Type Here to Get Search Results !

কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় | WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 3 Question Answer

কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় | WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 3 Question Answer


আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম ক্লাসের পরিবেশ ও বিজ্ঞান বিষয়টির তৃতীয় অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি  সম্পর্কে । এই তৃতীয় অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তৃতীয় অধ্যায় এর কয়েকটি গ্যাসের পরিচিতি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমরা এই লিখাটির মাধ্যমে অষ্টম শ্রেণীর  তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই "কয়েকটি গ্যাসের পরিচিতি" অধ্যায়ের সাজেশন , কিকরে এই অধ্যায় থেকে উত্তর লিখতে হয়। অষ্টম শ্রেণীর কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায় থেকে কিভাবে পড়বে সবকিছুই আলোচনা করবো।

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : "কয়েকটি গ্যাসের পরিচিতি" (তৃতীয় অধ্যায় ক্লাস 8) West Bengal Class 8 Poribesh O Bigyan : অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Poribesh O Biggan নিচে দেওয়া হলো। এই অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 8 Poribesh O Bigyan Question and Answer, Suggestion, Notes PDF and Free Download Books Class 8 WBBSE – "কয়েকটি গ্যাসের পরিচিতি" (Class 8 তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer, Free PDF note and download) গুলি আগামী West Bengal Class 8th Six VI Poribesh O Biggan Examination এর জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ – এই অধ্যায়টি পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে উপযোগী ।

কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় | WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 3 Question Answer

MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর - WB Class Six Poribesh O Bigyan Suggestion  | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ও উত্তর   – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) 

প্রশ্নঃ- পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারের পাল্লা হল-
(ক) O°C-50°C
(খ) O°C-100°C
(গ) (-10°C)-110°C
(ঘ) 100°C-50°C

উত্তরঃ-   (গ) (-10°C)-110°C

প্রশ্নঃ-  কাচের তৈরি সরু একমুখ খোলা নল হল-
(ক) গোলতল ফ্লাস্ক
(খ) কনিক্যাল ফ্লাস্ক
(গ) নির্গম নল
(ঘ) টেস্টটিউব

উত্তরঃ-   (ঘ) টেস্টটিউব।

প্রশ্নঃ- হাইড্রোজেনের গন্ধ
(ক) নেই
(খ) ঝাঁজালো
(গ) মিষ্টি
(ঘ) পচা ডিমের মতো

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- কোন্ কথাটি ভুল?
(ক) জিংককে গাঢ় NaOH দ্রবণসহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়
(খ) অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে
(গ) জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়
(ঘ) অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হল ইস্পাত তৈরি

উত্তরঃ-  (গ)

প্রশ্নঃ- তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহার করা হয়-
(ক) গোলতল ফ্লাস্ক
(খ) কনিক্যাল ফ্লাস্ক
(গ) মাপনী চোঙ
(ঘ) টেস্টটিউব

উত্তরঃ-   (গ) মাপনী চোঙ।

প্রশ্নঃ-  দু-মুখ খোলা কাচনল যার দু-প্রান্ত সরু এবং মাঝখানটা স্ফীত সেটি হল-
(ক) পিপেট
(খ) বুরেট
(গ) ফানেল
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-   (ক) পিপেট।

প্রশ্নঃ- প্রশমন বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনের ক্ষার দ্রবণকে প্রশমিত করার জন্য কত আয়তনের অ্যাসিড প্রয়োজন তা সঠিকভাবে নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-
(ক) পিপেট
(খ) বুরেট
(গ) মাপনী চোঙ
(ঘ) কনিক্যাল ফ্লাস্ক

উত্তরঃ-   (খ) বুরেট।

প্রশ্নঃ- দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়—
(ক) সার্কিট
(খ) ব্যাটারি
(গ) সুইচ
(ঘ) রেগুলেটর

উত্তরঃ-  (খ)

প্রশ্নঃ- MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে—
(ক) লোহার চুর্ণ
(খ) তামার চুর্ণ
(গ) চারকোল গুঁড়ো
(ঘ) সালফার গুঁড়ো

উত্তরঃ-  (গ)

প্রশ্নঃ- তারজালির মাঝখানে বৃত্তের আকারে প্রলেপ দেওয়া থাকে যে পদার্থের সেটি হল-
(ক) সিমেন্ট
(খ) অ্যাসবেসটস
(গ) আলকাতরা
(ঘ) টিন

উত্তরঃ-   (খ) অ্যাসবেসটস।

প্রশ্নঃ- জীবকোশে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার জন্য প্রয়োজন-
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) কার্বন ডাইঅক্সাইড
(ঘ) নাইট্রোজেন

