্রেণীর প্রতিনিধিত্ব করেন?)

Answer:- 
Mrs. Sheridan is a lady of an aristocratic family. But she is a caring mother of three children and a responsible wife of a workaholic husband. She organizes a grand garden party. She is determined to make the party successful. So, she is an individual flesh and blood. But Mansfield wants Mrs Sheridan to represent her elite class. Her behaviour with the Cook, the servants proves this. Anyway, She can afford to hold a party on occasion or no occasion. She does not like to compromise with anybody in her decision. She learns that a man died on the very day of the party. Her daughter, Laura pleads with her to cancel the party. But Mrs. Sheridan does not budge an inch from her stand. She thinks that it is a question of prestige, status and class that determine her actions. Nothing, even a death of her neighbour is of any count to Mrs. Sheridan. Actually she hates and humiliates people of low class. So both as an individual and as a representative of her class Sheridan makes her perception manifest.

(মিসেস শেরিডন এক অভিজাত পরিবারের কর্ত্রী। কিন্তু তিনি তিন সন্তানের স্নেহশীলা মা ও এক কাজ পাগল স্বামীর দায়িত্ববান স্ত্রী। তিনি একটি জমকালো উদ্যান সম্মেলন আয়োজন করেছেন। সেই সম্মেলন সফল করতে তিনি বদ্ধপরিকর। এক্ষেত্রে তিনি রক্তমাংসের একজন মানুষ। কিন্তু ম্যান্সফিল্ডের অভিপ্রায় মিসেস শেরিডন। তাঁর অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করবেন। রাঁধুনি ও চাকর চাকরানিদের সঙ্গে তাঁর ব্যবহার এটি প্রমাণ করে। কারণে, অকারণে তিনি পার্টির আয়োজন করতে খরচ করতে পারেন। তিনি আপস তাঁর সিদ্ধান্তের জন্য কারও সাথে করতে পছন্দ করেন না। তিনি জানতে পারেন ঠিক উৎসবের দিন এক ব্যক্তি মারা গেছে। তাঁর কন্যা লরা পার্টি বাতিল করার জন্য তাঁর কাছে আবেদন করে। কিন্তু মিসেস শেরিডন তাঁর সিদ্ধান্ত থেকে একইঞ্চিও নড়েননি। তিনি এটাকে সম্মান, মর্যাদা, আভিজাত্য ও শ্রেণীর প্রশ্ন বলে মনে করেন। কোনো কিছু এমনকি তার কোনো প্রতিবেশীর মৃত্যুও তাঁর কাছে কোনো বিষয় নয়। প্রকৃতপক্ষে তিনি নিম্নশ্রেণীর মানুষদের ঘৃণা ও অপমান করেন। সুতরাং একজন ব্যক্তিমানুষ ও তাঁর সমাজের একজন প্রতিনিধি হিসেবে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি পরিস্কার করে দেন।)

7) How does Laura try to cancel their garden party in Mansfield's story "The Garden Party"? (ম্যান্সফিল্ডের "The Garden Party" গল্পে লরা কীভাবে তাদের উদ্যান সম্মেলন বাতিল করতে চেষ্টা করে?)

Answer:-  
Scott's death stuns Laura. She first asks for Jose's support to discontinue with the ongoing party. Jose disheartens her, saying her to think of her trial practically. Laura feels that Jose is devoid of feeling for Scott's bereaved family. So she goes to her mother. She explains to her why she likes to stop the party going on. She tells her mother that it will hurt Scott's family and neighbours. It is time for them to convey condolences to the sufferers, not to enjoy the bands and revelry. But Laura's mother simply disagrees with Laura. She advises her to apply her common sense. It being a prefixed party and guests arriving, with food ready, a comeback is impossible. An accident has no right to stop an event. Laura's mother frustrates Laura's desperate attempt to cancel the party. (স্কটের মৃত্যু লরাকে স্তম্ভিত করে দেয়। সে প্রথমে চলমান সম্মেলন বন্ধ করতে জোসের সমর্থন চায়। জোস লরাকে তার প্রচেষ্টার বাস্তব দিক বিবেচনা করতে বলে হতাশ করে। লরা অনুভব করে জোসের মনে স্কট-এর শোকাহত পরিবারের প্রতি কোনো সমবেদনা নাই। তাই সে তার মায়ের কাছে যায়। সে তাকে ব্যাখ্যা করে বোঝায় কেন সে সম্মেলন বন্ধ করতে চায়। সে তার মাকে বলে যে এটি না করলে স্কট-এর পরিবার ও তাদের প্রতিবেশীরা আঘাত পাবেন। এ সময় তাদের সমবেদনা করা উচিত, সম্মেলন করে বাজনা বাজিয়ে আমোদ করা নয়। কিন্তু লরার মা লরার পরিস্কারভাবে লরার সঙ্গে গররাজি হলেন। তিনি তাকে সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে উপদেশ দিলেন। এটি পূর্ব নির্ধারিত সম্মেলন হওয়ায়, ও অতিথিরা চলে আসায়, খাবার প্রস্তুত বলে, উৎসব বন্ধ করা অসম্ভব। একটি দুর্ঘটনার কোনো অধিকার নেই একটি উৎসব বন্ধ করে দেওয়ার। লরার মা লরার সম্মেলন বাতিল করার মরিয়া প্রয়াস ব্যর্থ করে দিলেন।)

8) Why does Mansfield start "The Garden Party" with the description of weather and the day? (ম্যান্সফিল্ড তাঁর "The Garden Party" গল্পটি আবহাওয়া ও দিনের বর্ণনা দিয়ে শুরু করেন কেন?)

Answer:-  
"The Garden Party" starts with the description of the day's weather. The success of an open air party mostly depends on weather. So it is necessary to note the day's weather. Luckily for the Sheridan family, hosting the garden party, the day is ideal. Windless day, cloudless sky, temperate weather combines to create a  perfect setting for a grand party. Added to it, the nature's gifts of flowers brighten the day. It seems that the Sheridans are so influential that even nature favours them. The Sheridans have eagerly been waiting to celebrate the party. Nature sets the platform ready for them to enjoy. But one thing is invisible here. That's the heaps of dead leaves in the garden. The mower sweeps the dead leaves away. The image of dead leaves amidst the blooming flowers foreshadow something sinister happening. ("The Garden Party" গল্পটি দিনের আবহাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়। একটি খোলা মাঠে উৎসবের সাফল্য অনেকাংশে আবহাওয়ার উপর নির্ভর করে। তাই সে দিনের আবহাওয়া লক্ষ করা দরকার। সৌভাগ্যক্রমে, উদ্যান সম্মেলন আয়োজন করা শেরিডন পরিবারের পক্ষে দিনটি আদর্শ। ঝড়ঝঞ্জাহীন দিন, মেঘহীন আকাশ, নাতিশীতোয় আবহাওয়া সব মিলিয়ে উদ্যান সম্মেলনের পক্ষে একটি নিখুঁত পটভূমি রচনা করে। এর সাথে যুক্ত, প্রকৃতির ফুলের দান যা দিনটিকে উজ্জ্বল করে তোলে। দেখে মনে হয় শেরিডন পরিবার এতটাই প্রভাবশালী যে প্রকৃতিও তাদের সমাদর করে। শেরিডন পরিবার উদ্যান সম্মেলনের জন্য সাগ্রহে অপেক্ষা করে। প্রকৃতি তাদের আনন্দ উপভোগ করার জন্য মঞ্চ প্রস্তুত করে রাখে। কিন্তু একটি জিনিস এখানে অদৃশ্য থেকে যায়। তা হল বাগানে মরা পাতার স্তূপ। মালী মরা পাতা ঝাঁট দিয়ে সরায়। প্রস্ফুটিত ফুলের মাঝে মরা পাতার চিত্রকল্প ভয়াবহ কিছু ঘটনার আগাম আভাস দিয়ে রাখে।)

9) Who controls the entire Garden Party and how? (সমগ্র উদ্যান সম্মেলনকে কে নিয়ন্ত্রণ করেন ও কীভাবে?)

Answer:-  
Mrs. Sheridan controls the Garden Party entirely. Initially she declares that she will not arrange anything for the upcoming party. But as the story progresses, it becomes clear that she is in full control of the party. She orders the gardener to give the garden a presentable shape for the party. She hires the workmen to set up a marquee. She herself chooses lilies from a florist's shop and places order. She orders Godber's cream puffs and instructs the Cook to prepare food following her recipe. She also writes names of sandwiches on envelopes. She invites guests too. Again, when Laura is about to spoil the party with her resistance she manages Laura tactfully. In fact, she does everything to make the party a success. And eventually she takes pride in her brilliant management. 

(মিসেস শেরিডন উদ্যান সম্মেলন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। প্রথমে তিনি ঘোষণা করেন যে, আসন্ন উদ্যান সম্মেলনের কোনো আয়োজন তিনি করবেন না। কিন্তু গল্প যত এগোয়, এটি স্পষ্ট হয়ে ওঠে যে তিনি এই সম্মেলনের পূর্ণ দায়িত্বে। সম্মেলনের জন্য উদ্যানটিকে দর্শনযোগ্য চেহারা দিতে তিনি মালীকে নির্দেশ দেন। তাঁবু স্থাপন করতে তিনি কর্মী ভাড়া করেন। তিনি নিজে ফুলের দোকান থেকে লিলি পছন্দ করে অগ্রিম নির্দেশ দেন। তিনি গডবারের থেকে ক্রিম পাফ আনার নির্দেশ দেন ও রাঁধুনিকে তার রন্ধনপ্রণালী অনুযায়ী খাবার তৈরি করতে নির্দেশ দেন। তিনি খামের ওপর স্যান্ডউইচের নাম লেখেন। তিনি অতিথিদেরও আমন্ত্রণ জানান। আবার, লরা উদ্যান সম্মেলনে বাধা দান করে তা ভন্ডুল করার উপক্রম করলে তিনি লরাকে কৌশলে সামাল দেন। বস্তুতপক্ষে, সম্মেলন সফল করতে তিনি সব কিছু করেন। আর শেষমেশ, তিনি তাঁর অসাধারণ ব্যবস্থাপনার জন্য গর্ব বোধ করেন।)

10) What role does Godber's man play in the story "The Garden Party"? ("The Garden Party" গল্পে গডবারের লোকটি কী ভূমিকা পালন করে?)

Answer:-  
Godber's man is a delivery boy of cream puffs.

He comes to make a delivery of sweet class-- one foodstuff. He delivers sweets but brings sad news. Until he comes, everything is going on smoothly. The preparations for the party come to a close. The garden party is in full swing. But with the delivery of the news of Scott's death by the Godber's man, things take a sharp turn. Laura, deeply disturbed by Scott's death likes to cancel their party. She appeals to Jose and then her mother to agree with her suggestion. She fails miserably but the idea does not desert her for a single moment. So, from the perspective of the Sheridan family the Godber's man is a nuisance. He creates a tension in the story. That tension eventually leads Laura to the path of her self-exploration. 
(গডবারের লোকটি ক্রিম পাফ সরবরাহকারী। সে শেরিডনদের পরিবারে এক নম্বর মিষ্টি খাবার দিতে আসে। সে মিষ্টি খাবার দিয়ে তিক্ত খবরও পৌঁছে দেয়। তার আসার আগে পর্যন্ত সবকিছু মসৃণভাবে চলে। সম্মেলনের প্রস্তুতি শেষ হয়েছে। উদ্যান সম্মেলন তুঙ্গে। কিন্তু স্কট-এর মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়ায় ঘটনা অন্য মোড় নিল। স্কট-এর মৃত্যুতে লরা গভীরভাবে বেদনাহত হয়ে সম্মেলন বাতিল করতে চাইল। সে জোস ও তার মায়ের কাছে তার প্রস্তাবে সম্মত হতে আবেদন করল। সে একেবারে ব্যর্থ হল বটে, কিন্তু তার মন থেকে এক মুহূর্তের জন্যও এই ধারণা বিলীন হল না। সুতরাং শেরিডন পরিবারের প্রেক্ষিতে গডবারের লোকটা একটি উৎপাত। সে এই গল্পে একটি চাপা উদ্বেগ সৃষ্টি করেছে। এই উদ্বেগ শেষমেশ লরাকে আত্মআবিষ্কারের পথে চালিত করে।)

11) Which two things does Mrs Sheridan like to send as a charity to Scott's family? Which one is not sent and why? (কোন্ দুটি জিনিস মিসেস শেরিডন স্কটের পরিবারের কাছে দান হিসেবে পাঠাতে চাইলেন? কোল্টিন্ট পাঠালেন না ও কেন?)

Answer:-  
Mrs. Sheridan decides to send a basket of food saved in the party to Scott's family. Later she adds some unused arum lilies with it. Laura is given the task of carrying these things.

