একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান এর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন | Class 11, 2nd Semester Education / Sikkha Biggan Syllabus And Marks Distributions WBCHSE | Class XI, Semester-II, Education / Sikkha Biggan New Syllabus WB
শুভেচ্ছা ও ভালবাসা নিও শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাস সম্পর্কে। আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাসটিকে দুইটি বিভাগে ভাগ করেছি , বিভাগ-গ এবং বিভাগ- ঘ । একাদশ শ্রেণীর, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের মোট ৪ টি একক রয়েছে। আমরা তোমাদের জন্য নতুন সিলেবাস অনুসারে এবং নতুন নম্বর বিভাজন অনুসারে নিচে তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করেছি । একাদশ শ্রেণীর, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাস আলোচনা করার পাশাপাশি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সমস্ত অধ্যায় এর সমাধান ও প্রশ্নোত্তর করে দিয়েছি যা তোমাদেরকে পড়াশুনা করতে ভীষণভাবে সহযোগিতা করবে।
সূচিপত্র
বিভাগ-গ শিক্ষায় মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ
প্রথম একক: শিক্ষা এবং মনোবিজ্ঞান
1.1. শিক্ষা-মনোবিজ্ঞানের অর্থ
1.1.1. শিক্ষা-মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তাসমূহ
1.1.2. শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক
1.1.3. মানুষের আচরণের ভিত্তিসমূহ
(A) সংবেদন
(B) প্রত্যক্ষণ
(C) ধারণা
1.2. শিক্ষা-মনোবিজ্ঞানের সম্প্রদায়সমূহ
1.2.1. আচরণবাদ
1.2.2. গেস্টাল্ট
1.2.3. মনঃসমীক্ষণ
1.3. মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি
1.3.1. পর্যবেক্ষণ
1.3.2. পরীক্ষণ
1.3.3. কেস স্টাডি
1.3.4. জরিপ/সার্ভে
1.3.5. সহগতি/সহসম্বন্ধ
ফ্যাক্ট ফাইল
অনুশীলনী
দ্বিতীয় একক: বৃদ্ধি এবং বিকাশের অর্থ
2.1. বৃদ্ধি এবং বিকাশের অর্থ
2.1.1. বৃদ্ধি ও বিকাশের নীতিসমূহ
2.1.2. বৃদ্ধি ও বিকাশের শিক্ষামূলক তাৎপর্য
2.2. বিকাশের উপাদানসমূহ
2.2.1. বংশগতি এবং পরিবেশ
2.2.2. শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা
2.3. বিকাশের পর্যায়সমূহ
2.3.1. শৈশবকালের বিকাশ
2.3.2. বাল্যকালের বিকাশ
2.3.3. কৈশোরকালের বিকাশ
ফ্যাক্ট ফাইল
অনুশীলনী
বিভাগ-ঘ ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক বিকাশ
প্রথম একক: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষাব্যবস্থা
1.1. প্রাচীন যুগ
1.1.1. বৈদিক যুগের শিক্ষা
1.1.2. বৌদ্ধ শিক্ষা
1.2. মধ্যযুগ
1.2.1. ইসলামিক শিক্ষাব্যবস্থা
1.3. প্রাক-স্বাধীন পর্ব
1.3.1. সনদ আইন, 1813
1.3.2. মেকলে মিনিট
1.3.3. উড-এর ডেসপ্যাচ, 1854
1.3.4. হান্টার কমিশন, 1882
1.3.5. কার্জন শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষা আন্দোলন, 1905
1.3.6. স্যাডলার কমিশন, 1917
1.3.7. হার্টগ কমিটি, 1929
1.3.8. সার্জেন্ট পরিকল্পনা, 1944
ফ্যাক্ট ফাইল
অনুশীলনী
দ্বিতীয় একক: ভারতে শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান
2.1. রাজা রামমোহন রায়
2.2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2.3. বেগম রোকেয়া
2.4. সাবিত্রীবাই ফুলে
ফ্যাক্ট ফাইল
অনুশীলনী
অভ্যন্তরীণ মূল্যায়ন
নমুনা প্রশ্নপত্র
একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সিলেবাসের এই ৯ টি অধ্যায় ভালোভাবে পড়লেই আশা করা যায় তোমরা ১০০ শতাংশ সাফল্য পাবে।
তোমাদের জন্য আমরা একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান এর দ্বিতীয় সেমিস্টারের সকল অধ্যায় এর প্রশ্নোত্তর সহজ ভাষায় প্রদান করবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক দের দ্বারা । আমাদের ওয়েবসাইটে তোমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সহ গ্রাজুয়েশন এর বিভিন্ন নোট তোমরা পেয়ে যাবে। একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান এর দ্বিতীয় সেমিস্টারের নতুন সিলেবাস, নম্বর বিভাজন ও অধ্যায় ভিত্তিক প্রশ্নের সমাধান ও সাজেশন পেয়ে তোমরা উপকৃত হলে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসাপ চ্যানেলে যুক্ত হতে পারো । ধন্যবাদ