উত্তরঃ-   (খ) অক্সিজেন।

প্রশ্নঃ-  অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় উৎপন্ন যে পদার্থটি DNA অণুর ক্ষতি করে সেটি হল-
(ক) কার্বন ডাইঅক্সাইড 
(খ) জল
(গ) H202
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-   (গ) H202

প্রশ্নঃ- অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয়—
(ক) Fe2O3
(খ) Fe3O4
(গ) Pb3O4
(ঘ) K2O

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়
(ক) ক্ল্যাম্প
(খ) টেস্টটিউব
(গ) ওয়াচ গ্লাস
(ঘ) ব্যুরেট

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য ব্যবহৃত অনুঘটকটি হল-
(ক) প্লাটিনাম
(খ) Fe চূর্ণ
(গ) MnO2
(ঘ) V2O2

উত্তর : (গ) MnO2

প্রশ্নঃ- সোডিয়াম পারঅক্সাইডের উপর ফোঁটা ফোঁটা জল ফেজ হলে উৎপন্ন হয়-
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) সোডিয়াম
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-   (ক) অক্সিজেন।

প্রশ্নঃ- যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল
(ক) HgO
(খ) MgO
(গ) CaO
(ঘ) Na2O

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- একটি জারক গ্যাস হল
(ক) H2S
(খ) O2
(গ) NH3
(ঘ) H2

উত্তরঃ-  (খ)

প্রশ্নঃ- অধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
(ক) আম্লিক অক্সাইড
(খ) ক্ষারকীয় অক্সাইড
(গ) উভধর্মী অক্সাইড
(ঘ) পারক্সাইড

উত্তরঃ-   (ক) আম্লিক অক্সাইড।

প্রশ্নঃ-  AI2O3 হল একটি-
(ক) আম্লিক অক্সাইড
(খ) ক্ষারকীয় অক্সাইড
(গ) উভধর্মী অক্সাইড
(ঘ) মিশ্র অক্সাইড

উত্তরঃ-   (গ) উভধর্মী অক্সাইড।

প্রশ্নঃ- MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে—
(ক) লোহার চুর্ণ
(খ) তামার চুর্ণ
(গ) চারকোল গুঁড়ো
(ঘ) সালফার গুঁড়ো

উত্তরঃ-  (গ)

প্রশ্নঃ- ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়
(ক) আম্লিক অক্সাইড
(খ) ক্ষারকীয় অক্সাইড
(গ) প্রশম অক্সাইড
(ঘ) উভধর্মী অক্সাইড

উত্তরঃ-  (খ)

প্রশ্নঃ-  কোল্টিন্ট আম্লিক অক্সাইড নয়?
(ক) P2O5
(খ) SO2
(গ) CO2
(ঘ) CaO

উত্তরঃ-   (ঘ) CaO

প্রশ্নঃ- যে ধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠিত হয় সেটি হল-
(ক) সীসা
(গ) সোডিয়াম
(খ) ম্যাগনেশিয়াম
(ঘ) লিথিয়াম

উত্তরঃ-   (ক) সীসা।

প্রশ্নঃ-  নিম্নলিখিতগুলির মধ্যে ক্ষারকীয় অক্সাইড নয়-
(ক) CaO
(খ) Na2O
(গ) MgO
(ঘ) P2O5

উত্তরঃ-   (ঘ) P2O5

প্রশ্নঃ- তীব্র ক্ষার NaOH দ্রবণের সাথে যে অধাতু বিক্রিয়া করে h, গ্যাস উৎপন্ন করে তা হল
(ক) সিলিকন
(খ) সালফার
(গ) কার্বন
(ঘ) ফসফরাস

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- কোন্‌টি থেকে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন প্রস্তুত করা হয়?
(ক) স্টিম
(খ) প্রাকৃতিক গ্যাস
(গ) লঘু সালফিউরিক অ্যাসিড
(ঘ) A ও B উভয়ই

উত্তরঃ-  (ঘ)

প্রশ্নঃ- কোল্টি পারক্সাইড যৌগ?
(ক) Na2O 
(খ) FeO 
(গ) Na2O2 
(ঘ) Fe2O3

উত্তরঃ-   (গ)Na2O2

প্রশ্নঃ-  ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হয়-
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) কার্বন ডাইঅক্সাইড

উত্তরঃ-   (ক) অক্সিজেন

প্রশ্নঃ-  উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয়-
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ-   (ক) হাইড্রোজেন।

প্রশ্নঃ- কোল্টিন্ট হাইড্রোজেনের আইসোটোপ?
(ক) প্রোটিয়াম
(খ) ডয়টেরিয়াম
(গ) টিট্রিয়াম
(ঘ) সবগুলিই