However, Jose, sitting by cancels the arum lilies. She argues that the long stalks of the lilies may spoil Laura's beautiful, shining frock. But Jose does not mean this only. Actually, she subtly suggests that those poor people are not worthy of flowers. They have no artistic sense and refined taste. So, carrying food for them is enough. But sending flowers is extravaganza. Jose's mean mentality and her class awareness are evident here.

(মিসেস শেরিডন উৎসবে উচ্ছিষ্ট খাবারের একটি ঝুড়ি স্কটের পরিবারের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে তিনি এর সাথে কিছু আরাম লিলি ফুল যোগ করলেন। লরাকে এই পৌঁছে দেওয়ার কাজের দায়িত্ব দেওয়া হল।

যাই হোক, পাশে বসে থাকা জোস আরাম লিলি বাতিল করল। তার যুক্তি হল ঐ লিলির লম্বা ডাঁটাগুলি লরার সুন্দর ঝলমলে জামাটির সর্বনাশ করে দেবে। তবে জোস এটুকুই বোঝাতে চায় নি। আদতে সে সূক্ষ্মভাবে ইঙ্গিত করছে যে ঐ দরিদ্র লোকগুলো ফুলের যোগ্য নয়। তাদের কোনো শিল্পবোধ ও মার্জিত রুচি নেই। তাই তাদের জন্য খাবার বয়ে নিয়ে যাওয়াই যথেষ্ট। কিন্তু ফুল পাঠানোটা বাড়াবাড়ি। জোসের নীচ মানসিকতা ও তার শ্রেণী সচেতনতা এখানে স্পষ্ট।)

12) Give an account of the conversation between Laura and Em's sister in Scott's house. (স্কটের বাড়িতে লরা ও এম-এর বোনের সঙ্গে কথোপকথনের বিবরণ দাও)

Answer:-  
Laura knocks on the door of Scott's cottage and a little lady answers. Assuming she is Scott's wife, Laura is surprised to learn that she is Em's sister, and Scott's sister-in-law. Em's sister greets Laura respectfully. She introduces Laura to Scott's wife. But she is too grieved to speak. Em's sister apologizes on her behalf and asks Laura to pardon Scott's wife.

Laura kindly tells Em's sister not to disturb the bereaved woman further. Then, Em's sister leads Laura to Scott's bedroom. She gently removes the sheet covering his body. She reassures Laura not to be afraid of the sight. She sadly remarks that there is nothing left worth seeing. Laura is deeply moved by the family's loss and the sister's grief.

(লরা স্কটের কুটিরের দরজায় টোকা দিলে একজন বেঁটে মহিলা উত্তর দিলেন। তাকে স্কটের স্ত্রী ভেবে লরা জেনে অবাক হল যে সে এমের বোন ও স্কটের শ্যালিকা। এমের বোন লরাকে শ্রদ্ধা নিবেদন করে অভিবাদন জানাল। সে স্কটের স্ত্রীর সাথে লরার পরিচয় দিল। কিন্তু তিনি এতটাই শোকাহত যে কথা বলতে পারলেন না। এমের বোন তার হয়ে মার্জনা চেয়ে স্কটের স্ত্রীর জন্য ক্ষমা চাইলেন।
লরা এমের বোনকে সহায়তার সাথে শোকাহত মহিলাকে আর বিরক্ত না করতে বলল। এরপর এমের বোন লরাকে স্কটের শয়নকক্ষে নিয়ে গেলেন। তিনি তার মৃতদেহ থেকে আলতো করে চাদরটি সরালেন। তিনি এই দৃশ্য দেখে লরা যাতে ভয় না পায়, তার আশ্বাস দিলেন। তিনি করুণ সুরে বললেন দেখার মতো আর কিছুই অবশিষ্ট নেই। লরা পরিবারের দুঃখে ও তার বোনের কষ্টে গভীরভাবে মর্মাহত হলেন।)

13) What is the end of the garden party organized by the Sheridan family compared to? What does it signify? (শেরিডন পরিবারের দ্বারা আয়োজিত উদ্যান সম্মেলনের সমাপ্তি কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? এই তুলনার তাৎপর্য কী?)

Answer:-  
The end of the garden party is compared to the closing of the petals of a flower. The evocative image runs like this:

The party starts like a bud opening up. The party gaining momentum is likened to a full-fledged flower. When the party comes to a close, it is like the folding of the petals of the flower.

This image subtly suggests the transitoriness of pleasure and happiness in material sense. Real joy and peace is in the enterprise to make the uncared petals of Scott's six helpless children to bloom. In life pleasure is short-lived. The smiling flowers of a day wither at night. Real flowers the children of humanity. So the image is significant as it calls our attention to the differences between material pleasure and spiritual joy.

(উদ্যান সম্মিলনের সমাপ্তিকে একটি ফুলের পাপড়ি বন্ধ করার সাথে তুলনা করা হয়েছে। এই ইঙ্গিতপূর্ণ চিত্রকল্প নিম্নরূপ:
সম্মেলন শুরু হয় কুঁড়ির পাপড়ি মেলার মতো করে। পরিণত হয়ে ওঠা সম্মেলনকে একটি পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। সম্মেলন যখন সমাপ্তির পথে, তখন তা যেন ফুলের দলগুলো বন্ধ করার মতো।
এই চিত্রকল্প পার্থিব দিক থেকে আনন্দ ও সুখের ক্ষণস্থায়িত্ব সূক্ষ্মভাবে ইঙ্গিত করে। প্রকৃত আনন্দ ও শান্তি স্কটের অযত্নে লালিত ছয়টি সন্তানের পাপড়িগুলো পূর্ণ পুষ্পে বিকশিত করার উদ্যোগে। জীবনে পার্থিব আনন্দ ক্ষণস্থায়ী। একবেলার হাস্যময় ফুল রাতেই ঝরে যায়। আসল ফুল হল মানবশিশু। সুতরাং এই চিত্রকল্প তাৎপর্যপূর্ণ কারণ এটি বস্তুগত আনন্দ ও আত্মিক আনন্দের মধ্যে পার্থক্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে।)

14) What does the fire image in the expression "There was a woman sitting before a fire" in "The Garden Party" signify? ("The Garden Party" গল্পে 'আগুনের সামনে এক মহিলা বসে আছেন।'- এই কথায় আগুন চিত্রকল্প কী তাৎপর্য বহন করে?)

Answer:-  
On reaching Scott's cottage Laura is introduced to Scott's wife, Em by name. Laura finds her sitting kitchen before a  fire.

This image is highly evocative. Scott's wife suffers a terrible shock of her husband's death. His dead body is lying in his bedroom. After a great pain, Scott is sleeping well. He is in the bosom of icy death. Fate fires him. The man who brings fodder to make a fire is now no more. But his six children are to be brought up. The entire duty is on the lady sitting before the fire. In her most painful moments of life she seems to pledge that she will make the fire in her kitchen ever alive. Once the fire is extinguished, their survival is at stake. So the woman becomes stronger and stronger beside the fire with fiery intensity to live and make her children survive. Here the fire stands for the passion and love for life.

(স্কটের কুটিরে পৌঁছে লরাকে স্কটের স্ত্রী, এমের সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়। লরা তাঁকে আগুনের সামনে বসে থাকতে দেখলেন।
আগুনের চিত্রকল্প অত্যন্ত ইঙ্গিতবাহী। স্কটের স্ত্রী স্বামীর মৃত্যুর মারাত্মক শোক সহ্য করেন। তার মৃতদেহ তার ঘরে শায়িত। তীব্র যন্ত্রনার পর স্কট শান্তিতে নিদ্রা যাচ্ছে। সে হিমশীতল মৃত্যুর বুকে। ভাগ্য তাকে হত্যা করেছে। যে মানুষটি আগুনের রসদ আনে সে আর নেই। কিন্তু তার ছটি ছেলেপুলেকে লালনপালন করতে হবে। সমস্ত দায়িত্ব এখন আগুনের সামনে বসে থাকা মহিলাটির উপর। তাঁর চরম বেদনার মুহূর্তেও তিনি মনে হয় বাড়ির আগুন প্রজ্বলিত রাখার শপথ নিচ্ছেন। একবার আগুন নিভে গেলে, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তাই ঐ মহিলা আগুনের সামনে বেঁচে থাকার ও সন্তানদের বাঁচিয়ে রাখার তীব্র আকুতিতে ক্রমশ শক্তি সঞ্চয় করে চলেছেন। এখানে আগুন জীবনের প্রতি ভালোবাসা ও আবেগের প্রতীক হয়ে উঠেছেন।)

15) How does the story "The Garden Party" portray the tradition and change? ("The Garden Party" গল্পে কীভাবে ঐতিহ্য ও পরিবর্তন চিত্রিত হয়েছে?)

Answer:-  
Katherine Mansfield presents two contrasting social aspects in her story "The Garden Party". They are tradition and progression. The Sheridan family and their honoured guests in the party uphold tradition of class They are upper class elitist group. They desperately try to retain the status in the society. They think that the poor have no right to live beside their house. They do not deserve any sacrifice from the upper class.

This is a class-based society. However, Laura, a Sheridan daughter comes out of her sheltered life. Scott's death opens her eyes to the callousness and heartlessness of her society. Laura goes to Scott's house and explores the urgency of empathy. She is convinced that humane understanding is the only means to break the barrier of class division. Her journey starts therefrom. She is a new-born consciousness. She marks the change that the world badly claims.

(ক্যাথরিন ম্যান্সফিল্ড "The Garden Party” গল্পে সমাজের দুই পরস্পর বিরোধী দিক উপস্থাপিত করেছেন। সেগুলো হল ঐতিহ্য ও প্রগতি। শেরিডন পরিবার ও তাদের সম্মেলনে আমন্ত্রিত সম্মানিত অতিথিরা শ্রেণী বৈষম্যের ধ্বজা তুলে ধরে। তারা উচ্চ শ্রেণীর অভিজাত গোষ্ঠী। তারা সমাজে স্থিতাবস্থা বজায় রাখতে মরিয়া চেষ্টা করে। তারা মনে করে দরিদ্র মানুষদের তাদের বাড়ির পাশে থাকার কোনো অধিকার নেই। তারা উচ্চবিত্ত শ্রেণীর থেকে কোনো আত্মত্যাগ আশা করে না। এটি একটি শ্রেণীভিত্তিক সমাজ। যাই হোক, সেদিন কন্যা লরা তার সুরক্ষিত জীবন থেকে বেরিয়ে আসে। স্কটের মৃত্যু তার সমাজের উন্নাসিকতা ও হৃদয়হীনতার দিকে তার চোখ খুলে দেয়। লরা স্কটের বাড়িতে যায় এবং সমানুভূতির প্রয়োজনীয়তা উদ্‌ঘাটন করে। তার এই বিশ্বাস জন্মায় যে মানবিক মূল্যবোধ একমাত্র পন্থা যা দিয়ে সামাজিক বৈষম্য ভেঙে দেখা যায়। তার যাত্রা এখান থেকেই শুরু হয়। সে এক নবচেতনা লাভ করে। সে সেই পরিবর্তন সূচিত করে যা পৃথিবীর ভীষণ দরকার।) 

16) What role does Mr. Sheridan play in the development of the story "The Garden Party"? ("The Garden Party" গল্পের বিস্তারে মিস্টার শেরিডন কী ভূমিকা পালন করেছেন?)

Answer:-  
The story "The Garden Party" explores Mr. Sheridan's role at the party's end. He returns from office and learns the party's success. However, he enjoys some sandwiches in the marquee surrounded by his household members. Mr. Sheridan casually refers to Scott's death and its impact on his family. His word creates an awkward silence. Laura is reminded of Scott's death. Her mother senses her thoughts. She feels uneasy. In response, Mrs. Sheridan sends Laura with a basket of food for Scott's family. Laura readily sets out and undergoes a transformation there. She experiences the value of life, the picture of poverty, and the need of empathy. She returns with a newfound awareness to live intensely and empathetically for the suffering people. Her class consciousness fades away. Therefore, Mr. Sheridan contributes to the bringing of a twist in the story.
("The Garden Party" গল্পটি মিস্টার শেরিডনকে উৎসবের শেষে হাজির করেছে। তিনি অফিস থেকে ফিরেছেন এবং উৎসবের সাফল্য সম্পর্কে অবগত হয়েছেন। যাই হোক বাড়ির সদস্য পরিবৃত হয়ে তিনি তাঁবুর মধ্যে কতিপয় স্যান্ডউইচ খেতে লাগলেন। তখন মিস্টার শেরিডন সাধারণভাবে স্কট-এর মৃত্যু এবং তার পরিবারের উপরে ওই মৃত্যুর প্রভাব নিয়ে আলোচনা করলেন। তার কথা এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করল। লরার মনে পড়ে গেল স্কট-এর মৃত্যুর তার মা তার চিন্তা বুঝতে পারলেন। তার অস্বস্তি হল। কিছু একটা করা উচিত ভেবে মিসেস শেরিডন এক ঝুড়ি খাবার স্কটের পরিবারকে দেওয়ার জন্য তাকে পাঠালেন। লরা তৎক্ষণাৎ বেরিয়ে গেল এবং সেখানে তার সম্পূর্ণ পরিবর্তন হল। সে জীবনের মূল্য, দারিদ্র্যের ছবি ও সহানুভূতির প্রয়োজনীয়তা উপলব্ধি করল। দরিদ্র মানুষদের স্বার্থে এক সমানুভূতিপূর্ণ ও আবেগসংরক্ত জীবনযাপন করার নব আবিষ্কৃত চেতনা নিয়ে সে ফিরে এল। তার শ্রেণী সচেতনতা মুছে গেল। সুতরাং মিস্টার শেরিডন এই গল্পে একটি আকস্মিক চমক এনে তার অবদান রেখেছেন।

17) Reproduce the interaction between the marquee-makers and Laura in the garden of the Sheridans. (শেরিডনদের বাগানে তাঁবু প্রস্তুতকারক ব্যক্তিগণের সঙ্গে লরার যে কথোপকথন হয়েছিল তা বিবৃত করো।)

Answer:-  
In the morning of the garden party, four hired workmen arrived in the garden of the Sheridans. Laura was sent to supervise their work. First, Laura bade them good morning. She wanted to know if they had come to raise the marquee. The tallest of them assured her that she guessed correctly. All of the workers smiled at her and told her not to be afraid of them. Now, Laura suggested to them the lily lawn for the marquee. The tall fellow did not agree with her. He thought it was not a conspicuous place. He asked Laura that they must want a place that would give them "a bang slap in the eye". This expression seemed to be slang to Laura. Now, she gave another suggestion. It was one corner of the tennis court. But she remembered that it should be reserved for the band. Finally, Laura decided on the karakas tree area. However, Laura had to run to her house to receive a phone call.

(উদ্যান উৎসবের দিন সকালে চারজন ভাড়া করা শ্রমিক শেরিডনদের বাগানে পৌঁছাল। তাদের কাজের দেখভালের জন্য লরাকে পাঠানো হল। প্রথমে লরা তাদের শুভ সকাল জানাল। সে জানতে চাইল তারা তাঁবু খাটাতে এসেছে কিনা। তাদের মধ্যে সবচেয়ে লম্বা লোকটি তাকে এই বলে আশ্বস্ত করল যে তার অনুমান সঠিক। কর্মীদের সকলেই তার দিকে তাকিয়ে মৃদু হাসল এবং তাদের দেখে ভয় না করতে বলল। 

এখন, লরা তাঁবু খাটানোর জন্য লিলি ফুলের জমির দিকটা সুপারিশ করল। লম্বা লোকটি তার কথায় রাজি হল না। সে বলল ও জায়গাটা সকলের চোখে পড়ার মতো জায়গা নয়। সে লরাকে বলল যে তারা নিশ্চয়ই এমন একটা জায়গা চাইছে যেখানে সকলের নজর ধাক্কা খাবে। তার "নজর ধাক্কা খাবে” কথাটা লরার কাছে অপরিমার্জিত শব্দ বলে মনে হল। এবার লরা আরেকটি সুপারিশ করল। সে টেনিস কোর্টের একটি কোণের কথা বলল। কিন্তু তার মনে পড়ে গেল যে ওখানটা বাজনাদারদের জন্য বরাদ্দ করতে হবে। অবেশেষে লরা কারাকাশ গাছের এলাকাটা তাঁবু খাটানোর সিদ্ধান্তে রাজি হল। যাই হোক, এসময়, একটি টেলিফোন আহ্বানে সাড়া দিতে লরা ছুটে বাড়ি চলে গেল।)




Hope you have completed all questions and answers from Class XI, Semester II class The Garden Party chapter. We have tried our best to answer all the questions from this Class XI, Semester II class The Garden Party chapter, now the task is for you to study at home. Keep reading, keep practicing, practice makes people better. The more you read, the more you learn, the wiser you become.

You can participate in our quiz for the practice of The Garden Party chapter of your Class XI, Semester II class, completely free, you can participate in the quiz given below link.

If you want to read more about other chapters of class Class XI, Semester II given below are the chapter wise links, click on the link to read other chapters of class Class XI, Semester II. If you like our service you can follow our website.

The Garden Party by Katherine Mansfield Class 11, Semester 2 English Chapter 1, All Question Answer WBCHSE | The Garden Party Chapter’s 2 Marks and 6 Marks Questions and Answers 


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad