অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? | বাংলা ব্যাকারণ | অভিশ্রুতি (Umlaut), Ovisruti / Abhisruti
আজকে আমরা আলোচনা করবো অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? বিষয়টি সম্পর্কে । এই অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? (অভিশ্রুতি (Umlaut), Ovisruti / Abhisruti) বিষয়ক প্রশ্নটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে তোমাদের কে খুব সহজ ভাষায় অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? (অভিশ্রুতি (Umlaut), Ovisruti / Abhisruti) বিষয়ের প্রশ্নটির গুরুত্বপূর্ণ অংশ সমুহ এখানে স্পষ্টভাবে তুলে ধরেছি।
অভিশ্রুতি কাকে বলে? অভিশ্রুতি (Umlaut):
অবিশশ্রুতি
বিপর্যস্ত ব্যঞ্জনধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অবিশশ্রুতি বলে।
অভিশ্রুতি
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা
অপিনিহিতির ফলে এগিয়ে আসা ই বা উ তার পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায়, তাকে অভিশ্রুতি বলে।
আমরা এই ভাবে ও বলতে পারি,
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন: করিয়া থেকে অপিনিহিতির ফলে কইরিয়া' কিংবা বিপর্যয়ের ফলে 'কইরা' থেকে অভিশ্রুতিজাত 'করে'।
অন্য ভাবে বলা যায়:
অপিনিহিত ই বা উ যখন তার পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে যায়, তখন তাকে অভিশ্রুতি বলে।
অভিশ্রুতির উদাহরণঃ
করিয়া > কইর্যা > করে (উচ্চারণ 'কোরে')
দেখিয়া > দেইখ্যা > দেখে
গাছুয়া > গাউছা > গেছো
ভাতুয়া > ভাউতা > ভেতো
কন্যা > কইন্যা > কনে
উপরের উদাহরণগুলিতে প্রথমে অপিনিহিতি ও তার পর অভিশ্রুতি দেখানো হয়েছে।
এখন আমরা অভিশ্রুতির একটি উদাহরণ বিশ্লেষণ করে দেখবো আসলে এখানে কী ঘটছে।
কইর্যা > করে -- এই উদাহরণটিকে ভেঙে দেখবো।
ক্ + অ + ই + র্ + য্ + আ > ক্ + অ + র্ + এ
এখানে দেখা যাচ্ছে
১: ক্, অ, র্ ধ্বনি অপরিবর্তিত রয়েছে।
২: য্ ধ্বনি লোপ পেয়েছে।
৩: ই স্বরধ্বনি লুপ্ত হয়েছে এবং আ-এর বদলে এ স্বরধ্বনি এসেছে।
এই তৃতীয় ঘটনাটিই আসলে অভিশ্রুতি। অপিনিহিত স্বর ই এবং সন্নিহিত স্বর আ এক ধরনের সন্ধিতে মিলিত হয়ে এ স্বরধ্বনিতে পরিণত হয়েছে। এই সন্ধি সাধারণ সন্ধির নিয়মে হয় না। অভিশ্রুতিতে যা ঘটে তাকে একাধিক ধ্বনিপরিবর্তনের ফলশ্রুতিও বলা যায়। অভিশ্রুতিতে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে তার সাথে স্বরসঙ্গতির প্রচুর মিল আছে। এক কথায় বলতে গেলে এই দুটি একই গোত্রের পরিবর্তন। পার্থক্য একটাই জায়গায়: অভিশ্রুতিতে অপিনিহিতি-যোগ থাকে, স্বরসঙ্গতির ক্ষেত্রে তা থাকে না।
ডঃ সুকুমার সেনের মতে অপিনিহিত স্বরটি পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলিত হয় এবং পরবর্তী স্বরটি তদনুসারে পরিবর্তিত হয়। অর্থাৎ ডঃ সেনের মতে অ এবং ই মিলিত হয়ে গেছে, আর সেই প্রভাবে শেষের আ বদলে গিয়ে এ হয়েছে।
এখানে যে ব্যাখ্যাটি বলা হয়েছে, সেটি ডঃ রামেশ্বর শ'-এর মত। অভিশ্রুতির ব্যাখ্যায় ডঃ সেনের মত অপেক্ষা ডঃ শ'-এর মত বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে।
বাক্য > বাইক্ক, যজ্ঞ > যইগ্গ, এই সব অপিনিহিতির ক্ষেত্রে অভিশ্রুতি হবে না। এগুলির ক্ষেত্রে শুধু অপিনিহিত স্বরটি লোপ পাবে। যইগ্গ > যগ্গো, বাইক্ক > বাক্কো। আজি > আইজ > আজ এই উদাহরণটিও অভিশ্রুতির উদাহরণ নয়। এটিও স্বরলোপের উদাহরণ।
People also search for this Article to use these type of Keywords
অভিশ্রুতি টিকা
অপিনিহিতি ও অভিশ্রুতি পার্থক্য
অভিশ্রুতি উদাহরণ
অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও
অভিশ্রুতি pdf
অপিনিহিতি ও অভিশ্রুতি কাকে বলে
অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য
অভিশ্রুতি ধ্বনি পরিবর্তন
আশাকরি তোমাদের অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? অংশটি থেকে সকল ধরনের সংশয় কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা, অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি কাকে বলে? (অভিশ্রুতি (Umlaut), Ovisruti / Abhisruti) বিষয়টি থেকে সব ধরণের তথ্য দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে।
তোমাদের বাংলা ব্যাকারণ এর বিভিন্ন অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।
বাংলা ব্যাকারণ এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ক্লাস এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।