উত্তরঃ-   (ঘ) সবগুলিই।

প্রশ্নঃ- যে যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায়, তা হল
(ক) পটাশিয়াম ক্লোরাইড
(খ) পটাশিয়াম ক্লোরেট
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) অ্যামোনিয়া

উত্তরঃ-  (খ)

প্রশ্নঃ- পরীক্ষাগারে পটাশিয়াম পাইরোগ্যালেট নেই, যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শোষিত হবে তা হল
(ক) অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ
(খ) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ
(গ) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ
(ঘ) অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে-
(ক) Zn
(খ) Mg
(গ) Fe
(ঘ) সবগুলিই

উত্তরঃ-   (ঘ) সবগুলিই।

প্রশ্নঃ- লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-

(ক) Zn
(খ) Al
(গ) Mg
(ঘ) Cu

উত্তরঃ-   (ঘ) Cul

ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_
(ক) Au
(খ) Cu
(গ) Ag
(ঘ) Al

উত্তরঃ-  (ঘ)

প্রশ্নঃ- লোহায় মরচে গঠনে বায়ুর যে উপাদানগুলি অংশ নেয় তা হল
(ক) নাইট্রোজেন ও অক্সিজেন
(খ) অক্সিজেন ও জলীয় বাষ্প
(গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
(ঘ) জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড

উত্তরঃ-  (খ)

প্রশ্নঃ-  উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি-
(ক) প্ল্যাটিনাম-এর
(খ) প্যালাডিয়াম-এর
(গ) নিকেল-এর
(ঘ) আয়রন-এর

উত্তরঃ-   (খ) প্যালাডিয়াম-এর।

প্রশ্নঃ- যে গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক, তা হল—
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) অ্যামোনিয়া

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন
(ক) পিপেট ও ব্যুরেট
(খ) তড়িৎ কোশ
(গ) উল্ফ বোতল

উত্তরঃ-  (ক)

প্রশ্নঃ- কোন্ ধাতুটি গাঢ় NaOH দ্রবণসহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়?
(ক) Fe
(খ) Cu
(গ) Al
(ঘ) Mg

উত্তরঃ-   (গ) Al।

প্রশ্নঃ- হাইড্রোজেন প্রস্তুতিকরণে কোন্ ধাতুর ছিবড়া লাগে?
(ক) দস্তা
(খ) সোনা
(গ) হিরে
(ঘ) রুপো

উত্তরঃ-   (ক) দস্তা।



(শূন্যস্থান পূরন করো - অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান – তৃতীয় অধ্যায় "কয়েকটি গ্যাসের পরিচিতি" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Poribesh O Biggan Question and Answer)


প্রশ্নঃ- একটি প্রশম অক্সাইড হল______ এবং একটি উভধর্মী অক্সাইড ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  জল, জিংক অক্সাইড

প্রশ্নঃ- ______ অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  জিংক।

প্রশ্নঃ- প্যালাডিয়াম ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে ______বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  অন্তর্ধিৃতি

প্রশ্নঃ- দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে ______ তৈরি করা হয়। 
উত্তরঃ-  ব্যাটারি

প্রশ্নঃ- তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে তরল থেকে পৃথক করতে______ ব্যবহার করা হয়। 
উত্তরঃ-  ফিলটার কাগজ

প্রশ্নঃ- বর্তনীতে প্রয়োজনমত তড়িৎ প্রবাহ বন্ধ বা চালু করতে______ ব্যবহার করা হয়।
উত্তরঃ-  সুইচ

প্রশ্নঃ- ______-এর রাসায়নিক নাম সোদক ফেরিক অক্সাইড। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  মরচে

প্রশ্নঃ- LED ও সাধারণ বাবের মধ্যে______ বেশিদিন চলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  LED

প্রশ্নঃ- অক্সিজেন ভিন্ন দহনে সহায়ক একটি মৌলিক গ্যাস হল______ (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  ক্লোরিন

প্রশ্নঃ- অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ______ অক্সাইড গঠন করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তরঃ-  আম্লিক


এক কথায় উত্তর দাও (WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 3 Question Answer)


প্রশ্নঃ- একটি উভধর্মী অক্সাইডের নাম লেখ।
উত্তরঃ-  জিঙ্ক অক্সাইড (ZnO)

প্রশ্নঃ- অক্সিজেন গ্যাসের একটি শোষকের উদাহরণ দাও।
উত্তরঃ-  অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ।

প্রশ্নঃ- কোন রাসায়নিক পদার্থ অক্সিজেন গ্যাসকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে?
উত্তরঃ-  ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে।

প্রশ্নঃ-  হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কিরূপ?
উত্তরঃ-  পচা ডিমের দুর্গন্ধযুক্ত।

প্রশ্নঃ- পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে? 
উত্তরঃ-  পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল প্রায় 350 কোটি বছর আগে।

প্রশ্নঃ-  একটি ধাতুর নাম লেখ যেটি সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করতে পারে?
উত্তরঃ-  প্যালাডিয়াম।

প্রশ্নঃ-  পরীক্ষাগারে O2 প্রস্তুত করতে MnO2 এর ভূমিকা কী? হাইড্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখ।
উত্তরঃ-  পরীক্ষাগারে O2 প্রস্তুত করতে MnO2 অনুঘটক হিসেবে কাজ করে। MnO2 এর উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটানো হলে অনেক কম উষ্ণতায় বিক্রিয়াটি ঘটানো সম্ভব হয়। হাইড্রোজেন গ্যাসের প্রধান ব্যবহার হয় অ্যামোনিয়া তৈরিতে।

প্রশ্নঃ- হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণে সামান্য পরিমাণ MnO2 গুঁড়ো  দিলে যা ঘটবে তার সমীকরণ লেখ।
উত্তরঃ-  হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণে সামান্য পরিমাণ MnO2 গুঁড়ো  দিলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

2H2O2 ➝ 2H2O + O2

প্রশ্নঃ- একটি ধাতব পারক্সাইডের উদাহরণ দাও। 
উত্তরঃ-  একটি ধাতব পারক্সাইডের উদাহরণ হল সোডিয়াম পারক্সাইড (Na2O2)

প্রশ্নঃ- অ্যামোনিয়া যুক্ত কেউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা অক্সিজেন গ্যাস শোষিত হলে দ্রবণের বর্ণ কি হয়?
উত্তরঃ-  নীল বর্ণ।

প্রশ্নঃ- পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন সংকেতসহ লেখ।
উত্তরঃ-  পটাশিয়াম ক্লোরেট (KClO3) এবং অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড(MnO2)।

প্রশ্নঃ-  পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ-  পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির সময় শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উচ্চ তাপমাত্রা অর্থাৎ 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করলে অনেক কম উষ্ণতায় অর্থাৎ 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করা যায়।

প্রশ্নঃ- ক্ষারীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও
উত্তরঃ-  যেসব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় ধর্ম প্রকাশ করে অর্থাৎ ক্ষার উৎপন্ন করে, তাদের ক্ষারীয় অক্সাইড বলে। যেমন MgO

প্রশ্নঃ- আম্লিক অক্সাইড বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তরঃ-  যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। যেমন CO2, SO2

প্রশ্নঃ- অন্তর্ধৃত হাইড্রোজেন কাকে বলে?
উত্তরঃ-  কতকগুলো ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে। একে বলা হয় অধিশোষণ । উত্তপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে এবং ধাতবপৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে।

প্রশ্নঃ- অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম লেখো। 
উত্তরঃ-  অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম হল ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড গঠন করা। যেমন—ম্যাগনেশিয়াম ফিতেকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। 2Mg+O2→2MgO

প্রশ্নঃ- তরল অক্সিজেনের হিমাঙ্ক কত?
উত্তরঃ-  -218⁰C


আশাকরি তোমাদের অষ্টম ক্লাসের কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায় থেকে সকল প্রশ্ন ও উত্তর কমপ্লিট হয়েছে। আমরা আমাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টা করেছি তোমাদের এই অষ্টম শ্রেণীর কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায় থেকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এখন কাজ হল তোমাদের বাড়িতে পড়ার । পড়তে থাকো , প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মানুষকে উত্তম করে তোলে। যত পড়বে তত শিখবে, ততই জ্ঞানী হবে। 

তোমাদের অষ্টম ক্লাসের  কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের প্রাকটিসের জন্য আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারো, সম্পূর্ণ ফ্রিতে, নিচে লিঙ্ক দেওয়া আছে কুইজে অংশ নিতে পারো।

ক্লাস অষ্টম এর অন্যান্য অধ্যায় গুলি সম্পর্কে আরও পড়তে চাইলে নিচে অধ্যায় অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ক্লাস অষ্টম এর অন্য অধ্যায় গুলি পড়ে নাও। আমাদের পরিসেবা তোমাদের ভালো লাগলে আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারো।

তোমরা যারা কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Poribesh O Biggan Question and Answer (WBBSE) খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো,  আশাকরা যায় যে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 


People also search to use these type of keywords like that

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা pdf download

model activity task class 8 science part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও বিজ্ঞান
class 8 poribesh o bigyan question answer

ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর
পরিবেশ ও বিজ্ঞান class 8
ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর
পরিবেশ ও বিজ্ঞান class 8 pdf

wbbse class 8 science question answer
model activity task class 8 পরিবেশ ও বিজ্ঞান

model activity task class 8 part 9 science
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad