Type Here to Get Search Results !

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য | বাংলা ব্যাকারণ | Dhoni O Borner Modhe Parthokko

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য | বাংলা ব্যাকারণ | Dhoni O Borner Modhe Parthokko


আজকে আমরা আলোচনা করবো ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য বিষয়টি সম্পর্কে । এই ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য (Dhoni O Borner Modhe Parthokko) বিষয়ক প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে তোমাদের কে খুব সহজ ভাষায়  ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য (Dhoni O Borner Modhe Parthokko) বিষয়ের প্রশ্নটির গুরুত্বপূর্ণ অংশ সমুহ এখানে স্পষ্টভাবে তুলে ধরেছি। 
ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য | বাংলা ব্যাকারণ | Dhoni O Borner Modhe Parthokko

ধ্বনি ও বর্ণের ১০ টি পার্থক্য

ধ্বনি ও বর্ণ বলতে অনেকে এক‌ই জিনিস বোঝেন। আসলে কিন্তু তা নয়। ধ্বনি ও বর্ণ পরস্পরের পরিপূরক, কিন্তু অভিন্ন নয়। নিচে আমরা ধ্বনি বর্ণের পার্থক্যগুলি দেখে নেবো।

১: ধ্বনি শুধুমাত্র আমরা শুনতে পারি কিন্তু দেখতে পাই না । অন্যদিকে বর্ণ আমরা দেখতে পাই না।
২: ধ্বনি ক্ষণস্থায়ী। বর্ণ দীর্ঘস্থায়ী।
৩: ধ্বনি কানে শোনা যায়। বর্ণকে চোখে দেখা যায়।
৪: ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্র দ্বারা কিন্তু বর্ণ শুধুমাত্র একটা চিত্র।
৫: ধ্বনি হল ভাষার প্রাথমিক উপাদান। বর্ণ হল ভাষার একটি বিকল্প উপাদান।
৬: ধ্বনি এক ধরনের আওয়াজ-সংকেত। বর্ণ এক ধরনের চিত্র-সংকেত।
৭: ধ্বনি সৃষ্টি হয় বাগ্‌যন্ত্রে। বর্ণকে অঙ্কন করা হয়। 
৮: ধ্বনির ভাব-প্রকাশ-ক্ষমতা অনেক বেশি। বর্ণের ভাব-প্রকাশ-ক্ষমতা ধ্বনির চেয়ে কম।
৯: ধ্বনি ক্ষণস্থায়ী যা উচ্চারিত হওয়ার সাথে সাথেই শেষ।অপরদিকে বর্ণ দীর্ঘস্থায়ী যা লেখার সাথে সাথেই শেষ হয়ে যায় না।
১০: ধ্বনি ক্ষণস্থায়ী। বর্ণ দীর্ঘস্থায়ী।


Many People also search this article to use these type of keywords

বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য

ধ্বনি ও বর্ণ কাকে বলে

স্বরধ্বনি ও স্বরবর্ণের পার্থক্য

ধ্বনি বর্ণ ও অক্ষরের মধ্যে পারস্পরিক সম্পর্ক

ধ্বনি ও বর্ণের উদাহরণ

শব্দ ও পদের মধ্যে পার্থক্য

ধ্বনি ও বর্ণ প্রশ্ন উত্তর

স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি পার্থক্য


আশাকরি তোমাদের ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য (Dhoni O Borner Modhe Parthokko) বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের বাংলা ব্যাকারণ এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

বাংলা ব্যাকারণ এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad