ভৌত পরিবেশ (বল ও চাপ) অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় | WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 1 Question Answer
আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম ক্লাসের পরিবেশ ও বিজ্ঞান বিষয়টির প্রথম অধ্যায় ভৌত পরিবেশ (বল ও চাপ) সম্পর্কে । এই প্রথম অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম অধ্যায় এর ভৌত পরিবেশ (বল ও চাপ) বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই "ভৌত পরিবেশ (বল ও চাপ)" অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। অষ্টম শ্রেণীর ভৌত পরিবেশ (বল ও চাপ) অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো।
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : "ভৌত পরিবেশ (বল ও চাপ)" (প্রথম অধ্যায় ক্লাস 8) West Bengal Class 8 Poribesh O Bigyan : অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান – ভৌত পরিবেশ (বল ও চাপ) (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Poribesh O Biggan নিচে দেওয়া হলো। এই অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 8 Poribesh O Bigyan Question and Answer, Suggestion, Notes PDF and Free Download Books Class 8 WBBSE – "ভৌত পরিবেশ (বল ও চাপ)" (Class 8 প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer, Free PDF note and download) গুলি আগামী West Bengal Class 8th Six VI Poribesh O Biggan Examination এর জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ – এই অধ্যায়টি পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে উপযোগী ।
MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর - WB Class Six Poribesh O Bigyan Suggestion | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভৌত পরিবেশ "বল ও চাপ" (প্রথম অধ্যায়)
প্রশ্নঃ- তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান-
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) প্রথমে কমে ও পরে বাড়ে
উত্তরঃ- (b) বাড়ে।
প্রশ্নঃ- টরিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য প্রায়-
(a) 100 m (b) 100 nm (c) 1 m (d) 1 cm
উত্তরঃ- (c) 1 m
প্রশ্নঃ- তরলের চাপ ক্রিয়া করে-
(a) শুধু পাশের দিকে (b) শুধু নিচের দিকে (c) সবদিকে সমানভাবে (d) শুধু উপরের দিকে
উত্তরঃ- সব দিকে সমান ভাবে।
প্রশ্নঃ- এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের
(A) 1/12 অংশ জলে নিমজ্জিত থাকে
(B) 11/12 অংশ জলে নিমজ্জিত থাকে
(C) 1/11 অংশ জলে নিমজ্জিত থাকে
(D) 7/12 অংশ জলে নিমজ্জিত থাকে
উত্তর:- B
প্রশ্নঃ- একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে, টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে, তা হল
(A) ঘর্ষণ বল
(B) অভিকর্ষ বল
(C) মহাকর্ষ বল
(D) কোনোটিই নয়
উত্তর:- A
প্রশ্নঃ- নিচের কোনটি প্লবতার একক-
(a) নিউটন (b) নিউটন/ বর্গমিটার (c) নিউটন/ মিটার (d) নিউটন.মিটার
উত্তরঃ- (a) নিউটন।
প্রশ্নঃ- একটি বস্তুকে কোন তরলে নিমজ্জিত করা হলো বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন-
(a) বস্তুর ওজন > প্লাবতা বল (b) প্লবতা বল > বস্তুর ওজন (c) প্লবতা বল = বস্তুর ওজন (d) বস্তুর ওজন + বায়ুর চাপ = প্লবতা বল
উত্তরঃ- (c) প্লাবতা বল = বস্তুর ওজন
প্রশ্নঃ- বল পরিমাপের সূত্রটি হল-
(a) ভর × বেগ (b) ভর × ত্বরণ (c) ভর × সরণ (d) ভর × দ্রুতি
উত্তরঃ- (b) ভর × ত্বরণ
প্রশ্নঃ- একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে একটি সমতল আয়নায় দেখে মনে হল 9 টা 20 মিনিট বেজেছে তখন প্রকৃত সময় ছিল—
(A) 9 টা 20 মিনিট
(B) 2 টো 40 মিনিট
(C) 8 টা 40 মিনিট
(D) 4টে 45 মিনিট
উত্তর:- B
প্রশ্নঃ- পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাদে অভিকর্ষজ ত্বরণের মান হয়—
(A) g
(B) g/2
(C) g/6
(D) 6/g
উত্তর:- C
প্রশ্নঃ- যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্দ্ধমুখী বল প্রয়োগ করে, তাকে বলে-
(a) বল (b) চাপ (c) ঘর্ষণ (d) প্লবতা
উত্তরঃ- (d) প্লবতা
প্রশ্নঃ- প্লবতা বস্তুকে ঠেলে দেয়-
(a) নীচের দিকে (b) উপরের দিকে (c) বামদিকে (d) ডানদিকে
উত্তরঃ- (b) উপরের দিকে
প্রশ্নঃ- বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুটির ত্বরণ হবে পূর্বের-
(a) সমান (b) অর্ধেক (c) দ্বিগুণ (d) চারগুণ
উত্তরঃ- (c) দ্বিগুণ
প্রশ্নঃ- আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়
(A) 90°
(B) 45°
(C) 30°
(D) 60°
উত্তর:- A
প্রশ্নঃ- চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক
(A) কমে যায়
(B) বেড়ে যায়
(C) একই থাকে
(D) শূন্য হয়
উত্তর:- A
প্রশ্নঃ- তরলের চাপ ক্রিয়া করে-
(a) শুধু নিচের দিকে (b) শুধু পাশের দিকে (c) শুধু ওপরের দিকে (d) সবদিকে সমান ভাবে।
উত্তরঃ- (d) সবদিকে সমান ভাবে।
প্রশ্নঃ- প্লবতার একক-
(a) নিউটন (b) নিউটন/ বর্গমিটার (c) নিউটন/ মিটার (d) বর্গমিটার
উত্তরঃ- (a) নিউটন
প্রশ্নঃ- বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম
(A) উত্তপ্ত হয়
(B) উত্তপ্ত হয় না
(C) মাঝে মাঝে উত্তপ্ত হয়
(D) শীতল হয়
উত্তর:- B
প্রশ্নঃ- ঘনত্বের SI একক হলো-
(a) গ্রাম/ ঘনসেমি (b) কিলোগ্রাম/ ঘনসেমি (c) গ্রাম/ ঘনমিটার (d) কিলোগ্রাম/ ঘনমিটার।
উত্তরঃ- (d) কিলোগ্রাম/ ঘনমিটার।
প্রশ্নঃ- চাপের SI একক হলো–
(a) নিউটন (b) নিউটন/ মিটার (c) নিউটন/ বর্গমিটার (d) ডাইন/ বর্গমিটার।
উত্তরঃ- (c) নিউটন/ বর্গমিটার।
প্রশ্নঃ- দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল—
(A) অপরিবর্তিত থাকবে
(B) কমবে
(C) বাড়বে
উত্তর:- C
প্রশ্নঃ- CGS পদ্ধতিতে বলের একক
(A) ডাইন
(B) পাউন্ডাল
(C) নিউটন
(D) কুলম্ব
উত্তর:- A
প্রশ্নঃ- যদি বায়ুতে বস্তুর ওজন W1 এবং জলে নিমজ্জিত হলে ওর ওপর প্লবতা বল W2 হয়। কোন শর্তে বস্তুটি ভাসবে?
(a) W1 = W2 (b) W1 ≠ W2 (c) W1 > W2 (d) W1 < W2
উত্তরঃ- (d) W1 < W2
প্রশ্নঃ- স্প্রিং তুলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয়-
(a) ঘনত্ব (b) আয়তন (c) ওজন (d) ত্বরণ।
উত্তরঃ- (c) ওজন।
প্রশ্নঃ- পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘোরে—
(A) প্রোটন
(B) ইলেকট্রন
(C) নিউট্রন
(D) নিউট্রন ও প্রোটন উভয়েই
উত্তর:- B
প্রশ্নঃ- বস্তুর যে বলের প্রভাবে ওপর থেকে নিচে পড়লে ত্বরণ হয় তা হলো-
(a) অভিকর্ষ বল (b) তড়িৎ বল (c) চৌম্বক বল (d) নিউক্লিয় বল।
উত্তরঃ- (a) অভিকর্ষ বল।
প্রশ্নঃ- প্লবতা হল কোন বস্তুর ওপর তরলের দেওয়া-
(a) নিম্নমুখী বল (b) ঊর্ধ্বমুখী বল (c) সমান্তরাল বল (d) সবকটি
উত্তরঃ- (b) ঊর্ধ্বমুখী বল।
প্রশ্নঃ- দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের
(A) সমান হবে
(B) চারগুণ হবে
(C) পাঁচগুণ হবে
(D) অর্ধেক হবে
উত্তর:- A
প্রশ্নঃ- দুই প্রকার স্থির-তড়িতের নামকরণ করেন বিজ্ঞানী
(A) ফ্রাঙ্কলিন
(B) কুলম্ব
(C) ফ্যারাডে
(D) নিউটন
উত্তর:- A
প্রশ্নঃ- টেবিলের ওপর রাখা একটি স্থির বস্তুকে 9.8 N বল দ্বারা টানা হলেও যদি বস্তুটি স্থির অবস্থাতে থাকে তবে ঘর্ষণ বলের মান হবে-
(a) 9.8 N (b) 2x 9.8 N (c) 4.9 N (d) 0 N
উত্তরঃ- (a) 9.8 N
প্রশ্নঃ- বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাপায়ন
(A) দ্রুত হয়
(B) ধীরে হয়
(C) একই থাকে
উত্তর:- B
প্রশ্নঃ- SI তে বলের একক-
(a) ডাইন (b) পাউন্ড (c) নিউটন (d) কুলম্ব
উত্তরঃ- (c) নিউটন।
প্রশ্নঃ- বস্তুর ভর (m) বল (F) এবং বল এর প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ (a) এর মধ্যে সম্পর্ক কি?F=
(a) F=m.a (b) F=m/a (c) F=a/m (d) m=F.a
উত্তরঃ- (a) F=m.a
প্রশ্নঃ- জল জমে বরফে পরিণত হলে আয়তনে
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
উত্তর:- A
প্রশ্নঃ- সিসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক
(A) বিশুদ্ধ সিসার গলনাঙ্কের সমান
(B) বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান
(C) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি
(D) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম
উত্তর:- D
প্রশ্নঃ- অবাধে পতনশীল বস্তুর 1s পরে বেগ 9.8 m/s হলে 3s পরে বেগ হবে—
(A) 8.9 m/s
(B) 9.8 m/s
(C) 29.4 m/s
(D) 19.6 m/s
উত্তর:- C
প্রশ্নঃ- সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন্ পদ্ধতিতে?
(A) পরিবহণ
(B) পরিচলন
(C) বিকিরণ
উত্তর:- C
প্রশ্নঃ- কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না?
(a) মহাকর্ষ বল (b) চৌম্বক বল (c) ঘর্ষণ বল (d) তড়িৎ আকর্ষণ বল
উত্তরঃ- (c) ঘর্ষণ বল
প্রশ্নঃ- ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তা যত উঁচু জলস্তম্ভের চাপের সমান তা হল-
(a) 76 cm (b) 760 cm (c) 10.3 cm (d) 10.3 m
উত্তরঃ- (d) 10.3 m
প্রশ্নঃ- দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল—
(A) অপরিবর্তিত থাকবে
(B) কমবে
(C) বাড়বে
উত্তর:- C
প্রশ্নঃ- ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হল—
(A) 0°F
(B) 180°F
(C) 32°F
(D) 212°F
উত্তর:- C
প্রশ্নঃ- স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল—
(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) স্পর্শতলের প্রকৃতির ওপর ঘর্ষণ বল নির্ভর করে না
উত্তর:- A
প্রশ্নঃ- সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ
(A) ক্রমশ কমে
(B) মাঝে মাঝে কমে
(C) সর্বদা একই থাকে
(D) ক্রমশ বাড়ে
উত্তর:- D
প্রশ্নঃ- SI-তে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল—
(A) কুলম্ব
(B) ফ্যারাড়ে
(C) ই এস ইউ আধান
(D) অ্যাম্পিয়ার
উত্তর:- A
প্রশ্নঃ- শহরে পানীয় জল সরবরাহ করা হয়—
(A) জলের সমোচ্চশীলতা ধর্মের ওপর ভিত্তি করে
(B) প্লবতার ওপর ভিত্তি করে
(C) আয়তনের ওপর ভিত্তি করে
(D) উষ্ণতার ওপর ভিত্তি করে
উত্তর:- A
প্রশ্নঃ- কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্দ্ধমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে-
(a) তরলের আয়তন (b) তরলের ঘনত্ব (c) তরলের আয়তন ও ঘনত্ব (d)তরলের চাপের ওপর
উত্তরঃ- (c) তরলের আয়তন ও ঘনত্ব
প্রশ্নঃ- দার্জিলিং-এ জলের স্ফুটনাঙ্ক 100°C-এর
(A) বেশি
(B) সমান
(C) কম
(D) একই থাকে
উত্তর:- C
প্রশ্নঃ- ধাতব পদার্থ তড়িতের
(A) কুপরিবাহী
(B) সুপরিবাহী
(C) অর্ধপরিবাহী
(D) অপরিবাহী
উত্তর:- B
প্রশ্নঃ- কোন বস্তুর ভর ২ কেজি হলে বস্তুটির ওজন হবে- (a) 19.6 N (b) 2N (c) 19 N (d) 9.8 N
উত্তরঃ- (a) 19.6 N
প্রশ্নঃ- কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে রেশমে—
(A) ঋণাত্মক আধান সৃষ্টি হয়
(B) ধনাত্মক আধান সৃষ্টি হয়
(C) কোনো আধান সৃষ্টি হয় না
উত্তর:- A
প্রশ্নঃ- বায়ুতে দুটি সম-আধান পরস্পরের থেকে 5 cm দূরে আছে এখন তাদের মধ্যে দূরত্ব 10 cm করা হল। বিকর্ষণ বল পূর্বের মানের
(A) দ্বিগুণ হবে
(B) চারগুণ হবে
(C) 1/4 অংশ হবে
(D) 1/2 অংশ হবে
উত্তর:- C
প্রশ্নঃ- তরলের চাপ P, ঘাত F এবং ক্ষেত্রফল A হলে –
(a) P=F.A (b) P= F/A (c) F= P/A (d) P= A/F
উত্তরঃ- (b) P=F/A
(শূন্যস্থান পূরন করো - অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান – প্রথম অধ্যায় "ভৌত পরিবেশ (বল ও চাপ)" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Poribesh O Biggan Question and Answer)
প্রশ্নঃ- কোনো পদার্থের একক ভরের উষ্ণতা ______ বৃদ্ধি করতে প্রয়োজনীয় ______ -কে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
উত্তর:- 1°, তাপ
প্রশ্নঃ- একটি বস্তুতল অপর বস্তুতলের সাপেক্ষে গতিশীল হলে তল দুটির মধ্যে______বল কাজ করে।
উত্তর:- গতীয় ঘর্ষণ
প্রশ্নঃ- অবাধে পতনশীল অবস্থায় কোনো বস্তুর ______ থাকে না।
উত্তর:- ওজন
প্রশ্নঃ- কাঁচকে রেশম দিয়ে ঘষলে উভয়ের মধ্যে ______ জাতীয় আধানের সৃষ্টি হয়। কাচে ______ আধান এবং রেশমে ______ আধানের সৃষ্টি হয়।
উত্তর:- বিপরীত, ধনাত্মক, ঋণাত্মক
প্রশ্নঃ- দূরত্ব স্থির রেখে দুটি সমজাতীয় বিন্দু-আধানের মধ্যে একটি আধানের পরিমাণ 2 গুণ এবং অন্যটিকে 3 গুণ করলে ______বল পূর্বের বলের মানের ______গুণ বৃদ্ধি পাবে।
উত্তর:- বিকর্ষণ, ছয়
প্রশ্নঃ- বস্তুর ভার = _________ × _________।
উত্তর:- বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ
প্রশ্নঃ- নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 20°C বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ওই একই ভরের জলের উষ্ণতা ______ °C বাড়াতে তার দ্বিগুণ তাপের প্রয়োজন।
উত্তর:- 40°C
প্রশ্নঃ- পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ______ আধানে আহিত হয়।
উত্তর:- ঋণাত্মক।
প্রশ্নঃ- ঘামের বাম্পায়নের জন্য প্রয়োজনীয় ______ দেহ থেকে শোষিত হলে। দেহে শীতলতার অনুভূতি হয়।
উত্তর:- লীন তাপ
প্রশ্নঃ- জলের আপেক্ষিক তাপের মান ______ ক্যালোরি/(গ্রাম °C)।
উত্তর:- 1
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান – প্রথম অধ্যায় "ভৌত পরিবেশ (বল ও চাপ)"/ "ঘর্ষণ ও তার পরিমাপ"/ "তরলের ঘনত্ব ও চাপ"/ "তরলের চাপ "/ "বায়ুর চাপ"/ "বস্তুর ভাসন প্লবতা ও আর্কিমিডিসের নীতি"/ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Poribesh O Biggan Question and Answer)
বল ও চাপ
প্রশ্নঃ- বল পরিমাপক সমীকরণটি লেখ।
উত্তর:- F= ma অর্থাৎ,
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ
প্রশ্নঃ- সিজিএস পদ্ধতিতে বলের একক কি?
উত্তর:- সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন।
প্রশ্নঃ- এস আই পদ্ধতিতে বলের একক কি?
উত্তর:- এস আই পদ্ধতিতে বলের একক নিউটন।
প্রশ্নঃ- বল কাকে বলে ?
উত্তর : বাইরে থেকে যা প্রয়োগ করে কোন বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়, তাকে বল বলে।
প্রশ্নঃ- বলের একক লেখ?
উত্তর : বলের পরম একক :
CGS পদ্ধতিতে ডাইন
SI পদ্ধতিতে নিউটন
প্রশ্নঃ- ডাইন বল কাকে বলে ?
উত্তর : এক গ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করলে এক সেমি / সেকেন্ড 2 ত্বরণের সৃষ্টি হয়,তাকে এক ডাইন বলে।
প্রশ্নঃ- নিউটন বল কাকে বলে ?
উত্তর : 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করলে মিটার / সেকেন্ড 2ত্বরণের সৃষ্টি হয়, তাকে এক নিউটন বল বলে।
প্রশ্নঃ- বল পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর:- স্প্রিং তুলাযন্ত্র |
প্রশ্নঃ- একটি 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ?
উত্তর:- 9.8 নিউটন |
প্রশ্নঃ- এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি?
উত্তর:- এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন হলো N
প্রশ্নঃ- নিউটনের তিনটি গতি সূত্র লেখ ?
উত্তর :
প্রথম গতিসূত্র: বাইরে থেকে কোন বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে।
দ্বিতীয় গতিসূত্র : কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেই দিকে হয়।
তৃতীয় গতিসূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
প্রশ্নঃ- এক নিউটন এর সংজ্ঞা দাও।
অথবা, এস আই পদ্ধতিতে বলের একক এর সংজ্ঞা দাও।
উত্তর:- 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার / সেকেন্ড2 ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয়।
প্রশ্নঃ- 1 কেজি ভরের বাটখারা কে হাতে ধরে রাখলে ওই বাটখারা টি কত পরিমান বল প্রয়োগ করে?
উত্তর:- 9.8 নিউটন।
প্রশ্নঃ- ত্বরণ কাকে বলে? এর একক লেখ ?
উত্তর :
বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে।
একক :ত্বরণের CGS একক সেমি /সেকেন্ড 2
SI একক মিটার /সেকেন্ড 2
প্রশ্নঃ- জাড্য কাকে বলে ? কয় প্রকার ও কি কি?
উত্তর :
কোন বস্তু যে অবস্থায় থাকে, বস্তুটির সেই অবস্থাতেই থাকার প্রবণতাকে পদার্থের জাড্য বলে।
জাড্য দুই প্রকার। যথা- ১) স্থিতিজাড্য এবং ২) গতিজাড্য
প্রশ্নঃ- স্থিতি জাড্য কাকে বলে? উদাহরণ দাও ?
উত্তর : কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে।
উদাহরণ:
গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করেগাড়ির মধ্যে বসে থাকা সকল যাত্রীরা পিছন দিকে হেলে যায় এটি হয় স্থিতি জাড্যের জন্য। যখন গাড়ি স্থির থাকে তখন গাড়ির ভেতরে থাকা যাত্রীদের সর্বাংশ স্থির থাকে কিন্তু হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীদের দেহের নিম্নাংশ গাড়ি সংলগ্ন থাকায় সেটি গতিশীল হয় কিন্তু দেহের উর্ধাংশ স্থির অবস্থায় থাকতে চায় , তাই যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে।
প্রশ্নঃ- গতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও?
উত্তর : কোন সচল বস্তু তার গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে গতিজাড্য বলে।
উদাহরণ :
চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে হেলে পরে এটি হয় গতিজাড্যের জন্য। কারণ গাড়ি যখন গতিশীল থাকে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের সমস্ত দেহই গতিশীল থাকে। গাড়ি যখন হঠাৎ থামে তখন যাত্রীদের দেহের নিম্নাংশ গাড়ির সঙ্গে স্থির অবস্থায় চলে আসে কিন্তু দেহের উদ্ধাংশ গতিজাড্যের জন্য তখনও পর্যন্ত গতিশীল অবস্থায় থাকতে চায় তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে ।
প্রশ্নঃ- কোন বস্তুর ওজন কাকে বলে?
উত্তর:- কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়।
প্রশ্নঃ- ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাকে বলে ?
উত্তর:- যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে।
প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে, তাকে ক্রিয়া বলে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর যে বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে ।
প্রশ্নঃ- একটি 10 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ?
উত্তর:- 10 × 9.8 = 98 নিউটন ।
প্রশ্নঃ- অভিকর্ষ বল কাকে বলে?
উত্তর:- পৃথিবীর টানতেই অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে।
প্রশ্নঃ- কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?
উত্তর:- স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।
প্রশ্নঃ- একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমান বলে নিজের দিকে টানে?
উত্তর:- একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী (3 × 9.8 ) নিউটন বা 29.4 নিউটন বল দ্বারা নিজের দিকে টানে।
ঘর্ষণ ও তার পরিমাপ
প্রশ্নঃ- ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর:- দুটি তল এর সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হল ঘর্ষণ বল।
প্রশ্নঃ- বল = বস্তুর ভর x _______________
উত্তর:-
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ ।
প্রশ্নঃ- বল পরিমাপক সমীকরণটি লেখ।
উত্তর:- F= ma অর্থাৎ,
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ
প্রশ্নঃ- একটি তলের উপর একটি ১ কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে। বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত?
উত্তর:- বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ 9.8 নিউটন।
প্রশ্নঃ- ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি?
উত্তর:- ঘর্ষণ বল দুই প্রকার। যথা: (i) স্থির অবস্থার ঘর্ষণ ও (ii) গতিশীল অবস্থার ঘর্ষণ।
প্রশ্নঃ- ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে?
উত্তর:- ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।
প্রশ্নঃ- স্থির অবস্থাযর ঘর্ষণ কাকে বলে?
উত্তর:- টানা বা যেকোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ।
প্রশ্নঃ- গতিশীল অবস্থায় ঘর্ষণ কাকে বলে?
উত্তর:- বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ।
নৌকা থেকে আরোহী লাফিয়ে নামলে নৌকাটি পিছনে দিকে সরে যায় কেন ?
উত্তর : কোন আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছন দিকে সরে যায়।নৌকা থেকে নামার সময় আরোহী নৌকার উপর একটি বল প্রয়োগ করে। এরপরে নৌকাটি পিছনের দিকে সরে যায়। সঙ্গে সঙ্গে নৌকাটি আরোহীর উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়, যার ফলে আরো এই তীরে এসে পৌঁছায়।
তরলের ঘনত্ব ও চাপ
প্রশ্নঃ- ঘনত্ব কাকে বলে? এর একক লেখ ?
উত্তর : একক আয়তনের কোন বস্তুর ভর কে ওই বস্তুর ঘনত্ব বলে।
CGS একক - গ্রাম/ ঘনসেমি
SI একক - কেজি/ ঘনমিটার
প্রশ্নঃ- জলের ঘনত্ব কত ?
উত্তর :
SI পদ্ধতিতে 1000 কেজি/ ঘনমিটার
CGS পদ্ধতিতে 1 গ্রাম/ ঘনসেমি
প্রশ্নঃ- পারদের ঘনত্ব কত ?
উত্তর :
SI পদ্ধতিতে 13600 কেজি/ ঘনমিটার
CGS পদ্ধতিতে 13.6 গ্রাম/ ঘনসেমি
প্রশ্নঃ- ঘনত্ব কাকে বলে?
উত্তর:- একক আয়তনের বস্তুর ভরকে ঐ বস্তুর ঘনত্ব বলে।
প্রশ্নঃ- গাঢ় নুনজল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি?
উত্তর:- গাঢ় নুনজল।
প্রশ্নঃ- 1 লিটার = কত সি সি ?
অথবা, 1 লিটার = কত ঘন সেমি?
উত্তরঃ 1 লিটার = 1000cc বা ঘন সেন্টিমিটার।
প্রশ্নঃ- পারদ এর ঘনত্ব কত?
উত্তর:- পারদের ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি।
তরলের চাপ
প্রশ্নঃ- চাপ কাকে বলে?
উত্তর : একক ক্ষেত্রফলের যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে।
প্রশ্নঃ- চাপের একক লেখ ?
উত্তর :
CGS একক ডাইন/বর্গসেমি
SI একক নিউটন/ বর্গমিটার
প্রশ্নঃ- তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে?
উত্তর:- তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে।
প্রশ্নঃ- পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন?
উত্তর:- পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ ততো বাড়বে। তাই পাত্রীর তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়।
প্রশ্নঃ- তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর :
১. তরলের গভীরতার উপর
২. তরলের ঘনত্বের ওপর
৩. অভিকর্ষজ ত্বরণের ওপর
প্রশ্নঃ- তরলের চাপের বৈশিষ্ট্য লেখ?
উত্তর :
১. স্থির তরলের মধ্যে যেকোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়।
২. তরল পাত্রে দেয়ালের সাথে লম্বভাবে চাপ প্রয়োগ করে ।
৩.কোন স্থির তরলের মধ্যে একই অনুভূমির তলে সব বিন্দুতে তরলের চাপ সমান হয় ।
৪. তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বাড়লে তাহলে চাপ বাড়ে এবং ঘনত্ব কমলে চাপ কমে ।
প্রশ্নঃ- তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর:- তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা:
(i) তরলের গভীরতা
(ii) তরলের ঘনত্ব ও
(iii) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।
প্রশ্নঃ- তরলের কোন ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়?
উত্তর:- তরলের সমোচ্চশীলতা ধর্ম কে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেয়া হয়।
বায়ুর চাপ
প্রশ্নঃ- টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা কত ছিল?
উত্তর:- টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা ছিল 76 সেন্টিমিটার।
প্রশ্নঃ- টরিসেলি যদি তার পরীক্ষার জলে দ্বারা করতেন তাহলে জল স্তম্ভের উচ্চতা কত হত?
উত্তর:- তাহলে জল স্তম্ভের উচ্চতা হত 10.3 মিটার।
প্রশ্নঃ- ভরবেগ কাকে বলে? এর পরিমাপ কিভাবে করা হয় ?
উত্তর : ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটি ভরবেগ বলে।
কোন বস্তুর ভর m ও বেগ v হলে বস্তুটি ভরবেগ হবে = m x v
প্রশ্নঃ- 76 সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে? কেন?
উত্তর:- 10.3 মিটার। পারদ এর তুলনায় জলের ঘনত্ব অনেক কম বলে এমন হয়।
প্রশ্নঃ- সুইচ বন্ধ করার পরেও বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন ?
উত্তর : চলন্ত বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার পরও কিছু কোন চলতে থাকে বা ঘুরতে থাকে কারণ সুইচ বন্ধ করলেও গতিজাড্য এর জন্য পাখাটি তার গতি বজায় রাখতে চায়। কিন্তু কিছুক্ষণ পর পাখাটি ঘর্ষণ ও বায়ু সান্দ্রতার জন্য স্থির হয়ে যায় ।
প্রশ্নঃ- কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পেটানো হয় কেন ?
উত্তর : কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে কম্বলের ধুলো ঝাড়া হয়। কম্বলটিকে লাঠি দিয়ে পিটিয়ে গতিশীল করা হয় কিন্তু কম্বলের গায়ে লেগে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের জায়গাতেই থাকতে চায়। কিন্তু কোন আশ্রয় না পাওয়ায় ধূলিকণাগুলি অভিকর্ষের টানে নিচে পড়ে যায় ।
বস্তুর ভাসন প্লবতা ও আর্কিমিডিসের নীতি
প্রশ্নঃ- প্লবতা কাকে বলে?
উত্তর:- যখন কোন বস্তুকে কোন তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বলপ্রয়োগ করে এই বলটিকে প্লবতা বলা হয়।
প্রশ্নঃ- আর্কিমিডিসের নীতিটি লেখ।
উত্তর:- একটি বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত।
আর্কিমিডিসের নীতি: কোন বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছু তার তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান এর সমান।
প্রশ্নঃ- কোন বস্তু কখন ভাসে?
উত্তর:- কোন বস্তুর ওজনের মান এবং বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের মান যখন সমান হয়, তখন বস্তুটি ভাসে।
প্রশ্নঃ- প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর:- প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা: (i) বস্তুর আয়তন । (ii) তরলের ঘনত্ব ও (iii) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।
প্রশ্নঃ- আয়তন × _____ = ভর ।
উত্তর:- ঘনত্ব।
আশাকরি তোমাদের অষ্টম ক্লাসের ভৌত পরিবেশ (বল ও চাপ) অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই অষ্টম শ্রেণীর ভৌত পরিবেশ (বল ও চাপ) অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের অষ্টম ক্লাসের ভৌত পরিবেশ (বল ও চাপ) অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
ক্লাস অষ্টম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস অষ্টম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।
তোমরা যারা ভৌত পরিবেশ (বল ও চাপ) (প্রথম অধ্যায়) – অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Poribesh O Biggan Question and Answer (WBBSE) খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো, আশাকরা যায় যে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে।
People also search to use these type of keywords like that